West Bengal News Live: রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজয়গড়ে, ৫দিন ধরে মেয়ের পচাগলা দেহ আগলে মা
West Bengal news live updates : জেনে নিন কোথায় কী ঘটছে! জেলার সব খবরের লাইভ আপডেট
রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজয়গড়ে। ৫দিন ধরে মেয়ের পচাগলা দেহ আগলে মা। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের। পুলিশ এসে উদ্ধার করে পচাগলা দেহ
কলকাতায় আসছেন সলমন খান। ১৩ মে যোগ দেবেন ইস্টবেঙ্গলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে। সলমনের সঙ্গে থাকবেন সোনাক্ষী, জ্যাকলিন, প্রভু দেবা সহ অন্যান্য শিল্পীরা। কাল থেকেই ক্লাবে মিলবে টিকিট। জানানো হল ক্লাব কর্তৃপক্ষের তরফে
যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় জুনিয়র কনস্টেবলের নাম। বিতর্কের ঝড় নদিয়ার শান্তিপুরে। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। ভুলবসত নাম তোলা হয়েছে। বিতর্কের মুখে জানাল যুব তৃণমূল। রাজনীতি করি না, মিটিং-মিছিলে থাকি না। দাবি করলেন সেই কনস্টেবলও।
পঞ্চায়েত ভোটের আগে এবার বিরোধীদের রাস্তায় ছোটানোর হুঁশিয়ারি অখিল গিরির। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বাহিনীর আঁচলের হাওয়াতেই বিজেপি উড়ে চলে যাবে, আমরা নামিনি এখনও, হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে। অ্যালোপ্যাথি ডোজ যখন বেরোবে, তখন ছুটবে রাস্তায়', হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির।
বকেয়ার দাবিতে ৪ মে নবান্ন অভিযানের ডাক বাম কর্মী সংগঠনের। বকেয়া ডিএ, শূন্যপদ পূরণ-সহ ৩ দফা দাবিতে কো অর্ডিনেশন কমিটির নবান্ন অভিযান। হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন অভিযানের ডাক কো অর্ডিনেশন কমিটির।
অবশেষে চালু হচ্ছে স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি-প্রক্রিয়া। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর, বিজ্ঞপ্তি সরকারের। রাজ্যজুড়ে একটি মাত্র পোর্টালের মাধ্যমেই আবেদন ও ভর্তি। একটি পোর্টালের মাধ্যমেই যে কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির আবেদন করা যাবে। কলেজ নয়, উচ্চশিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা দিতে হবে আবেদন ও ভর্তির ফি। সমস্যা এড়াতে স্বচ্ছতা আনতে উদ্যোগ, জানাল সরকার।
নামে-বেনামে অয়নের আরও ৮টি ফ্ল্যাটের হদিশ! সব মিলিয়ে ফ্ল্যাটের সংখ্যা ১৬! নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল, দাবি ইডি সূত্রে। বিপুল সম্পত্তির হদিশ পেতে এবার অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ।
হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, পাল্টা তৎপরতা সিবিআইয়ের স্কুলের পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআর। এফআইআর করে পুর-নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করল সিবিআই। তদন্ত করতে পারে সিবিআই, হাইকোর্টের নির্দেশের পরেই তৎপরতা।
সফল হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। আলিপুরে বিশেষ সিবিআই আদালতে ঢোকার সময় মন্তব্য শিক্ষক নিয়োগকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনে ফের দুর্গাপুরের ব্যবসায়ীর অফিসে সিট। দুর্গাপুর সিটি সেন্টারে ব্যবসায়ী নারায়ণ খাড়কার অফিসে সিট। রাজু ঝা খুনে ধৃত অভিজিৎ মণ্ডলকে সঙ্গে নিয়ে পুলিশের তল্লাশি। ১৯ এপ্রিল ব্যবসায়ীর এই অফিসই সিল করে দিয়েছিল সিট।
'ইগোকে সরিয়ে সবাই একসঙ্গে কাজ করতে চাই, হিরো হয়ে গেছে বিজেপি, জিরো করতে হবে', নবান্নে নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকের পর বার্তা মমতার। বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বিহারে বৈঠকের প্রস্তাব।
কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।
কোচবিহার থেকে কাকদ্বীপ, কাল থেকে শুরু তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক। কাল কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর দিনহাটাতেই রাত্রিবাস করবেন অভিষেক।
কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশের ৪ এএসআই সাসপেন্ড। মৃতার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল। পুলিশের ভূমিকায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড়। ঘটনার ৩ দিন পর পদক্ষেপ জেলা পুলিশের।
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল বিজেপির। ফুড কর্পোরেশনের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি আব্দুল লতিফের। ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার উপরে লতিফকে 'রক্ষাকবচ'। নিম্ন আদালতে আব্দুল লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন আব্দুল লতিফ। 'সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন আব্দুল লতিফ', সুপ্রিম কোর্টে জামিনের আবেদনে সওয়াল আব্দুল লতিফের আইনজীবীর। '২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি, তার আগে পরোয়ানা কার্যকর নয়', গরুপাচার মামলায় অভিযুুক্ত লতিফকে রক্ষাকবচ দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।
গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি আব্দুল লতিফের। ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার উপরে লতিফকে 'রক্ষাকবচ'। নিম্ন আদালতে আব্দুল লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন আব্দুল লতিফ। 'সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন আব্দুল লতিফ', সুপ্রিম কোর্টে জামিনের আবেদনে সওয়াল আব্দুল লতিফের আইনজীবীর। '২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি, তার আগে পরোয়ানা কার্যকর নয়', গরুপাচার মামলায় অভিযুুক্ত লতিফকে রক্ষাকবচ দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।
নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা ফের অস্বীকার পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি নিয়ে বোর্ডের ঘাড়েই দায় ঠেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মন্ত্রী নিয়োগকর্তা নয়, কোর্ট থেকে বেরোনোর সময় ফের দাবি জেলবন্দি পার্থর। নিয়োগকর্তা বোর্ড পরিচালিত সংস্থা, মন্ত্রী নন, ফের দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।
গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে রাজ্য ও জেলাওয়াড়ি কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়। ২২ জনের রাজ্য নির্বাচন কমিটি ও ৬ থেকে ১০ জনের ৮টি জোনাল কমিটি গঠন করা হয়েছে। রাজ্যস্তরের কমিটিতে রয়েছেন সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া, জ্যোতিপ্রিয় মল্লিক, মালা রায়, শান্তনু সেন প্রমুখ। জোনাল কমিটিগুলিতে রয়েছেন দলের জেলার নেতারা। অবাধ মতামত গ্রহণ ও সুষ্ঠুভাবে মতামত নেওয়ার প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকবে এই কমিটি।
এসিবি-র কাছে তাপস সাহার দুর্নীতির তদন্ত সংক্রান্ত তথ্য ও নথি চাইল সিবিআই। সিবিআইয়ের তরফে ই-মেল করা হয়েছে, সূত্রের খবর। তাপসের বিরুদ্ধে এতদিন তদন্ত করেছে রাজ্য দুর্নীতি-দমন শাখা। গত বছরের মাঝামাঝি ৩ জন গ্রেফতার হওয়ার পরে সেই তদন্ত আচমকা থমকে যায়। আদালতের নির্দেশে ফের সিবিআই তদন্ত শুরু করে। তৎকালীন তদন্তে কি তথ্যপ্রমাণ উঠে এসেছিল, কী নথি বাজেয়াপ্ত হয়েছিল ? সাক্ষীদের কী বয়ান ছিল, সেই সব তথ্য হাতে পেতে চায় সিবিআই।
মালদার রতনপুর হাটের জমি দখল করে বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। এনিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন হাটের ব্যবসায়ীরা। আর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। মালদার জেলাশাসক জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলওয়ামা ইস্যুতে সত্যপাল মালিককে, সিবিআইয়ের সমনের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। হাজরা মোড়ে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও। এবিভিপির অভিযান ঘিরে উত্তেজনা। ব্যারিকেড করে মিছিল আটকাল পুলিশ। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা এবিভিপি কর্মীদের।
শনিবার গভীর রাতে হাওড়ার শ্যামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩ বাইক আরোহীর। ২৪ ঘণ্টা পরেও গাড়ির চালক গ্রেফতার না হওয়ায়, আজ সকালে উলুবেড়িয়া-শ্যামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধ তুলতে গেলে শ্যামপুর থানার ওসি-কে ঘিরে চলে বিক্ষোভ। গোটা একটা দিন কেটে গেলেও এখনও কেন ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা গেল না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পুলিশের আশ্বাসে ঘণ্টাদেড়েক পর অবরোধ ওঠে। সপ্তাহের প্রথম কাজের দিনে পথ অবরোধের জেরে নাকাল হন নিত্যযাত্রীরা।
অপরূপা পোদ্দারের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানি। অভিযোগ, সাংসদ অপরূপা পোদ্দারের লেটার প্যাডের তালিকা অনুযায়ী চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে নিয়োগ করা হয়েছে। ২০১৭ সালে নিজের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ-সুপারিশের অভিযোগ ওঠে অপরূপার বিরুদ্ধে। সিবিআই তদন্ত চেয়ে এবার মামলা দায়ের হল হাইকোর্টে।
২০২৪ সালে লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ার তোড়জোড়। আজ নবান্নে মমতা-নীতীশ বৈঠক। পটনা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। নীতীশ কুমারের সঙ্গে আসছেন লালু-পুত্র তেজস্বী যাদবও। আলোচনায় উঠে আসবে জাতীয় রাজনীতি ও বিজেপি বিরোধী জোটগঠনের প্রসঙ্গ। দুপুর ২ নবান্নে বৈঠকের পর সন্ধেয় উত্তরপ্রদেশে যাবেন নীতীশ কুমার। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন নীতীশ কুমার
'তৃণমূলের নব জোয়ারের মতো রাজনৈতিক প্রচার এই প্রথম। আমি এর জন্য অভিষেককে আন্তরিক অভিনন্দন জানাই। সারা রাজ্য জুড়ে এই জন সংযোগ যাত্রার জন্য সব দলীয় কর্মীকে অভিনন্দন জানাই'। ট্যুইট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
শনিবার গভীর রাতে হাওড়ার শ্যামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩ বাইক আরোহীর। ২৪ ঘণ্টা পরেও গাড়ির চালক গ্রেফতার না হওয়ায়, আজ সকালে উলুবেড়িয়া-শ্যামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধ তুলতে গেলে শ্যামপুর থানার ওসি-কে ঘিরে চলে বিক্ষোভ। গোটা একটা দিন কেটে গেলেও এখনও কেন ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা গেল না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পুলিশের আশ্বাসে ঘণ্টাদেড়েক পর অবরোধ ওঠে। সপ্তাহের প্রথম কাজের দিনে পথ অবরোধের জেরে নাকাল হন নিত্যযাত্রীরা।
কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। সন্দেহভাজন তৃণমূল প্রধানকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাওয়ায় ২ জনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রিয়াঙ্কের অভিযোগ। গতকাল দিনভর টানাপোড়েনের পর, আজ সকালে প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে দেখা করতে রায়গঞ্জের সার্কিট হাউসে যান উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক, রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার। তাঁদের সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। প্রিয়াঙ্কের অভিযোগ, তিনজনের বক্তব্যে ফারাক রয়েছে। এর থেকেই অনুমান, কোনও কিছু আড়াল করার চেষ্টা চলছে।
খেলতে খেলতে পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হল ৯ বছরের বালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। হাওড়ার পিলখানার ফকিরবাগান লেনের ঘটনা। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বহুতলের ছাদে কানামাছি খেলছিল কয়েকজন বালক। পুলিশ সূত্রে খবর, ৯ বছরের বালকের চোখে রুমাল বাঁধা ছিল। খেলতে খেলতে ছাদের নিচু পাঁচিল টপকে নীচে পড়ে যায় সে। স্থানীয়রাই ওই বালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অপরূপা পোদ্দারের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানি। অভিযোগ, সাংসদ অপরূপা পোদ্দারের লেটার প্যাডের তালিকা অনুযায়ী চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে নিয়োগ করা হয়েছে। ২০১৭ সালে নিজের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ-সুপারিশের অভিযোগ ওঠে অপরূপার বিরুদ্ধে। সিবিআই তদন্ত চেয়ে এবার মামলা দায়ের হল হাইকোর্টে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যদিও তাঁর দাবি, বেআইনিভাবে কাউকে চাকরি দেননি তিনি। এমনকি, তাঁর বাড়ির কাছের ঝোপ থেকে উদ্ধার হওয়া ব্যাগও তাঁর নয় বলে ঘাড় নেড়ে দাবি করলেন বিধায়ক। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে সাক্ষাৎ উত্তর দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্তাদের। রায়গঞ্জে সার্কিট হাউসে রয়েছেন প্রিয়াঙ্ক। সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার। ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। ৩ জন চিকিৎসকের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, ২ জনকে ছুটিতে পাঠানো হয়েছে, অভিযোগ প্রিয়াঙ্ক কানুনগোর।
কালিয়াগঞ্জ-এ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন। আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের আবেদন জানানো হলো মামলাকারী আইনজীবীর তরফে। 'মামলাকারীর আবেদন নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক। পাশাপাশি ১ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হোক'। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন, আগামীকাল শুনানির সম্ভাবনা।
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে সাক্ষাৎ উত্তর দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্তাদের। রায়গঞ্জে সার্কিট হাউসে রয়েছেন প্রিয়াঙ্ক
সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক । তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার
ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ।
বৈশাখের প্রথম কালবৈশাখী। আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বৈশাখী বৃষ্টিতে ইতিমধ্যেই কলকাতায় পারদ নেমেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও নেমেছে ৩৩ ডিগ্রিতে।
কাল থেকে শুরু হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তাঁর জনসংযোগ অভিযান। আজ বিকেলে কোচবিহার পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবিএন শীল কলেজের মাঠে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। বিকেলে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক।
গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে রাজ্য ও জেলাওয়াড়ি কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়। ২২ জনের রাজ্য নির্বাচন কমিটি ও ৬ থেকে ১০ জনের ৮টি জোনাল কমিটি গঠন করা হয়েছে। রাজ্যস্তরের কমিটিতে রয়েছেন সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া, জ্যোতিপ্রিয় মল্লিক, মালা রায়, শান্তনু সেন প্রমুখ। জোনাল কমিটিগুলিতে রয়েছেন দলের জেলার নেতারা। অবাধ মতামত গ্রহণ ও সুষ্ঠুভাবে মতামত নেওয়ার প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকবে এই কমিটি। পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোটের ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২ দিনের মাথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ। গতকাল রাতে উত্তর দিনাজপুরের চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার করা হয়েছে সদ্যোজাতকে। গ্রেফতার অভিযুক্ত মা-মেয়ে ও আটক ২জন। পুলিশের অনুমান, নিঃসন্তান মেয়ের জন্যই শিশু চুরি করেছিলেন অভিযুক্ত মহিলা।
দলের থেকে কোনও সহযোগিতা পাননি। বাড়িতে CBI তল্লাশির একদিন পরও শীর্ষ নেতৃত্বের কেউ যোগাযোগ না করায়, ফের উষ্মা প্রকাশ করলেন তাপস সাহা। ডাল মে কুছ কালা হ্যয়, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। দলের প্রথম বিধায়ক হলেও, প্রথমবারই মন্ত্রিসভায় জায়গা পাইনি। তাপসের আক্ষেপ প্রসঙ্গে বললেন শোভনদেব। নিজেদের বন্দিজীবনের কথা স্মরণ করলেন মদন মিত্র।
প্রেক্ষাপট
পাখির চোখ পঞ্চায়েত (Panchayat Election)। মঙ্গলবার শুরু তৃণমূলের নবজোয়ার। আজ কোচবিহারে অভিষেক। তুঙ্গে প্রস্তুতি। পাঁচতারা তাঁবু, কটাক্ষ সুকান্তর। অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি, পাল্টা কুণাল।
অভিষেকের (Abhishek Banerjee) বার্তার পর গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। অবাধ মতামত গ্রহণের প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকবে কমিটি।
পথশ্রী প্রকল্পের কাজ ঘিরে তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের মেখলিগঞ্জ, আহত ৪। ভাগাভাগির লড়াই, আক্রমণ বিজেপির। অস্বীকার পরেশ অধিকারীর।
'২৪-এর আগে বিরোধী ঐক্যগঠনের চেষ্টা। আজ দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-নীতীশ কুমার বৈঠক। জাতীয় রাজনীতি ও বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা।
পঁচিশে বৈশাখ ফের কলকাতায় আসছেন অমিত শাহ (Amir Shah)। সায়েন্স সিটিতে আমাদের রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। পড়াশোনা করে আসবেন, না হলে ভুল বলবেন। কটাক্ষ তৃণমূলের।
সিবিআই চায় কালিয়াগঞ্জে মৃতের পরিবার।
ধর্ষণ করে খুনের প্রমাণ মেলেনি। কেউ হয়তো পরিবারের মাথায় এসব ঢুকিয়েছে। দাবি তৃণমূলের। পুলিশ-প্রশাসনে আস্থা নেই, তাই সিবিআই দাবি। পাল্টা বিজেপি।
১ মাসে তিনবার। ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। পুলিশ মৃতার পরিবারের বক্তব্য শোনেইনি, অভিযোগ এনসিপিসিআরের। রাজনীতি করা হচ্ছে, পাল্টা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের।
দিল্লি (Delhi) থেকে কমিশন এল, আইও এলেন না। মুখ্যসচিব, ডিজি, ডিএম, এসপি, আইজিকে দিল্লিতে তলব করা হবে। হাজিরা না দিলে গ্রেফতার। কালিয়াগঞ্জকাণ্ডে হুঁশিয়ারি জাতীয় এসসি কমিশনের।
মৃতদেহ নিয়ে লজ্জাজনক রাজনীতি। সিপিসিআর আইন লঙ্ঘন করে রাজ্যে এনসিপিসিআর। আক্রমণ রাজ্যের কমিশনের। অযোগ্য সংস্থার বিরুদ্ধে মন্তব্য নয়, পাল্টা এনসিপিসিআর।
তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটির লেনদেন। আপ্ত সহায়ককে সামনে রেখে নিয়োগ দুর্নীতির চক্র তেহট্টের তৃণমূল বিধায়কের, অনুমান সিবিআইয়ের।
সিবিআই বেরোতেই তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে ভুরিভোজ। জেলে যাওয়ার আগে বেপরোয়া। কটাক্ষ বিরোধীদের। ইদ উপলক্ষে খাওয়া দাওয়া, সাফাই তাপসের।
ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ তাপসের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -