WB Live News Updates: গ্রুপ সির চাকরিহারাদের তালিকায় তৃণমূল বিধায়ক-পুত্র, ভাই থেকে প্রাক্তন কাউন্সিলর!
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
সরকারের উপর চাপ বাড়িয়ে দ্রুত নিয়োগের দাবি আন্দোলনকারীদের
DA-র দাবিকে সমর্থন জানিয়ে ধর্মঘটে যোগ দিয়েছেন শিক্ষকরা। স্কুলে আসেননি কেউ। কিন্তু পড়ুয়ারা তো স্কুলে এসেছে।
তাদের ক্লাস করাবে কে? এই অবস্থায় হাওড়ার আমতায় নীচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিল উঁচু ক্লাসের ছাত্ররা।
হকের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা। মোবাইল মেকানিক থেকে অসংখ্য সম্পত্তির মালিক শান্তনু। নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজত।
দুর্নীতির টাকায় প্রাসাদ?
ডিএ আন্দোলন নিয়ে ফের বার্তা রাজ্যপালের। ফের অনশন প্রত্যাহারের আবেদন রাজ্যপালের
পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে উত্তর ২৪ পরগনার বিড়া, পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে বাঁকুড়ার বেলডাংড়া, একের পর এক স্কুলে আন্দোলনকারী শিক্ষকদের ঢুকতে বাধা।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ তাঁকে ৫০ লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন। সেই টাকা কী করবেন সোমা? ইডি কী তাঁকে, সেই টাকা ফেরত দিতে বলেছেন? ইডির দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের পরের দিন, এসব নিয়ে প্রতিক্রিয়া দিলেন কুন্তল ঘোষ ঘনিষ্ঠ সোমা চক্রবর্তী।
অনশন, আন্দোলন, ধর্মঘট, কর্মবিরতির পর এবার ডিজিটাল ধর্মঘটের হঁশিয়ারি দিলেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীরা। শনিবার বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন মঞ্চে গিয়ে তৃণমূলকে নিশানা অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
খারিজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনের আর্জি। অযোগ্যদের চাকরির সুপারিশ করতেন মানিক ভট্টাচার্যর কাছে। নিতেন প্রার্থীপিছু ৪-৫ লক্ষ টাকা, দাবি ইডি-র।
তৃণমূল নেতার ঘরেই 'ভুয়ো' চাকরি! মন্ত্রীর ভাই থেকে তৃণমূল বিধায়কের ছেলে।
চাকরির দাবিতে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীদের মিছিল
শহিদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল
আইএসএফের শক্ত ঘাঁটি ভাঙড়ে তৃণমূলের হাল ফেরাতে অবজার্ভার সওকত মোল্লা
আইএসএফের শক্ত ঘাঁটি ভাঙড়ে তৃণমূলের হাল ফেরাতে অবজার্ভার সওকত মোল্লা
পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে উত্তর ২৪ পরগনার বিড়া, পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে বাঁকুড়ার বেলডাংড়া, একের পর এক স্কুলে আন্দোলনকারী শিক্ষকদের ঢুকতে বাধা।
গ্রুপ সির চাকরিহারাদের তালিকায় তৃণমূল বিধায়ক-পুত্র, ভাই থেকে প্রাক্তন কাউন্সিলর!
নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর অগাধ সম্পত্তি!
ডিএ-ধর্মঘটে সামিল, কোথাও স্কুলে ঢুকতে বাধা, কোথাও দাঁড় করিয়ে 'শাস্তি'!
'জেলে যারা আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি নির্দোষ' দাবি শান্তনুর
ডিএ ইস্যুতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য শিক্ষকদের স্কুল থেকে বার করে দেওয়ার অভিযোগ
গতকাল বিধানসভায় বাগ্ বিতণ্ডার জেরে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস। বিধানসভার আগামী অধিবেশনে বিরোধী দলনেতার বিরুদ্ধে আনা হবে নোটিস। গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে শুভেন্দুর তুমুল কথা কাটাকাটি হয়। সেচমন্ত্রীকে গ্রেফতার করানোর হুমকি দেন শুভেন্দু অধিকারী। পরে এ নিয়ে কড়া বার্তা দেন বিধানসভার অধ্যক্ষ।
চাকরির দাবিতে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীদের মিছিল। শহিদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আজ আদালতে পেশ করবে ইডি। আদালতে পেশের আগে মেডিক্যাল পরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শান্তনুকে। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। জেরায় শান্তনু দাবি করেন কুন্তল তাঁকে কোনও টাকা দেননি। ইডি সূত্রে দাবি, যুব তৃণমূল নেতা শান্তনু ও তাঁর পরিবারের ২০টি সম্পত্তির হদিশ মিলেছে।
এসএসসির প্রকাশ করা গ্রুপ সির অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় নাম রয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। যখন গ্রুপ সি পদে চাকরি পেয়েছিলেন, তখন বারাসাত পুরসভার ২৯ নম্বর কাউন্সিলর ছিলেন দোলন বিশ্বাস। ২০১৭সালে বারাসাতের বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে গ্রুপ সি চাকরি পান তিনি।
প্রাক্তন তৃণমূল কউন্সিলরের চাকরি বাতিল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারচুপি করেই চাকরি পেয়েছেন, দাবি বিজেপির। আইন আইন পথে চলবে প্রতিক্রিয়া তৃণমূলের পুর প্রধানের। যদিও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পরিবারের দাবি, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন তিনি।
এবিপি আনন্দের খবরের জের। ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক বেআইনি সাবমার্সিবল পাম্প অকেজো করে দিল দুর্গাপুর পুরসভা। অভিযোগ, ওইসব পাম্প বসানোয় অন্যান্য ওয়ার্ডে দেখা দিয়েছে জলের সঙ্কট। এরকম অভিযান চলবে, জানিয়েছে পুরসভার প্রশাসকমণ্ডলী। অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
মুর্শিদাবাদের নওদায় বোমা বিস্ফোরণের ঘটনায় জখম তৃণমূল কর্মীর মৃত্য়ু হল। পঞ্চায়েত ভোটের আগে, এই নিয়ে মৃত্য়ু হল ২ তৃণমূল কর্মীর।
বাঁকুড়ার বেলডাংড়ার প্রাথমিক স্কুলে তালা লাগানোর অভিযোগ। স্কুলে ঢুকতে না পেরে এসআই-কে ফোন প্রধান শিক্ষিকার। 'গতকাল স্কুল বন্ধ ছিল, তাই আজও স্কুল বন্ধ রাখতে বলেছি', মন্তব্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর।
শুক্রবারে শিক্ষকদের আন্দোলনের জেরে থমকে গিয়েছিল পঠন-পাঠন। শনিবারে শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ। গেটের বাইরে শিক্ষকদের ঘিরে ধরে আন্দোলনে সামিল অভিভাবকরা। উত্তেজনা কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে।
সাগরদিঘির প্রভাব পড়ল না জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচনে। ব্যাঙ্কের ৪৫০ টি সোসাইটির মধ্যে সবগুলিতেই বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। ফের চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। 'এই নির্বাচনেও বাম-ডান প্রার্থীরা একত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন। তাই সাগরদিঘির পর এই নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই এর প্রভাব পড়বে', দাবি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর। বিজেপির দাবি নির্বাচন নয় প্রহসন হয়েছে।
বিড়া রাজীবপুর এভি হাইস্কুলে উত্তেজনা। স্কুলে তালা লাগানোর অভিযোগ টিএমসিপি-র বিরুদ্ধে। গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ।
চাকরিপ্রার্থীদের চাকরির জন্য সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, চাকরিপ্রার্থী পিছু চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন শান্তনু। তাঁর বাড়ি থেকে মোট ৩১২ জন চাকরিপ্রার্থীর তালিকা পেয়েছিলেন ইডি আধিকারিকরা।
বাঁকুড়ায় কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বিজেপি-র দলীয় কার্যালয়। শুক্রবার রাতে তণ্ডব কালবৈশাখীর। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে বিজেপি-র পার্টি অফিস কার্যত তছনছ হয়ে গিয়েছে। বিজেপি-র দলীয় কার্যালয় ভেঙে পড়েছে এবং মাথার চাল উড়ে গিয়ে পড়েছে পাশের গৃহস্থের বাড়ির উপরে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই ।
নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা তৈরির কাজ চলছে। সেই কারণে আজ শিয়ালদহ মেইন শাখায় ট্রেন বন্ধ বা আংশিক বন্ধ। গতিপথ পরিবর্তন করে চালানো হচ্ছে বেশ কিছু ট্রেন।
দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন কাঁকুড়গাছির এক বাসিন্দা। স্ত্রী-র সঙ্গে বচসার পর আজ ব্রিজের মাঝখানে বাইক রেখে ঝাঁপ আইনজীবী মহম্মদ আরিফ আনসারির। ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তের ছবি এবিপি আনন্দর হাতে। ঘটনাস্থলে ছুটে আসে হেস্টিংস থানার পুলিশ। সূত্রের খবর, ঝাঁপ দেওয়ার আগে তিনি পরিবারকে ফোনও করেন। ওই আইনজীবীর খোঁজ চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ।
চাকরিপ্রার্থীর চাকরির জন্য সরাসরি সুপারিশ মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, চাকরিপ্রার্থী পিছু চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন শান্তনু। তাঁর বাড়িতে যেসব চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছিল, তার বেশ কিছু প্রতিলিপি পাওয়া মিলেছে মানিকের বাড়িতে। ইডির দাবি, শান্তনু পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন হয়েছে।
আদিবাসীদের নিয়ে করা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, রাজ্য সড়ক অবরোধ করেছে তারা।ঝাড়গ্রামে বন্ধ বেসরকারি বাস পরিষেবা। রাস্তায় যে অল্প সংখ্যক সরকারি বেরিয়েছিল তাও অবরোধের জেরে আটকে পড়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসীদের অপমান করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে।
মালদায় টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ব্লক সাধারণ সম্পাদক সহ দলের একাংশ। গাজোলের ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ জানালেন ব্লকেরই সাধারণ সম্পাদক শুভাশিস চক্রবর্তী। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে করেছেন দীনেশ টুডু। তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত পচে গিয়েছে বলে কটাক্ষ করেছে বিজেপি। প্রকাশ্যে যারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন তারা সঠিক কাজ করছেন না। আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জনিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি।
ফের আদালতে প্রশ্নের মুখে সিবিআইয়ের ভূমিকা। টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ জন শিক্ষকের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। যোগ্য প্রার্থীদের চাকরি ছিনিয়ে যারা চাকরি পেয়েছে, তারা কীভাবে সাক্ষী হতে পারে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন বিচারকের। ১৭ মার্চের মধ্যে এনিয়ে সিবিআইয়ের জবাব তলব করেছে আলিপুরের বিশেষ আদালত।
অ্যাডিনোভাইরাসকে ঘিরে আতঙ্কের মধ্যেই ফের বিসি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে গত দুই মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৭ জন শিশুর। একের পর এক শিশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যে।
আজ নগর দায়রা আদালতে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে পেশ করবে ইডি। ব্যাঙ্ক স্টেটমেন্ট সামনে রেখে বলাগড়ের যুব তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, কাদের কাদের সঙ্গে লেনদেন হয়েছে, কোন চাকরিপ্রার্থীর কাছে টাকা নিয়েছিলেন, সেইসব তথ্য জানতে চায় তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, আজ আদালতে জানানো হবে নিয়োগ দুর্নীতির টাকায় কতটা লাভবান হয়েছেন শান্তনু।
বকেয়া ডিএর দাবিতে একমাস ধরে চলছে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অনশন আন্দোলন। এদিন ডিএ-ধর্নামঞ্চে ফের অসুস্থ হয়ে পড়লেন অনশনরত এক আন্দোলনকারী। অসুস্থ দীপ মুখোপাধ্যায়কে ভর্তি করা হল সল্টলেকের হার্ট ক্লিনিকে। শনিবার ৪৪তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন।
গভীর রাতে হাওড়ার ঘুসুড়িতে একটি বহুতল নির্মীয়মান বাজারে আগুন। রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ড এর কাছে ওই বিল্ডিংয়ের ছয় তলায় হঠাৎ আগুন লাগে। ঢালাইয়ের পর ছাদে কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ এবং বাঁশ। ওই নির্মীয়মান বাজারটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত দেয়। তারা মালিপাঁচঘড়া থানা এবং দমকলে খবর দেয়। একে একে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মুর্শিদাবাদের নওদায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের। সঙ্কটজনক আরও ১। বোমা বাঁধতে গিয়েই ভয়ঙ্কর দুর্ঘটনা, দাবি স্থানীয় বাসিন্দাদের। মানতে নারাজ নিহতের পরিজনরা। খুনের উদ্দেশেই হামলা বলে দাবি। এদিকে, মৃত ও আহত দুজনই তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে শাসক দল। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
বাংলা থেকে ব্যাঙ্গালোর, যত কালো টাকা উদ্ধার হচ্ছে, তার দায় কেন্দ্রকেই নিতে হবে। দক্ষিণ ২৪ পরগনার চ়ড়িয়ালে গিয়ে এভাবেই মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই
প্রেক্ষাপট
কুন্তলের পর শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির আরও এক যুব তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গ্রেফতার। বয়ানে অসঙ্গতি থাকার অভিযোগ।
বাড়িতে কেন অ্যাডমিট কার্ড, সুপারিশপত্র? ৭ দফায় জেরার মুখেও শান্তনুর সদুত্তর না পাওয়ার দাবি ইডির। উঠল স্কুলে
চাকরি বিক্রির রেট ঠিক করে দেওয়ার অভিযোগ।
শান্তনুর গ্রেফতারির পরেই বলাগড়ে বিজেপির উল্লাস। প্রভাবশালী নেতা, মানলেন তৃণমূলেরই বিধায়ক।
স্কুলে নিয়োগে বেলাগাম দুর্নীতি, এবার চাকরি গেল গ্রুপ সির ৮৪২জনের! আজ বেলা ১২টার মধ্যে সুপারিশপত্র বাতিল, ৩টের মধ্যে নিয়োগপত্র বাতিলের নির্দেশ।
কমিশনের সুপারিশপত্র ছাড়াই কীভাবে বহাল তবিয়তে চাকরি? প্রশ্ন বিস্মিত বিচারপতির। নড়ে ঘাস খান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খান বলে পর্ষদকে ভর্ৎসনা।
নিয়োগে দুর্নীতির তদন্তে কুন্তল ঘনিষ্ঠ সোমাকে ইডির জিজ্ঞাসাবাদ। ৪০ লক্ষের উৎস সন্ধানে মঙ্গলবার বনিকে হাজিরার নির্দেশ।
নিয়োগে বেলাগাম দুর্নীতি, প্রতিবাদে এসএফআইয়ের অভিযানে ধুন্ধুমার। পুলিশের চোখে ধুলো দিয়ে মিছিল পৌঁছল বিধানসভার গেটে।
আবেদনই সার, কেষ্টকে ফের ১১দিনের ইডি হেফাজতে পাঠাল দিল্লির আদালত। মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য এবার মেয়ে সুকন্যা-সহ ১২জনকে ইডির তলব।
বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ধর্মঘটে কার্যত শুনশান একের পর এক সরকারি অফিস। পাল্টা হুঁশিয়ারি শাসকগোষ্ঠীর। কোনও প্রভাবই পড়ে নি, দাবি নবান্নের।
বকেয়া ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের ধর্মঘট, কটাক্ষ অভিষেকের। বললেন, "অধিকার আদায়ের জন্য কেউ বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু কর্মনাশা বন্ধ নয়। দিল্লি দিয়ে আন্দোলন করুন।"
"আমাদের অন্য রকম চিন্তাভাবনা করতে হবে।) ডিএ-র দাবিতে ধর্মঘট, স্কুলে গিয়ে কার্যত শাসানি মন্ত্রীর," টিচার্সরুমে ঢুকে শিক্ষিকাদের সঙ্গী নেতার চোখ রাঙানি।
২ মাস পার, বিচারপতি মান্থার বাড়ির আশপাশে পোস্টার কাণ্ডে এখনও অধরা গ্রেফতার। কী পদক্ষেপ? এক সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট চাইল ডিভিশন বেঞ্চ।
বিসি রায় হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যু। বেসরকারি মতে মৃত্যু বে়ড়ে ১৩৬। উদ্বেগ বাড়িয়ে আইসিএমআরের রিপোর্টে অ্যাডিনো আক্রান্তের তালিকায় শীর্ষে বাংলা।
অ্যাডিনোয় পরপর শিশুমৃত্যু। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার। মুখ ফাটল বিজেপি কর্মীর, হাত কাটল অগ্নিমিত্রার, অসুস্থ তনুজা।
বিদেশি ঋণের বোঝা, তাও কী করে হীরক খচিত পোশাকে আমেরিকা সফর? নাম না করে প্রধানমন্ত্রীকে খোঁচা পঞ্চায়েতমন্ত্রীর, পাল্টা মোদি মোদি স্লোগান বিজেপি বিধায়কদের।
আলুর বন্ড দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে রণক্ষেত্র জলপাইগুড়ি। অপেক্ষার পরেও কুপন না পাওয়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -