West Bengal News Live Updates: সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
নবমীর সন্ধেয় বারুইপুরের আটঘরায় স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি। সোনাদানা, নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ।
চিঠি প্রকাশ্যে আসার পরই অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ মহুয়া মৈত্রর। '২ দিন আগে ভুয়ো ডিগ্রিধারী বলেছিলেন এনআইসি ইতিমধ্যেই তদন্ত কমিটিকে তথ্য দিয়েছে। এখন অশ্বিনী বৈষ্ণব বলছেন, এথিক্স কমিটি চাইলে এনআইসি তথ্য দেবে। 'কে মিথ্যে বলছেন?', প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের
দশমীর রাতে সোদপুরে শ্যুটআউট। সোদপুরের নন্দনকাননে ১ যুবককে লক্ষ্য করে গুলি ৩ জনের
বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাওয়ার মাশুল চোকালেন দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ব্য়বসায়ী প্রদীপ সাউ। নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল সাউ পরিবার। ফিরে এসে দেখেন, মেন গেটের তালা ভাঙা, ভাঙা হয়েছে আলমারির লক। বিছানায় পড়ে রয়েছে গয়নার খালি বাক্স। প্রায় ৩ লক্ষ টাকার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। দুষকৃতীদের খোঁজ চালাচ্ছে ফরিদপুর থানার পুলিশ।
নবমীর রাতে কল্যাণীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু। দশমীর সকালে নৈহাটিতে গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম সৌরভ শিকদার। মৃতের ৩ বন্ধুকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।
উমার বিদায়বেলায় ইছামতীর পাড়ে এপার-ওপার দুই বাংলার মিলন। উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ।এপারে বসিরহাটের টাকি, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। মাঝখানে বয়ে চলেছে ইছামতী। দশমীর সকালে ইছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা বিসর্জন। টাকি রাজবাড়ি ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়।
বাঁশদ্রোণীতে বাড়িতে আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, দাবি স্থানীয়দের। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
নবমীর সন্ধেয় বারুইপুরের আটঘরায় স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি। সোনাদানা, নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শিক্ষিকা দেবশ্রী চট্টোপাধ্যায়ের শাশুড়ি। গতকাল তাঁকে দেখতে যান গিয়েছিলেন সকলে। রাতে ফিরে দেখেন, বাড়ির গেটের দুটি তালা ভাঙা, দোতলার ঘর লন্ডভন্ড, আলমারি তছনছ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হামুন। তবে দিক পরিবর্তন করে এগোচ্ছে বাংলাদেশের দিকে।
বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাওয়ার মাশুল চোকালেন দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ব্য়বসায়ী প্রদীপ সাউ। নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল সাউ পরিবার। ফিরে এসে দেখেন, মেন গেটের তালা ভাঙা, ভাঙা হয়েছে আলমারির লক। বিছানায় পড়ে রয়েছে গয়নার খালি বাক্স। প্রায় ৩ লক্ষ টাকার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। দুষকৃতীদের খোঁজ চালাচ্ছে ফরিদপুর থানার পুলিশ।
সিমলা ব্যায়াম সমিতির পুজোর বয়স ৯৮ বছর। ১৯৩৯ সালে উত্তর কলকাতার এই পুজোর সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কলকাতা পুরসভার দায়িত্বে থাকাকালীন মাঠের একটি অংশ সিমলা ব্যায়াম সমিতিকে দান করেন। এই পুজোর প্রতিমার অবয়ব তৈরি করেন স্বামী বিবেকানন্দর ভাই মহেন্দ্রনাথ দত্ত। এবারও প্রতিমা গড়েছেন শিল্পী সনাতন রুদ্র পাল। প্রতিমার ঠাকুরের মূল আকর্ষণ হিরের নথ। দশমীর দিন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রতিমা বরণ ও সিঁদুরখেলা।
দশমীর সকালে গঙ্গার ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জলে-স্থলে রয়েছে পুলিশের নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ড্রোন উড়িয়েও নজরদারি চালানো হবে। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ।
নবমীর রাতে কল্যাণীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু। দশমীর সকালে নৈহাটিতে গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম সৌরভ শিকদার। মৃতের ৩ বন্ধুকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হামুন। তবে দিক পরিবর্তন করে এগোচ্ছে বাংলাদেশের দিকে। শক্তি বাড়ালেও বাংলা থেকে দূরে সরছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন। তাই প্রভাব কমবে রাজ্যে। আজ ও কাল উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। দিঘা, মন্দারমণি, বকখালি-সহ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা এবং আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের ভিতর দিয়ে স্থলভাগে ঢুকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি।
এবারের পুজোও কেটেছে রাজপথে। ৪২৭ দিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। দশমীর দিন মহিষাসুরমর্দিনী রূপে চলল অভিনব প্রতিবাদ। কেউ সাজলেন দুর্গা, কেউ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। অসুরবেশী দুর্নীতিকে বধ করে আইনি পথে চাকরি সুনিশ্চিত করাই এই প্রতিবাদের উদ্দেশ্য, দাবি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের।
বনেদি বাড়ি, বারোয়ারি দুর্গাপুজোর পাশাপাশি আজ বিষাদের সুর আবাসনের পুজোগুলিতেও। বাইপাসের ধারে আরবানায় প্রতিমা বরণের পর সিঁদুরখেলা। প্রতিমা বরণ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী।
আজ বিচ্ছেদের দশমী। বেজে গিয়েছে বিসর্জনের বাজনা। ক’দিনের আয়োজন, ফাঁকা ফাঁকা প্যান্ডেল এক নিমেষে আরও ফাঁকা। টিমটিম করে জ্বলছে প্রদীপ। পড়ে আছে ছেঁড়া ফুল, মালা। আজ যে বিজয়া, মনজুড়ে বিষণ্ণতা।
সিমলা ব্যায়াম সমিতির পুজোর বয়স ৯৮ বছর। ১৯৩৯ সালে উত্তর কলকাতার এই পুজোর সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কলকাতা পুরসভার দায়িত্বে থাকাকালীন মাঠের একটি অংশ সিমলা ব্যায়াম সমিতিকে দান করেন। এই পুজোর প্রতিমার অবয়ব তৈরি করেন স্বামী বিবেকানন্দর ভাই মহেন্দ্রনাথ দত্ত। এবারও প্রতিমা গড়েছেন শিল্পী সনাতন রুদ্র পাল। প্রতিমার ঠাকুরের মূল আকর্ষণ হিরের নথ। দশমীর দিন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রতিমা বরণ ও সিঁদুরখেলা।
নবমীর রাতে কল্যাণীতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে অশোকনগরের যুবকের রহস্যমৃত্যু। দশমীর সকালে নৈহাটিতে গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম সৌরভ শিকদার। মৃতের ৩ বন্ধুকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।
দিঘার আরও কাছে ঘূর্ণিঝড় হামুন। এই মুহূর্তে দিঘা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। উপগ্রহ-চিত্র বলছে, বাংলা থেকে ক্রমশ দূরে সরছে ঘূর্ণিঝড় হামুন। আগামীকাল শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের ভিতর দিয়ে স্থলভাগে ঢুকবে।
যদিও তার পরোক্ষ প্রভাব পড়বে এ রাজ্যে। আজ ও আগামীকাল উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা উপকূলে মৎস্যজীবীদের জন্য আজ ও আগামীকাল সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বনেদি বাড়ি, বারোয়ারি দুর্গাপুজোর পাশাপাশি আজ বিষাদের সুর আবাসনের পুজোগুলিতেও। বাইপাসের ধারে আরবানায় প্রতিমা বরণের পর সিঁদুরখেলা। দশমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। উপস্থিত চিত্র পরিচালক অরিন্দম শীল।
বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাওয়ার মাশুল চোকালেন দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা ব্য়বসায়ী প্রদীপ সাউ। নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল সাউ পরিবার। ফিরে এসে দেখেন, মেন গেটের তালা ভাঙা, ভাঙা হয়েছে আলমারির লক। বিছানায় পড়ে রয়েছে গয়নার খালি বাক্স। প্রায় ৩ লক্ষ টাকার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। দুষকৃতীদের খোঁজ চালাচ্ছে ফরিদপুর থানার পুলিশ।
নবমীর সন্ধেয় বারুইপুরের আটঘরায় স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি। সোনাদানা, নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শিক্ষিকা দেবশ্রী চট্টোপাধ্যায়ের শাশুড়ি। গতকাল তাঁকে দেখতে যান গিয়েছিলেন সকলে। রাতে ফিরে দেখেন, বাড়ির গেটের দুটি তালা ভাঙা, দোতলার ঘর লন্ডভন্ড, আলমারি তছনছ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
উমার বিদায়বেলায় ইছামতীর পাড়ে এপার-ওপার দুই বাংলার মিলন। উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ।এপারে বসিরহাটের টাকি, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। মাঝখানে বয়ে চলেছে ইছামতী। দশমীর সকালে ইছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা বিসর্জন। টাকি রাজবাড়ি ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়।
দুই পাড়ার বিবাদে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। দোকানের সামনে মোটরবাইক রাখাকে কেন্দ্র করে নবমীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গিতে ধুন্ধুমার। ঘটনার সময়ের ছবি ভাইরাল। সংঘর্ষে জখম হন উভয়পক্ষের ৫-৬ জন। তাঁদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা উত্তপ্ত হয়ে ওঠায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ডোমকলের এসডিপিও। লাঠি উঁচিয়ে তাড়া করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ।
নবমীর রাতে নদিয়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আহত হন ৩ জন। রাত সাড়ে ১০টা নাগাদ ধানতলার মনসাহাটিতে। পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় দুটি মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। এর আগে রাত সাড়ে ৯টা নাগাদ ফুলিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে রাস্তায় পড়ে যান চালক-সহ ২ জন। বাইক চালকের মৃত্যু হয়। নবমীর রাতে রানাঘাটে একাধিক বাইক দুর্ঘটনায় সব মিলিয়ে আহত হয়েছেন ১২ জন। আহতরা রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বিচ্ছেদের দশমী। বেজে গিয়েছে বিসর্জনের বাজনা। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের প্রস্তুতি। সকালে হবে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা।
শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো হচ্ছে ২৬৭ বছর ধরে। সাবেকিয়ানা আর বনেদিয়ানার মেলবন্ধন এই পুজো। আজ উমাকে বিদায় জানানোর দিন। সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি। দশমীর সকালে পুজোর পর দর্পণে বিসর্জন হয়। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে। বাহকের কাঁধে চেপে, শোভাবাজার রাজবাড়ি থেকে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে গিয়ে গঙ্গায় বিসর্জন।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় হামুন। সুখবর এটাই যে, বাংলার উপকূল থেকে ক্রমশ দূরে সরছে ঘূর্ণিঝড়। যদিও তার কিছুটা প্রভাব পড়বে এ রাজ্যে। আজ ও আগামীকাল উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের দেওয়া নাম হামুন। বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার এবং
দিঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। একাদশীর দিন অর্থাৎ আগামীকাল এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের ভিতর দিয়ে স্থলভাগে ঢুকবে। এর জেরে বাংলা উপকূলে মৎস্যজীবীদের জন্য আজ ও আগামীকাল সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। অন্যদিকে, আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় তেজ।
প্রেক্ষাপট
বৃষ্টিতে ভিজতে পারে দশমী, একাদশীও (Durga Puja 2023)। বঙ্গোসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। একাদশীতে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করবেন হামুন। (Cyclone Hamun)
অযোধ্যায় উদ্বোধনের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারে রামমন্দিরের মণ্ডপ। ভিড়ই বলছে, রাম আমাদের অন্তরে, দাবি শমীকের। পেটেন্ট তো নেওয়া নেই, পাল্টা ফিরহাদ। (Ram Mandir)
জল্পনা বাড়িয়ে বিজেপির সন্ময়ের বাড়ির পুজোয় কংগ্রেসের কৌস্তভ (Koustav Bagchi)। এলেন শুভেন্দু (Suvendu Adhikari) আসার আগেই।দু'জনের মুখেই, "নো ভোট টু মমতা।" কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, "যাওয়ার জায়গা নেই, এ ওর বাড়িতে গেছে।"
পুজোর মধ্যেও বিরাম নেই রাজনৈতিক হানাহানির। চাঁচলে তৃণমূল নেতার বিরুদ্ধে বাড়ি, দোকানে আগুন লাগানোর অভিযোগ। বিরোধীদের চক্রান্ত, দাবি তৃণমূল প্রধানের।
আদালতের নির্দেশের পরই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ইডি। ব্যবস্থা করতে বলে এসএসকেএমকে চিঠি।
গ্যাংটকে ভুয়ো পাসপোর্টকাণ্ডে সিবিআই-জালে আরও ৪। কলকাতা পাসপোর্ট অফিসের সিনিয়র স্টেনোগ্রাফার ও ৩ সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেফতার। চক্রে আর কারা? চলছে খোঁজ।
বিশ্বভারতীর ক্যাম্পাসে রবীন্দ্রনাথই ব্রাত্য! হেরিটেজ স্বীকৃতির ফলকে শুধু প্রধানমন্ত্রী-উপাচার্যের নাম! কবিগুরুকেই মোছার চেষ্টা, আক্রমণে কংগ্রেস। সুপ্রিয় ঠাকুরের প্রশ্ন, "রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আদর্শটাকে মানা হয় এখন বিশ্বভারতীতে?"
শারদোৎসবের আনন্দকে ফিকে করে বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কিশোরগঞ্জে মালগাড়ির ধাক্কায় উল্টে গেল যাত্রিবাহী ট্রেন, মৃত ২০। আহত বহু।
নবমীর রাতে বিহারের গোপালগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখার লাইনে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে শিশু-সহ ৩ জনের মৃত্যু। আহতরা ভর্তি হাসপাতালে।
রীতি মেনে ঐতিহ্যের পুজো বনেদি বাড়িতে। ছেলের সঙ্গে পুজোয় মাতলেন কোয়েল। তদারকিতে রঞ্জিত মল্লিক।
সাগরপাড়েও শারদ আনন্দ। নর্থ বম্বে সর্বজনীনে ক্যাটরিনা-রাজকুমার। গেলেন অনিল-সোনম-জয়া-জ্যাকি। ঢাকের তালে পা মেলালেন রানি।
সুরুচিতে অরূপ, শ্রীভূমিতে সুজিত। নবমীর রাতে ঢাক বাজালেন দুই মন্ত্রী। পা মেলালেন ঋতুপর্ণা।
পুজো মুডে রাজনীতিকরা। ধুনুচি নাচ কল্যাণ-কাকলির। ঢাক বাজালেন অগ্নিমিত্রা। প্যান্ডেল হপিংয়ে শতাব্দী। বাড়ির পুজোয় ব্যস্ত তমোঘ্ন।
নবমীর রাতে অরূপের সুরুচি দর্শনে চেতলার ফিরহাদ। ফিরহাদ বললেন, "আমাদের মধ্যে কোনও মোরগ লড়াই নেই।" অরূপের বক্তব্য, "কাল যাব চেতলায়।"
ফেস্টিভ্যাল মুডে গোটা দেশ। জব্বলপুরে মহা সমারোহে রাবণ দহন। আমদাবাদে গর্বা নাচের অনুষ্ঠানে অমিত শাহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -