West Bengal News Live: হাওড়া স্টেশনে বাজেয়াপ্ত বিপুল রুপো
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
নিয়োগ দুর্নীতি মামলায়, মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তার তালিকা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে ইডি সূত্রে দাবি। সন্ধান চলছে মিডলম্যানদেরও। সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে।
এবার হাওড়া স্টেশনে ২০ লক্ষ টাকারও বেশি রুপো বাজেয়াপ্ত। বোলপুরের এক বাসিন্দার কাছ থেকে ৩৫ কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত। কোথা থেকে কী উদ্দেশ্যে এত রুপো? জবাব না মেলায় গ্রেফতার, দাবি রেল পুলিশের।
যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত উত্তরপাড়া। ‘দশমীর রাতে রোহিত ঝা নামে এক যুবকের উপর হামলা। মত্ত অবস্থায় হামলা হয় বলে অভিযোগ, গত পরশু কলকাতায় রোহিতের মৃত্যু হয়। কলকাতা থেকে উত্তরপাড়ায় দেহ ফিরতেই স্থানীয়দের বিক্ষোভ। সব অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে উত্তরপাড়ায় বিক্ষোভ।
প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ, ৩ প্রাক্তন কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ। ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৩জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ। হলদিয়ার প্রাক্তন পুরপ্রধানের শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ। হলদিয়া পুরসভায় কয়েক কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগ। দিল্লিতে লুকিয়ে প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদক, দাবি হলদিয়া পুলিশের। দিল্লি পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ হলদিয়া পুলিশের। তৃণমূলে থাকলেই সব দোষ মাফ, পাল্টা অভিযোগ বিজেপির।
রামপুরহাটে বগটুই হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বুলু শেখ ওরফে ডলার নামে আরও এক অভিযুক্ত গ্রেফতার। ‘বাড়িতে আগুন লাগানোর জন্য পাম্প থেকে পেট্রোল এনেছিল বুলু শেখ’, গ্রেফতারের পর দাবি সিবিআইয়ের।
'হারতে হারতে তলানিতে এসে ঠেকেছি। এখন মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছি', কোচবিহারে তৃণমূলের কোন্দল প্রসঙ্গে এমনই অনুশোচনার সুর শোনা গেল কোচবিহারের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের মুখে। ২০২৪-এর আগে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শুনতে চাই না। বার্তা দিলেন বর্তমান জেলা তৃণমূল সভাপতি। যা নিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
মালদার হরিশ্চন্দ্রপুরে ভাইরাল তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি। ছবিতে দেখা যায় বন্দুকটি আসলে খেলনা বন্দুক। বিতর্কের মুখে দাবি রাজ্যের শাসক দলের নেতার। ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে শাসক-বিরোধী তরজা।
এজেন্সি নিয়ে ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কী ভাবে এরা? পুলিশকে লাঠিপেটা করে আন্দোলন হয়? নাকি ঘরে বসে এজেন্সি দিয়ে আন্দোলন? আজ তুমি ক্ষমতায় আছো, অনেক এজেন্সিকে ব্যবহার করছো। কাল তুমি ক্ষমতায় না থাকলে, ঘরে গিয়ে এজেন্সি কান মুলে দেবে। এজেন্সির কানমোলার জন্য তৈরি থাকুন।’
গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটারকে সিবিআই জিজ্ঞাসাবাদ। ‘অনুব্রত এবং অনুব্রতর ঘনিষ্ঠদের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে? অনুব্রতর দেহরক্ষী সায়গল কিংবা অনুব্রতর ঘনিষ্ঠরা কি তাঁর কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন? কিনলে কত টাকায় কিনেছেন? টাকার লেনদেন কীভাবে?’ অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটার সৌমেন সরকারকে সিবিআই জিজ্ঞাসাবাদ। বেশকিছু জমির দলিলের নথি জমা দিলেন বোলপুরের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক।
নিয়োগে দুর্নীতি, মানিককে ম্যারাথন জেরা ইডির। মানিক-জমানায় ঘুষ দিয়ে কাদের চাকরি? তালিকা তৈরির চেষ্টায় ইডি। ঘুষ দিয়ে স্কুলে চাকরি, খোঁজ চলছে মিডলম্যানদেরও: ইডি সূত্র। মানিক ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে: ইডি সূত্র।
তৃণমূল বিধায়কের সামনেই অনুগামীদের হাতে আক্রান্ত সিএমওএইচ! তৃণমূল বিধায়কের অনুগামীদের হাতে আক্রান্ত মুর্শিদাবাদের সিএমওএইচ। সিএমওএইচের মুখে ঘুষি, জামার কলার ধরে বিধায়ক-ঘনিষ্ঠদের মার! পাল্টা ঘেরাও হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক-জেলা পরিষদের সভাধিপতি। মুচলেকা দিয়ে ঘেরাও মুক্ত হলেন তৃণমূল বিধায়ক-জেলা পরিষদের সভাধিপতি।
কালীপুজোয় বাজি-নিয়ন্ত্রণের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সিঁথিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী। উদ্ধার কার্বাইন-সহ ১০টি আগ্নেয়াস্ত্র, ৫০ হাজার টাকার জালনোট। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ৪ দুষ্কৃতী।
ধৃতদের মধ্যে বিহারের মুঙ্গেরের ২ দুষ্কৃতী। নরেন্দ্রপুরের দুষ্কৃতীদের হাতে অস্ত্র সরবরাহের আগেই গ্রেফতার।
'আপনারা মা দুর্গার নামে একটি পুজো করলেন, গাঁধীজিকে আপনারা অসুর বানিয়ে দিলেন? গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! শাস্তি দেবে জনতা।' মহাত্মা গাঁধীর অনুকরণে অসুর বানানোর ঘটনায় তোপ মমতার।
'আপনারা মা দুর্গার নামে একটি পুজো করলেন, গাঁধীজিকে আপনারা অসুর বানিয়ে দিলেন? গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! শাস্তি দেবে জনতা।' মহাত্মা গাঁধীর অনুকরণে অসুর বানানোর ঘটনায় তোপ মমতার।
উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় এবার অনাস্থা প্রস্তাব কংগ্রেসের। জেলাশাসক ও মহকুমাশাসককে চিঠি কংগ্রেস কাউন্সিলরদের।
কলকাতায় ডেঙ্গির বাড়বাড়ন্ত, পুরসভার ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ কংগ্রেসের। পুরসভার সামনে মশারি নিয়ে বিক্ষোভ কংগ্রেসের। মেয়রের সঙ্গে দেখা করতে বাধা পুলিশের।
বিসিসিআই সভাপতির পদ হারানোর পর মুখ খুললেন সৌরভ। এবার কী পদক্ষেপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ‘দ্রুত সাফল্য পাওয়া সম্ভব নয়। কেউ একদিনে সফল হয় না। নরেন্দ্র মোদি থেকে আম্বানি কেউই একদিনে সাফল্য পাননি। জীবনভর বহু পরিশ্রম করতে হয়। আমিও প্রশাসক পদে ছিলাম, এখন অন্য ভূমিকায় দেখা যাবে।’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
বিসিসিআই সভাপতির পদ হারানোর পর মুখ খুললেন সৌরভ। এবার কী পদক্ষেপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ‘দ্রুত সাফল্য পাওয়া সম্ভব নয়। কেউ একদিনে সফল হয় না। নরেন্দ্র মোদি থেকে আম্বানি কেউই একদিনে সাফল্য পাননি। জীবনভর বহু পরিশ্রম করতে হয়। আমিও প্রশাসক পদে ছিলাম, এখন অন্য ভূমিকায় দেখা যাবে।’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
তৃণমূলের শেষের শুরু, তাপস প্রসঙ্গে কটাক্ষ বিজেপির। ভাগ কম পাচ্ছেন বলে ক্ষোভ, খোঁচা বামেদের। কথা বলে সমস্যা মেটানো হবে, মন্তব্য কুণালের।
নার্সিংহোমের বিরুদ্ধে নালিশ জানাতে এসে মুর্শিদাবাদের সিএমওএইচকে নিগ্রহ। কলার ধরে টানাটানি। তৃণমূল বিধায়কের সঙ্গীদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার মামলা করলেন ১০ জন চাকরিপ্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বিএড উত্তীর্ণ প্রার্থীরাও, নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। বিএড ডিগ্রিধারীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন না। দাবি মামলাকারীদের। পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, কোন পদক্ষেপ করলেই মামলা হচ্ছে। মন্তব্য বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর। আগামী সোমবার শুনানি।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে ব্যালট জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের একে অপরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অব্যাহত। মূল অভিযোগ, যাঁর ব্যালট তিনি জমা না দিয়ে, একেকজন অসংখ্য ব্যালট এনে জমা দিচ্ছেন। এই নিয়ে গতকাল থেকেই উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দফতরের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে ব্যালট জমা দেওয়ার শেষ দিন ১৮ অক্টোবর। ১৯ অক্টোবর ব্যালট গণনা হবে।
মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন? তালিকা তৈরির চেষ্টা ইডির। চিহ্নিত মানিক ঘনিষ্ঠ বেশ কয়েকজন, খবর সূত্রের।
গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের মেয়াদ বাড়াতে নারাজ হাইকোর্ট। ২০১৪-র ৫০ জন প্রাথমিক চাকরিপ্রার্থীর অবস্থান বিক্ষোভের মেয়াদ বৃদ্ধির আবেদনে ‘না’।
উপরাষ্ট্রপতি হওয়ার পরেও ধনকড়ের মুখে বাংলার আইনশৃঙ্খলা। "বাংলার রাজ্যপাল হিসেবে ৩ বছর সাংবিধানিক দায়িত্ব পালন করেছি। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে সেইসময় রিপোর্ট দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। রিপোর্টে উল্লেখ ছিল, বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলে।''
গরুপাচার মামলায় বীরভূমে সকাল থেকে সিবিআই তত্পরতা।এবার অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটারকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন প্রোমোটার সৌমেন সরকার ওরফে রানা। অনুব্রতর সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই ক্যাম্পে এলেন বোলপুরের জমি রেজিস্ট্রি অফসিকে হেড ক্লার্কও।
তাজপুরে আদানি গোষ্ঠীকে সমুদ্র বন্দর তৈরির অনুমতিপত্র দিলেন মুখ্যমন্ত্রী। সব ভাঁওতা, কটাক্ষ শুভেন্দুর। বাংলার ভাল চায় না বিজেপি, পাল্টা জয়প্রকাশ।
খাস কলকাতায় ‘পিটিয়ে খুন’। একাদশীর দিন ভোরে চেতলা রোডে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী। ‘চা খেতে বেরিয়েছিলেন বিশ্বজিৎ, রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার’। এসএসকেএমে ভর্তি করে পুলিশ, গতকাল সন্ধেয় মৃত্যু, দাবি পরিবারের। টাকার জন্য খুন বলে অভিযোগ পরিবারের।
মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন?
মহেশতলার রবীন্দ্রনগরে বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হল গৃহকর্তার। এসএসকেএমে তাঁর তিন সন্তান ও স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। গতকাল ভোররাতে রবীন্দ্রনগরে ভাড়াবাড়িতে বিস্ফোরণে ঝলসে যান গৃহকর্তা সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি ও তিন ছেলেমেয়ে। আজ সকালে এসএসকেএমে মৃত্যু হয় গৃহকর্তার। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আজ ঘটনাস্থলে যাওয়ার কথা ফরেন্সিক দলের। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করে ঘরে ভেপার ক্লাউড তৈরি হয়েছিল। সেই অবস্থায় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়।
নিউটাউনের ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে আনুষ্ঠানিকভাবে রাজ্যের তরফে তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র তুলে দেওয়া হল আদানি গ্রুপের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র আদানি পোর্টসের সিইও করণ আদানি। তাঁর হাতে অনুমতিপত্র তুলে দেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। তাজপুরে তৈরি হচ্ছে গভীর সমুদ্রবন্দর। সব মিলিয়ে এতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ। রাজ্যের দাবি, এই গভীর সমুদ্র বন্দর তৈরি হলে সরাসরি ২৫ হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মূল লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান, এই গভীর বন্দর তৈরি হলে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে।
ইকো পার্কে মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস চট্টোপাধ্যায়। নাম না করে তাপসের নিশানায় কি সব্যসাচী দত্ত? দলে দুটি শ্রেণি, বাবু ও চাকর। চাকরেরা ডাক পান না। ২০২১-এর নির্বাচনে যাঁরা মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিলেন, তাঁরা আমন্ত্রিত থাকেন, মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
চাকরি বিক্রির অন্যতম মূল মাথা মানিক। বাড়ি থেকে উদ্ধার নথিতে মিলেছে টাকা নয়ছয়ের প্রমাণ, দাবি ইডির। মানিক-মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্টও।
পুজো মিটতেই গরু পাচার মামলায় ফের সক্রিয় CBI। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সংস্থার নামে নোটিস জারি। অনুব্রতর আত্মীয়ের নামে থাকা শিবশম্ভু রাইস মিলকেও নোটিস। অনুব্রত মণ্ডলের আরেক আত্মীয় রাজা ঘোষকে জিজ্ঞাসাবাদ।
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মানিক ভট্টাচার্য। আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। ইডির হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যকে এদিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।
ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১০-১২টি দোকান। কয়েকলক্ষ টাকা ক্ষতির আশঙ্কা। গতকাল গভীর রাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
কুদঘাটের বাবুরাম ঘোষ রোডে গুদামে ভয়াবহ আগুন। সকাল ৭টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। আগুন লাগার কারণ স্পষ্ট নয়।
ইডির গ্রেফতারির পর সুপ্রিম কোর্টেও অস্বস্তিতে মানিক ভট্টাচার্য। হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ইডি হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে।
সাদা খাতা জমা দিয়ে টাকায় চাকরি। নিয়োগ দুর্নীতি মামলায় সাদা খাতার একাংশ এবিপি আনন্দর হাতে। গাজিয়াবাদ থেকে উদ্ধার ওএমআর সিট হাইকোর্টে জমা দেয় সিবিআই।
মোমিনপুরকাণ্ডে পুলিশ কমিশনারের নেতৃত্বে সিট গঠন। রাজ্যের রিপোর্ট ও মামলার গুরুত্ব বুঝে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জানাল হাইকোর্ট।
প্রেক্ষাপট
মোমিনপুরকাণ্ডে পুলিশ কমিশনারের নেতৃত্বে সিট গঠন। রাজ্যের রিপোর্ট ও মামলার গুরুত্ব বুঝে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জানাল হাইকোর্ট (Calcutta High Court)।
মোমিনপুরকাণ্ডে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, জানাল হাইকোর্ট। পরিস্থিতি ঠিক আছে, এখনও পর্যন্ত গ্রেফতার ৪৫। জানালেন পুলিশ কমিশনার।
কেন্দ্র এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেবে, আশা শুভেন্দুর। সব বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ ঠিক কিনা জানি না। হাইকোর্টের নির্দেশে সিট গঠন হবে, প্রতিক্রিয়া সৌগতর।
সাদা খাতা জমা দিয়ে টাকায় চাকরি। নিয়োগ দুর্নীতি মামলায় সাদা খাতার একাংশ এবিপি আনন্দর হাতে। গাজিয়াবাদ থেকে উদ্ধার ওএমআর সিট হাইকোর্টে জমা দেয় সিবিআই।
ইডির গ্রেফতারির পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) অস্বস্তিতে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ইডি হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে।
চাকরি বিক্রির অন্যতম মূল মাথা মানিক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়ি থেকে উদ্ধার নথিতে মিলেছে টাকা নয়ছয়ের প্রমাণ, দাবি ইডির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -