West Bengal News Live Updates: পুরুলিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে 'খুন'

WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 23 Jun 2023 12:00 AM
WB News Live: বিধি লঙ্ঘনের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি

বিধি লঙ্ঘনের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commissioner) চিঠি। 'ভোটের দিন ঘোষণার পরেই ১০ পুলিশ অফিসারের  রদবদল, 'কমিশনের বদলে কীভাবে একাজ করতে পারে রাজ্য সরকার?' সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলে কমিশনকে চিঠি বিজেপির। 

WB News Live: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রতিক্রিয়া শান্তনুর

পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় শান্তনু সেন বলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে, তৃণমূল কংগ্রেস অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়ে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, এদিকে বিরোধীরা হালে পানি না পেয়ে, প্রার্থী দিতে না পেরে, তাঁদের সঙ্গে ভোটার নেই, ক্যাডার নেই, কোনও সমর্থন নেই। তাঁরা বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে, বেআইনি অস্ত্র মজুত করে নিয়ে এসে, তারা তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে, সেটা আরও একবার দেখতে পেলেন', দাবি তৃণমূল নেতার। 

WB News Live: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রতিক্রিয়া শান্তনুর

পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় শান্তনু সেন বলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে, তৃণমূল কংগ্রেস অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়ে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, এদিকে বিরোধীরা হালে পানি না পেয়ে, প্রার্থী দিতে না পেরে, তাঁদের সঙ্গে ভোটার নেই, ক্যাডার নেই, কোনও সমর্থন নেই। তাঁরা বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে, বেআইনি অস্ত্র মজুত করে নিয়ে এসে, তারা তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে, সেটা আরও একবার দেখতে পেলেন', দাবি তৃণমূল নেতার। 

WB News Live: মনোনয়নপর্বে রাজ্যে খুন মাত্র ৪ জন, কমিশনকে রিপোর্ট দিল পুলিশ

ভোটের আগেই রক্তাক্ত বাংলা, মনোনয়নপর্বে রাজ্যে ৪ জন খুন, কমিশনকে রিপোর্ট দিল পুলিশ । সূত্রের খবর, নিহত ৪ জন কোন এলাকার বাসিন্দা, উল্লেখ নেই পুলিশের রিপোর্টে। অবশেষে খুনের কথা মানল পুলিশ।

WB News Live: আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি

'ভোট ঘোষণার পরে কীভাবে পুলিশে রদবদল করল সরকার?' আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি। বিধি লঙ্ঘনের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি। 'ভোটের দিন ঘোষণার পরেই ১০ পুলিশ অফিসারের রদবদল', 'কমিশনের বদলে কীভাবে একাজ করতে পারে রাজ্য সরকার?'
সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলে কমিশনকে চিঠি বিজেপির। 

WB Live Blog: পুরুলিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন

 


এবার পুরুলিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন । আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করে খুন । পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি, আহত দেহরক্ষী। নিহত তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে।মনোনয়ন শুরু হওয়ার ১৪দিনেই রাজ্যে ৯জন খুন।

WB News Live: ফের উত্তপ্ত ময়না

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে (TMC BJP Clash) ফের উত্তপ্ত ময়নার বাকচা এলাকা। এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষের (TMC BJP Clash) অভিযোগ। একাধিক ঘর ভাঙচুর এবং বোমাবাজিও করা হয় বলে অভিযোগ।

WB Live Blog: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরছাড়া প্রার্থীদের ফেরালেন বিজেপির জেলা সভাপতি

খড়দা বিধানসভা এলাকায় পুলিশের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরছাড়া প্রার্থীদের ফেরালেন বিজেপির জেলা সভাপতি। খড়দা বিধানসভার অন্তর্গত বন্দিপুর, পাতুলিয়া, বিলকান্দা ১ ও বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারপর থেকেই ঘরছাড়া ছিলেন বিজেপি প্রার্থীরা। আজ ৪টি পঞ্চায়েতের মোট ৫৫ জন ঘরছাড়া বিজেপি প্রার্থীদের পুলিশকে সঙ্গে নিয়ে ঘরে পৌঁছে দিলেন বিজেপির জেলা সভাপতি। প্রথমে তাঁদের স্থানীয় বিডিও অফিসে নিয়ে যান, সেখান থেকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 

WB News Live: সৌদি আরবে তৃণমূল প্রার্থী, বাংলার পঞ্চায়েত ভোটে মিনাখাঁয় মনোনয়ন!

সৌদি আরবে তৃণমূল প্রার্থী, বাংলার পঞ্চায়েত ভোটে মিনাখাঁয় মনোনয়ন! 'সৌদি আরবে বসে কীভাবে মনোনয়ন দিলেন তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি?' 'কবে অভিযুক্ত প্রার্থীর মনোনয়ন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছে?' রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। 

WB Live Blog: কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে চ্যালেঞ্জ কুণালের

আদালতে (Court) পরপর ধাক্কা খেয়ে ২২ কোম্পানি বদলাল ৮২২ কোম্পানিতে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্ব। এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এদিন একুশের বিধানসভা ভোটের কথা মনে করিয়ে বলেন, 'নেড়া একবার বেলতলায় যায়।' এবং কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে চ্যালেঞ্জ দিয়ে বললেন, 'ভোটার পিছু একজন কেন্দ্রীয় বাহিনী পাঠান, তারপরেও হারাব।'

WB News Live: পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, উল্টো সুর তৃণমূলেরই সব্যসাচীর!

পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, উল্টো সুর তৃণমূলেরই সব্যসাচীর! মনোনয়নের শেষ পর্বে ভাঙড়ে ৩জন খুন, এবার তৃণমূলের নিশানায় পুলিশ। 'কী করছিল পুলিশ, বহিরাগতরা এলাকায়, কেন ছিল না খবর?' প্রশ্ন তুলে এবার পুলিশকেই আক্রমণে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের। 

WB Live Blog: হাড়োয়ায় অবাধে সন্ত্রাস, আক্রান্তরা হাজির রাজভবনের পিস রুমে!

হাড়োয়ায় অবাধে সন্ত্রাস, আক্রান্তরা হাজির রাজভবনের পিস রুমে! মনোনয়ন দিতে বাধা, তারপরেই লাগাতার অত্যাচারের অভিযোগ। প্রাণ বাঁচাতে রাজভবনেই হাজির হাড়োয়ার আইএসএফ সমর্থকরা। কীভাবে সন্ত্রাস? আক্রান্তদের অভিযোগ শুনলেন রাজ্যপাল। 

WB News Live: উদয়নের হুঁশিয়ারি

ভোটে অশান্তি করতে আসলে গাছে বেঁধে পেটানোর দাওয়াই উদয়নের।

WB Live Blog: পশ্চিম মেদিনীপুরে পাকড়াও ১৩ ছিনতাইবাজ

পশ্চিম মেদিনীপুরের দুটি স্করপিও করে ছিনতাই করার সময় হাতেনাতে পাকড়াও ১৩ জন ছিনতাই বাজ। বেলদা থানার পুলিশে খবর দেওয়া হলে দুটি স্করপিও কে ধাওয়া করে ধরে ফেলে বেলদা থানার পুলিশ।

WB News Live: এক দফায় নয়, একাধিক দফায় পঞ্চায়েত ভোট চান সুকান্ত

এক দফায় নয়, একাধিক দফায় পঞ্চায়েত ভোট চান সুকান্ত। 'একসঙ্গে ৮০০ কোম্পানি দেওয়া সম্ভব নয় কেন্দ্রের'। 'কোনও সরকারই একসঙ্গে ৮০০ কোম্পানি দিতে পারবে না'। 'গতবারে ৫ দফায় ভোট হয়েছিল, এবারও একাধিক দফায় ভোট হোক', দাবি সুকান্ত মজুমদারের। 

WB Live Blog: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত ময়নার বাকচা এলাকা

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত ময়নার বাকচা এলাকা। এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ বাধে। একাধিক ঘর ভাঙচুর এবং বোমাবাজিও করা হয় বলে অভিযোগ।

WB News Live: রাজ্য নির্বাচন কমিশনার নিয়ে চূড়ান্ত সংঘাতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

রাজ্য নির্বাচন কমিশনার নিয়ে চূড়ান্ত সংঘাতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী। ১৫ মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা আক্রমণে রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগের দায়িত্ব স্মরণ করিয়ে আক্রমণে মুখ্যমন্ত্রী।  

WB Live Blog: এক দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট, ৮২২ কোম্পানি কি যথেষ্ট?

পঞ্চায়েত ভোটে ৬১ হাজারেরও বেশি বুথ, ৮২২ কোম্পানি চাইল কমিশন। ৮২২ কোম্পানি এলেও প্রায় ৪০ হাজার বুথে দেওয়া যাবে না কেন্দ্রীয় বাহিনী।এক দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট, ৮২২ কোম্পানি কি যথেষ্ট? শুধুমাত্র ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা যাবে শান্তিপূর্ণ ভোট? 

WB News Live: পঞ্চায়েত ভোটের জন্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন

কোর্টে পরপর ধাক্কা খেয়ে ২২ কোম্পানি বদলাল ৮২২ কোম্পানিতে! পঞ্চায়েত ভোটের জন্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি কমিশনের। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার মুখরক্ষায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন। 

WB Live Blog: রানিনগরে আমবাগান থেকে উদ্ধার ৭টি তাজা বোমা

রানিনগরে অস্ত্র ও গুলি উদ্ধারের পর সাগরপাড়া থানার  সাহেবনগর গ্রামে একটি আম বাগানের মধ্যে ৭ টি তাজা বোমা উদ্ধার। স্থানীয়রা বাগানের মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখেন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। বোম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

WB Live: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তুফানগঞ্জ

গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তুফানগঞ্জ। তার উপড় রায়ডাক ও তিস্তা সহ একাধিক নদীতে জল বেরেছে।  সেই মত রায়ডাক নদীর জলস্ফীতি হয়ে প্লাবিত হল তুফানগঞ্জ ১ নং ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকার ৯/২০৫ নং বুথ। রায়ডাক নদীর জল ঢুকে প্রায় ৭০ থেকে ৮০টি বাড়ি  প্লাবিত হয়েছে বলেই স্থানীয়দের অভিযোগ। কিছু পরিবার  বাড়ি ছেড়ে  আশ্রয় নিয়েছে অন্যত্র।

WN News Live: রাজীব সরে যাচ্ছে, এমন কোনও খবর নেই: মমতা

'ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেই সরাতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে। রাজীব সরে যাচ্ছে, এমন কোনও খবর নেই। এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা।', মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের।

AIIMS Scam: এইমসে নিয়োগ দুর্নীতিতে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে তলব করল সিআইডি

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে তলব করল সিআইডি। আগামীকাল ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। বিজেপি বিধায়ক জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত থাকায় তিনি সিআইডি-র তলবে হাজিরা দিতে পারছেন না। এর আগে এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়ি গিয়ে তাঁর পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। 


 

Supreme Court: পঞ্চায়েত ভোটেও সিবিআই! নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

পঞ্চায়েত ভোটেও সিবিআই! হাইকোর্টের নজিরবিহীন রায়! প্রত্যাশিতভাবেই বুধবার বিচারপতি অমৃতা সিন্হার দেওয়া এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রাজ্য সরকার।

Kharagpur IIT: খড়গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

খড়গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। কেরল থেকে সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে এসেছিলেন তিনি। কীভাবে মৃত্যু হল তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে, জানিয়েছে পুলিশ। ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য।

Hooghly News: ভোট কিনতে ভোটারদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে টাকা! অভিযোগ নিয়ে জি টি রোড অবরোধ করল বিজেপি

ভোট কিনতে ভোটারদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে টাকা। এই অভিযোগ তুলে চুঁচুড়ার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জি টি রোড অবরোধ করল বিজেপি। আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে এসডিও ও নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পাল্টা দাবি, ভোট পাবে না বুঝেই অপপ্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। 


 

Kolkata News: স্কুলে প্রার্থনা চলাকালীন অসুস্থ ছাত্রী, বেলভিউয়ে মৃত্যু ছাত্রীর

স্কুলে প্রার্থনা চলাকালীন অসুস্থ ছাত্রী। সংজ্ঞাহীন বছর ১৪-র ওই ছাত্রীকে বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা।

CBI Officers: মণিপুর হিংসার তদন্তে গঠিত সিট থেকে বাদ পড়ল রাজ্যে দুর্নীতির তদন্তকারী দুই অফিসারের নাম

মণিপুর হিংসার তদন্তে গঠিত সিট থেকে বাদ পড়ল রাজ্যে দুর্নীতির তদন্তকারী দুই অফিসারের নাম। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলার একমাত্র তদন্তকারী অফিসার সুনীল সিং রাওয়াত এবং SSC-র একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার প্রদীপকুমার ত্রিপাঠীর নাম ছিল মণিপুর হিংসায় গঠিত সিটে। সিবিআই সূত্রে খবর, কলকাতা অফিস থেকে দিল্লিতে জানানো হয়েছে, তাদের দুর্নীতিদমন শাখার এই দুই অফিসার রাজ্যে গুরুত্বপূর্ণ দুটি মামলার দায়িত্বে রয়েছেন। এরপরই মণিপুর হিংসায় গঠিত সিট থেকে নাম বাদ যায় সিবিআইয়ের এই দুই অফিসারের।  

Bogtui Murder: ভাদু খুনের অন্যতম মূল আসামী নিউটন শেখ অস্ত্র-সহ গ্রেফতার

ভাদু খুনের অন্যতম মূল আসামী নিউটন শেখ অস্ত্র-সহ গ্রেফতার। বুধবার রাতে তাকে মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।  তাঁর কাছ থেকে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ তাঁকে রামপুরহাট আদালতে তোলা হবে।

Suvendu Adhikari: ফের সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু

কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য ও নির্বাচন কমিশন। এই আশঙ্কায় ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু অধিকারী। গতকাল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটের জন্য ন্যূনতম ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেয়। বিজেপির আশঙ্কা, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত যাতে একপাক্ষিক ভাবে রাজ্য বা কমিশনের বক্তব্য শুনে কোনও নির্দেশ না দেয়, তার জন্যই ক্যাভিয়েট দাখিল করেছেন শুভেন্দু।

Kolkata News: গ্রাম বাংলার ভোটের প্রচার এবার কলকাতায়, শিয়ালদা স্টেশনে চলছে তৃণমূলের প্রচার

গ্রাম বাংলার ভোটের প্রচার এবার কলকাতায়। শিয়ালদা স্টেশনে চলছে তৃণমূলের প্রচার। উপস্থিত রয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পথ চলতি মানুষদের কাছে বার্তা পৌঁছে দিতে তৃণমূলের তরফে সভার আয়োজন করা হয়েছে। জেলা থেকে প্রচুর মানুষ কাজের সূত্রে কলকাতায় আসেন। তাই শিয়ালদা স্টেশনকে বেছে নেওয়া হয়েছে প্রচারের জন্য। 


 

West Bengal Weather Updates: শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে বর্ষা

শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে বর্ষা।  বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। কলকাতায় আজও বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলায়। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে অন্তত ৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। চরম বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলার আশঙ্কা রয়েছে। তবে কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।

Barrackpore News: ব্যারাকপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল চিকিৎসকের ঝুলন্ত দেহ। প্রজ্ঞাদীপা হালদার নামে বছর ৩৭-এর ওই চিকিৎসকের বাড়ি বারাসাতে। তিনি ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় আলাপ হওয়ার পর এক সেনা কর্তার সঙ্গে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ওই ফ্ল্য়াটে লিভ-ইন করতেন প্রজ্ঞাদীপা।মৃত চিকিৎসকের পরিবার ওই সেনা কর্তার বিরুদ্ধে ব্যারাকপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত পলাতক।

Mamata Banerjee: বিরোধী জোটের প্রথম সম্মিলিত বৈঠক, আজ পাটনা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ পাটনায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিরোধী জোটের প্রথম সম্মিলিত বৈঠক। কংগ্রেসের তরফে বৈঠকে থাকছেন রাহুল গান্ধী। এর আগে নবান্নে এসে মমতার সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী যাদব। মমতাই প্রস্তাব দেন বিরোধী জোটের প্রথম বৈঠক পাটনায় করার। 

WB News Updates: পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় তৃণমূল বনাম যুব তৃণমূলের লড়াইয়ে জখম এএসআই

পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় তৃণমূল বনাম যুব তৃণমূলের লড়াই। তৃণমূল নেতার অনুগামী নির্দল প্রার্থীর প্রচার মিছিলে হামলার অভিযোগ যুব তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলেন বাসন্তী থানার এএসআই রঞ্জন দে।

CV Ananda Bose: যতদিন না রাজ্যে শান্তি আসছে, ততদিন পিস রুম থাকবে: রাজ্যপাল

'বাংলায় ওয়ার রুম খোলা হয়েছিল বলে পিস রুম। এখানে হিংসা বাস্তব ঘটনা, কোনও কাল্পনিক ঘটনা নয়। পিস রুমে আসা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যতদিন না রাজ্যে শান্তি আসছে, ততদিন পিস রুম থাকবে। আমি গ্রাউন্ড জিরো গভর্নর, কারও উপস্থাপিত করা তথ্য শুনি না', গত ১৯ তারিখ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

WB News Updates: বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা থেকে হতে চাইছেন সুচেতন

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য। সুচেতনা হতে চাইছেন সুচেতন। সেই মতো নিচ্ছেন আইনি পরামর্শও। কারণ, সুচেতনার বক্তব্য তিনি মানসিকভাবে একজন ট্রান্সম্যান।

WB News Live Upates: এবার কি রাজ্য় নির্বাচন কমিশনারের পদ থেকে সরতে হবে রাজীব সিন্হাকে? উঠছে প্রশ্ন

এবার কি রাজ্য় নির্বাচন কমিশনারের পদ থেকে সরতে হবে রাজীব সিন্হাকে? এই প্রশ্ন উঠছে কারণ, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। শনিবার রাজ্যপালের তলবে না আসাতেই, এই সিদ্ধান্ত বলে রাজভবন সূত্রে খবর। এদিনই রাজ্য নির্বাচন কমিশনারকে তীব্র ভর্ৎসনা করে হাইকোর্ট।

প্রেক্ষাপট

১। হাইকোর্টের (Calcutta High Court) কড়া পদক্ষেপের পরেই রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টই ফেরালেন রাজ্যপাল (CV Ananda Bose)। রাজীব সিন্হার (Rajiv Sinha) আর পদে থাকা নিয়েই জল্পনা।

২। বেলাগাম সন্ত্রাস, ডেকেও না আসায় রাজীবের ভূমিকায় খুব্ধ রাজ্যপাল। ফেরত পাঠালেন জয়েনিং রিপোর্ট। পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়েই বাড়ল জল্পনা (Panchayat Elections 2023)।

৩। ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কারিকুরি! চলবে না চালাকি, নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছাড়ন। রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির।

৪। তেরোর চেয়েও এবার লাগবে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী। আজকের মধ্যে রিক্যুইজিশন দিতে হবে কমিশনকে। না মানলে প্রতিকূল অবস্থার হুঁশিয়ারি হাইকোর্টের।

৫। দুহাজার তেরোয় কেন্দ্রীয় বাহিনীর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। এখন স্বতন্ত্রতার কী হল? মন্তব্য প্রধান বিচারপতির। নাম না করে হলেও উঠল মীরা পাণ্ডের প্রসঙ্গ।

৬। আদালতে দুরমুশ কমিশন, বাহিনী নিয়ে পরপর ধাক্কা, এবার কী করবে কমিশন? (রাজীব সিনহা- হাইকোর্টের অর্ডার হাতে পাই। প্রশ্ন- সুপ্রিম কোর্টে যাবেন?...)

৭। ভোটের আগেই অশান্তির বলি ৮। এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের জন্য লজ্জার। পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার।

৮। পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্ত। বেনজির নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। উলুবেড়িয়া ১ নম্বরের ২ বাম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে।

৯। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ। ভোটের আগেই একাধিক আসনে জয়। দক্ষিণ ২৪ পরগনা বাদে ২২ জেলার তালিকা প্রকাশ করল কমিশন।

১০। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক ব্যাপারী। ক্ষোভে ছাড়লেন দলীয় পদ। বিধায়ক পদ ছাড়ারও হুঁশিয়ারি। 

১১। ১৫ জুনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব। শুক্রবার নথি নিয়ে হাজিরার নির্দেশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.