WB Live News Updates: নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির আরও এক যুব তৃণমূল নেতা গ্রেফতার
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
মুর্শিদাবাদের নওদায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের। সঙ্কটজনক আরও ১। বোমা বাঁধতে গিয়েই ভয়ঙ্কর দুর্ঘটনা, দাবি স্থানীয় বাসিন্দাদের। মানতে নারাজ নিহতের পরিজনরা। খুনের উদ্দেশেই হামলা বলে দাবি। এদিকে, মৃত ও আহত দুজনই তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে শাসক দল। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
উত্তর দিনাজপুরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর বুকের বাঁদিকে গভীর ক্ষত চিহ্ন ছিল। সেটি কি গুলির ক্ষত? তা নিয়ে দানা বাঁধে রহস্য। পুলিশ জানিয়েছে, কোনও গুলি চলেনি, ছুরিতে আহত হয়েছেন ওই নেতা। কে কেন ছুরি মারল, তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
মেয়ে বলেছেন, বাবা সব জানেন। আর বাবা বলছেন, কিছু মনে নেই। কে ঠিক বলছেন? সত্যিটা কী? উত্তর পেতে এবার দিল্লিতে অনুব্রতর মুখোমুখি কন্যা সুকন্যাকে বসাতে চায় ইডি। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হল সুকন্যা সহ ১২ জনকে। অনুব্রতকে ১১ দিনের জন্য হেফাজতে পেল ইডি।
কত টাকায় স্কুলে চাকরি বিক্রি? রেট ঠিক করতেন শান্তনু, দাবি ইডি সূত্রে
নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির আরও এক যুব তৃণমূল নেতা গ্রেফতার
হুগলি জেলা পরিষদের জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার
কুন্তলের পরে নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতা গ্রেফতার
২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি
DA-এর দাবিতে আন্দোলনের প্রভাব পড়ল শিক্ষা প্রতিষ্ঠানেও
২০১৬ থেকে চার বছরে অনুব্রতর নগদ জমা ২০ কোটির দিকে নজর ইডি-র। বাড়িতে ডেকে বা চালকের হাতে বিভিন্ন সময়ে জমা দিতে পাঠানো হত নগদ, বয়ান প্রাক্তন ব্যাঙ্ককর্মীর।
বীরভূমের পাড়ুইয়ের ভেড়ামারি গ্রাম থেকে ৩ ড্রাম বোম উদ্ধার। তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করলো পাড়ুই থানার পুলিশ।
কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাটে আলুর বন্ডকে কেন্দ্র করে রণক্ষেত্র, পুলিশের সাথে খণ্ডযুদ্ধ কৃষকদের। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে-গ্যাস। আহত হয়েছেন বেশ কিছু চাষি এবং পুলিশকর্মী।
বাড়িতে কেন ছিল অ্যাডমিট কার্ড? বয়ানে অসঙ্গতির অভিযোগে গ্রেফতার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির আরও এক যুব তৃণমূল নেতা গ্রেফতার। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার। কুন্তলের পরে নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতা গ্রেফতার। ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
ধর্মঘটে ফাঁকা খাদ্য ভবন। মহাকরণ, কলকাতা পুরসভা, বিকাশ ভবন, জিএসটি ভবন---ডিএ-র দাবিতে ধর্মঘটের প্রভাব সর্বত্র। হাজিরা কম।
জলপাইগুড়িতে হিমঘরে উত্তেজনা। জলপাইগুড়ির গরালবাড়ি গঙ্গা কোল্ড স্টোরেজে আলুর বন্ড দেওয়া নিয়ে গন্ডগোল। প্রায় ৩ হাজার কৃষককে বন্ড দেওয়ার পরেও অপেক্ষায় ছিলেন প্রায় ৪ হাজার কৃষক। তাঁদের কুপন দিয়ে পরবর্তী দিন ধার্য করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু হয়। পাল্টা লাঠি চার্জ করে , কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ
রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।
চড়িয়াল সেতুর উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। '৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি ছিল। ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। করোনার কারণে দু বছর কাজ শেষ হতে দেরি হয়েছে', বললেন অভিষেক।
'যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দেওয়া হবে।' সাফ জানালেন অভিষেক।
চড়িয়াল সেতুর উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। '৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি ছিল। ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। করোনার কারণে দু বছর কাজ শেষ হতে দেরি হয়েছে।'
সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সোমা চক্রবর্তী। নিয়োগ-দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ২ ঘনিষ্ঠকে তলব।
১১ দিনের ইডি হেফাজতে অনুব্রত। এবার দিল্লিতে অনুব্রত-সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে ইডি। সঙ্গে অনুব্রতর হিসাবরক্ষককে মুখোমুখি বসাতে চায় ইডি। বয়ান দিয়েছেন এমন ১২ জনকে দিল্লিতে ডেকে অনুব্রতর মুখোমুখি বসাতে চায় ইডি।
গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল। চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
আনন্দপুরে ফের আগুন, ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। জমে থাকা জঞ্জালে আগুন। আশপাশে বহুতল থাকায় আতঙ্ক।
বিধানসভায় ফের শুভেন্দু বনাম তৃণমূল সংঘাত। পঞ্চায়েত বাজেটের উপর শুভেন্দুর বক্তব্যের সময় অশান্তি। 'এরা কোন দলের? তৃণমূল না বিজেপি?' পিছনে বসে থাকা বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণীকে দেখিয়ে মন্তব্য শুভেন্দুর। এই নিয়ে তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভায় শিশিরবাবু কোন দলে আছেন? শুভেন্দুকে উদ্দেশ্য করে পাল্টা মন্তব্য পার্থ ভৌমিকের। একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব, পাশে বসা বিজেপি বিধায়কদের বলেন শুভেন্দু। ফের বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়। 'আপনি কেন শিশির অধিকারীর নাম করছেন, তিনি কি এই হাউসের সদস্য?' পার্থ ভৌমিককে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী।
আন্দোলন ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্য়াম্পাস। এদিন কলেজের গেট আটকে বিক্ষোভ অবস্থান শুরু করেন AIDSO সমর্থকরা। তখন TMCP-র সদস্য়রা বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের মধ্যে ব্য়াপক হাতাহাতি, মারামারি বেঁধে যায়।
বিজেপির স্বাস্থ্যভবন অভিযানে ঝরল রক্ত। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের হাতে চোট লেগেছে।
শহরে অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভ। বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী মোড়। ভাড়াবৃদ্ধি, কমিশন কমানো-সহ একাধিক দাবিতে অ্যাপ ক্যাব চালকদের সিটু প্রভাবিত সংগঠনের বিক্ষোভ। ৯০ শতাংশ চালক গাড়ি চালাচ্ছেন না বলে দাবি সংগঠনের।
'স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র ছাড়াই গ্রুপ সি তে চাকরি করছেন ৫৭ জন!' বিস্ময় প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই ৫৭ জন কী করে চাকরি পেল? এদের সুপারিশপত্র কে দিয়েছে? শান্তিপ্রসাদ সিন্হা ? প্রশ্ন বিচারপতির। বিকাল ৩:১৫-র মধ্যে ওয়েবসাইটে এই ৫৭ জনের তালিকা প্রকাশ করার নির্দেশ। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ বিকাল ৩.১৫-য় ফের শুনানি। শুনানির আগেই আদালতের নির্দেশমতো তালিকা প্রকাশ করল এসএসসি। গতকাল গ্রুপ ডি-র পরে স্কুলে গ্রুপ সি নিয়োগেও দেদার 'দুর্নীতির অভিযোগ ওঠে। ৩ হাজার ৪৭৭জনের মধ্যে ৩ হাজার ১১৫জনের ওএমআর-ই বিকৃত করার অভিযোগ। বেশ কয়েকজন পরীক্ষার্থীর ওএমআরের চেয়ে কম নম্বর সার্ভারে, ওঠে এমন অভিযোগ।
এবার দিল্লিতে বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। অনুব্রতর মুখোমুখি কন্যা সুকন্যাকে বসাতে চায় ইডি। সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে ইডি।
সঙ্গে অনুব্রতর হিসাবরক্ষককে মুখোমুখি বসাতে চায় ইডি। বয়ান দিয়েছেন এমন ১২ জনকে দিল্লিতে ডেকে অনুব্রতর মুখোমুখি বসাতে চায় ইডি। বয়ানে থাকা অভিযোগ বারবার অস্বীকার করছেন অনুব্রত, তাই মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরিকল্পনা। একাধিক অভিযুক্ত বাংলাদেশে পালিয়ে গিয়েছে, আদালতে সওয়াল ইডি-র আইনজীবীর। বিস্তারিত তদন্ত প্রয়োজন, অনুব্রতকে ছাড়লে প্রমাণ নষ্ট হতে পারে, আশঙ্কা ইডি-র আইনজীবীর। ১১ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন ইডি-র আইনজীবীর, খবর সূত্রের।
সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সোমা চক্রবর্তী। নিয়োগ-দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ২ ঘনিষ্ঠকে তলব। আজ সকাল পৌনে ১২টা নাগাদ ইডি দফতরে যান হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সোমা চক্রবর্তী ইডি দফতরে ঢোকেন প্রায় ১টা নাগাদ।
দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন। মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ের বিরুদ্ধে। পাল্টা তাঁর ওপর হামলার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান। ঘটনায় প্রকাশ্য়ে শাসক দলের অন্দরের অশান্তি। সূত্রের খবর, গ্রামের একটি ঘটনা নিয়ে কামারচক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য় সামসুদ্দিন মোল্লার সঙ্গে বিবাদ বাধে স্থানীয় তৃণমূল কর্মী ফইজুর রহমান মোল্লার। এনিয়ে দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার।
কলকাতা মেডিক্য়াল কলেজে রোগীর অস্বাভাবিক মৃত্য়ু। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম মনোরঞ্জন বিশ্বাস। বয়স ৪৮। বাড়ি উত্তরপাড়ায়। হাসপাতাল সূত্রে খবর, গ্রিন বিল্ডিংয়ে অর্থপেডিক বিভাগে ভর্তি ছিলেন তিনি। মানসির অবসাদের জেরে আত্মহত্য়া বলে প্রাথমিক অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের।
অ্যাডিনো ভাইরাসের ভয়ঙ্কর বাড়বাড়ন্ত এবং শিশু মৃত্যুর প্রতিবাদে বিজেপির স্বাস্থ্যভবন অভিযান
বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া তৃণমূল সরকার। আজ সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ। সকাল পৌনে ১১ থেকে বিকেল ৫ পর্যন্ত ৪ বার হাজিরা-তথ্য দেবেন কর্মচারীরা। সমস্ত জেলার ডিএম, সব দফতরের বিভাগীয় প্রধানদের উদ্দেশে জারি হল সার্কুলার। অনুপস্থিত হলে কারণ ঠিক কী, তাও সংশ্লিষ্ট দফতরকে জানানোর নির্দেশ
বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের সমর্থনে কোচবিহারে সরকারি কর্মীদের মিছিল। অন্য়দিকে, ধর্মঘটের মধ্যেই, জোর করে কোচবিহারের রেজিস্ট্রার অফিস খুলে দিলেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্য়ক্ষ আব্দুল জলিল আহমেদ। আন্দোলনকারীদের টাঙানো পতাকা খুলে দেন তিনি।
গতকালের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, যে গাড়ি কিনতে টাকা দিয়েছিলেন, সেই গাড়ির নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে।
গতকালের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব ইডি-র। কুন্তল যে গাড়ি কিনতে টাকা দিয়েছিলেন, সেই গাড়ির নথি নিয়ে হাজির হতে তলব
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গন্ডগোল তৃণমূল ছাত্র পরিষদ এবং ডি এস ওর মধ্যে।
উত্তর দিনাজপুরে জখম তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ, চোপড়া ব্লকের কোটগজ এলাকায় রাস্তার ধারে অচৈতন্য় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, ঘিরনি গাঁও অঞ্চলের তৃণমূল সভাপতি জাকির হোসেনকে। স্থানীয়দের দাবি, তাঁর বুকের বাঁদিকে গভীর ক্ষত চিহ্ন ছিল। সেটি কি গুলির ক্ষত? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালে। তৃণমূল নেতাকে লক্ষ্য় করে কি গুলি চালানো হয়েছিল? নাকি অন্য় কোনও কারণে জখম, এখনও কাটেনি ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
গতকাল রাত থেকে, আজ ভোর ৬টার মধ্যে বিসি রায় শিশু হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্য়ু হল। ভয়ঙ্কর অ্য়াডিনো আতঙ্কের মধ্যেই, শিশুমৃত্য়ুর সংখ্য়া বেড়ে হল ১৩৫। বৃহস্পতিবার রাত ১১টা ৪৫-এ বিসি রায় হাসপাতালে মৃত্য়ু হয় চুঁচুড়ার বাসিন্দা, ১১ মাসের শিশুপুত্রের। হাসপাতাল সূত্রে খবর, শিশুর জ্বর ও সর্দিকাশি ছিল। এরপর রাত আড়াইটে নাগাদ মৃত্য়ু হয় বনগাঁর বাসিন্দা, দেড় বছরের আরেক শিশুর। আজ ভোর রাতে মৃত্য়ু হয় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ২ বছরের শিশুর। হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুরই জ্বর ও শ্বাসকষ্টের সমস্য়া ছিল।
বসন্তে বৃষ্টির ভ্রুকুটি। আজ ও কাল পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
বকেয়া ডিএ-র দাবিতে আজ অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। বৃহস্পতিবার যেন দেখা গেল তারই ওয়ার্মআপ। ধর্মঘটের সমর্থনে মিছিল করলেন সরকারি কর্মীদের একাংশ। আর ধর্মঘটের বিরোধিতায় পাল্টা মিছিল করলেন তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা।
আতঙ্কের নতুন নাম অ্যাডিনো ভাইরাস। দোসর নিউমোনিয়া। উদ্বেগ বাড়াচ্ছে পেডিয়াট্রিক আইসিইউ বেডের সঙ্কট। এর মধ্যেই ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন শিশুর আত্মীয়-পরিজনেরা।
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খানের বিরুদ্ধে বালিঘাটের মালিকের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল। পাল্টা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের অভিযোগ, বালিঘাটটি অবৈধ। বিষয়টির উপর ব্লক প্রশাসন এবং পুলিশ নজর রাখছে বলে জানিয়েছেন নানুরের বিডিও।
মাত্র ৬ দিনে কেনা হয়েছিল সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি! বাজারমূল্যের চেয়ে কম দেখানো হয়েছিল ডিড ভ্যালু। এমনই অভিযোগে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের আর্থিক যোগসূত্র খুঁজছে ইডি। এত অল্প দিনে বিপুল টাকার সম্পত্তি কীভাবে কিনলেন অনুব্রত? তাঁর আত্মীয়রাও একের পর এক সম্পত্তির মালিক হলেন কীভাবে? সবদিক খতিয়ে দেখছে ইডি।
প্রেক্ষাপট
কলকাতা: বকেয়া ডিএ (DA), আজ রাজ্যজুড়ে সরকারি অফিসে ধর্মঘটের ডাক। গরহাজিরায় পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের। কোচবিহারে (Coochbehar) অফিসে ঢুকে তৃণমূল (TMC) নেতার হুঁশিয়ারি।
বকেয়া ডিএর দাবিতে টানা আন্দোলন-অনশন। সরকার পদক্ষেপ নিলে পাশে দাঁড়ানোর বার্তা শুভেন্দুর (Suvendu Adhikari)। ডিএ অধিকার নয়, অনুদান, পাল্টা সরকারি কর্মীদের বার্তা কুণালের।
বকেয়া ডিএ-র দাবিতে চলছে অবস্থান থেকে অনশন। আলোচনায় আস্থা রেখে অনশন প্রত্যাহারের আবেদন রাজ্যপালের (Governor)। জীবন অনেক বেশি মূল্যবান বলে মন্তব্য।
তদন্তে ঠিকমতো সহযোগিতা করছেন না অনুব্রত (Anubrata Mondal), মেলেনি কোনও জবাব। দিল্লিতে দ্বিতীয় দিনের জেরায় এমনই দাবি ইডির। হেফাজত শেষে আজ কোর্টে পেশ।
গরুপাচারের প্রোটেকশন মানিতেই কোটিপতি কেষ্ট? ২০১৪-র নভেম্বরে ৬ দিনে নগদে কেনা হয়েছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি! বিস্ফোরক দাবি ইডির।
নিজের সঙ্গে স্ত্রীর নামেও বোলপুরে অধিকাংশ জমি কিনেছিলেন অনুব্রত। প্রভাব খাটিয়ে বাজারের দামের থেকে ডিড ভ্যালু কম দেখানোর অভিযোগ ইডি-র।
নিয়োগ দুর্নীতিতে এবার টলিউড যোগ! কুন্তল-যোগে এবার ইডির নজরে বনি। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
এবিপি আনন্দে মুখ খুললেন বনি। মানলেন কুন্তলের থেকে পাওয়া ৪০ লক্ষেই কেনা হয়েছিল রেঞ্জ রোভার।
কুন্তল-ঘনিষ্ঠ সোমার সঙ্গে জড়াল বনির নাম।
বনিকে ৪০ লক্ষ, সোমাকে ৫০ লক্ষ! নিয়োগ দুর্নীতির টাকাই হরির লুঠ যুব তৃণমূল নেতার?
কুন্তলের থেকে টাকা নিয়ে দোষ করেনি বনি, দাবি পরিবারের।
ইডির নজরে ৭৫টি অ্যাকাউন্ট। ২০১৭ থেকে ২ বছরে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকাই কি কুন্তলের থেকে একের পর এক অ্যাকাউন্টে হস্তান্তর? তদন্তে ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। আজ হাজিরার নির্দেশ। চাওয়া হল আত্মীয়দেরও সম্পত্তির হিসেব।
স্কুলে গ্রুপ সি নিয়োগে দেদার 'দুর্নীতি'! ৩ হাজার ৪৭৭জনের মধ্যে ৩ হাজার ১১৫জনের ওএমআর-ই বিকৃত! কয়েকজনের ওএমআরের চেয়ে কম নম্বর সার্ভারে!
ছাত্র ভোট-সহ একাধিক ইস্যুতে আজ এসএফআইয়ের বিধানসভা অভিযান। বোর্ডের পরীক্ষার কারণ দেখিয়ে অনুমতি দিল না পুলিশ। মিছিল হবেই, দাবি বাম ছাত্র সংগঠনের।
সিভিক ভলান্টিয়ার খুনে উত্তপ্ত উত্তর দিনাজপুর। দলনেত্রীকেই নিশানা বিধায়কের।
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতাল, মেডিক্যালে আরও ৩ শিশুর মৃত্যু। বেসরকারি মতে ২ মাসে ১২৯ শিশুর মৃত্যু। পরিদর্শনে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -