WB News Live :'নির্বাচনের আগে গিমিক শো-এর মতো রামমন্দির তৈরি করা হচ্ছে',জয়নগরের প্রশাসনিক সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Rashid Khan Demise: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র এয়ারপোর্ট থানা এলাকার গঙ্গানগর কাটাখাল। দেহ এলাকায় পৌঁছতেই বিক্ষোভ, ভাঙচুর। ২৮ ডিসেম্বর বারাসাতের বাদু বাজারের কাছে গুরুতর আহত অবস্থায় একজনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গতকাল রাতে সুব্রত দাস নামে ওই ব্যক্তির মৃত্যুর পরেই অশান্ত হয়ে ওঠে এলাকা। দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ, বাড়ি-বাইক ভাঙচুর। উত্তেজিত জনতাকে ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশ। পরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যানের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।
বিস্ফোরণে ডায়মন্ড হারবারের মশাটহাটে আহত পঞ্চম শ্রেণির ছাত্র। হাত-পায়ে গুরুতর আঘাত নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি। এই ঘটনায় আরও ২জন সামান্য আহত। বাড়িতে কিছু বাজি মজুত করে রাখা ছিল, সেখানে থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশের।
কোচবিহারেও তৈরি হচ্ছে রাম মন্দির। তাতে সাহায্য করছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। লম্বায় ১৫ ফুট এবং চওড়ায় ৩০ ফুটের এই রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে বেলেপাথর। ইতিমধ্যে রাজস্থান থেকে সেই পাথর আনা হয়েছে। ২২ জানুয়ারি কোচবিহারের রাম মন্দিরের উদ্বোধন করার কথা স্থানীয় বিজেপি সাংসদের।
'নির্বাচনের আগে গিমিক শো-এর মতো রামমন্দির তৈরি করা হচ্ছে। কিন্তু তার জন্য ধর্মের বিভেদ করা চলবে না', জয়নগরের প্রশাসনিক সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
কংগ্রেসের নাম মুখে না নিলেও, সিপিএম এবং বিজেপিকে ফের চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ড থেকে কেন্দ্রীয় এজিন্সিকে ব্যবহারের অভিযোগ তুলে সবর হলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে সিপিএম ও বিজেপি।
সিজিও কমপ্লেক্সে ইডি-র ডিরেক্টরের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক শেষ, বৈঠকে ছিলেন সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এবং এনআইএ-র প্রতিনিধিরা। সন্দেশখালির ঘটনা সম্পর্কে এনআইএ-র কাছে কোনও আলাদা তথ্য আছে কিনা জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী দিনে সীমান্ত এলাকায় ইডি তল্লাশিতে গেলে কতটা সাহায্য করতে পারবে বিএসএফ তাও জানতে চাওয়া হয়েছে, খবর সূত্রের। শেখ শাহজাহান সম্পর্কে বিএসএফ-এর কাছে কোনও তথ্য আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রাজভবনে ইডি অধিকর্তা রাহুল নবীন, সিজিও কমপ্লেক্সে ৩ ঘণ্টার বৈঠকের পর রাজভবনে ইডি ডিরেক্টর। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এনআইএ-র সঙ্গে রাহুল নবীনের বৈঠক
তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর পিটিআই সূত্রে। সন্দেশখালি থেকে বনগাঁ, তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত ইডি।
'সন্ত্রাসবাদী সিপিএমের সঙ্গে কোনও আপোস করব না', জয়নগরের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের
'সন্দেশখালির ঘটনার পর দেখা হয়েছিল শেখ শাহজাহানের সঙ্গে। উনি সংগঠন দেখতে বলে গিয়েছেন, এলাকা ছেড়ে কোথাও যাননি', বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়লেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেরমজুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা
দ্রুত নিয়োগের দাবিতে এবার কুণালের কাছে গ্রুপ সি, ডি চাকরিপ্রার্থীরা
রাজভবনে ইডি অধিকর্তা রাহুল নবীন। সিজিও কমপ্লেক্সে ৩ ঘণ্টার বৈঠকের পর রাজভবনে ইডি ডিরেক্টর। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এনআইএ-র সঙ্গে রাহুল নবীনের বৈঠক। সন্দেশখালিকাণ্ড নিয়ে তথ্য আছে কিনা জানতে চাওয়া হল এনআইএর কাছে, খবর সূত্রে। সীমান্ত এলাকায় ইডি তল্লাশিতে গেলে কী সাহায্য? জানতে চাওয়া হল বিএসএফের কাছে: সূত্র
আজ রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে রাশিদ খানের মরদেহ, শ্রদ্ধা জানাতে সকাল ৯.৩০টায় মরদেহ আনা হবে রবীন্দ্র সদনে
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রাশিদ খান। 'চিকিৎসকরা চেষ্টা করেছেন, কিন্তু এটা বিরাট ক্ষতি', সঙ্গীতজ্ঞের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
প্রয়াত উস্তাদ রাশিদ খান
দ্রুত নিয়োগের দাবিতে এবার কুণালের কাছে গ্রুপ সি, ডি চাকরিপ্রার্থীরা। 'সুপারনিউমেরিক পোস্ট তৈরি করার পরেও কেন নিয়োগ আটকে?', মধ্যস্থতা চেয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে চাকরিপ্রার্থীরা।
সঙ্কটজনক সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। পিয়ারলেস হাসপাতালে ভর্তি। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। দেখতে এলেন মুখ্যমন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার। ২১ নভেম্বর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন উস্তাদ রাশিদ খান।
'বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের। নতুন আবেদন করলে, হাইকোর্টে পাঠাতে হবে, নিম্ন আদালত তার বিচার করতে পারবে না', নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
প্রেক্ষাপট
- চারদিন পরেও অধরা শাহজাহান। এলাকাতেই আছে, সংগঠনের কাজে ব্যস্ত। দেখা হয়েছিল গণ্ডগোলের পর, দাবি বেরমজুর পঞ্চায়েত প্রধানের। দাদা এলাকায় নেই, মত শাহজাহানের ভাইয়ের।
- সবে তো এক জায়গায় হয়েছে, এবার গোটা রাজ্যে হবে। ইডি গেলেই জন বিস্ফোরণ, সন্দেশখালিকাণ্ডের পর বিস্ফোরক শোভনদেব। বললেন, মোকাবিলায় তাঁদেরও আছে ছাত্র-যুব সংগঠন।
- সন্দেশখালি, বনগাঁয় হামলার পর, আজ ED-র আধিকারিকদের নিয়ে কলকাতায় বৈঠক ইডি ডিরেক্টরের। বৈঠকে যোগ সিআরপিএফের আইজি-র। আলোচনা রেশন দুর্নীতি মামলা নিয়েও, খবর সূত্রেও।
- শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটের সবকটিতে পার্থর নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মূল চক্রী হিসেবে উল্লেখ, খবর সূত্রের। নাম প্রাক্তন পিএ, এসএসসি-র প্রাক্তন চেয়ারপার্সন, নাইসা আধিকারিকের।
- ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন। সমস্ত রাইস মিল মালিকদের কাছ থেকে প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি ইডি-র।
- লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে বিজেপি রাজ্য নেতৃত্ব। বৈঠকে হাজির বাংলার সমস্ত সাংসদ-বিধায়ক। বৈঠকে হাজির বিজেপির দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে।
- হামলার পর ৪ দিন, এখনও বেপাত্তা শেখ শাহজাহান! DG-র হুঁশিয়ারির পর ঝাঁপাল পুলিশ, গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
আরও পড়ুন:জয়নগর থেকে মোয়ার হাব তৈরির ঘোষণা মমতার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -