West Bengal News Live Updates: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে মুখ খুললেন প্রধান বিচারপতি

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 30 Jan 2024 11:52 PM
WB News:সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা!

সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে নেতার বিরুদ্ধে ছাত্রদেরই বিক্ষোভ!

WB News Live Update:স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট!

স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট! কোথায় সন্দেশখালিতে ইডির উপরে হামলার 'নিষ্পাপ' মাস্টারমাইন্ড? ২৫ দিন পার, এখনও বেপাত্তা সন্দেশখালির 'বাঘ', পাশে একের পর এক মন্ত্রী! শেখ শাহজাহানকে এবার স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা! 

WB News:বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে মুখ খুললেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ঘটনার ঘনঘটা! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে, এবার মুখ খুললেন প্রধান বিচারপতি। এদিনই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। অন্য়দিকে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার কাছে।

WB News Live Update:সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা!

সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে নেতার বিরুদ্ধে ছাত্রদেরই বিক্ষোভ!

WB News:অধীর চৌধুরীর জন্যই রাজ্যে কংগ্রেসের আজ এই অবস্থা, আক্রমণে হুমায়ুন কবীর 

অধীর চৌধুরীর জন্যই রাজ্যে কংগ্রেসের আজ এই অবস্থা, আক্রমণে হুমায়ুন কবীর 

WB News Live Update:বিজেপির এজেন্ট বলে অভিষেকের আক্রমণ, পাল্টা আক্রমণে অধীর চৌধুরীর

বিজেপির এজেন্ট বলে অভিষেকের আক্রমণ, পাল্টা আক্রমণে অধীর চৌধুরীর। 'যাঁর পরিবারের দৌলতে আজ কেউ নেত্রী, মন্ত্রী, তা যেন ভুলে না যাই। রাহুল গাঁধীর সঙ্গে যা করা হচ্ছে, তাতে বাংলার সংস্কৃতিকেই অপমান।' বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

WB News:হাইকোর্টের সামনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

হাইকোর্টের সামনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ১০ বছর পার, এখনও চলছে মামলা, চাকরি না পাওয়ার অভিযোগে বিক্ষোভ। 

WB News Live Update:'ভোটের লাইন ম্যানেজ করার অথরিটি কে দিয়েছে বিএসএফকে?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

'বিএসএফ অনেককে অত্যাচার করে। ভোটের লাইন ম্যানেজ করার অথরিটি কে দিয়েছে বিএসএফকে?'. হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

WB News:'মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন', নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের 

'মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন', নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের 

WB News Live Update:শালবনিতে বিজেপি সমর্থকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ

শালবনিতে বিজেপি সমর্থকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ

WB News:দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের

দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের। 

WB News Live Update:ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব ঘোষণা করতেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল: নৌশাদ

'ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব ঘোষণা করতেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল', অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির

WB News:কোথায় সন্দেশখালিতে ইডির উপরে হামলার 'নিষ্পাপ' মাস্টারমাইন্ড?

স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট! কোথায় সন্দেশখালিতে ইডির উপরে হামলার 'নিষ্পাপ' মাস্টারমাইন্ড?

WB News Live Update:'বাংলাকে এমনভাবে তৈরি করছি, যাতে কাজ আপনাকে খুঁজবে', বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর

'বাংলাকে এমনভাবে তৈরি করছি, যাতে কাজ আপনাকে খুঁজবে, আপনাকে কাজ খুঁজতে হবে না', বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর। 

WB News:বালুরঘাটের প্রশাসনিক সভায় কী বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের?

'আরও ৯ লক্ষ মানুষকে বার্ধক্যভাতা দেওয়া হবে। ১ তারিখ থেকে আরও ৯ লক্ষ বার্ধক্যভাতা দেওয়া হবে', বালুরঘাটের প্রশাসনিক সভায় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Update:উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন

বিচার্য বিষয় বদলের পর উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন

WB News:নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবকাণ্ডে এফআইআরে নাম থাকা অভিযুক্তরা অধরা

হাইকোর্টের সময়সীমা পার, নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবকাণ্ডে এফআইআরে নাম থাকা অভিযুক্তরা অধরা। রাতের মধ্যেই গ্রেফতারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সকাল গড়িয়ে দুপুর, এখনও গ্রেফতার হয়নি কেউ। তৃণমূল নেতা-সহ ৫০ জন অভিযুক্ত অধরা

Mamata Banerjee: আমরা সবাই নাগরিক, বাংলায় এনআরসি করতে দেব না: মমতা

নাগরিক না হলে আপনি ভোট দেন কী করে? এগুলো সব মিথ্যে কথা বলা হচ্ছে। আমরা সবাই নাগরিক। আমরা বাংলায় এনআরসি করতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়।

Basirhat News: ভিন্ রাজ্যে ট্রেন থেকে পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দেহ ফিরল গ্রামে

ভিন্ রাজ্যে ট্রেন থেকে পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। দেহ ফিরল সীমান্তের গ্রামে, গ্রাম জুড়ে শোকের ছায়া।  ঘটনাটি ঘটেছে উত্তর ২৪পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভাদুড়িয়া গ্রামের ঘটনা। 

Mamata Banerjee: আবার বলবে সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে,  নির্বাচন হয়ে গেলে চলে যাবে: মমতা

বিজেপির রাজ্যে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ।  ক্ষমতায় এসে সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে।  আপনি কী খাবেন সেটা আপনার অধিকার। আপনি কী পোশাক পরবেন সেটা কিন্তু আপনাদের অধিকার।  নির্বাচনের আগে বলবেন চাল দেব, টাকা দেব।  আবার বলবে সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে।  নির্বাচন হয়ে গেলে তো ওরাই চলে যাবে তখন টাকা কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। 

Sovan Chattopadhyay: ব্রিটিশ রাজ্যেও বহু স্বাধীনতাসংগ্রামীকে খুঁজে পায়নি পুলিশ: শোভনদেব

ব্রিটিশ রাজ্যেও বহু স্বাধীনতাসংগ্রামীকে খুঁজে পায়নি পুলিশ। বহু রাজ্যে এখনও বহু ক্রিমিন্যাল ঘুরে বেড়াচ্ছে। অধরা শেখ শাহজাহানকে নিয়ে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের 

Calcutta High Court: উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন

বিচার্য বিষয় বদলের পর উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। দুই বিচারপতির সংঘাতের পর প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন>
'এই আদালত অপমানিত হয়েছে', মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। 'সংবাদমাধ্যমের সামনে বলার অধিকার সবার আছে, কিন্তু বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ। কোনও মামলাতেই আমরা আলাদা করে উৎসাহী নই।" ঠআমি শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাইঠ, ইচ্ছাপ্রকাশ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি সেন তাঁকে থামিয়ে দিয়ে বলেন, "দয়া করে কিছু বলবেন না। আমাদের কাউকে কিছু বলার নেই, আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই, এই মামলা থেকে সরে দাঁড়ালাম," জানালেন বিচারপতি সেন>

Howrah News: হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারাকপুরে গতকালের আইন অমান্য কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ।

Kabir Suman: কলকাতা মেডিক্যাল কলেজে এখনও CCU-তেই রয়েছেন কবীর সুমন

কলকাতা মেডিক্যাল কলেজে এখনও CCU-তেই রয়েছেন কবীর সুমন। হাসপাতাল সূত্রে খবর, তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, গতকালের থেকে সামান্য উন্নতি হয়েছে। মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন কবীর সুমন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা কমেছে। ওষুধ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। বিকেল ৪টেয় পরিস্থিতি পর্যালোচনায় বসবে মেডিক্য়াল বোর্ড। 


 

WB News Live Updates: বাঁকুড়ায় বিপর্যস্ত জনজীবন, সাতসকালে দলছুট কয়েকটি হাতি

বাঁকুড়ায় হাতির তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। সাতসকালে দলছুট কয়েকটি হাতি। কোথাও যেতে-আসতে পারছেন না গ্রামের মানুষ। আতঙ্কে দিন কাটছে।

Kolkata News Live Updates: গলায় লোহার তার জড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার রাজারহাটে

গলায় লোহার তার জড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। রাস্তার পাশে বাঁশ বাগান থেকে উদ্ধার দেহ। ঘটনাস্থল রাজারহাট থানা এলাকার কাশীনাথ পুর বাজার এর পাশে। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ।

Mamata Banerjee: আজ গোয়ালপোখর, ইসলামপুর ও রায়গঞ্জে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পর, উত্তর দিনাজপুরে শুধু প্রশাসনিক সভা নয়, আজ গোয়ালপোখর, ইসলামপুর ও রায়গঞ্জ--তিন-তিনটি জায়গায় এক কিলোমিটার করে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এরপর রায়গঞ্জে তাঁর প্রশাসনিক সভা রয়েছে। সেখানে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি, বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হেলিকপ্টারে করে যাবেন দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাটেও আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। সেখানে  রাত্রিবাসের পর কাল মালদা হয়ে মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর মুর্শিদাবাদ থেকে নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাসের পর, বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Bardhaman News: বর্ধমান স্টেশনে ঝুল বারান্দা Lথেকে চাঙড় ভেঙে পড়ল এবার

বর্ধমান স্টেশনে ঝুল বারান্দা Lথেকে চাঙড় ভেঙে পড়ল এবার। তার জেরে বিপত্তি চলমান সিঁড়িতেও। আরএমএস অফিসের ইনস্পেক্টর রুমের ছাদের চাঙর ভেঙে পড়ে বিপত্তি। হতাহতের খবর নেই।


 

Howrah News: ৪২-এ ৪২ ঘোষণা করে দেওয়াল লিখন শুরু হাওড়ায়, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই

নির্বাচন কমিশন এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি। এখনও ইন্ডিয়া জোটে তৃণমূল এবং কংগ্রেসের কথাবার্তা চলছে। এরই মধ্যে ৪২-এ ৪২ ঘোষণা করে দেওয়াল লিখন শুরু হল হাওড়ায়। আর এই নিয়েই দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক।

Narendrapur School Ruckus: স্কুলে তাণ্ডব, শিক্ষক-শিক্ষিকাদের মারধরের ঘটনা প্রভাব ফেলেছে পড়ুুয়াদের মনে, জানাল নরেন্দ্রপুরের স্কুল

স্কুলে তাণ্ডব, শিক্ষক-শিক্ষিকাদের মারধরের ঘটনা প্রভাব ফেলেছে। পড়ুয়াদের মনে। স্কুলে আসতে ভয় পাচ্ছে তারা। গতকাল সপ্তাহের। প্রথম দিন হাইস্কুলে অনেক কম পড়ুয়া এসেছিল। দাবি নরেন্দ্রপুরের। বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক হর্ষবর্ধন ঘোষের। স্কুলের পরিচালন সমিতিতে স্থানীয়দের
প্রভাব বেশি, মানছেন প্রাথমিকের প্রধান শিক্ষক। 


 

Kolkata Book Fair: বইমেলায় মিছিলে বাধা, মারধর, ১৪ জনকে আটক করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বইমেলায় মিছিলে বাধা, মারধর, ১৪ জনকে আটক করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রাতভর বিধাননগর উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন APDR, যাদবপুর কমিউন-সহ একাধিক মানবাধিকার ও গণ সংগঠনের সদস্যরা। পুলিশের বিরুদ্ধে সংগঠনের এক সদস্যার আঙুল কামড়ে দেওয়ারও অভিযোগ উঠল। ঘটনার সূত্রপাত রবিবার। লিফলেট বিলি করায়, বইমেলা চত্বর থেকে কয়েকজনকে আটক করা হয়। এর প্রতিবাদে গতকাল বইমেলায় মিছিল করে গিল্ড কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিতে যান মানবাধিকার ও গণ সংগঠনের সদস্যরা। অভিযোগ, ১৪ জনকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। বাকিদের ছেড়ে দিলেও, ২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Narendrapur School Ruckus: নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডবের ঘটনায় FIR নাম থাকা অভিযুক্তদের

হাইকোর্ট গতকালই বেঁধে দিয়েছিল সময়সীমা। রাতের মধ্যেই নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডবের ঘটনায় FIR নাম থাকা অভিযুক্তদের। গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। রাত পেরিয়ে সকাল, এখনও অধরা
বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্য অলক নাড়ু ও আকবর আলি খান, তৃণমূল কর্মী প্রবীর সর্দার-সহ আরও কয়েকজন। হাইকোর্টের নির্দেশ, আপাতত স্কুলে ঢুকতে পারবেন না প্রধান শিক্ষক। বাকি শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিন্তু আদালতের নির্দেশের পরেও, কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত শিক্ষক-শিক্ষিকারা।


 

Sheikh Shahjahan: সন্দেশখালিকাণ্ডে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের

সন্দেশখালিকাণ্ডে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। ইডির তলবে হাজিরা এড়িয়ে ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতে আইনজীবী মারফৎ আগাম জামিনের আবেদন। আজ শেখ শাহজাহানের আবেদনের শুনানির সম্ভাবনা।

Supreme Court: ২০২২-এর প্যানেল প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ২০২২-এর প্যানেল প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। ফলে প্রাথমিকে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগে আর কোনও বাধা থাকল না।

CV Ananda Bose: শেখ শাহজাহান ধরা পড়বেই: রাজ্যপাল

 ইঙ্গিতপূর্ণ মন্তব্য় রাজ্য়পাল সিভি আনন্দ বোসের। তিনি বললেন, "শেখ শাহজাহান ধরা পড়বেই। এটা কোনও প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার।"

প্রেক্ষাপট

১। অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। হাজিরা না দিয়ে ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতে আগাম জামিনের আবেদন। আজ শুনানির সম্ভাবনা।


২। এখনও ফেরার সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড, পাশে দাঁড়িয়ে অভিষেকের মুখে ফিরহাদের ভিন্ন সুর। বললেন, "শেখ শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই।"


৩। এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। সমনে গরহাজির, ফের নোটিসের প্রস্তুতি ইডির। শুভেন্দু অধিকারীর বক্তব্য, "পুলিশের সংরক্ষণেই আছেন শেখ শাহজাহান।"


৪।  নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের মার, তৃণমূলের নেতা-সহ অভিযুক্ত ৫০ জনই অধরা! হস্তক্ষেপ হাইকোর্টের। সোমবার রাতের মধ্যে গ্রেফতারের নির্দেশ।  আজ ফের শুনানি।


৫। শিক্ষা ব্যবস্থায় কীভাবে উৎসাহী পঞ্চায়েত সদস্যরা? নরেন্দ্রপুরকাণ্ডে প্রশ্ন হাইকোর্টের। শিক্ষকদের নিরাপত্তার নির্দেশ। প্রধান শিক্ষকের স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞা। 


৬। দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধান শিক্ষক, মুখ খোলায় মারধর। সকাল থেকে বহিরাগতদের জমায়েত। প্রশাসনকে বলার পরেও হামলা, অভিযোগ আক্রান্তদের। 


৭। নিয়োগের পরে এবার মেডিক্যালে ভর্তিতেও দুর্নীতি। ৫২টির মধ্যে ১৪টি শংসাপত্রই জাল। সুপ্রিম কোর্টে মানতে বাধ্য হল রাজ্য। স্টেটাস রিপোর্ট তলব। 


৮। মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। ৩ সপ্তাহ পর ২ বিচারপতির সংঘাত-মামলার শুনানি। সবপক্ষকে বক্তব্য পেশের নির্দেশ।


৯। হাইকোর্টের ২ বিচারপতির বেনজির সংঘাত। নেপথ্যে বিজেপির হাত দেখছেন অভিষেক। বললেন, "এই সংঘাত কেন হচ্ছে...বিজেপি তৈরি করছে।"


১০। জট কাটল ২০২২-র প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সুপ্রিম কোর্টের মান্যতা। প্যানেল প্রকাশ করতে পারবে প্রাথমিক পর্ষদ। 


১১। কাটমানি, সিন্ডিকেটের মাধ্যমে বাংলায় লুঠ। দুর্নীতিতে হাতিয়ার করে ভোটের প্রচারে নামছে বিজেপি। 


১২। ফেব্রুয়ারির মধ্যেই কার্যকর সিএএ। ভোটের মুখে হুঙ্কার শান্তনু থেকে শুভেন্দুর। সীমান্তে আলাদা পরিচয়পত্র এনআরসি করে বাদ দেওয়ার ছক, পাল্টা মমতা। 


১৩। ১০০দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর ডেডলাইন। ২ ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি। পরীক্ষার মুখে আন্দোলন, পাল্টা ধর্নার হুমকি শুভেন্দু। 


১৪। বকেয়ার দাবিতে ফের আন্দোলনে নামছেন মমতা। রাজভবনের সামনে আমিও ধর্না চালিয়ে যেতে চেয়েছিলাম। তৃণমূলনেত্রী বলেছিলেন বলেই ধর্না তুলেছিলাম। দাবি অভিষেকের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.