West Bengal News Live Updates: মিড-ডে মিলে সাপের পর এবার ইঁদুর! উত্তেজনা বীরভূমের অঙ্গনওয়াড়িতে
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
মিড-ডে মিলে সাপের পর এবার ইঁদুর! পাওয়ার পর এবার বীরভূমের অঙ্গনওয়াড়িতে কেন্দ্রের খিচুড়িতে ইঁদুর। যখন পড়ুয়াদের খাবার দেওয়া শুরু হয় তখন দেখা যায় খিচুড়িতে মৃত ইঁদুর পড়ে আছে। যা ঘিরে চাঞ্চল্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম মোহিত পাড়া একটি কেন্দ্রে । এই ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে।
কুলপিতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগের তির কংগ্রেসের দিকে। বোমাবাজি ঘিরে গাজিপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে উত্তেজনা। গতকাল রাতে তৃণমূল কর্মী কুতুবউদ্দিন পাইকের বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ার অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন কুতুবউদ্দিন পাইক। কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোটের পরেই তৃণমূলে ফেরেন তিনি। শাসকদলের দাবি, সেই আক্রোশেই বোমা ছোড়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
করোনা-উদ্বেগের মধ্যেই রাজ্যে কালা জ্বরের প্রকোপ। বাড়ছে আক্রাম্তের সংখ্যা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত অক্টোবরে কালা জ্বরে আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। ডিসেম্বরে সেটা বেড়ে হয়েছে ১৪। কেন্দ্র-রাজ্য যখন কালা জ্বর নির্মূল করার পথে হাঁটছে, তখন বাংলায় কালা জ্বরে মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে।
দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন। নিউটাউন ঝিলপাড়ে দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা। হিডকোর লোকজনকে মারধর করার অভিযোগ। উচ্ছেদ করতে এলে তাঁদের দোকানদাররা মারধর করেন বলে অভিযোগ। পাল্টা তাঁদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ দোকানদারদের। দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী।
ফের উত্তর ২৪ পরগনায় অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম। সাংসদ-বিধায়কের তরজায় এবার ছবি সুপার ইম্পোজ করে বদনাম করার অভিযোগ উঠল। ভাটপাড়ায় ভিকি যাদবের খুনের ঘটনায় পলাতক অভিযুক্তের সঙ্গে অর্জুন-পুত্র ও ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনের দাবি, ওই ছবি সুপার ইম্পোজ করা হয়েছে। নৈহাটির এক যুবককে দিয়ে এই কাজ করানো হয়েছে বলে তাঁর অভিযোগ। পাশাপাশি, ভিকি যাদব হত্যাকাণ্ডে তাঁর ভাইপো গ্রেফতার পর, পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্ম চলছে। প্রকাশ্যেই চলছে সাট্টা-জুয়ার আসর। পুলিশ সব জেনেও কিছু করছে না বলে সাংসদের অভিযোগ। উনি অপরাধীদের গাড়িতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করুন, অর্জুনকে পাল্টা তোপ সোমনাথ শ্যামের।
সোদপুর ও খড়দা স্টেশনের মাঝে লেভেল ক্রসিং লাগোয়া হাইট বার ভেঙে বিপত্তি। এর ফলে ৮ নম্বর রেলগেটের লেভেল ক্রসিং বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সকালে লরির ধাক্কায় ভেঙে যায় হাইট বার। মেরামতির পর, খুলে দেওয়া হয় রেল গেট।
পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা দেগঙ্গায়। দুর্ঘটনায় ২ বাইক আরোহী জখম হওয়ার পরেই ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের। সকাল সাড়ে ১০টা থেকে চলছে রাস্তা অবরোধ।
অবরোধের জেরে টাকি রোডে যান চলাচল স্তব্ধ। এলাকায় পৌঁছেছে পুলিশ, অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের একদফা ধস্তাধস্তি হয়।
কালীঘাট থেকে সংসদ, যে যেখানে প্রতিবাদ করছেন, তাঁর বিরুদ্ধেই মামলা বা বহিষ্কার। স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়লেই তা মানুষের অধিকার কেড়ে নেয়, অভিযোগ মহঃ সেলিমের।
ডেঙ্গি মোকাবিলায় এবার আশার আলো। এবার থেকে বিশেষ পদ্ধতিতে দৈনন্দিন রক্ত পরীক্ষাই জানিয়ে দেবে রোগীর শরীরের উন্নতি-অবনতির ফারাক। আইআইটি বম্বে-র সহযোগিতায় ডেঙ্গি পরীক্ষার অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক অরুণাংশ তালুকদার। তাঁর দাবি, দৈনিক ভিত্তিতে বায়ো-মার্কার টেস্টই বলে দেবে ডেঙ্গি আক্রান্তের পক্ষে প্রতিদিন সংক্রমণ কতটা বিপজ্জনক হতে যাচ্ছে বা শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে। কলকাতার ওই চিকিৎসক জানিয়েছেন, ২০১৪ সালে আইআইটি বম্বে-র বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় শুরু হয়েছিল গবেষণা। ২ বছর আগে ডেঙ্গি -পরীক্ষার এই নতুন আবিষ্কার হয়। ২০১৯-এ আবেদন করে, দিনকয়েক আগে মিলেছে পেটেন্ট।
প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম এবং তাঁকে গুরুদেব বলে সম্বোধন করে, শাস্তির কোপে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। কাঁথি সাংগঠনিক জেলার তরফে সাংবাদিক বৈঠক করে পুরপ্রধানকে শোকজ করার কথা জানানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কাঁথি পুরসভার সমস্ত দলীয় কাউন্সিলর পুরপ্রধানের বিপক্ষে। কারণ, উনি সবাইকে নিয়ে ঠিকঠাকভাবে কাজ করছেন না। তা ছাড়া, বিরোধী দলনেতার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি তৃণমূল কর্মীদের ভাবাবেগে আঘাত করেছেন। পাল্টা তোপ দেগেছেন কাঁথির পুরপ্রধান। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে শোকজ করতে পারেন না। বিজেপির কটাক্ষ, তৃণমূলে সৌজন্য বোধের অভাব রয়েছে। এটা তৃণমূলের দলীয় ব্যাপার বলে মন্তব্য এড়িয়েছেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।
চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় লক আপে রাত কাটল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ। সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। গতকালের ঘটনায় মহিলা চাকরিপ্রার্থী-সহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনের আগে বোমাবাজিতে উত্তপ্ত কোচবিহারের দিনহাটার মুন্সিরহাট। রবিবার সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। তার আগে গতকাল রাতে গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। হাই মাদ্রাসায় দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। একদিকে, রাজ্যের শাসকদল সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, বিরোধী জোট সমর্থিত প্রার্থীরা লড়ছেন শিক্ষা বাঁচাও কমিটির ব্যানারে। একে অন্যের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলছে শাসক ও বিরোধীরা।
তৃণমূলের কম্বল বিলি অনুষ্ঠান, তার জন্য় ১০০টি কম্বল কেনার টাকা দিতে দলেরই কর্মীকে চাপ। তোলা দিতে না চাওয়ায়, মারধর, গালিগালাজের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্ধমান ১ নম্বর ব্লকের ভোতারপাড় এলাকার ঘটনা। অভিযোগকারী শেখ আরজুর দাবি তিনিও তৃণমূল করেন। কাজ করেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তাঁর অভিযোগ, শাসকদলের অনুষ্ঠানে বিলি করার জন্য তাঁর কাছে ১০০টি কম্বল চান স্থানীয় তৃণমূল নেতা শেখ মালেক। এ নিয়ে বচসার জেরে বৃহস্পতিবার অভিযোগকারীকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার অভিযুক্তের।
গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে দুবরাজপুরের খোঁজ মহম্মদপুর গ্রামে বোমাবাজি। গতকাল রাত সাড়ে ৮টা থেকে বোমাবাজি শুরু হয়। অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর চলে বলে অভিযোগ। দুবরাজপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালের ঘটনার পর পুরুষ শূন্য গোটা গ্রাম। পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের দাবি, দুই তৃণমূল নেতা আজম শেখ ও শেখ সেলিমের মধ্যে গ্রামের দখলদারি নিয়ে বিবাদের জেরেই গন্ডগোলের সূত্রপাত। বোমাবাজি হয়েছে স্বীকার করলেও, গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। শাসকদলের দাবি, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।
TET-এর জন্য আগামীকাল মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল ৯টার পরিবর্তে দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। TET-এর জন্য আগামীকাল সারাদিনে ১৩০টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।
সপ্তাহান্তে নিত্যযাত্রীদের ভোগান্তি। আজ শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দমদম ও বিধাননগরের মাঝে রেললাইনে কাজ চলায়, গতকাল রাত ১১টা ৩৫ থেকে আজ সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক করা হয়। তার জেরে শিয়ালদা মেন লাইন ও বনগাঁ শাখায় ২২ জোড়া অর্থাৎ আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৪৪টি ট্রেন।
নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার আজ দ্বিতীয় দিন। হাইকোর্টের নির্দেশে বিকেল ৪টে পর্যন্ত চলবে ধর্না। রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া DA-বঞ্চনার অভিযোগে উঠছে স্লোগান। বৃহস্পতিবার চার শতাংশ DA বাড়ানোর ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। এর ফলে কেন্দ্র-রাজ্য় DA-র ফারাক দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। প্রতিবাদে নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নায় বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
খোদ মহকুমা শাসকের সই করা জাতি-শংসাপত্র জাল! চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদার চাঁচল ২ নম্বর ব্লকের গৌড়হন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সরকারি সূত্রে খবর, স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের আবেদনপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ, ২০১৯-’২০ সালের ১৪-১৫ জন পড়ুয়ার জাতি-শংসাপত্র জাল করা হয়েছে।
দু’দিনে ২ ডিগ্রি চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৯। বছর শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। পুবালি হাওয়ার দাপটে পিছু হঠতে শুরু করেছে উত্তুরে হাওয়া। তার জেরে গায়েব হতে পারে শীতের আমেজ। বড়দিন উষ্ণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে।
শুক্রবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। সংগঠক সাধু-সন্তদের সঙ্গে কথাও বলেন তিনি। রবিবারের এই অনুষ্ঠানে গীতার ৫টি অধ্যায় পড়া হবে। থাকবেন, দ্বারকার শঙ্কারাচার্য সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি।
জগদ্দলে তৃণমূলকর্মী খুনে অর্জুন সিংহের আত্মীয় পাপপুর সিং-এর গ্রেফতারি ঘিরে সপ্তমে রাজনৈতিক চাপানউতোর। খুনের সঙ্গে অর্জুন সিংহ যুক্ত বলে যখন সুর চড়াচ্ছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম, তখন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংব। কটাক্ষের সুরে এদিন শুভেন্দু অধিকারী বলেন, অর্জুন সিংহ লাফিয়ে তৃণমূলে গেছিল। তাঁর ভাইপোকে গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্য়ায় খুব ভাল পুরস্কার দিয়েছেন।
প্রেক্ষাপট
১। চারটি পরীক্ষার নিয়োগে বেআইনিভাবে সাড়ে ৮ হাজার নিয়োগ। হাইকোর্টে হলফনামা জানাল এসএসসি (SSC Case)। ওএমআর, র্যাঙ্ক জাম্পিং থেকে প্যানেল, ছত্রে ছত্রে দুর্নীতির স্বীকারোক্তি। (Calcutta High Court)
২। এবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি চেয়ে আন্দোলনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (Upper Primary Agitation)। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের।
৩। এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে দ্বিতীয় বৈঠকেও কাটল না জট। ডেডলাইন অস্বীকার শিক্ষামন্ত্রীর। নতুন করে আইনি জটিলতা না এলে নিয়োগের প্রস্তুতি শেষের চেষ্টা, জানালেন কুণাল। (SLST Agitation)
৪। ফেব্রুয়ারি কেন, সরকার চাইলে ১০ মিনিটেই নিয়োগ জট খুলতে পারে। যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের নিয়োগ বাতিল করুক রাজ্য: বিকাশরঞ্জন ভট্টাচার্য।
৫। লক্ষ টাকা নিয়ে নিয়োগে জটিলতা তৈরিতে মামলা, আবেগ নিয়ে খেলছেন একশ্রেণির আইনজীবী, আক্রমণ কুণালের (Kunal Ghosh)। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক, উকিল লাগবে না, পাল্টা বিকাশ।
৬। ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের (Calcutta High Court)। নবান্নের সামনে থেকে সরকারি কর্মচারীদের সরানোর আবেদনে সাড়া দিল না ডিভিশন বেঞ্চ (Nabanna)। সময় কমিয়ে আজ বিকেল ৪টে পর্যন্ত ধর্নার অনুমতি।
৭। ধর্নার শুরু থেকেই পুলিশের সঙ্গে বচসা। স্লোগান, প্ল্যাকার্ড প্রদর্শনে বাধাদানের অভিযোগ। আন্দোলনকারীদের মঞ্চে বিকাশ ভট্টাচার্য।
৮। বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে কেন? মামলা কি এতই গুরুত্বপূর্ণ? সুপ্রিম কোর্টের সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মানে? এজি-কে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
৯। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুর নিয়োগে দুর্নীতি? একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন ছিল অয়ন শীল। সেখানেই পাঠানো হত চাকরিপ্রার্থীদের নামের তালিকা, দাবি ইডি-র।
১০। জগদ্দলে তৃণমূলকর্মী খুনে ফের অর্জুনকে আক্রমণ সোমনাথ শ্যামের। বললেন, পাপ্পু অর্জুনের ছায়াসঙ্গী। অর্জুনের নির্দেশ ছাড়া কাজ করে না। ভিকি যাদব খুনে জগদ্দলের বিধায়কের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ অর্জুন অনুগামীদের।
১১। বাংলার থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভাল। কলকাতায় এসে বিনিয়োগকারীদের বার্তা উপ রাজ্যপালের। প্রাক্তন রাজ্যপালের থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি জানুন, পাল্টা কুণাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -