West Bengal News Live Updates: হাওড়া-জয়নগর এক্সপ্রেসে বিপত্তি

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 09 Aug 2023 12:36 AM
WB News Live : মুখ্যমন্ত্রীর প্রশংসায় কুড়মি নেতারা

গ্রেফতারির পরেই বদলি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ঢালাও প্রশংসা! 'কুড়মি সমাজের জন্য যা করেছেন, তা অন্য কেউ করেননি', ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঢালাও প্রশংসায় কুড়মি নেতারা । ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, দেখা করলেন অভিষেকের কনভয়কাণ্ডে ধৃত কুড়মি নেতারা। 

West Bengal News Live: বিজেপি নেত্রীর বাড়ির সামনে মিলল তাজা বোমা

কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিজেপি নেত্রীর বাড়ির সামনে মিলল তাজা বোমা। পঞ্চায়েত হাতছাড়া হওয়ায় ভয় দেখিয়ে দলবদল করাতে চাইছে তৃণমূল। অভিযোগ করেছে বিজেপি। ভোটে জিতে ওরাই অত্যাচার চালাচ্ছে, পাল্টা আক্রমণ করেছে শাসকদল।

WB News Live : যুবকের রহস্য়মৃত্য়ুতে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে

মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুরে দুই যুবকের রহস্য়মৃত্য়ুতে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দুটি ঘটনাতেই কড়া শাস্তির দাবিতে সরব মৃত দুই যুবকের পরিবার। ইতিমধ্য়ে নবগ্রামকাণ্ডের তদন্তে নেমেছে সিআইডি। মঙ্গলবার নবগ্রাম থানায় যান রাজ্য় মানবাধিকার কমিশনের প্রতিনিধিও।

West Bengal News Live: হাওড়া-জয়নগর এক্সপ্রেসে বিপত্তি

সিগন্যাল ছেড়ে বেরিয়ে গিয়েও আবার পিছিয়ে এল এক্সপ্রেস! বীরভূমের রামপুরহাটে হাওড়া-জয়নগর এক্সপ্রেসে বিপত্তি। রামপুরহাট স্টেশন ছাড়াতেই এগিয়ে গিয়েও পিছনে এল ট্রেন! কীভাবে বিপত্তি? প্রশ্ন তুলে রামপুরহাটে যাত্রীদের বিক্ষোভ। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট পরে ছাড়ল হাওড়া-জয়নগর এক্সপ্রেস।

WB News Live : জীবনকৃষ্ণের মোবাইলে বিস্ফোরক তথ্য

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) পুকুরে উদ্ধার হওয়া জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) মোবাইল ফোন থেকে ফের মিলল বিস্ফোরক তথ্য।  'টাকা দিয়েও হয়নি কাজ, ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে হুমকি জীবনকৃষ্ণ সাহার', সিবিআই সূত্রে (CBI) এমনটাই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন বড়ঞার বিধায়ক। ২০২২ সালের অক্টোবরে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার চাকরিপ্রার্থীর। টাকা ফেরত পেতে অনুরোধ জানালেই চাকরিপ্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে।

West Bengal News Live: 'পুলিশের মার থেকে বাঁচতে ভাগীরথীতে যুবকের ঝাঁপ'

বহরমপুরে পুলিশের মার থেকে বাঁচতে ভাগীরথীতে যুবকের ঝাঁপ দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। 

WB News Live : BJP-র বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থীই জেলা সভাপতি

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থীকেই করা হয়েছে জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে মথুরাপুরের নব্য়েন্দু নস্কর নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কিন্তু তাঁকেই জেলা সভাপতি করায় ক্ষুব্ধ মথুরাপুরের বিজেপি কর্মী-সমর্থকরা। নব্যেন্দু নস্করকে সরানোর দাবিতে সল্টলেকে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ।

West Bengal News Live: মুর্শিদাবাদের সুতিতে পঞ্চায়েতে একসঙ্গে বোর্ড গড়ল কংগ্রেস, বিজেপি, আরএসপি

মুর্শিদাবাদের সুতিতে পঞ্চায়েতে একসঙ্গে বোর্ড গড়ল কংগ্রেস, বিজেপি, আরএসপি। মুর্শিদাবাদের সুতি ২ ব্লকের মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে বোর্ড গঠন বিরোধীদের। এই পঞ্চায়েতে মোট আসন ২৫, তারমধ্যে ১০ আসনে জিতেছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৭টি আসন, কংগ্রেসের দখলে ৫টি আসন, আরএসপি জিতেছে ২টি আসনে। ১টি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। প্রধান হয়েছেন  কংগ্রেসের আলমিরা খাতুন, উপপ্রধান হয়েছে বিজেপি’র রিঙ্কু দাস।

WB News Live : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঢালাও প্রশংসায় কুড়মি নেতারা

গ্রেফতারির পরেই বদলি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ঢালাও প্রশংসা! 'কুড়মি সমাজের জন্য যা করেছেন, তা অন্য কেউ করেননি', ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঢালাও প্রশংসায় কুড়মি নেতারা । ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, দেখা করলেন অভিষেকের কনভয়কাণ্ডে ধৃত কুড়মি নেতারা। 
 

West Bengal News Live: নবগ্রামে পুলিশ হেফাজতে খুনের অভিযোগ, তদন্তে সিআইডি

নবগ্রামে পুলিশ হেফাজতে খুনের অভিযোগ, তদন্তে সিআইডি। মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশ লকআপে পিটিয়ে খুনের অভিযোগ । পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতারি ছাড়াই আটকের অভিযোগ।

WB News Live : কলকাতায় বাড়ছে ডেঙ্গি

কলকাতায় বাড়ছে ডেঙ্গি, মুরারিপুকুরে পরিদর্শনে মেয়র, ডেপুটি মেয়র। মুরারিপুকুরের মুচিবাজারে বিএসএনএল, কোল ইন্ডিয়ার জমিতে মশার বাড়বাড়ন্ত। পড়ে থাকা আবর্জনায় জল জমে থাকায় মশার আঁতুড়ঘর।

West Bengal News Live: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূল,তাও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে অশান্তি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, তাও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে অশান্তি । খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই বহিরাগতদের নিয়ে অশান্তি করার অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পদ নিয়ে তৃণমূলের অন্দরেই 'দ্বন্দ্ব'। বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল একাই ১৪টি আসনে জয়ী। বাকি ২টি আসনে একটি করে জয়ী বিজেপি ও নির্দল প্রার্থী। বিধায়কের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে পঞ্চায়েত অফিসে চড়াও হওয়ার অভিযোগ। বিধায়কের বিরুদ্ধে দলীয় কর্মীদের ওপরই লাঠিচার্জ করতে পুলিশকে নির্দেশ দেওয়ার অভিযোগ। গন্ডগোলে জয়ী তৃণমূল প্রার্থী-সহ বেশ কয়েকজন আহত। অশান্তির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের। 

WB News Live : জয়েন্টের র‍্যাঙ্ক কার্ডে কারচুপি, গ্রেফতার ছাত্রী

জয়েন্টের র‍্যাঙ্ক কার্ড (Rank Card) এডিট করে এমবিবিএস-এর প্রথম বর্ষে (MBBS) ভর্তি হতে এসে গ্রেফতার এক ছাত্রী (Arrest Student)। অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৪৫৯৭৩, ছাত্রীর আনা র‍্যাঙ্ক কার্ডে ৪৪৫৭৩-এর মাঝের ৯উধাও।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে।

West Bengal News Live: বুদ্ধদেবকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু। আজ হাসপাতাল থেকে একটি টিম যায় বুদ্ধদেববাবুর বাড়িতে। বাড়ির সেট-আপ খতিয়ে দেখার জন্য বাড়িতে গেল মেডিক্যাল টিম। প্রায় আড়াই দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুদ্ধবাবুকে। 

WB News Live : সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের হাতছাড়া পঞ্চায়েত

সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের হাতছাড়া পঞ্চায়েত। তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট। কৃষ্ণনগর ১ ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট। ২২ আসনের রুইপুকুর পঞ্চায়েতে ১৩টি আসনে জিতেছিল তৃণমূল। বিজোপি ৭টি ও সিপিএম ২টি আসনে জয়লাভ করে। তৃণমূলের একজন সদস্যের মৃত্যু হওয়ায় সদস্যসংখ্যা কমে হয় ১২। ফলে সংখ্যাগরিষ্ঠ ছিল তৃণমূলই
কিন্তু আজ ভোটাভুটির সময় তৃণমূলের ২জন এবং সিপিএম-এর ২জন বিজেপি-কে সমর্থন করে। ফলে তৃণমূলের পক্ষে ভোট পড়ে ১০টি, বিরোধী পক্ষে ভোট পড়ে ১১টি। ফলে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের হাত থেকে বোর্ড ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট।

West Bengal News Live: বিজেপির জয়ী মহিলা প্রার্থীরা আশ্রয় নিলেন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে

ভোট-পরবর্তী অশান্তির জেরে ফালাকাটার বিজেপির জয়ী মহিলা প্রার্থীরা সন্তান-সহ আশ্রয় নিলেন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে জন বার্লার বাড়িতে রয়েছেন ফালাকাটা বিধানসভার জয়ী বিজেপির ৪৫ জন প্রার্থী। ঘরছাড়া বিজেপি প্রার্থীদের অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ভয় দেখিয়ে দলবদল করাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এর আগে বিজেপির ৪৫ জন জয়ী প্রার্থীকে অসমে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন জন বার্লা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live : বিজেপির বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থীই জেলা সভাপতি

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থীকেই করা হয়েছে জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে মথুরাপুরের নব্য়েন্দু নস্কর নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কিন্তু তাঁকেই জেলা সভাপতি করায় ক্ষুব্ধ মথুরাপুরের বিজেপি কর্মী-সমর্থকরা। নব্যেন্দু নস্করকে সরানোর দাবিতে সল্টলেকে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ।

Nadia News: তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট

তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট। কৃষ্ণনগর ১ ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট। 

Calcutta High Court: মথুরাপুরের ৯ বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ

মথুরাপুরের ৯ বিজয়ী প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ। আগামী ১০ অগাস্ট মথুরাপুরে বোর্ড গঠন। তার আগে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের। পুলিশকে অপহরণের অভিযোগের তদন্ত দ্রুত করতে নির্দেশ। বোর্ড গঠনে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। 

Sougata Ray: দেশে স্বৈরতান্ত্রিক সরকার চলছে, জ্বলছে মণিপুর, লোকসভায় বললেন সৌগত রায়

দেশে স্বৈরতান্ত্রিক সরকার চলছে, মন্তব্য তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের।

Buddhadeb Bhattacharjee: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু। আজ হাসপাতাল থেকে একটি টিম যায় বুদ্ধদেববাবুর বাড়িতে।
বাড়ির সেট-আপ খতিয়ে দেখার জন্য বাড়িতে গেল মেডিক্যাল টিম। প্রায় আড়াই দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুদ্ধবাবুকে।
কিন্তু তারপরেও সম্পূর্ণ সংক্রমণমুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Kolkata News: শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে হাজরা মোড়ে তুলকালাম

 শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে হাজরা মোড়ে তুলকালাম।  বিক্ষোভকারীদের দাবি, স্কুল অ্যালট করা হলেও,
তাঁরা কেউ কাজে যোগ দিতে পারেননি।  দ্রুত নিয়োগের দাবিতে এদিন কালীঘাট অভিযানের ডাক দেন শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। হাজরা মোড়ে যতীন দাস মেট্রো স্টেশন থেকে বেরোতেই তাঁদের কয়েকজনকে আটক করে পুলিশ। 

SSC Case: মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব

মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব। ৭ জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। গতকালই গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। এবার বাঁকুড়া জেলায় চাকরি পেয়েছেন এমন ৭ প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। 

Biman Banerjee: রাজ্যপালের বক্তব্যের সঙ্গে সহমত নই, দাবি বিধানসভার স্পিকারের

রাজ্যপালের বক্তব্যের সঙ্গে সহমত নই। এমন কোনও পরিস্থিতি রাজ্যে তৈরি হয়নি, দাবি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

CV Ananda Bose: ফের বাংলার হিংসা ও দুর্নীতি নিয়ে সরব রাজ্যপাল

ফের বাংলার হিংসা ও দুর্নীতি নিয়ে সরব রাজ্যপাল। 'গুরুদেব বলেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। 'এখনকার বাংলা সেই বাংলা নয়। এখনও দেরি হয়নি। অনেক দেরি হওয়ার আগে মানুষ চায় দুর্নীতি শেষ হোক। দুর্নীতি ও হিংসাকে শেষ করতে মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এটাই শেষের শুরু, দুর্নীতির শেষের শুরু, হিংসার শেষের শুরু,' বাংলার হিংসা ও দুর্নীতি নিয়ে মন্তব্য সিভি আনন্দ বোসের। 


 


 


 

Thakurpukur Accident: বেহালা চৌরাস্তার পর ঠাকুরপুকুর, হোমের সামনে আবাসিক ছাত্রকে ধাক্কা  মারল বেপরোয়া ট্যাক্সি

বেহালা চৌরাস্তার পর ঠাকুরপুকুর। মর্মান্তিক দুর্ঘটনায় শিশুমৃত্যুর চারদিনের মাথায় এবার হোমের সামনে আবাসিক ছাত্রকে ধাক্কা 
মারল বেপরোয়া ট্যাক্সি। গুরুতর আহত ১০ বছরের বালক। সকাল ১১টা নাগাদ ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের
সামনে এমজি রোডের ওপর দুর্ঘটনা ঘটে। হরিদেবপুর থেকে জেমস লং সরণির দিকে যাওয়ার সময় হোমের আবাসিক ছাত্রকে
ধাক্কা মারে ট্যাক্সি। মাথায় গুরুতর আঘাত রয়েছে বালকের। 
হরিদেবপুর থানার ASI দেখতে পেয়ে ওই ট্যাক্সিতেই পড়ুয়াকে তুলে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় পরে ওই বালককে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। 


 

Derek O'Brien: মণিপুর ইস্যুতে উত্তাল রাজ্যসভা, সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন

সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের আগেই মণিপুর ইস্যুতে উত্তাল রাজ্যসভা। বাদল অধিবেশনের বাকি পর্বে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। তৃণমূলের রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করেন জগদীপ ধনকড়। বেলা ১২টা পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশনও।

SSC Case: কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিটের পাতায় পাতায় বিস্ফোরক তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিটের পাতায় পাতায় বিস্ফোরক তথ্য। ২৪ পাতার চার্জশিটে উল্লেখ, চাকরি-বিক্রির এজেন্ট ও চাকরিপ্রার্থী মিলিয়ে মোট ১৪১ জনের কাছ থেকে ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়েছিলেন তাপস মণ্ডল। অন্যদিকে, চাকরি বিক্রি করে ৭১ জনের কাছ থেকে মোট ৩ কোটি ১৩ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ। সিবিআই চার্জশিটে উল্লেখ, চাকরি বিক্রি করে মুর্শিদাবাদের ৫ শিক্ষকের কাছ থেকে মোট ২৩ লক্ষ টাকা নেন তাপস মণ্ডল। এর মধ্যে ধৃত সায়গর হোসেন দিয়েছিলেন ৬ লক্ষ টাকা। ধৃত জাহিরুদ্দিন শেখ, সৌগত মণ্ডল দিয়েছিলেন সাড়ে ৫ লক্ষ টাকা করে এবং ধৃত সীমার হোসেন চাকরি কিনতে ৫ লক্ষ টাকা দেন তাপস মণ্ডলকে। চার্জশিটের ১ নম্বরে নাম থাকা আশিক আহমেদকে এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই। 


 

Alipurduar News: আলিপুরদুয়ারের বিজেপির জয়ী মহিলা প্রার্থীরা সন্তান-সহ আশ্রয় নিলেন মন্ত্রীর বাড়িতে

ভোট-পরবর্তী অশান্তির জেরে আলিপুরদুয়ারের ফালাকাটার বিজেপির জয়ী মহিলা প্রার্থীরা সন্তান-সহ আশ্রয় নিলেন জলপাইগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে জন বার্লার বাড়িতে রয়েছেন ফালাকাটা বিধানসভার জটেশ্বর, পলাশবাড়ি ও মাদারিহাট বিধানসভার রাঙালি বাজনা গ্রাম পঞ্চায়েত-সহ বিভিন্ন এলাকা থেকে জয়ী বিজেপির ৪৫ জন প্রার্থী। ঘরছাড়া বিজেপি প্রার্থীদের অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ভয় দেখিয়ে দলবদল করাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। জয়ী বিজেপি প্রার্থীদের বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে। এর আগে বিজেপির ৪৫ জন জয়ী প্রার্থীকে অসমে নিয়ে যাওয়া হয়। বোর্ড গঠনের আগে তাঁরা আশ্রয় নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন জন বার্লা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Cooch Behar News: পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে কোচবিহারের বিজেপি নেত্রীর বাড়ির সামনে তাজা বোমা

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি নেত্রীর বাড়ির সামনে মিলল তাজা বোমা। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেত্রী দুর্গা আর্যর বাড়ির সামনে আজ সকালে ২টি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আতঙ্ক ছড়ায়। শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। ১০ তারিখ বোর্ড গঠন।তার আগে ভয় দেখাতেই স্থানীয় বিজেপি নেত্রীর বাড়ির সামনে তৃণমূলের দুষকৃতীরা বোমা রেখে যায় বলে গেরুয়া শিবিরের দাবি। নিজেরা বোমা রেখে আমাদের ঘাড়ে দায় চাপাচ্ছে, পাল্টা দাবি শাসকদলের।

Mangalahat Fire: মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা থেকে একজনকে গ্রেফতার করল সিআইডি

হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা থেকে একজনকে গ্রেফতার করল সিআইডি। নিজেকে হাট মালিক বলে দাবি করতেন ধৃত শান্তিরঞ্জন দে। ২০ জুলাই, গভীর রাতে মঙ্গলাহাটে আগুন লাগে। চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ২১ জুলাই হাট পরিদর্শন করে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তদন্তে নেমে তথ্য সংগ্রহ ও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে কলকাতার ক্যানিং স্ট্রিট থেকে শান্তিরঞ্জন দে-কে গ্রেফতার করে সিআইডি। আগুন লাগার দিনই হাট মালিকদের একটা বড় অংশ অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্তর্ঘাত এবং ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন। তাঁরাই শান্তিরঞ্জনের নাম সামনে আনেন। ধৃতের বিরুদ্ধে আগুন লাগানোর ষড়যন্ত্র-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সিআইডি। 


 

Purulia News: পুরুলিয়ায় আরও ২টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

যোগদান করিয়ে পুরুলিয়ায় আরও ২টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। জয়পুর ব্লকের ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের জয়ী ফরওয়ার্ড ব্লক ও নির্দল প্রার্থী বোর্ড গঠনের আগে নাম লেখালেন শাসকদলে। এর ফলে ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের মোট ১৫টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে এল ৯টি আসন। নির্দল কমে হল ৩, বিজেপি ২ ও সিপিএম একটি আসন পেয়েছে। অন্যদিকে, পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডিমডিহা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ২টি আসন পায়। সেই দুই জয়ী প্রার্থীই যোগ দিয়েছেন তৃণমূলে। এর ফলে ২০ আসনের গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দখল করল ১২টি আসন। বিজেপি ৭ এবং নির্দল একটি আসনে জিতেছে। বিরোধীদের দাবি, বোর্ড দখলের জন্য মরিয়া তৃণমূল জোর করে ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে। এই আমলে উন্নয়ন দেখে যোগদান, পাল্টা দাবি শাসকদলের।  


 

WB Weather Updates: বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও

শ্রাবণ শেষে ফের দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। অবস্থান বদল করে মৌসুমী অক্ষরেখা আপাতত বিহারের ভাগলপুর ও মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত 
বিস্তৃত। তার জেরে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে। 
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।


 

Behala Accident: সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা, বেহালায় লরির ধাক্কায় শিশুমৃত্যুর জের।

বেহালায় লরির ধাক্কায় শিশুমৃত্যুর জের। যান শাসনে তৎপর পুলিশ। বন্দর এলাকা ছাড়া সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় ও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে। তবে ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। ছোট ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলের সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। গতকাল কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই সকাল থেকে শুরু হয়েছে যান শাসন। সেন্ট্রাল অ্যাভিনিউতে জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফে চলছে ধরপাকড়। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

Sunil Chhetri: ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী ডেঙ্গিতে আক্রান্ত

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী ডেঙ্গিতে আক্রান্ত। অন্তঃসত্ত্বা সোনম ভর্তি রয়েছেন ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। স্ত্রীর অসুস্থতার কারণে জাতীয় কোচ ইগর স্টিমাচের কাছ থেকে ছুটি নিয়েছেন সুনীল। গতকাল সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল বলে জানা গেছে। তবে এখন ভাল আছেন সুনীল ছেত্রীর স্ত্রী। মেয়ে ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য।

Abhishek Banerjee: কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক

আমেরিকা থেকে সোশাল মিডিয়ায় ED-কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সংস্থার অফিসারদের যোগ্যতা নিয়ে। পাল্টা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপি।

WB Live News Updates: বিজেপি-সিপিএম-কংগ্রেস ব্যালট বাক্সের মতো টিনের বাক্স তৈরি করেছে,দাবি জ্যোতিপ্রিয়র

বিজেপি-সিপিএম-কংগ্রেস ব্যালট বাক্সের মতো টিনের বাক্স তৈরি করেছে। তারপর নকল ব্যালট ছাপিয়ে, বাক্সে ভরে পুকুরে-রাস্তায় ফেলছে ও পুলিশকে জানিয়েছে। বিরোধীদের দিকে আঙুল তুলে এমনই আজব তত্ত্ব 
খাড়া করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশ কী করছে? পাল্টা প্রশ্ন তুলল সিপিএম, কংগ্রেস। যে ব্যালট খাওয়া হয়েছে, সেটিও নকল? কটাক্ষ বিজেপির।

প্রেক্ষাপট

টাকা দিয়ে চাকরি, এবার ৪ অযোগ্য শিক্ষক গ্রেফতার। পার্থ, কুন্তল টাকা চাইতে যাননি, এরাই চাকরি চুরি করেছে। অভিযুক্তদের জেলে পাঠিয়ে বললেন বিচারক। (SSC Case)


অনুত্তীর্ণদের নিয়োগের জন্য আলাদা প্যানেল! তাপসকে টাকা দিয়ে চাকরি। উল্লেখ নির্দেশনামায়। ঘুষের কথা স্বীকারের পরেও সাক্ষী হিসেবে দেখানোয় প্রশ্ন। 


চাকরি চুরি করে শিক্ষক! কোর্টের নির্দেশে গ্রেফতার হওয়া ৪ অযোগ্যই নবগ্রামের। চার্জশিটে কেন সাক্ষী হিসেবে অভিযুক্তদের নাম? সিবিআইকে প্রশ্ন বিচারকের। (CBI)


নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্যসচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে আলিপুর কোর্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় জেলবন্দি পার্থর। (Partha Chatterjee)


নিয়োগ দুর্নীতির দায় এড়িয়ে কোর্টে বিস্ফোরক পার্থ, ভিন্ন সুর বেরোনোর সময়। বললেন, "মুখ্যমন্ত্রী নিয়োগকর্তা নন...আমার আনুগত্য বজায় আছে।"


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মানিক-পত্নী শতরূপার। টাকা নিয়েছেন প্রমাণ নেই ইডির কাছে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ইডি-কেও ভর্ৎসনা।


নিউইয়র্ক থেকেই ইডি-কে তীব্র আক্রমণে অভিষেক। অফিসারদের অযোগ্য বলে কটাক্ষ। দোষীসাব্যস্ত মাত্র ৫ শতাংশ, করদাতাদের টাকা নষ্ট বলে অভিযোগ।


দুর্নীতি থেকে সন্ত্রাস। প্রধানমন্ত্রীর ভারত-ছাড়োর সুরে এবার সরব রাজ্যপাল। বললেন, "বাংলা ছাড়ো দুর্নীতি।"


হাতিয়াড়া জ্যাংড়ায় বয়কটের পরেও কী ভাবে পড়ল ১০০ শতাংশ ভোট? ভোটের ফল মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে। মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।


মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধৃত নুর আমিন মামলায় জিএসটি অফিসারকে জিজ্ঞাসাবাদ। জিএসটি ফাঁকি ধরিয়ে কেন্দ্রের পুরস্কার পান নুর। আগেই কোর্টে দাবি সরকারি আইনজীবীর। 


১স্বাস্থ্য কমিশনের পরে এবার বেসরকারি স্কুলের ফি-নিয়ন্ত্রণে শিক্ষা কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১১জনের কমিশনে মন্ত্রিসভার নীতিগত সিদ্ধান্ত। আসছে বিল। 


ছাত্রের মর্মান্তিক মৃত্যুতেও নেই হুঁশ! জেলবন্দি পার্থ, বেহালায় রাস্তার একাংশ দখল করে বিধায়কের অফিস। সিদ্ধান্ত নেবে প্রশাসন, দাবি পুরসভার। 


 বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। বাকি প্যারামিটার স্বাভাবিক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.