West Bengal News Live Updates: শেষবার মা-বাবাকে কী বলেছিলেন স্বপ্নদীপ ? জানতে নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে তদন্তকারীরা

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 12 Aug 2023 11:27 PM
WB Live News : শেষবার মা-বাবাকে কী বলেছিলেন স্বপ্নদীপ ? জানতে নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে তদন্তকারীরা

যাদবপুরের হস্টেল থেকে উদ্ধার ডায়েরি কি স্বপ্নদীপের ? মৃতের হাতের লেখা যাচাই করে দেখছে পুলিশ। শেষবার মা-বাবাকে কী বলেছিলেন স্বপ্নদীপ ? জানতে নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে তদন্তকারীরা। রানাঘাটে মামার বাড়ির পর বগুলায় স্বপ্নদীপের বাড়িতে পুলিশ। স্বপ্নদীপের পরিবারের সদস্যদের সঙ্গে কথা তদন্তকারীদের।

Jadavpur University Update : র‍্যাগিং-এর অভিযোগে বিক্ষোভ দেখাল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের একাংশ

পরিবার-পরিজনদের মতো স্বপ্নদীপের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার স্কুল। ভাল ফল করলে পড়ুয়াদের যাদবপুর, প্রেসিডেন্সিতে পড়ার কথা বলতাম। কিন্তু, সেখানে এই পরিণতি হলে কী করে দিশা দেখাব? প্রশ্ন তুললেন স্বপ্নদীপের স্কুলের প্রধান শিক্ষক। র‍্যাগিং-এর অভিযোগে বিক্ষোভ দেখাল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের একাংশ।

Suvendu Adhikari : 'শুধু মঞ্চে উঠে ভাষণ দিলে চলবে না, নিজের এলাকা নিজেকে ধরে রাখতে হবে', বার্তা শুভেন্দুর

'শুধু মঞ্চে উঠে ভাষণ দিলে চলবে না, নিজের এলাকা নিজেকে ধরে রাখতে হবে'। 'আমার এলাকায় ১৭টির মধ্যে ১১টি পঞ্চায়েত বিজেপির দখলে'। 'পূর্ব মেদিনীপুরে ৮৪টি পঞ্চায়েতে জিতেছে বিজেপি'। নিজের এলাকায় দলকে জেতাতে হবে, বার্তা শুভেন্দু অধিকারীর।

WB Live News Update : এবার নির্দলের সমর্থন নিয়ে ছাতনায় বামেদের হাতে ফিরল মেট্যালা গ্রাম পঞ্চায়েত

প়ঞ্চায়েতের বোর্ড গঠনে কোথাও রাম-বাম জোট আবার কোথাও নির্দলের সমর্থনে বোর্ড গড়তে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এবার নির্দলের সমর্থন নিয়ে বাঁকুড়ার ছাতনায় বামেদের হাতে ফিরল মেট্যালা গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোর্ড গঠন করতে বিজেপির সঙ্গে হাত মিলেয়েছে বামেরা।

WB Live News : তৃণমূলের ভোট লুঠেরাদের বেঁধে পেটানোর দাওয়াই দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা

ভোট মিটলেও অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। তৃণমূলের ভোট লুঠেরাদের বেঁধে পেটানোর দাওয়াই দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল।

WB Live News Update : বাংলায় জঙ্গলরাজ চলছে, রাজ্যে এসে আক্রমণ জেপি নাড্ডার

বাংলায় জঙ্গলরাজ চলছে, রাজ্যে এসে আক্রমণ জেপি নাড্ডার। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব রিপোর্ট দিয়েছি, কয়েকদিনেই সব স্পষ্ট হয়ে যাবে'। 'বাংলার এই অবস্থা করে মমতা কি দেশের গণতন্ত্রের চ্যাম্পিয়ন হতে চাইছেন?' সঙ্কটে বাংলা, ধ্বংস হচ্ছে গণতন্ত্র, আক্রমণ নাড্ডার। দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে বঙ্গে জে পি নাড্ডা।

WB Live News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি।

Jadavpur University Update : স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না, মন্তব্য যাদবপুরের প্রাক্তন উপাচার্যের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের পড়ুয়া স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না, মন্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। তাঁর সময়ে নেওয়া নিরাপত্তা ব্যবস্থাও সস্তা জনপ্রিয়তার স্বার্থে নষ্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ।

WB Live News : তথ্য গোপনের চেষ্টা করছেন সৌরভ-সহ কয়েকজন ছাত্র, খবর পুলিশ সূত্রে

কীভাবে মৃত্যু স্বপ্নদীপের ? বুধবার রাতে কী হয়েছিল যাদবপুরের হস্টেলে?  'রাত যত বাড়ে, তত বাড়ে অত্যাচারের মাত্রা, বিস্ফোরক হস্টেলের সহ আবাসিকরা'। 'ঘটনার দিন রাত ৮টা পর্যন্ত সুস্থ-স্বাভাবিকই ছিলেন স্বপ্নদীপ'। 'সৌরভের উপস্থিতিতে মেন হস্টেলের ঘরে শুরু হয় স্বপ্নদীপের পরিচয়পর্ব!' 'স্বপ্নদীপকে নিয়ে অশালীন মন্তব্য হস্টেলের কিছু পড়ুয়া ও সৌরভ-সহ কয়েকজন প্রাক্তনীর'। 'কয়েকজন ছাত্রের সামনেই তিনতলার বারান্দা থেকে নীচে পড়েন অসহায় স্বপ্নদীপ'। তথ্য গোপনের চেষ্টা করছেন সৌরভ-সহ কয়েকজন ছাত্র, খবর পুলিশ সূত্রে । স্বপ্নদীপের ৩ রুমমেট ও ভিনরাজ্যের ছাত্রের কথায় মিলেছে অসঙ্গতি: পুলিশ সূত্র।

Jadavpur University Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঢোকার প্রথম রাতেই ব়্যাগিংয়ের শিকার হন স্বপ্নদীপ কুণ্ডু

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঢোকার প্রথম রাতেই র্যাগিংয়ের শিকার হন স্বপ্নদীপ কুণ্ডু। যার সাক্ষী ছিলেন হস্টেলের আরও এক আবাসিক পড়ুয়া। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি জানালেন এবিপি আনন্দকে।

Narendra Modi: দত্তপুকুরের কাশিমবাজার গ্রাম পঞ্চায়েতে পরাজিত দলের নির্বাচিত প্রধান পদপ্রার্থী

এবার তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠনেও চোর কটাক্ষ। দলের হুইপ অগ্রাহ্য করে নিজেদের মনোনীত পঞ্চায়েত সদস্যকেই প্রধান নির্বাচন । মনোনীত পঞ্চায়েত সদস্যকে প্রধান নির্বাচন করলেন তৃণমূলের একাংশ। দত্তপুকুরের কাশিমবাজার গ্রাম পঞ্চায়েতে পরাজিত দলের নির্বাচিত প্রধান পদপ্রার্থী। হেরে যাওয়ার পর, তাঁকে উদ্দেশ্য করে দলেরই একাংশ চোর বলে কটাক্ষ করে। ৩০ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল পায় ২৭টি আসন। নির্দল ২ ও সিপিএম একটি আসনে জেতে, দলের নির্দেশ না মেনেই ভোটাভুটি হয়। দলীয় প্রার্থীকে পরাস্ত করে ২৩-৭ ভোটে জিতে যান বিক্ষুব্ধদের প্রার্থী। দুর্নীতির অভিযোগ থাকায়, দলীয় প্রধান পদপ্রার্থীর বিরোধিতা, দাবি বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Mamata Banerjee: নির্বাচন কমিশনার নির্বাচক কমিটিতে নেই প্রধান বিচারপতি, মমতা বললেন, 'ভোটে কারচুপিই লক্ষ্য'

দেশের মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচক কমিটিতে নেই প্রধান বিচারপতি। রাজ্যসভায় কেন্দ্রের বিল পেশের তীব্র বিরোধিতা তৃণমূল নেত্রীর। 'বিচারবিভাগের সামনে মাথা নত করার পরিবর্তে বিজেপি নৈরাজ্যর সামনে মাথা নত করছে। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচক কমিটিতে দেশের প্রধান বিচারপতি থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতিকে সরিয়ে কমিটিতে কেন্দ্রীয় মন্ত্রীকে আনার তীব্র বিরোধিতা করছি। এতে ভোটে বিজেপির কারচুপি করতে সুবিধা হতে পারে। বিচারব্যবস্থার প্রতি এই নির্লজ্জ অসম্মান নিয়ে দেশের প্রশ্ন করা উচিত। ওঁরা কি বিচারব্যবস্থাকে মন্ত্রী নিয়ন্ত্রিত খাপ পঞ্চায়েত বানাতে চাইছে? বিচারব্যবস্থার কাছে প্রার্থনা, দেশকে রক্ষা করুন', সোশাল মিডিয়ায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Narendra Modi: বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখে বাংলা ভোট-হিংসা

বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখে বাংলা ভোট-হিংসা। 'পঞ্চায়েত ভোটে তৃণমূল যে ভাবে রক্ত নিয়ে খেলেছে, তা দেশ দেখেছে। মনোনয়ন থেকে ভোটদান, সর্বত্র সন্ত্রাস হয়েছে। বিজেপি প্রার্থীর মনোনয়নে বাধা দিতে সবকিছু করেছে তৃণমূল। 'শুধু বিজেপি কর্মীদের নয়, ভোটারদেরও হুমকি দেওয়া হয়েছে। বিজেপি কর্মীদের আত্মীয়দেরও ছাড়ে না তৃণমূল। ভোটের দিন তৃণমূলের তোলাবাজরা ছাপ্পাবাজ হয়ে যায়। ব্যালট বাক্স নিয়ে পালায় তৃণমূল কর্মীরা। ভোটের জয়ের পরেও প্রাণঘাতী হামলা হচ্ছে। এই পরিস্থিতির পরেও বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। যারা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করেন, আপনারা তাঁদের মুখোশ খুলে দিয়েছেন', বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে তৃণমূলকে আক্রমণ করে মন্তব্য নরেন্দ্র মোদির।


 

Nandigram News: নন্দীগ্রামে বিজেপি-র সমর্থনে পঞ্চায়েত প্রধান হলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই

শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বিজেপি-র সমর্থনে পঞ্চায়েত প্রধান হলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই। এর বিরোধিতা করে
দলের পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। দলের হুইপ অগ্রাহ্য করে বিজেপির সমর্থন নেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। গত বৃহস্পতিবার নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম
পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। তৃণমূলের প্রধান পদপ্রার্থী ছিলেন 
শাহনওয়াজ আলি খান।

Jadavpur University: কীভাবে র‍্যাগিং হয় যাদবপুরে? খোলসা করলেন যাদবপুরের এক পড়ুয়া

কীভাবে র‍্যাগিং হয় যাদবপুরে? দুঃসহ সেই অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন যাদবপুরের প্রথম বর্ষের এক পড়ুয়া।
এই ছাত্রর নাম-পরিচয় কোনওকিছুই আমরা সামনে নিয়ে আসছি না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে ওই পড়ুয়া আতঙ্কে রয়েছেন। তাঁরই নিরাপত্তার স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত। 

Jisshu Sengupta: যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে আয়োজিত হল বিশেষ রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান

নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে গানে, কবিতায়, সুরের সঙ্গতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য। নজরুল মঞ্চে উপস্থিত দর্শকেরা সাক্ষী রইলেন এক অনন্য অনুষ্ঠানের। ২২ শ্রাবণে রবীন্দ্র ভাবনার আলোকে এই বিশেষ অনুষ্ঠানটি দাগ কেটে রইল সকলের মনে। 

Jadavpur University: যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের

যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের। বিশ্ববিদ্যালয় থেকে ফিরে তিনদিনে দু’বার হস্টেলে পরিচিতি দিতে হয়েছিল স্বপ্নদীপকে। কী ঘটেছিল সেই পরিচিতি পর্বে? কাদের সামনে ছিল প্রথম বর্ষের পড়ুয়া? এমন কী ঘটেছিল, যার পরিণতি এত মর্মান্তিক ও ভয়ঙ্কর হল? সূত্রের খবর, স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এমন প্রশ্নের উত্তর খুঁজতে ধৃত প্রাক্তনী
সৌরভ চৌধুরীকে জেরা। কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা জানতে আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।


 

JP Nadda: দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে বঙ্গে জে পি নাড্ডা

দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে বঙ্গে জে পি নাড্ডা। গতকাল রাতেই কলকাতায় পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলা, বিহার, ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জেলা পরিষদ সভাধিপতিদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে গেরুয়া শিবির। হাওড়ার দেউলটির একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন ও সমাপ্তি পর্বে থাকবেন নাড্ডা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে দেউলটিতে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে পরিদর্শনে যাবেন জে পি নাড্ডা। কলকাতায় ফিরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা দেবেন। এরপর সন্ধেয় নিউটাউনের হোটেলে রয়েছে একাধিক বৈঠক। দিল্লি ফেরার আগে আগামীকালও একগুচ্ছ রয়েছে নাড্ডার।  


 

Bankura News: তৃণমূলের উপপ্রধান হয়েছিলেন, ২৪ ঘণ্টা পর দ্বিতীয় বার দল বদল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের

বাঁকুড়ায় কংগ্রেস প্রার্থীকে দলে ফিরিয়ে এনে উপপ্রধানের পদ বসিয়েছিল তৃণমূল। বোর্ড গঠনের ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার দলবদল করে কংগ্রেসে ফিরলেন ওই পঞ্চায়েত সদস্য। ত্রিশঙ্কু কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েত দখল  করতে এর আগে জয়ী
কংগ্রেস প্রার্থী সন্টু চন্দ ও এক নির্দল প্রার্থীকে যোগদান করায় তৃণমূল। বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা ওই প্রার্থীকে উপপ্রধান করা হয়। পদ পেয়েই গতকাল ফের কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ওই সদস্য। চাপ তৈরি করে তৃণমূলে যোগদান করানো হয়েছিল, ভুল বুঝতে পেরে ফিরে এসেছি বলে দাবি করেন উপপ্রধান। চাপ সৃষ্টির অভিযোগ অস্বীকার করে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।


 

Kolkata News: উল্টোডাঙার ধানকল এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাগজের গুদাম

গভীর রাতে উল্টোডাঙার ধানকল এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাগজের গুদাম। সকালেও ধিকিধিকি আগুন জ্বলছে। 
পকেট ফায়ার নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। গতকাল 
রাত সোয়া ১টা নাগাদ ওই কাগজের গুদামে আগুন লাগে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ১০টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদাম থেকে বেশ কয়েকজন শ্রমিককে আগেই উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 


 

Malda News: মালদার মানিকচকে বিধ্বংসী গঙ্গা, ফের শুরু হয়েছে ব্যাপক ভাঙন

মালদার মানিকচকে বিধ্বংসী গঙ্গা। গোপালপুর অঞ্চলে ফের শুরু হয়েছে ব্যাপক ভাঙন। উত্তর হুকুমতটোলায় গতকাল বিকেল থেকে পাড় ভাঙতে শুরু করেছে। চোখের পলকে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে গাছপালা, বাঁশ ঝাড়। তড়িঘড়ি এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে ইংরেজবাজারের ভবানীপুর গ্রামে। নদী বাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে বাঁধ ভেঙে গেলে উত্তর হুকুমতটোলা, দক্ষিণ হুকুমতটোলা, কামালতিপুর-সহ একাধিক গ্রাম পুরোপুরি প্লাবিত হওয়ার আশঙ্কা। ভাঙন আটকাতে প্রশাসনের তৎপরতা এখনও চোখে পড়েনি। 


 

Bagda News: কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও দেখা গেল রামধনু জোট

উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও দেখা গেল রামধনু জোট। বাম-কংগ্রেসের সমর্থন নিয়ে বোর্ড গঠন করল বিজেপি। প্রধান পদে বিজেপি সদস্যকে সমর্থন করল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। বিজয় উৎসবে উড়ল গেরুয়া-লাল-সবুজ পতাকা। মোট ২১ আসনের কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ১১টি। তৃণমূল ৮, কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক একটি করে আসন জিতেছে। গতকাল বোর্ড গঠনে 
বিজেপির প্রধান পদপ্রার্থী গীতু বিশ্বাস সরকারকে সমর্থন জানান কংগ্রেস সদস্য সম্রাট সাঁতরা ও ফরওয়ার্ড ব্লক সদস্য শম্পা সাঁতরা। উন্নয়নের জন্য বিজেপিকে সমর্থন বলে জানিয়েছেন তাঁরা। বিজেপি এবং তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


 

TMC: তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠনেও চোর কটাক্ষ

এবার তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠনেও চোর কটাক্ষ। দলের হুইপ অগ্রাহ্য করে নিজেদের মনোনীত পঞ্চায়েত সদস্যকেই প্রধান নির্বাচন করলেন তৃণমূলের একাংশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমবাজার গ্রাম পঞ্চায়েতে পরাজিত হলেন দলের নির্বাচিত প্রধান পদপ্রার্থী অমল বিষ্ণু। হেরে যাওয়ার পর, তাঁকে
উদ্দেশ্য করে দলেরই একাংশ চোর বলে কটাক্ষ করল।

Medinipur News: বান্ধবীকে অপহরণের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধে

মেদিনীপুর শহর লাগোয়া ফুলপাহাড়ি বাঁধে ঘুরতে যাওয়া হোমিওপ্যাথির হাউস স্টাফকে মারধর, বান্ধবীকে অপহরণের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধে। তল্লাশি চালিয়ে গতকাল মাঝরাতে ওই তরুণীকে পাশের গ্রাম থেকে উদ্ধার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। যদিও পুলিশের দাবি, তরুণী নিজেই ওই গ্রামে আশ্রয় নেন। মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ওই হাউস স্টাফকে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, ফুলপাহাড়ি বাঁধে ঘুরতে যাওয়া ওই যুগলকে গতকাল উত্যক্ত 
করে দুই বাইক আরোহী। বাধা দেওয়ায় হাউস স্টাফকে মারধর ও তরুণীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। 


 

Kolkata News: আরজি কর হাসপাতালের ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যু

আরজি কর হাসপাতালের ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, ২-১ দিন কলেজে আসেননি শুভজ্যোতি দাস নামে ওই ইন্টার্ন। বৃহস্পতিবার রাতে আত্মীয়ের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। আরজি করে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওষুধের ওভারডোজ বা বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের অনুমান। আরজি করের ইন্টার্নের মৃত্যুর নেপথ্যে কী রহস্য, খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। 


 

Budge Budge News: গলার নলি কেটে, কুপিয়ে বজবজে জোড়া খুন

গলার নলি কেটে, কুপিয়ে বজবজে জোড়া খুন। খুনের নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতা, অভিযোগ পরিবারের। নিহত মহাদেব পুরকায়স্থ ও তাঁর সঙ্গী গণেশ নস্কর। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, একসময় মহাদেবের সঙ্গে জমির দালালি করতেন বজবজ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য। পরে দালালি ছেড়ে মাছ-মাংস বিক্রি শুরু করেন মহাদেব। অভিযোগ, তৃণমূল নেতার সঙ্গে মহাদেবের কোনও ব্যবসায়িক বিবাদ ছিল। তার জেরে তৃণমূল নেতা প্রায়ই হুমকি দিতেন। ২ দিন আগেও তিনি মহাদেবের বাড়িতে যান। এরপর গতকাল রাতে জোড়া খুন। এই ঘটনায় তৃণমূল নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বজবজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ৫ জন আটক হলেও, মূল অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক। 


 

Kolkata News: গলফ গ্রিনে সাতসকালে বাড়িতে এসে তরুণীকে এলোপাথাড়ি কোপ

সাতসকালে বাড়িতে এসে তরুণীকে এলোপাথাড়ি কোপ প্রেমিকের।উদ্ধার করলেন প্রাক্তন স্বামী। তিনিই প্রাক্তন স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সকাল ৬টা নাগাদ গলফ গ্রিনের রিজেন্ট কলোনিতে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী এম আর বাঙুর হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, তরুণীর বিবাহ বিচ্ছেদের পর এই যুবকের সঙ্গে সম্পর্ক হয়। প্রাক্তন স্বামীর দাবি, আজ সকালে কাজে যাওয়ার সময় প্রাক্তন স্ত্রীকে কোপাতে দেখে তিনি  ছুটে যান। তাঁকে দেখেই চম্পট দেয় অভিযুক্ত প্রেমিক। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।


 

Jadavpur University: হস্টেলে কি আদৌ সিসিটিভি ক্য়ামেরা ছিল? কেন ছিল না? রিপোর্ট তলব রাজ্য মানবাধিকার কমিশনের

হস্টেলে কি আদৌ সিসিটিভি ক্য়ামেরা ছিল? কেন ছিল না? পড়ুয়ার রহস্যমৃত্যুর
প্রেক্ষিতে় কলকাতার পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন। ২৪ তারিখের মধ্যে দিতে হবে উত্তর। কমিশন সূত্রে খবর, রিপোর্ট সন্তোষজনক না হলে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করা হবে।

Jadavpur University: ছাত্রের রহস্যমৃত্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায়ের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায় ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন। তিনি লিখেছেন
একটি প্রথম বর্ষের ছাত্র র‍্যাগিংয়ের শিকার হয়ে একটু আগে মারা গেছে। আমার মনে পড়ে, র‍্যাগিং সত্যিই র‍্যাগিং কিনা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে ঠিক করতে হবে, এই কথা বলে প্যামফ্লেট প্রকাশ করে ঐ সব কাজের ন্যায্যতার প্রমাণ করতে চাওয়া হয়েছিল। মৃত্যুর পর নিজেদের গা বাঁচানোর চেষ্টা অনেকেই করবে। যখন র‍্যাগিং, যৌন হয়রানি, জাত তুলে অপমান, এসব নিছক ইউনিয়ন দখলের রাজনীতিতে পরিণত হয়, ‘আমার পক্ষ’ অভিযুক্ত হলে তাকে বাঁচানো প্রধান কাজ হয়, তখন এসব নিয়ে গালভরা নৈতিক কথা বলে আর লাভ নেই।’

Jadavpur University: সাত দিন আগেই ভর্তি হয়েছিলেন যাদবপুরে, নিভে গেল স্বপ্ন-দীপ

সাত দিন আগেই ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ৩দিন ক্লাসও করেছেন। তারপরই নিভে গেছে স্বপ্ন-দীপ। বগুলার বাড়িতে এখন শুধুই অন্ধকার। হাহাকার করছেন বাবা-মা-পরিজনরা। 

WB Live News Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অপমৃত্যুর প্রতিবাদ নেমে এল রাস্তায়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অপমৃত্যুর প্রতিবাদ নেমে এল রাস্তায়। শুরু হল রাজনীতি। এই ঘটনা নিয়ে সোশাল সাইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বাগযুদ্ধ বাধে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। রাস্তায় নামে বিভিন্ন ছাত্র সংগঠন। 

প্রেক্ষাপট

স্বপ্নদীপের স্বপ্ন কাড়ল র‍্যাগিং? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, গ্রেফতার ১ প্রাক্তন পড়ুয়া। (Jadavpur University)

যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস বলেন, "একবারই একজন পড়ুয়া আমাকে ফোন করেছিল, একজন ছাত্রের সমস্যা হচ্ছে, ক্যাম্পাস থেকে তাকে বলা হচ্ছে হস্টেলে থাকিস না, হস্টেলে থাকলে ঝাঁপ মারতে হবে",  বিস্ফোরক দাবি ডিন অফ স্টুডেন্টস-এর। (Kolkata News)

দায় এড়াতে পারে কর্তৃপক্ষ ? সাজা হবে অভিযুক্তদের ? ডিন অফ সটুডেন্টস সহ যাদবপুরের ৬ পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের।

ছাত্রমৃত্যুতে খুনের মামলা রুজু পুলিশের। যোগ সম্মিলিত অপরাধের ধারাও। অবশেষে হস্টেলে প্রাক্তনী ও বহিরাগতদের প্রবেশ নিষেধ। প্রথম বর্ষের পড়ুয়াদের স্থানান্তর অন্য হস্টেলে।

ছেলেকে উত্যক্ত করা হত, অভিযোগ স্বপ্নদীপের বাবার। মৃত্যুর নেপথ্যে একাধিক জনের যোগ, অনুমান পুলিশের। রাতভর হস্টেলের ১২ জনকে জিজ্ঞাসাবাদ।

ক্যাম্পাসে সন্ত্রাস থামাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে কমিটি গঠন রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নিয়ন্ত্রণে, ব্যর্থতা রাজ্যপালের, আক্রমণ শিক্ষামন্ত্রীর। (RBU)

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এবার অপসারিত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ৩ জনের নামের তালিকা চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজভবনের। (CV Ananda Bose)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যু, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মানবাধিকার কমিশনের। ২৪ তারিখের মধ্যে পুলিশ কমিশনার ও যাদবপুর বিশ্ববিদ্যালের কাছে রিপোর্ট তলব।

অধীরের সাসপেনশনের প্রতিবাদ। লোকসভা থেকে ওয়াকআউট ইন্ডিয়ার। সংসদ ভবন চত্বরে মিছিল বিরোধীদের। আম্বেদকর মূর্তির নীচে বিক্ষোভ।

রাজ্যে এলেন জে পি নাড্ডা। আজ হাওড়ায় পূর্ব ভারতের জয়ী জেলা সভাধিপতিদের নিয়ে পঞ্চায়েত সম্মেলন। ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সাগরদিঘির পর ধূপগুড়ি, উপনির্বাচনে জোট বাঁধল বাম-কংগ্রেস। জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের প্রভাব পড়ল না রাজ্য রাজনীতিতে। সিপিএম প্রার্থীকেই সমর্থন কংগ্রেসের।

পঞ্চায়েত ভোটের দিন বাসন্তীতে ব্যালট বক্স লুঠের অভিযোগে আরএসপি-তৃণমূল সংঘর্ষে আহত তৃণমূল কর্মীর মৃত্যু। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু পুলিশের।

আমডাঙা গ্রাম পঞ্চায়েতে প্রধান হতে ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ভোট কিনেছেন তৃণমূল নেতা। অভিযোগ শাসক দলের বিধায়কের। টাকা নয়, ভোটে জিতেছি, পাল্টা পঞ্চায়েত প্রধান।

পোস্টিং দুর্নীতি তদন্তে এবার জোড়া কেন্দ্রীয় সংস্থা। মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রয়োজনে শিক্ষকদের জিজ্ঞাসাবাদ। ২৮ অগাস্ট পরবর্তী শুনানি।

ডুরান্ড-ডার্বি উত্তাপ। শহরজুড়ে অ্যাড্রিনালিন রাশ। ৯-এ ৯ করতে চায় বাগান। ঘুরে দাঁড়াতে মরিয়া লাল হলুদ। ডার্বি দেখতে যুবভারতীতে থাকবেন অভিনেতা ভিকি কৌশল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.