WB Live News Updates: 'আমি তো নিইনি, এটুকু জানি', বনিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বললেন কৌশানী
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
বেহালার চণ্ডীতলা মন্দিরে দর্শনার্থীদের মধ্য়ে ধস্তাধস্তি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বৃহস্পতিবার সন্ধেয় তাঁরা মন্দিরে ঢুকতে গেলে, কয়েকজন তাঁদের বাধা দেন। এনিয়ে দুপক্ষের মধ্য়ে ধস্তাধস্তি বেধে যায়। খবর পেয়ে সেখানে আসেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং। ধস্তাধস্তির মাঝে পড়ে, তারক সিংয়ের হাতে আঘাতও লাগে।
গ্রুপ ডি-র পরে স্কুলে গ্রুপ সি নিয়োগেও দেদার 'দুর্নীতি'! ৩ হাজার ৪৭৭জনের মধ্যে ৩ হাজার ১১৫জনের ওএমআর-ই বিকৃত! বেশ কয়েকজন পরীক্ষার্থীর ওএমআরের চেয়ে কম নম্বর সার্ভারে! তাহলে কি পরীক্ষার্থীদের নম্বর কমিয়েও দেদার দুর্নীতি? হাইকোর্টের নির্দেশে এই প্রথম ওএমআর শিট প্রকাশ। ৩ হাজার ৪৭৭ পরীক্ষার্থীর ওএমআর শিট প্রকাশ করল এসএসসির
বিয়ে বাড়ির প্যান্ডেল বাধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের প্রাণ হারালেন এক বৃদ্ধ। জখম দুই পক্ষেরই অনেকে।উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ছোট সোহার গ্রামে ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি করণদিঘি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে
'ডিএ-র দাবিতে কালকের ধর্মঘটকে সমর্থন বিজেপির। ধর্মঘটীদের কোনওরকম অসুবিধার সৃষ্টি করলে পাশে আছি', বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
বকেয়া ডিএ-র দাবিতে কাল কর্মীদের ধর্মঘটের ডাক, কড়া রাজ্য সরকার। গরহাজিরায় ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের।
আতঙ্কের নতুন নাম অ্যাডিনো ভাইরাস। দোসর নিউমোনিয়া। উদ্বেগ বাড়াচ্ছে পেডিয়াট্রিক আইসিইউ বেডের সঙ্কট। এর মধ্যেই ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন শিশুর আত্মীয়-পরিজনেরা।
দিল্লিতেও চোর স্লোগান! রাম মনোহর লোহিয়া হাসপাতালে চেক আপ করাতে যাওয়া অনুব্রতকে উদ্দেশ্য করে চোর পালাচ্ছে বলে উঠল স্লোগান
বকেয়া ডিএ-র দাবিতে কাল কর্মীদের ধর্মঘটের ডাক, কড়া রাজ্য সরকার। গরহাজিরায় ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের।
দিল্লিতেও চোর স্লোগান! হাসপাতালে চেক আপ করাতে যাওয়া অনুব্রতকে উদ্দেশ্য করে চোর স্লোগান। চোর পালাচ্ছে বলে স্লোগান স্থানীয় বাসিন্দাদের। রুটিন চেক আপের পর ফের অনুব্রতকে জেরা শুরু ইডি-র। আজ সকালে রাম মনোহর লোহিয়া হাসপাতালে অনুব্রতর মেডিক্যাল পরীক্ষা হয়
'২০১৬-২০২০ পর্যন্ত আমার ইভেন্টে কাজ করেছিল বনি। আমার টাকা নিয়ে কী করেছিল, তা কী করে বলব?' বনির সঙ্গে সম্পর্ক নিয়ে দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার
'মমতাদি চুপচাপ বসে রয়েছেন কেন? করিম চৌধুরীর এলাকা বলে?', পঞ্চায়েত ভোটের মুখে দলনেত্রীর উদ্দেশে অস্বস্তিকর প্রশ্ন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর।
নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হল। নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছে। ২০১৭-র শেষ থেকে ২০১৯, নিয়োগ দুর্নীতির টাকা সরাতে এই ৭৫টি অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে ইডি। এই অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি।
'আমি তো নিইনি, এটুকু জানি', বনিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বললেন কৌশানী
অভিনেতা বনি সেনগুপ্তকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ ইডি-র। লাঞ্চ ব্রেকের পর ফের জিজ্ঞাসাবাদ বনিকে। নিয়োগ দুর্নীতি তদন্তে কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের অভিযোগ
নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিনেতা বনি সেনগুপ্তকে ইডি-র জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের জেরা শুরুর আগে অনুব্রত মণ্ডলকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখানেও অনুব্রতকে দেখে 'চোর চোর' রব উঠল।
কুন্তলের সল্টলেকের বাড়িতে যাতায়াত ছিল। সিনেমা তৈরি না হওয়ায় কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছেন, জানালেন কুন্তল ঘোষ।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিনেতা বনি সেনগুপ্তকে ইডি-র জিজ্ঞাসাবাদ। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে অভিনেতাকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। '২০১৭-তে এক ব্যক্তির মারফত কুন্তলের সঙ্গে যোগাযোগ হয়। মিউজিক ভিডিও ও সিনেমা তৈরিতে আগ্রহ দেখিয়েছিল কুন্তল। পারিশ্রমিক হিসেবে কুন্তলের কাছে গাড়ি চেয়েছিল বনি', দাবি অভিনেতা বনি সেনগুপ্তর বাবার।
লেলিনের মূর্তি ভাঙচুর। নকশালবাড়ির বেঙ্গাইজোতে নকশালবাড়ি আন্দোলনের শহিদ বেদিতে দুস্কৃতি হানা। লেলিনের আবক্ষ মূর্তিতে ভাঙার অভিযোগ।
বকেয়া DA-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামীকালের ধর্মঘট রুখতে কোচবিহারে পথে নামবে তৃণমূল। সরকার যেমন ব্যবস্থা নেবে, ব্যবস্থা নেবে দলও। সরকারি অফিসে ঢুকে রীতিমতো হুমকি দিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর। রাজ্য সরকারি কর্মীদের এই ধর্মঘট বিরোধিতায় ফেসবুকে সরব হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
বকেয়া DA-র দাবিতে, শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান আজ ৪২ দিনে পড়ল। অনশন-আন্দোলন পা দিল ২৮ দিনে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আগামীকাল রাজ্যজুড়ে সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।খাদ্য ভবন ও কলকাতা পুরসভার সদর দফতরে ধর্মঘটের সমর্থনে মিছিল। বিকাশ ভবন থেকে পূর্ত ভবন পর্যন্ত ধর্মঘটের বিরোধিতায় মিছিল সরকারি কর্মীদের একাংশ।
চাষের জমি থেকে অবাধে চলছে মাটি পাচার। প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। পঞ্চায়েত ভোটের আগে মাটি পাচারের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন সেখানকার দর্শনের অধ্যাপক নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা
দফতর। আগামী ৩ মাসের জন্য অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন রবীন্দ্রভারতীর এই অধ্যাপক।
বিধানসভায় বিজেপির বিক্ষোভ। অ্যাডিনোভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি। স্বাস্থ্যপ্রতিমন্ত্রীর কাছেও বিবৃতি দাবি করা হয়। স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জানিয়ে দেন এই নিয়ে আগেই বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 'নতুন করে বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই', জানালেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
একের পর এক শিশু মৃত্যুর জের। এবার বি সি রায় হাসপাতাল পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি রূপালি বন্দ্যোপাধ্যায় সিং-কে নিয়ে হাসপাতালে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন তাঁরা। উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক। পরিস্থিতি খতিয়ে দেখতে বি সি রায় শিশু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখবেন কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি।
অনুব্রত মণ্ডল ও তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, এরকম ১২১টি সম্পত্তি এখন কেন্দ্রীয় এজেন্সির নজরে। এর মধ্যে বীরভূমের বোলপুর, গয়েশপুর, নানুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় সম্পত্তি রয়েছে। ইডি-র দাবি, অনুব্রতর নামে ২৪টি, তাঁর মেয়ে সুকন্যার নামে ২৬টি, স্ত্রী ছবির নামে ৬টি, এছাড়া, অনুব্রতর আত্মীয় শিবানী ঘোষের নামে ১২টি, কমলকান্তি ঘোষের নামে ৫টি, রাজা ঘোষের নামে ৯টি এবং পারমিতা ঘোষের নামে ৪টি সম্পত্তির হদিশ মিলেছে। ইডি-র দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি, তাঁর স্ত্রী মহুয়ার নামে ২টি ও বিদ্যুতের মেয়ে অনুশ্রীর নামেও একটি সম্পত্তির হদিশ মিলেছে।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে।
অ্যাডিনো-আতঙ্ক, মৃত্যু মিছিলের মধ্যেই বি সি রায় শিশু হাসপাতালে অব্যবস্থার অভিযোগ উঠল। হাওড়ার শ্যামপুরের একটি পরিবারের অভিযোগ, ১০ ঘণ্টা কার্যত বিনা চিকিৎসায় পড়েছিল ৪ বছরের শিশু। প্রথমে আইসিইউ নেই বলে বন্ডে সই করানো হয়। অভিযোগ, এরপর শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় আইসিইউ-তে। পরিবারের প্রশ্ন, আইসিইউ খালি থাকা সত্ত্বেও প্রথমে বন্ড সই করানো হল কেন? একইসঙ্গে শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতালের তরফে থার্মোমিটারও কিনে আনতে বলা হয়। বি সি রায় হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে শিশুর পরিবার।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামীকাল সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার কাছ থেকে তিনি ও তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব ও ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। এর আগে কুন্তল ঘোষকে গ্রেফতার ও তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চলে। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মেলে। ইতিমধ্যে একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য ওরফে বাচ্চু পাল। বয়স হয়েছিল ৮৪ বছর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান আইনজীবী। আজ ভোরে নিউ আলিপুরের বাড়িতে মৃত্যু হয় সমরাদিত্য পালের। তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমা পাল। সমরাদিত্য পালের উল্লেখযোগ্য মামলার অন্যতম ২০১৩-র পঞ্চায়েত মামলা। নির্বাচন কমিশনের হয়ে লড়েছিলেন তিনি। বলা যায়, তাঁর দৌলতেই সেবার পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী এসেছিল। টাটা গোষ্ঠীর হয়েও একাধিক মামলায় সওয়াল করেন আইনজীবী বাচ্চু পাল। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হোলির দিন রং খেলাকে কেন্দ্র করে শিলিগুড়ির ভক্তিনগরে পুলিশের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের
বিরুদ্ধে। গতকাল রাতে বিবাদী সরণি এলাকায় গন্ডগোল থামাতে গেলে, নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর
ছোড়া হয়। ভেঙে যায় গাড়ির কাচ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুুলিশ।
নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীবিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। সংঘর্ষের জেরে চলল গুলি-বোমার লড়াই। বোমার আঘাতে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃত সিভিক ভলান্টিয়ার স্থানীয় তৃণমূল নেতার ভাই, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
দমদম প্রাইভেট রোডের আমবাগান থেকে প্রচুর পরিমাণ জীবজন্তুর ছাল ও হাড় উদ্ধার। বেআইনিভাবে মজুত করার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে তন্ত্রসাধকের বাড়িতে নাগেরবাজার থানার পুলিশকে নিয়ে হানা বন দফতরের। উদ্ধার হয় হরিণের ছাল, বাঘের নখ ও দাঁত, একাধিক পাখির দেহাংশ, ফেরার মূল মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী।
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১২৭ জন শিশুর।
পঞ্চায়েত ভোটে অনুূব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সে প্রভাব পড়বে না। দিল্লিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে ইডির জেরার প্রথম দিন এমনই দাবি করলেন কাজল শেখ!
বুধবার সকাল থেকেই, দিল্লির সদর দফতরে, অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছেন ইডি অফিসাররা। কয়েক বছরের মধ্যে কীভাবে রকেটের গতিতে বাড়ল সম্পত্তি? এত টাকা কোন পথে এল? তাঁর রোজগারই বা কী? বীরভূমের জেলা তৃণমূল সভাপতির কাছে এই সব বিষয়ে জানতে চাওয়া হয় বলে ইডি সূত্রে দাবি।
প্রেক্ষাপট
১। নিউটাউনে যকের ধনের হদিশ (Money Recovered)। সংকল্প হাউজিংয়ের দুটি টাওয়ারে কল সেন্টার প্রতারণাচক্রের পর্দাফাঁস। মোট ৩ কোটি ৯৬ লক্ষ টাকা উদ্ধার, বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি (Kolkata News)।
২। হাওয়ালা, ক্রিপ্টো কারেন্সি, বিদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদ। নিউটাউনে টাকার পাহাড়ের হদিশ। চারটি ট্রলি ব্যাগের মধ্যে বান্ডিল বান্ডিল নোট, সোনা।
৩। দোলে দিল্লিযাত্রা কেষ্টর (Anubrata Mondal)। রাজধানীতে মধ্যরাতের টানটান নাটকের পর অনুব্রতকে ইডির দফায় দফায় জেরা। টাকার উৎস কী ? জানতে চায় ইডি (Cattle Smuggling Case)।
৪। কয়েক বছরের মধ্যে কীভাবে রকেট গতিতে অনুব্রতর সম্পত্তি বৃদ্ধি ? কোন পথে টাকা ? রোজগারের উৎস কী ? সুকন্যা ও ঘনিষ্ঠদের বয়ানকে হাতিয়ার অনুব্রতকে প্রশ্নবাণ ইডির।
৫। "আমাকে দিন, বীরভূমে এক মাস থেকে ভোট করতে রাজি, অনুব্রতর তৈরি গড় একটা তিহাড় বদলাতে পারবে না", বললেন মদন মিত্র।
৬। মুখ্যমন্ত্রীর থেকেও নিজেকে যোগ্য ভাবেন, প্রতিক্রিয়া সুজনের। সাগরদিঘিতে ডুবেছে, সাগরে ডুববে, কটাক্ষ শমীকের। অনুব্রত বাইরে থাকলেই বা কি, ভিতরে থাকলেই বা কি ? প্রতিক্রিয়া দেবাংশুর।
৭। সংগঠনের কোনও পরিবর্তন হবে না, অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না, অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে মন্তব্য কাজল শেখের।
পরিশ্রম করে দল তৈরি করেছেন, অনুব্রতর ভূমিকা ছিল আছে থাকবে, প্রতিক্রিয়া বীরভূমের তৃণমূলের সহ সভাপতির। অনুব্রতর প্রভাবমুক্ত হয়ে ভুলভাল কথা কাজলের, কটাক্ষ বিজেপির।
নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডি দফতরে তলব সোমা চক্রবর্তীকে। ৬-৭ মাসের সম্পর্কেই ব্যবসার কারণে ৫০ লক্ষ টাকা ধার দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল। দাবি সোমার।
১০ মার্চ বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক আন্দোলনরত সরকারি কর্মীদের। একইদিনে বিধানসভা অভিযানের ডাক এসএফআইয়ের। বাম জমানায় কালো দিনের প্রায়শ্চিত্ত, কটাক্ষ কুণালের।
অ্যাডিনো আতঙ্ক বাড়িয়ে কলকাতায় আরও ১৩ শিশুমৃত্যু। বেসরকারি পরিসংখ্যানে ২ মাসে ১২৬ শিশুর মৃত্যু। ভাইরাসজনিত কারণে এরকম হবে, জানা ছিল না। স্বীকার স্বাস্থ্য অধিকর্তার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -