West Bengal News Live Updates: কৃষিভবন থেকে প্রথমে আটক, এরপর পুলিশ লাইন থেকে বেরলেন অভিষেক-সহ নেতারা

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 03 Oct 2023 11:35 PM
West Bengal News LIVE Updates: '৫ অক্টোবর রাজভবন চলো ডাক অভিষেকের

দিল্লির মাটি থেকেই অভিষেক বলেন, '৫ অক্টোবর রাজভবন চলো ডাক দিলাম। রাজ্যপালকে এই ঘটনার জন্য কেন্দ্রকে চিঠি দিতে। চিঠির জবাব চাই। ৩টের সময় এক লক্ষ লোক নিয়ে রাজভবন যাবে। যেভাবে রাজ্যে বদল এনেছিলাম, এবার কেন্দ্রে বদল আনব'। 

Abhishek Banerjee: কৃষিভবন থেকে প্রথমে আটক, এরপর পুলিশ লাইন থেকে বেরলেন অভিষেক-সহ নেতারা

কৃষিভবন থেকে প্রথমে আটক, এরপর পুলিশ লাইন থেকে বেরলেন অভিষেক-সহ নেতারা

West Bengal News LIVE Updates: দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা

দিল্লি পুলিশের হাতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা। প্রতিবাদে বাংলায় জেলায় জেলায় বিক্ষোভ। 

West Bengal News LIVE Updates: বঙ্গ বিজেপির দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ

দিল্লিতে অভিষেক সহ নেতাদের আটক, প্রতিবাদে বঙ্গ বিজেপির দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ

Abhishek Banerjee: দিল্লিতে 'আটক' অভিষেক, ওঠানো হল বাসে

দিল্লিতে 'আটক' অভিষেক, ওঠানো হল বাসে। জোর করে কৃষিভবন থেকে বের করে বাসে তুলে দিল পুলিশ

West Bengal News LIVE Updates: হাইকোর্টে ৬৪ বছরের পুরনো মামলার রায়, জিতল জমিদার-হারল প্রজারা

হাইকোর্টে ৬৪ বছরের পুরনো মামলার রায়, জিতল জমিদার-হারল প্রজারা। 'মামলা শুরুর সময় তো আমার জন্মই হয়নি', খাজনা সংক্রান্ত মামলার রায় দিয়ে মন্তব্য বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের। প্রজাদের উপর জমিদারের ৬০০ টাকা খাজনা, চ্যালেঞ্জ করে মামলা। রামপুরহাটের তৎকালীন জমিদারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। জীবিত নেই জমিদার, প্রজাদের অধিকাংশেরই মৃত্যু, রায় এল ৬৪ বছর পর! প্রথমে রামপুরহাট আদালতে প্রজাদের জয়, পরে সিউড়ি আদালতে জমিদারের জয়। রায় চ্যালেঞ্জ করে ১৯৫৯ সালে হাইকোর্টে মামলা, শুনানি শুরু ১৯৬০ সালে!

Abhishek Banerjee TMC Delhi LIVE Updates: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূলের সাক্ষাৎ ঘিরে কৃষিভবনে ধুন্ধুমার

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূলের সাক্ষাৎ ঘিরে কৃষিভবনে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে অভিষেকদের বের করে দিল পুলিশ। জোর করে কৃষিভবন থেকে বের করে বাসে তুলে দিল পুলিশ।

Delhi Abhishek Banerjee LIVE: তৃণমূল কর্মীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে বাসে উঠল দিল্লি পুলিশ

তৃণমূল কর্মীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে বাসে উঠল দিল্লি পুলিশ। কৃষি ভবনের বাইরে বিশাল পুলিশ মোতায়েন। তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভ কৃষি ভবনের বাইরে। 

Abhishek Banerjee: তৃণমূলের ধরনা ঘিরে কৃষিভবনে তুলকালাম

তৃণমূলের ধরনা ঘিরে কৃষি ভবনে তুলকালাম। ঢুকল পুলিশ, সরানো হয় প্রতিনিধিদের। TMC'র মন্ত্রী-বিধায়কদের টেনে তুলে নিয়ে যায় পুলিশ। ঘরের বাইরে বসে  অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News LIVE Updates: DVC-র জল ছাড়া নিয়ে শুরু হয়েছে রাজনীতি

নিম্নচাপের প্রভাবে ভরা আশ্বিনেও রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। এর মধ্যেই DVC-র জল ছাড়া নিয়ে শুরু হয়েছে রাজনীতি। এদিকে, দামোদরের জলে ভাসছে বাঁকুড়ার সোনামুখী। নৌকা চালিয়ে পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

WB News LIVE Updates: বকেয়া সম্পত্তি করের ক্ষেত্রে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

বকেয়া সম্পত্তি করের ক্ষেত্রে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। দীর্ঘদিন বকেয়া কর না মেটালে আর সুদ ও জরিমানায় বিপুল ছাড় মিলবে না।

West Bengal News LIVE Updates: বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে বৃষ্টি চলবে

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে রাজ্য়ে। মঙ্গলবারের পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

WB News LIVE Updates: 'আমাদের একজনও মন্ত্রী-সাংসদ-কর্মীর গায়ে যদি হাত পড়ে...'

'জোর করে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। দিল্লিতে নৈরাজ্য তৈরি করতে আসিনি, বাংলার মানুষের জন্য অধিকারের লড়াই করতে এসেছি। আমাদের একজনও মন্ত্রী-সাংসদ-কর্মীর গায়ে যদি হাত পড়ে... মনে রাখবেন, বিজেপির নেতা, কেন্দ্রের প্রতিনিধিদেরও বাংলায় থাকতে হয়। আমি ভয় দেখাচ্ছি না, তৃণমূলের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আপনারা যে বোঝেন, সেই ভাষাতেই তৃণমূল উত্তর দিতে জানে, হুঙ্কার অভিষেকের', হুঙ্কার অভিষেকের

West Bengal News LIVE Updates:পুজোর পরেই ১ নভেম্বর থেকে আংশিক বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু

পুজোর পরেই ১ নভেম্বর থেকে আংশিক বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতুর রোপ পরিবর্তনের কাজ চলবে আগামী ৬ মাস। ৬ লেনের রাস্তা থাকলেও, দুটি লেন দিয়ে চলতে পারবে ছোট গাড়ি। লরি-ভারী গাড়ি চলবে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোডের মতো বিকল্প রাস্তা দিয়ে। 

WB News LIVE Updates: বাংলার দুর্নীতি নিয়ে দিল্লিতে কৃষি ভবনে শুভেন্দু অধিকারী

১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকার দাবিতে যন্তরমন্তরে অবস্থান তৃণমূলের, পাল্টা কৃষি ভবনে শুভেন্দু। বাংলার দুর্নীতি নিয়ে দিল্লিতে কৃষি ভবনে শুভেন্দু অধিকারী। কৃষি ভবনে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনকে স্মারকলিপি দেবেন শুভেন্দু অধিকারী

West Bengal News LIVE Updates: '৫০ লক্ষ চিঠি নিয়ে এসেছি',বার্তা অভিষেকের

'৫০ লক্ষ চিঠি নিয়ে এসেছি, ৪০ লক্ষ গাড়িতে আছে, শুধুমাত্র ৫ লক্ষ চিঠি ধর্নামঞ্চে এনেছি', বার্তা অভিষেকের। 

WB News LIVE Updates:বাংলায় বেলাগাম দুর্নীতি হয়েছে, আক্রমণ অনুরাগ ঠাকুরের

'১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রের টাকা নয়ছয় করেছে বাংলা', বাংলায় বেলাগাম দুর্নীতি হয়েছে, আক্রমণ অনুরাগ ঠাকুরের।

West Bengal News LIVE Updates: রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য উর্মিলা খাতুনকে পুলিশি নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য উর্মিলা খাতুনকে পুলিশি নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের। কংগ্রেস সদস্য উর্মিলা খাতুনকে পুলিশি নিরাপত্তার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। কংগ্রেস সদস্যর বাড়ির সামনে আগামী ২ মাস সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ 

WB News LIVE Updates: 'বকেয়া বাকি থাকলে আদালতে যান'

বকেয়া বাকি থাকলে আদালতে যান। তৃণমূলের মিশন দিল্লিকে কটাক্ষ করে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

West Bengal News LIVE Updates: রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে উত্তেজনা

মধ্য কলকাতায় লেনিন সরণিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারের দাবি, কোমরে ব্যথা হওয়ায় জিডি হাসপাতালে ভর্তি করা হয় সাদাব আহমেদকে। আজ সকালে মারা যান বছর পঁয়ত্রিশের যুবক। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News LIVE Updates: ডেঙ্গি মোকাবিলায় সরকারি ব্যর্থতার অভিযোগে এসইউসিআইয়ের মিছিল

ডেঙ্গি মোকাবিলায় সরকারি ব্যর্থতার অভিযোগে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পুরসভা পর্যন্ত এসইউসিআইয়ের মিছিল। 

West Bengal News LIVE Updates: অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মিছিল শহরে

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ ও স্থায়ী নাগরিকত্বের দাবিতে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মিছিল শহরে।

Anurag Thakur: ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রের টাকা নয়ছয় করেছে বাংলা: অনুরাগ ঠাকুর

'১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রের টাকা নয়ছয় করেছে বাংলা', বাংলায় বেলাগাম দুর্নীতি হয়েছে, আক্রমণ অনুরাগ ঠাকুরের।
যোগ্যদের বঞ্চিত করে দুর্নীতিগ্রস্তদের পকেটে ঢুকেছে কেন্দ্রের টাকা, অভিযোগ অনুরাগ ঠাকুরের।

WB News LIVE Updates: নিয়োগের দাবিতে পথে প্রাইমারি চাকরিপ্রার্থীরাও

নিয়োগের দাবিতে পথে প্রাইমারি চাকরিপ্রার্থীরাও। চাকরির দাবি ডায়মন্ড হারবারে মিছিল ২০০৯-এর চাকরি প্রার্থীদের। 

West Bengal News LIVE Updates: ধর্মতলায় মিছিল করে গিয়ে রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা

ধর্মতলায় মিছিল করে গিয়ে রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে এর আগে মিছিল শুরু করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে অভিনব প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। চাকরিপ্রার্থীদের বকেয়ার দাবিতে যখন দিল্লিতে ধর্নায় তৃণমূল, তখন চাকরি ও মেধাতালিকা প্রকাশের দাবিতে মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

TMC Delhi Protests: যন্তরমন্তরে তৃণমূলের কর্মসূচি, নিরাপত্তায় ৭ ব্যারিকেড, পুলিশ ও RAF

যন্তরমন্তরে তৃণমূলের কর্মসূচি শুরু। সকাল থেকেই যন্তরমন্তর যেন দুর্গ। তৈরি হয়েছে ৭টি ব্যারিকেড। এলাকা ঘিরে বেশ কয়েকটি নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে। দিল্লি  পুলিশ ও RAF দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে অন্তত হাজার দেড়েক পুলিশ। উড়ছে ড্রোন। 

Primary Agitation: নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারে পথে প্রাইমারি চাকরিপ্রার্থীরাও

নিয়োগের দাবিতে পথে প্রাইমারি চাকরিপ্রার্থীরাও। চাকরির দাবি ডায়মন্ড হারবারে মিছিল ২০০৯-এর চাকরি প্রার্থীদের। 

Upper Primary Agitation: ধর্মতলায় মিছিল করে গিয়ে রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা

ধর্মতলায় মিছিল করে গিয়ে রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে এর আগে মিছিল শুরু করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। 
হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে অভিনব প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। চাকরিপ্রার্থীদের বকেয়ার দাবিতে যখন দিল্লিতে ধর্নায় তৃণমূল, তখন চাকরি ও মেধাতালিকা প্রকাশের দাবিতে মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। 

Suvendu Adhikari: পুজোর তৃণমূলে গুন্ডাদের দল, মিথ্যে অভিযোগে আন্দোলন, দাবি শুভেন্দুর

'জাতীয় স্তরে তৃণমূলের আন্দোলনের কোনও প্রভাব পড়েনি। পশ্চিমবঙ্গেও তৃণমূলের এই আন্দোলনের কোনও প্রভাব পড়েনি।  কিছু মিথ্যে অভিযোগে এরা আন্দোলন করার চেষ্টা করছে। তৃণমূলে গুন্ডাদের দল', দিল্লিতে বললেন শুভেন্দু অধিকারী। 

Urmila Khatoon: রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য ঊর্মিলা খাতুনকে পুলিশি নিরাপত্তার নির্দেশ

রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য ঊর্মিলা খাতুনকে পুলিশি নিরাপত্তার নির্দেশ। ঊর্মিলা খাতুনকে পুলিশি নিরাপত্তার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।  কংগ্রেস সদস্যর বাড়ির সামনে আগামী ২ মাস সশস্ত্র পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ। ঊর্মিলা খাতুনকে গত ৮ সেপ্টেম্বর অপহরণ করা হয় বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ আদালতের। অপহৃতর বাবা অভিযোগ করলেন, অথচ এফআইআর করার প্রয়োজন মনে করল না পুলিশ? প্রশ্ন বিচারপতির। পুলিশি নিরাপত্তায় ঊর্মিলা খাতুনকে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ বিচারপতির। 
 

Kolkata News: পুজোর পরেই ১ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু

পুজোর পরেই ১ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। রোপ পরিবর্তনের জন্য বন্ধ থাকছে সেতু। সেতু বন্ধ হলে বিপুল পরিমাণ যানবাহনের জন্য বিকল্প রাস্তা খোঁজাই চ্যালেঞ্জ সরকারের। 

Abhishek Banerjee: বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিষেক

ইডি তলবের দিন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন। 'ইডিকে জানিয়েছিলেন অভিষেক আজ আসবেন না?' অভিষেকের আইনজীবীর কাছে জানতে চায় ডিভিশন বেঞ্চ. আজ জানানো হয়েছে, জানান অভিষেকের আইনজীবী।  কাল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি 

TMC Delhi Protests: তৃণমূলের দিল্লি মিশনের দ্বিতীয় দিন, সরগরম রাজধানী

মঙ্গলে সরগরম রাজধানী। আজ তৃণমূলের দিল্লি মিশনের দ্বিতীয় দিন। গান্ধীজির নামাঙ্কিত এমজিনারেগা প্রকল্পের বকেয়া আদায়ে দুপুর ১টায় যন্তর মন্তরে তৃণমূলের অবস্থান। বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ-সমাবেশ চলার কথা। এরপর কৃষি ভবন অভিযান। সন্ধে ৬টায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতির সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধিদল। তার আগেই এমজিনারেগা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, তাঁদের আপত্তি প্রকৃত জব কার্ড হোল্ডারদের নিয়ে নয়, বরং ভুয়ো জব কার্ড দেখিয়ে চুরি আটকানোই বঙ্গ বিজেপির লক্ষ্য। 


 

Suvendu Adhikari: রাজধানীতে আজ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যখন দিল্লিতে তৃণমূলের বিক্ষোভ চলছে, তখন রাজধানীতে একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দু
অধিকারীর। আজ বেলা সাড়ে ১২টায় বিজেপির সদর দফতরে শুভেন্দুর সাংবাদিক বৈঠক। এরপর কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা। বিকেল ৪টেয় কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীকে স্মারকলিপি দেবেন। সন্ধে ৬টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। বাংলার
রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন বিরোধী দলনেতা। এদিকে, গতকালের পর আজও রাজধানীতে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। এই সময়ে দিল্লিতে শুভেন্দুর একাধিক বৈঠক বঙ্গ রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 


 

Kolkata News: লেনিন সরণিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে ভাঙচুর

মধ্য কলকাতার লেনিন সরণিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে ভাঙচুর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারের দাবি, কোমরে ব্যথা হওয়ায় জিডি হাসপাতালে ভর্তি করা হয় বছর পঁয়ত্রিশের সাদাব আহমেদকে। আজ সকালে মারা যান ওই যুবক। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম ভাঙচুর করে তাণ্ডব চালান মৃতের আত্মীয়রা। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Bankura News: নিম্নচাপের টানা বৃষ্টিতে বাঁকুড়ায় জনজীবন বিপর্যস্ত, ভাদুল সেতু দ্বারকেশ্বরের জলে ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ

নিম্নচাপের টানা বৃষ্টিতে বাঁকুড়ায় জনজীবন বিপর্যস্ত। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল সেতু দ্বারকেশ্বরের জলে ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ। সমস্যায় পড়েছেন আশপাশের প্রায় ৩৫টি গ্রামের মানুষ। মীনাপুর সেতুর ওপর দিয়েও বইছে দ্বারকেশ্বরের জল। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ৮টি গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীর জল বইছে মানকানালি সেতুর ওপর দিয়ে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এই সেতুটিও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। 


 

Cooch Behar News: কোচবিহারে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ

এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠল। কোচবিহারের মাথাভাঙার এক কৃষকের অ্যাকাউন্টে গত ২ বছর  ধরে জমা পড়েছে মহিলাদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের টাকা। সম্প্রতি গ্রামীণ ব্যাঙ্কে পাসবুক আপডেট করাতে যান মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনোরঞ্জন দে। তখনই বিষয়টি ধরা পড়ে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাঁর অ্যাকাউন্টে কীভাবে জমা পড়েছে তা ভেবেই পাচ্ছেন না ওই কৃষক। টাকা ফেরত দিতে চেয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও। 


 

Abhishek Banerjee: অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বেলা সাড়ে ১২টায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি। আগে ইডির ডাকে সাড়া দিয়েছেন? প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। 

Dengue Situation: কলকাতায় ফের প্রাণঘাতী ডেঙ্গি, এবার মৃত্যু হল ঠাকুরপুকুরের এক বাসিন্দার

কলকাতায় ফের প্রাণঘাতী ডেঙ্গি। এবার মৃত্যু হল ঠাকুরপুকুরের এক বাসিন্দার। মৃতের নাম পরেশ সাউ। পরিবারের দাবি, ৬৩ বছরের ওই ব্যক্তিকে গত ২৯ সেপ্টেম্বর নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধেয় তিনি মারা যান। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।  
এই নিয়ে বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫০ জনের। 
কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন পরেশ সাউ। এলাকায় পাকা রাস্তা নেই। নিকাশি বেহাল। প্রতিবার বর্ষায় জমা জল ঠেলে যাতায়াত করতে হয়। স্থানীয় তৃৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের প্রতিবেশীরা।কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Kolkata News: চুরি করতে এসে মহিলাকে খুন করে চম্পট, দত্তপুকুরের পুনরাবৃত্তি বারাসাতে

দত্তপুকুরের পুনরাবৃত্তি বারাসাতে। চুরি করতে এসে মহিলাকে খুন করে চম্পট। দুই দুষকৃতী নেশাগ্রস্ত অবস্থায় মহিলার বাড়িতে চুরি করতে ঢোকে। চিনে ফেলায়, মহিলাকে পিটিয়ে মারে বলে দাবি পুলিশের। ঘটনাটি ঘটেছে বারাসাত কালীবাড়ি এলাকায়। বাড়িতে একাই থাকতেন ষাটোর্ধ্ব শর্মিষ্ঠা মুন্সী। ছেলে কর্মসূত্রে পুণায় থাকেন। মেয়ের বিয়ে হয়েছে বেলঘরিয়ায়। রবিবার থেকে ফোনে যোগাযোগ করতে না পেরে পরিবারের লোকজন বারাসাত থানায় খবর দেন। গতকাল রাতে দরজা ভেঙে পুলিশ মহিলার দেহ উদ্ধার করে। বাড়ির পিছনের দরজা ভাঙা ছিল। ঘর লন্ডভন্ড।রবিবার রাতে খুনের ঘটনা ঘটে বলে অনুমান। খুনের ঘটনায় দুই অভিযুক্ত রাজু চক্রবর্তী ও রনিত পোদ্দারকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর, দত্তপুকুরে মেয়ের শ্বশুরবাড়িতে খুন হন তৃণমূলের প্রাক্তন প্রধানের মা। সেখানেও চোরকে চিনে ফেলায় খুন বলে দাবি করে পুলিশ।


 

Kolkata News: ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জার দাপট, আহত এক মোটরবাইক আরোহী

ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জার দাপট। আহত এক মোটরবাইক আরোহী। মাথায় হেলমেট থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান। এদিন মা উড়ালপুল ধরে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা আরিফ জোহর। সকাল ৮টা নাগাদ উড়ালপুলের ওপর চিনা মাঞ্জা আটকে বাইক থেকে পড়ে যান তিনি। গলায় আঘাত লাগে। বাধ্য হয়ে নিজেই মাঞ্জা গোটাতে শুরু করেন ওই বাইক আরোহী। পুলিশের নজরদারি সত্ত্বেও কীভাবে মা উড়ালপুলে চিনা মাঞ্জায় আহত হওয়ার একের পর এক ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।


 

WB Weather Updates: জল ছাড়া হল দুর্গাপুর ব্যারাজ থেকে, একাধিক এলাকা একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা

নিম্নচাপের জেরে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টির জের। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়ায় ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াল দুর্গাপুর ব্যারাজ। সকাল ৬টা পর থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই জল ছাড়তে শুরু করেছে DVC। সেই জল পশ্চিম বর্ধমানে পৌঁছনোর পর, দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া শুরু করেছে সেচ দফতর। এর জেরে দামোদরের নিম্ন অববাহিকায় পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা। 


 

Abhishek Banerjee: আজ যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান, আজই CGO কমপ্লেক্সে অভিষেককে ডেকেছে ED

আজ যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান। আবার আজই CGO কমপ্লেক্সে অভিষেককে ডেকেছে ED। অভিষেক যেমন যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।
তেমনই ইডিকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আজই দিল্লিতে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারীও। আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন
প্রতিমন্ত্রীর সঙ্গে যেমন বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধি দল। আর তার আগেই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারীও। তাই মঙ্গলবার
সবার নজর থাকবে দিল্লিতে কৃষি ভবনের দিকেও। কারণ একইদিনে কৃষি ভবনে হাজির হবে তৃণমূলের প্রতিনিধি দল এবং শুভেন্দু অধিকারী। প্রথমে বিকেল ৪টেয় বৈঠক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতির সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। তারপর সন্ধে ৬টায় তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর। 

TMC Delhi Protests: তৃণমূলের ধর্নার দিনই দিল্লিতে বিক্ষোভ প্রাথমিক চাকরিপ্রার্থীদের

দিল্লিতে তৃণমূলের ধর্নার দিনই নিয়োগের দাবিতে রাজধানীতে অবস্থান বিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। যন্তর মন্তর ও রাজঘাটের বাইরে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়ান চাকরিপ্রার্থীরা।  

Sudip Banerjee: অভিষেককে প্রাণে মারার চেষ্টা, রাজঘাটে ধুন্ধুমারের পর দাবি সুদীপের

দিল্লির রাজঘাটে তৃণমূলের ধর্না ঘিরে ধুন্ধুমারের পর, চাঞ্চল্য়কর অভিযোগ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের। অভিষেককে মারার চেষ্টা হয়েছে, অভিযোগ তাঁর। চূড়ান্ত স্তাবকতার উদাহরণ, পাল্টা খোঁচা দিয়ে বললেন শুভেন্দু অধিকারী।

প্রেক্ষাপট

১) রাজঘাটে তৃণমূলের (TMC) ধর্না ঘিরে বেনজির বিশৃঙ্খলা। সাংবাদিক বৈঠক শেষের আগেই বচসা, ধাক্কাধাক্কি। লাঠি উঁচিয়ে তেড়ে গেল দিল্লির পুলিশ (TMC Delhi Protests)। 

২) অভিষেকের (Abhishek Banerjee) সাংবাদিক বৈঠকের মাঝপথে হঠাৎ রাজঘাটে হুইসল বাজিয়ে ঢুকল দিল্লি পুলিশ (Delhi Police)। তৃণমূলের (TMC) দাবি, বিজেপি (BJP) ভয় পেয়েছে। তাই পুলিশ দিয়ে সভা ভণ্ডুলের চেষ্টা। পাল্টা পুলিশের দাবি, সময় শেষ হয়ে গিয়েছিল।


৩) তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে।" এর পাল্টা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, "ছুঁচো মেরে কেউ হাত গন্ধ করে নাকি!"

 ৪) রাজঘাটে পুলিশের তাড়ায় জুতো হারলেন সুজিত! ফোন হারালেন শান্তনু, শতাব্দী। শান্তির প্রতীকের সমাধিস্থলেও অশান্তি! অরূপের পায়ে চোট। পথ হারালেন গোলাম রব্বানি। 

৫) ভুয়ো জব কার্ড বানিয়ে হাজার কোটির দুর্নীতির অভিযোগ। সিবিআই তদন্তের হুঁশিয়ারি গিরিরাজের। কোর্টের নজরদারিতে হলে আগেই নিজেই গ্রেফতার, পাল্টা অভিষেক।

৬) ৫০জনকে আটকাতে ৫০ হাজার পুলিশ নামানোর অভিযোগ অভিষেকের। যন্তরমন্তরে ধর্নার আগে মোদি-শাহকে হুঁশিয়ারি। 

৭) রাস্তা, পুকুর থেকে নদী বাঁধ। ১০০দিনের কাজের নামে বাংলায় বেলাগাম দুর্নীতির অভিযোগ বিজেপির। বলল, দুর্নীতির কাটমানি কাদের কাছে....মমতাকে জবাব দিতে হবে।


৮) বকেয়ার দাবিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দরবারে তৃণমূল। তার আগেই দুর্নীতির খতিয়ান নিয়ে দেখা করছেন শুভেন্দু। 

৯) বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূল। পাল্টা বাংলায় দুর্নীতির অভিযোগে বিধানসভায় বিজেপির বিক্ষোভ। মেয়ো রোডে অবস্থান। 

১০) নিয়োগ দুর্নীতির তদন্তে আজ কলকাতায় অভিষেককে ইডির সমন। জবাব পেয়ে যাবে, জানিয়ে দিলেন অভিষেক। কিছু না করলে এত ভয় কিসের? পাল্টা কটাক্ষ অনুরাগের।

১১) সুকান্তের দাবি, মমতা শুধু নামেই রয়ে গিয়েছেন, সরকার চালাচ্ছেন অভিষেক। মোদি যেমন নামেই, সরকার চালান শাহ, পাল্টা জবাব অভিষেকের।

১২) রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত। আক্রান্তদের সাহায্য়ের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের একমাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের। খবর রাজভবন সূত্রে।


১৩) ইডির নজরে বোলপুরে তৃণমূলের পার্টি অফিস। ৩-৪ কোটির উৎস কী? কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলর, পুরসভার ইঞ্জিনিয়ার-সহ ৩জনকে দিল্লিতে তলব।

১৪) পুর নিয়োগ দুর্নীতিতে নজরে প্রায় দেড় হাজার চাকরি। ২০১৪ থেকে ১৮-র মধ্যে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা ছিল অয়ন শীলের সংস্থার? জানতে চায় ইডি।


১৫) কোভিড টিকা নিয়ে গবেষণার সাফল্য। মেডিসিনে নোবেল পেলেন কাতালিন কারিকো এবং ড্রু ওয়াইসম্যান। ভ্যাকসিন তৈরিতে সাহায্য়ের স্বীকৃতি।

১৬) বঞ্চনা ইস্যুতে আজ যন্তর মন্তরে তৃণমূলের অবস্থান। কলকাতায় ED-র কাছে হাজিরা নয়, দিল্লিতেই বোঝালেন অভিষেক। 'আইনের হাত অনেক লম্বা', হুঁশিয়ারি অনুরাগের। 

১৭) 'কিছুই হবে না অভিষেকের', সেটিং-তত্ত্বে অনড় সিপিএম-কংগ্রেস। বাংলায় ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে এবার কি CBI? 

১৮) তৃণমূলের বঞ্চনা বনাম বিজেপির দুর্নীতি ইস্যুতে সরগরম দিল্লি। আজ গ্রামোন্নয়ন মন্ত্রকে শুভেন্দু, তারপর যাবে তৃণমূল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.