WB Live News Updates: শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়, গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
প্রথম পোস্টিং হুগলির পঞ্চায়েত দফতরে। ইঞ্জিনিয়ার ছিলেন কামারহাটি পুরসভাতেও। শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়। গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর।
কুন্তলের পর এবার শান্তনু-ঘনিষ্ঠ অয়ন। বান্ধবী শ্বেতার জন্য টলিউডেও লগ্নি! লকডাউনের সময় শ্যুটিং শুরু হলেও আর হয়নি শেষ।
১৮ দিন পর ট্যাংরার যুবকের মৃতদেহ উদ্ধার
পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে থানায় চড়াও উত্তেজিত জনতা
থানার সামনে গাড়িতে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ
ঘটনাস্থলে ডিসি ইএসডি গৌরব লাল
মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করল ইডি। কাগজের বান্ডিল নিয়ে আদালতের পুলিশ লকআপে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে প্রায় প্রতিদিনই উঠে আসছে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের খবর। সামনে এসেছে টাকার পাহাড়ের ছবি। এমন একটা আবহে কোটি টাকার সোনার গয়না আর বাট উদ্ধার হল হাওড়া স্টেশনে। উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
কয়েকঘণ্টার ব্যবধানে হাওড়া ও পূর্ব মেদিনীপুরে জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। হাওড়ায় গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ব মেদিনীপুরের রাস্তায় মৃতদেহ রেখে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা।
এবার সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে FIR করা হল। ধুলিয়ানের এক তৃণমূল নেতাকে গালিগালাজ ও বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা সঞ্জয় জৈন। এনিয়ে বায়রন বিশ্বাসকে ফোন করা হলে তাঁর ফোন সুইচড অফ ছিল।
এবার সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে FIR করা হল। ধুলিয়ানের এক তৃণমূল নেতাকে গালিগালাজ ও বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা সঞ্জয় জৈন। এনিয়ে বায়রন বিশ্বাসকে ফোন করা হলে তাঁর ফোন সুইচড অফ ছিল।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ফের শুনানি হবে ১১ এপ্রিল। লড়াইয়ে অনড় থেকেও, হতাশার সুর আন্দোলনকারী সরকারি কর্মচারীদের।
কয়লাপাচারকাণ্ডে ফের আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলব। ২৯ মার্চ দিল্লিতে ইডির দফতরে মলয় ঘটককে ইডির তলব। ২৩ মার্চ ইডির সদর দফতরে আইনমন্ত্রীর আপ্ত সহায়ককে তলব। এর আগে একাধিকবার তলব, হাজিরা না দেওয়ায় ফের ইডির নোটিস।
নিয়োগ দুর্নীতির টাকায় টলিউডে শান্তনু-ঘনিষ্ঠ অয়নের বিনিয়োগ? ----
ধৃত অয়নের প্রযোজনায় রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন শ্বেতা চক্রবর্তীও!
বগটুই হত্যাকাণ্ডের এক বছর। স্বজনহারা বানিরুল শেখের বাড়িতে ঢুকতে তৃণমূল বিধায়ককে বাধা। মঞ্চে গেছিলেন, বানিরুলের বাড়িতে যাননি, দাবি আশিস বন্দ্যোপাধ্য়ায়ের। অন্যদিকে, হত্যাকাণ্ডের প্রতিবােদ প্রতিবাদে বাম-বিজেপি। একদিকে শুভেন্দুর নেতৃত্বে মৌন মিছিল, অন্যদিকে সেলিমের নেতৃত্বে মৌন মিছিল বামেদের।
নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল আদালতে মানিক ভট্টাচার্যের শুনানি শেষ
এক নামের বিভ্রাট। তার জেরে বিড়ম্বনার শিকার গড়িয়ার তরুণী শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ, নৈহাটির শ্বেতা চক্রবর্তীর ছবির সঙ্গে গড়িয়ার শ্বেতার ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন দুর্নীতিকাণ্ডের সঙ্গে কোনওভাবে যুক্ত না থাকা গড়িয়ার শ্বেতা চক্রবর্তী। তাঁর আবেদন, যাচাই না করে সোশাল মিডিয়ার ছবি দেখে সবকিছু বিশ্বাস করবেন না।
মানিক ভট্টাচার্যকে কোর্টে বিচারকের ধমক। কিছু বলতে চাই, আইনজীবীর মাধ্যমে আবেদন মানিকের
ভোটের ফলপ্রকাশ ২০দিনের মাথায় কাল বিধায়ক পদে শপথ । সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী বায়রন। ২৩ হাজার ভোটে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। ২৯ ও ৩০ মার্চ টানা দু'দিন কলকাতায় অম্বেডকরের মূর্তির সামনে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসবেন বলে ঘোষণা। ১০০ দিনের টাকা নিয়েও ফের সরব তৃণমূলনেত্রী।
সায়গল, মণীশের সঙ্গে এবার তিহাড় জেলেই কেষ্ট
সায়গল, মণীশের সঙ্গে এবার তিহাড় জেলেই কেষ্ট। গরুপাচারকাণ্ডে কেষ্টকে ১৩দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। অনুব্রত মণ্ডলকে জেলে পাঠানোর নির্দেশ রাউস অ্যাভিনিউ কোর্টের। মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলে অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডলের ছকেই কালো টাকা সাদা করতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল? ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডির স্ক্যানারে এবার অয়ন শীল ঘনিষ্ঠরা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিজের আত্মীয় স্বজন, পরিচারক, অধস্তন কর্মীদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরিয়েছেন অয়ন শীল। সূত্রের দাবি, শুধু তাই নয়, সেই টাকায় একাধিক জমি সম্পত্তিও কিনেছেন।এফডি ব্লকের অফিসে হানা দিয়ে এমন বহু নথি এখন ইডির হাতে। যৌথ মালিকানাতেও কেনা হয়েছে অনেক সম্পত্তি, এমনটাই দাবি ইডি সূত্রে।
অনুব্রত মণ্ডলের ছকেই কালো টাকা সাদা করতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল? ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডির স্ক্যানারে এবার অয়ন শীল ঘনিষ্ঠরা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিজের আত্মীয় স্বজন, পরিচারক, অধস্তন কর্মীদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরিয়েছেন অয়ন শীল। সূত্রের দাবি, শুধু তাই নয়, সেই টাকায় একাধিক জমি সম্পত্তিও কিনেছেন।এফডি ব্লকের অফিসে হানা দিয়ে এমন বহু নথি এখন ইডির হাতে। যৌথ মালিকানাতেও কেনা হয়েছে অনেক সম্পত্তি, এমনটাই দাবি ইডি সূত্রে।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। ইডি সূত্রে দাবি, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ এক রহস্যময়ীর। মেসেজে অয়নকে বলা হয়, 'পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে', দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের।
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাকাণ্ডে অভিযোগকারী বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মামলা পুলিশের। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ২৩ জন বিজেপি কর্মী। 'নিশীথ প্রামাণিকের মামলা তো ডিভিশন বেঞ্চে আছে, সেখানে আবেদন না করে এখানে কেন?', বিজেপি কর্মীদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। উত্তরে বিজেপি কর্মীদের আইনজীবী বলেন, "পুলিশ অতিসক্রিয় হয়ে এই কর্মীদের হেনস্থা করছে, বিভিন্ন অভিযোগে মামলা করছে।" "এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে", সেখানে মূল মামলার সঙ্গে যুক্ত করার আবেদন জানান, নির্দেশে জানালেন বিচারপতি মান্থা।
বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ। ২৯-৩০ মার্চ অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসবেন। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনের। মৃত্যু হয়েছে, বাজি কারখানার মালিকের স্ত্রী, ছেলে ও প্রতিবেশী কিশোরীর । গ্রেফতার বাজি কারখানার মালিক ভরত হাতি। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম।
বগটুইয়ে স্বজনহারা বানিরুল শেখের বাড়িতে ঢুকতে বাধা তৃণমূলকে। বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হবে না বলে দাবি।
বাড়িতে ঢুকলেন না আশিস বন্দ্যোপাধ্যায়।
আজ বগটুই হত্য়াকাণ্ডের বর্ষপূর্তি। তার আগে, শহিদবেদি বানানো নিয়েই, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়েছে বগটুইয়ে। নিহতদের স্মরণ নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতি। এক স্বজনহারার বাড়ির পাশে শহিদ বেদি তৈরি করেছে বিজেপি। বিকেলে সেখানে যাবেন শুভেন্দু অধিকারী। উল্টোদিকেই আরেকটি শহিদ বেদি বানিয়েছে তৃণমূল। সেখানে মালা দেবে তৃণমূলের জেলা নেতৃত্ব। এরইমধ্য়ে, গ্রামে আজ বিকেলে মহম্মদ সেলিমের নেতৃত্বে মৌন মিছিলের ডাক দিয়েছে সিপিএম।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আপাতত স্থগিত শুনানি। ফের শুনানি হবে ১১ এপ্রিল।
সল্টলেকে অয়ন শীলের অফিসে মেলা অ্যাকাউন্টের নথিতে শ্বেতা চক্রবর্তী নামে এক মহিলার হদিশ। ইডি সূত্রে দাবি, শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এই শ্বেতা চক্রবর্তী অয়ন শীলের ঘনিষ্ঠ। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শ্বেতার গাড়ির নথিও অয়নের অফিসে মিলেছে। তাঁর অ্যাকাউন্টে অয়নের অ্যাকাউন্ট থেকেও লেনদেন হয়েছে বলে দাবি ইডি সূত্রে। কেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অয়নের অফিসে? খতিয়ে দেখছে ইডি ।
টেটের তথ্য চেয়ে এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডি-র। টেটের প্যানেল সংক্রান্ত নথি ও তথ্য নিয়ে হাজিরার নির্দেশ। '২০১৪-তে অতিরিক্ত নিয়োগ নিয়ে তথ্য চেয়েছে ইডি। বেশিরভাগ তথ্যই আগে সিবিআইকে দেওয়া হয়েছে', তা নিয়ে তদন্তও করছে সিবিআই, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আজ পর্ষদের পক্ষ থেকে প্রতিনিধি যাবেন ইডি দফতরে, জানালেন গৌতম পাল।
আরও এক বিরোধী দলের বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। এবার সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে FIR। অভিযোগ, গতকাল বিকেলে সামশেরগঞ্জের তৃণমূল নেতা সঞ্জয় জৈনকে ফোনে গালিগালাজ করেন ও হুমকি দেন কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। এমনকী, অনুগামীদের নিয়ে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হওয়ারও অভিযোগ উঠেছে। এরপরই সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বায়রনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয় জৈন। পুলিশ সূত্রে খবর, ৪টি জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এনিয়ে বায়রণ বিশ্বাসকে ফোন করা হলে তাঁর ফোন সুইচড অফ ছিল।
উদ্ধার হল ট্যাংরার নিখোঁজ যুবকের মৃতদেহ। লেদার কমপ্লেক্স থানার বামনঘাটায় কাঠের ব্রিজের কাছে একটি নীল ড্রাম থেকে তাঁর দেহ উদ্ধার করে লালাবাজরের গোয়েন্দারা। ৩ মার্চ থেকে ট্য়াংরার বাসিন্দা বছর ৩৪-এর ঝুনু রানার। এরপর তদন্তে নেমে গ্রেফতার করা হয় ৩ জনকে। জিজ্ঞাসাবাদে খুনের অভিযোগ স্বীকার করে গুলাম রব্বানি। তাঁর দাবি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরির চেষ্টা করছিল ঝুনু। সেই আক্রোশেই খুন। খুনের পর দেহ ফেলে দেওয়া হয়, সায়েন্স সিটির কাছে একটি খালে। এরপরই শুরু হয়ে ঝুনুর মৃতদেহের খোঁজে তল্লাশি।
অয়ন শীলকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির হাতে। উঠে আসছে একের পর একের পর এজেন্টের নাম। কানু দা, লাল, এমডি, তপন নামে ৪ এজেন্ট সহ বেশ কয়েকজন একের পর এক পুরসভায় সুপারিশ করেছে বলে দাবি ইডি সূত্রে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, OMR শিট ছাপানো হত কলেজ স্ট্রিটের প্রিন্টিং প্রেসে।
পুরসভায় পরীক্ষার ব্যবস্থাপনা থেকে চাকরিতে যোগদান সবাটাই করাতেন অয়ন। একাধিক পুরসভার কাউন্সিলরের অফিসের শ্রমিক পদে চাকরির জন্য OMR শিট উত্তরপত্রের নথি মিলেছে অয়নের অফিসে, দাবি ইডি সূত্রে।
এবার হাওড়া স্টেশনে উদ্ধার কোটি টাকার সোনার গয়না ও বাট। সূত্রের খবর, কাল রাত সাড়ে নটা নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে সন্দেহ হয় আরপিএফের। ব্যাগ পরীক্ষা করতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনার গয়না ও সোনার বাট। বয়ানে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করে শুল্ক দফতরের হাতে তুলে দেয় আরপিএফ। ধৃত চন্দ্রভান মিশ্র, উত্তরপ্রদেশের মতিগঞ্জের বাসিন্দা।
বগটুইয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের এক বছর। আজ বিকেলে বগটুই যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনই বিকেল ৪টে নাগাদ মহম্মদ সেলিমের নেতৃত্বে মৌন মিছিল হবে বগটুই মোড় থেকে। বগটুইয়ে কর্মসূচি নিয়েছে তৃণমূলও। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরীরা তাদের তৈরি শহিদ বেদিতে মাল্যদান করবেন। গত বছরের ২১ মার্চ প্রথমে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন। তারপরই বগটুইয়ে আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় মহিলা ও শিশু সহ ১০ জনের।
গরুপাচার মামলায় আজ অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করবে ইডি। সূত্রের দাবি, আদালতে অনুব্রতর জেল হেফাজতের আবেদন করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই গরুপাচার মামলায় তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারির ঠিকানা হয়েছে তিহাড় জেল। আজ আদালত অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দিলে, তাঁরও ঠিকানা হবে তিহাড়ে।
আজ ডিএ মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা। এদিনই বকেয়া ডিএ মামলা নিষ্পত্তি হওয়ার কথা।এর আগে মামলা থেকে সরে দাঁড়ান, সর্বোচ্চ আদালতের দুই বাঙালি বিচারপতি। ফলে পিছিয়ে যায় শুনানি। আজ বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কুমারের বেঞ্চে হবে মামলার শুনানি।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। ইডি সূত্রে দাবি, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ এক রহস্যময়ীর। মেসেজে অয়নকে বলা হয়, পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে। দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের। আর এই মেসেজ দেখেই হতবাক ইডি আধিকারিকরা। কে এই রহস্যময়ী, তাঁর খোঁজ চালাচ্ছে ইডি। সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।
২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে বিরোধী জোটের পালে হাওয়া দিতে চাইছে তৃণমূল। কালীঘাটে সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের পর এবার ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূলনেত্রী। কাল সকালে পুজো দেবেন পুরীর জগন্নাথদেবের মন্দিরে। বৃহস্পতিবার বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার লেনদেন! শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে ১০ মাসে মোট ৭ কোটি টাকা ট্রান্সফার হয়েছিল অয়ন শীলের অ্যাকাউন্টে। আদালতে দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের আরও দাবি, অয়ন শীলের বিভিন্ন অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা ঢুকেছে! সবমিলিয়ে লেনদেনের অঙ্ক ৫০ থেকে ৬০ কোটি টাকার! সেটা কি নিয়োগ দুর্নীতির টাকা?
শুধু স্কুল নয়, নিয়োগে দুর্নীতি হয়েছে অন্তত ৬০টি পুরসভায়! অন্তত ৫ হাজার বেআইনি নিয়োগ হয়েছে! শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলকে আদালতে পেশ করে এমনটাই দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে প্রচুর ওএমআর শিট উদ্ধার হয়েছে। মিলেছে চাকরিপ্রার্থীদের নামের তালিকা।
প্রেক্ষাপট
সোনার খনিতে প্রবেশ করেছি, কত সোনা আছে জানি না। যে পরিমাণ টাকার হদিশ পাওয়া যাচ্ছে তাতে আমরা স্তম্ভিত। অয়ন শীলকে আদালতে পেশ করে দাবি ইডির (SSC Case)।
রাজ্যজুড়ে ৬০টি পুরসভায় ৫০০০ চাকরি বিক্রির মিডলম্যান অয়ন। শুধু শিক্ষক নয়, শ্রমিক থেকে টাইপিস্ট, সব নিয়োগে দুর্নীতি। আদালতে দাবি ইডির (Enforcement Directoarte)। খতিয়ে দেখবেন হাকিম, বললেন ফিরহাদ (Firhad Hakim)।
গাড়িচালক, থেকে গ্রুপ ডি, চাকরির দাম ৪ লক্ষ। টাইপিস্ট ও গ্রুপ সি পদে নিয়োগ ৭ লক্ষে। ফিক্স ছিল পুরসভায় দেদার চাকরি বিক্রির রেট চার্ট। টাকা যেত অয়নের কাছে। দাবি ইডির।
১০ দিনে ৭ কোটি। শান্তনুর অ্যাকাউন্ট থেকে অয়নের অ্যাকাউন্টে ঢুকেছে ২৫ কোটি। ৫০ থেকে ৬০ কোটির লেনদেন। নথি দেখে তারা স্তম্ভিত। একমাত্র কৃষ্ণই পথ দেখাতে পারেন। আদালতে বলল ইডি।
পার্থ-অয়নের সেতু ছিলেন কুন্তল। ওএমআর শিট থেকে পরীক্ষা পরিচালনা, সবকিছুর বরাত পেয়েছিলেন একজন। মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। শিউরে ওঠার মতো তথ্য। আদালতে দাবি ইডির।
শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামের তালিকাও সল্টলেকে অয়ন শীলের অফিসে, চাঞ্চল্যকর দাবি ইডি-র। মিলেছে ২০ জন এজেন্টের হদিশ, দাবি তদন্তকারী সংস্থার।!
হৈমন্তী, সোমার পর নিয়োগ-দুর্নীতি মামলায় আরও এক রহস্যময়ীর খোঁজ। এক মহিলার অ্যাকাউন্টে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন অয়ন। চাকরি বিক্রির টাকা? জানতে চায় ইডি।
সিবিআই তলবে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ। ব্যাঙ্কের নথি নিয়ে নিজাম প্যালেসে আইনজীবী। সুজয়কৃষ্ণের আইনজীবীর জানিয়েছেন, তাঁর মক্কেলকে সশরীরে যেতে বলা হয়নি। নথি দিতে বলা হয়েছিল শুধু।
গরুপাচার মামলায় অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত। ঠাঁই হল তিহাড়ে। সোমবারও হাজিরা এড়ালেন সুকন্যা। ফের তলব বিজয় রজককে।
দলের অস্বস্তি বাড়ালেন অর্জুন সিংহ। বাবুল সুপ্রিয়কে নিয়ে মন্তব্য। বললেন, "অর্জুন সিংহর বাইট- বাবুল সুপ্রিয় বিজেপিরও মন্ত্রী ছিল, তৃণমূলেরও মন্ত্রী।"
আপাতত হেফাজতেই জিতেন্দ্র তিওয়ারি। কম্বলকাণ্ডে বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। আরও ২ বিজেপি নেতার গ্রেফতারিতে আগাম স্থগিতাদেশ।
আজ বগটুই হত্য়াকাণ্ডের বর্ষপূর্তি। নিহতদের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন শুভেন্দু। শহিদ বেদি বানিয়ে কর্মসূচি ঘোষণা তৃণমূলের। সেলিমের নেতৃত্বে মৌন মিছিল বামেদের।
১.২৫ একর নয়, ১.৩৮ একর জমিই অমর্ত্য সেনের নামে। নোবেলজয়ীকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিসের মধ্যেই রেকর্ড প্রকাশ ভূমি সংস্কার দফতরের। দখল তত্ত্বে অনড় বিশ্বভারতী।
মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মালিকের স্ত্রী-পুত্র ছাড়াও প্রতিবেশী কিশোরীর মৃত্যু।
ভারতজয়ের পর কলকাতায় ফেরা সবুজ মেরুন ফুটবলারদের তাঁবুতে গিয়ে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর। ক্লাবের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -