West Bengal News Live Updates: মোহনবাগানের ম্যাচের জন্য সল্টলেক স্টেডিয়ামে বাড়তি মেট্রো

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 23 Sep 2023 11:23 PM
West Bengal News Live: টানা দু'দিনের বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর মানকানালি সেতু

টানা দু'দিনের বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর মানকানালি সেতু। ডুবে যাওয়া সেতু দিয়ে পারাপারের সময় বাঁকুড়ার মেজিয়ায় জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। অজয় নদের জল বেড়ে যাওয়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসায় মাটির সেতু ভেঙে মাঝ নদীতে আটকে গেল পাথর বোঝাই ডাম্পার। 

WB News Live: শনিবার ৯২৩ দিনে পড়ল নবম থেকে দ্বাদশের SLST- চাকরিপ্রার্থীদের আন্দোলন

শনিবার ৯২৩ দিনে পড়ল নবম থেকে দ্বাদশের SLST- চাকরিপ্রার্থীদের আন্দোলন। এদিন তাঁদের আন্দোলনস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে তৃণমূলের শিক্ষা সেলের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। 

West Bengal News Live: রবীন্দ্রভারতীর মতোই কলেজ এড়িয়ে কার্যত গৃহবন্দি খোদ অধ্যক্ষ!

রবীন্দ্রভারতীর মতোই কলেজ এড়িয়ে কার্যত গৃহবন্দি খোদ অধ্যক্ষ। শাসকদলের দৌরাত্ম্যে এবার ভিআরএস নিতে চান অধ্যক্ষ? স্বেচ্ছা অবসর চান যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ! 

WB News Live: মোহনবাগানের ম্যাচের জন্য সল্টলেক স্টেডিয়ামে বাড়তি মেট্রো

মোহনবাগানের ম্যাচের জন্য সল্টলেক স্টেডিয়ামে বাড়তি মেট্রো। সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে চলবে অতিরিক্ত জোড়া মেট্রো। রাত ১০টা, রাত ১০.৭: শিয়ালদা পর্যন্ত চলবে বাড়তি ২টি মেট্রো। পঞ্জাব এফসির ম্যাচের জন্য মেট্রো কর্তৃপক্ষকে মোহনবাগানের অনুরোধে সাড়া । আইএসএলের ম্যাচের জন্য আজ রাতে শিয়ালদা পর্যন্ত ২টি অতিরিক্ত মেট্রো। 

West Bengal News Live: কলকাতায় ফের এক বৃদ্ধার রহস্যমৃত্যু

কলকাতায় ফের এক বৃদ্ধার রহস্যমৃত্যু (Mysterious Death) গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার। সার্ভে পার্কে বাড়ি থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার।গলায় ফাঁস দিয়ে দোতলার সিঁড়িতে বসা অবস্থায় ছিল দেহ, দাবি পরিবারের। মৃতার নাম আরতি বৈদ্য, বয়স ৬৫। শারীরিক অসুস্থতার কারণে ডিপ্রেসনে আত্মহত্যা, অনুমান পুলিশের (Police)।

WB News Live:লগ্নির খোঁজে স্পেন, দুবাই সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী

লগ্নির খোঁজে স্পেন, দুবাই সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live: হুগলি জুড়ে তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দিয়ে পোস্টার

হুগলি জুড়ে তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দিয়ে পোস্টার। বিরোধীদের ইন্ডিয়া জোটের ছবি দিয়ে হুগলি জুড়ে পোস্টার, ফ্লেক্স । মমতা, সনিয়া, রাহুল, অভিষেক, অধীর, সেলিম, সুজনের ছবি দিয়ে পোস্টার। 'হয় বিজেপি-আরএসএস, না হয় তাদের বি টিম তৃণমূলের কাজ', ইন্ডিয়া জোট নিয়ে হুগলিতে ফ্লেক্স, অভিযোগ মহম্মদ সেলিমের।

WB News Live: ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে টানাপোড়েন

ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে টানাপোড়েন। শপথ ঘিরেও রাজ্য-রাজ্যপাল সংঘাত! জয়ের ১৫ দিন পরেও বিধায়ক পদে শপথ নিতে পারেননি নির্মলচন্দ্র রায়।

West Bengal News Live: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু

রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। এবার প্রাণ গেল যাদবপুরের ১৩ বছরের কিশোরীর। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আজ দুপুরে ভর্তি করা হয় এম আর বাঙুরে। হাসপাতালেই হার্ট অ্যাটাকে মৃত্যু কিশোরীর। রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

WB News Live: রাজ্যপালকে ফের আক্রমণ শিক্ষামন্ত্রীর


রাজ্যপালকে ফের আক্রমণ শিক্ষামন্ত্রীর। এবার আনন্দ বোসকে কবি-কটাক্ষ ব্রাত্য বসুর। 'রাজভবনে কবি বসে আছেন। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার, দুটো দর্শনের লড়াই চলছে, একদল কুক্ষিগত করতে চায়। একদল বলতে চায়, আমি চালভাজা, আমিই মুড়ি। একটা সাদা হাতির মতো পদ রাখার কী যৌক্তিকতা আছে?', ফের সি ভি আনন্দ বোসকে নিশানা ব্রাত্য বসুর।

West Bengal News Live: বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়া গ্রেফতার

বাগুইআটির অভিজাত আবাসনে ৭০ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়া গ্রেফতার। ফ্ল্যাটে লাগানো সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিল অভিযুক্ত মহিলাকে। '১১ সেপ্টেম্বর মৃত্যু হয় কলা মিশ্রর, বাগুইআটি থানায় খুনের অভিযোগ দায়ের হয়। গত ৭ বছর ধরে বিছানা থেকে উঠতে পারতেন না বৃদ্ধা'
দেখভালের জন্য ২ জন আয়াকে রাখা হয়েছিল, খবর পরিবার সূত্রে। পুলিশের দাবি, রাতের ঘুমে ব্যাঘাত ঘটানোয় বৃদ্ধাকে মারধর করেছিলেন, কবুল আয়ার: পুলিশ সূত্র। 

WB News Live: ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সভাপতি সুভাষ সরকার

ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সভাপতি সুভাষ সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বাঁকুড়ার বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাঁকুড়ার শালতোড়ায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদেরই একাংশ। 

West Bengal News Live: প্রবল বৃষ্টিতে চারু মার্কেটে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আহত এক পথচারী

গুরুতর আহত অবস্থায় ওই পথচারীকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে কেউ থাকতেন না। পুলিশের দাবি, পুরসভার তরফে বিপজ্জনক ঘোষণা করা হলেও, শরিকি বিবাদে বাড়িটি এই অবস্থায় পড়ে রয়েছে। গার্ড রেল দিয়ে এলাকা ঘিরে রেখেছে চারু মার্কেট থানার পুলিশ। পুরসভার কর্মীরা বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছেন। 

WB News Live: প্রবল বৃষ্টিতে চারু মার্কেটে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আহত এক পথচারী

প্রবল বৃষ্টিতে চারু মার্কেটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বাড়ি ভেঙে আহত হন এক পথচারী। পুলিশ সূত্রে খবর, সকালে মেদিনীপুরের বাসিন্দা চন্দন বর্মন এক আত্মীয়কে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তখনই ভেঙে পড়ে ৪৩ নম্বর, দেশপ্রাণ শাসমল রোডের বিপজ্জনক বাড়িটির দোতলার একাংশ। 

West Bengal News Live: সিপিএমের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূলের বিধায়ক

যদিও একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজ চক্রবর্তী। প্রাক্তন সিপিএম সাংসদের ছেলের দাবি, ব্যারাকপুর নিয়ে সিনেমা করতে চান চিত্র পরিচালক রাজ। সেই কারণেই তাঁর তড়িৎবরণের বাড়িতে আসা ।

WB News Live: সিপিএমের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূলের বিধায়ক

সিপিএমের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূলের বিধায়ক। একসময়ের দাপুটে সিপিএম নেতা তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূল বিধায়কের যাওয়া নিয়ে জল্পনা। 

West Bengal News Live: বিশ্বভারতীর ছাত্র অপহরণের ঘটনায় গ্রেফতার মোট-১২ জন

বিশ্বভারতীতে নিখোঁজ বিদেশি গবেষক ওড়িশার তালসারির সি বিচ থেকে উদ্ধার। জানা গিয়েছে, বিশ্বভারতী থেকে ছাত্র অপহরণের অভিযোগে গ্রেফতার মোট ১২ জন। ধৃত ১২ জনের মধ্যে ৩ জন দুবরাজপুরের, নানুরের ১ জন। দলে ছিলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ৮ জন। অপহরণে ব্যবহার করা হয়েছিল ২টি গাড়ি। উদ্ধার করা হয়েছে বিদেশি গবেষকের মোবাইলও।

WB News Live: সিপিএমের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূলের বিধায়ক


সিপিএমের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূলের বিধায়ক। একসময়ের দাপুটে সিপিএম নেতা তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূল বিধায়কের যাওয়া নিয়ে জল্পনা। যদিও একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজ চক্রবর্তী। প্রাক্তন সিপিএম সাংসদের ছেলের দাবি, ব্যারাকপুর নিয়ে সিনেমা করতে চান চিত্র পরিচালক রাজ। সেই কারণেই তাঁর তড়িৎবরণের বাড়িতে আসা ।

Bankura News: ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর

ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। কোনওরকমে সাঁতার কেটে পাড়ে এসে প্রাণ বাঁচান চালক সহ ৪ যাত্রী। বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুরের ঘটনা। এলাকার মানুষের অভিযোগ সেতু নিচু হওয়ায় প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে। অবিলম্বে ওই জায়গায় উঁচু সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Bankura News: ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী  সভাপতি সুভাষ সরকার

ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী  সভাপতি সুভাষ সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বাঁকুড়ার বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাঁকুড়ার শালতোড়ায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদেরই একাংশ। এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির। 

Jadavpur University: পড়ুয়ামৃত্যুর দেড় মাস পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল সিসি ক্যামেরা

পড়ুয়া মৃত্যুর প্রায় দেড় মাস পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল সিসি ক্যামেরা। তার মধ্যেই মুখ খুললেন উপাচার্য বুদ্ধদেব সাউ। জানালেন, তিনিও ব়্যাগিংয়ের শিকার হচ্ছেন। 

Bankura News: বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু

টানা দু দিনের বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু। ডুবে যাওয়া দামোদরের শাখা নদীর উপর সেতু দিয়ে পারাপারের সময় বাঁকুড়ার মেজিয়ায় জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। অজয় নদের জল বেড়ে যাওয়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসায় মাটির সেতু ভেঙে মাঝ নদীতে আটকে গেল পাথর বোঝাই ডাম্পার। 

Jadavpur University: আমিও ব়্যাগিংয়ের শিকার, আমার পদত্যাগ চাইছেন পড়ুয়ারা, দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

দায়িত্ব নেওয়ার দেড়মাসের মাথাতেই বীতশ্রদ্ধ যাদবপুরের উপাচার্য। লাগাতার ছাত্র আন্দোলনে বীতশ্রদ্ধ বুদ্ধদেব সাউ। 'অন্যায্য দাবি করছেন পড়ুয়ারা, আমার পদত্যাগ চাইছে। আমিও ব়্যাগিংয়ের শিকার। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দিচ্ছে না। এর পিছনে বড় মাথা রয়েছে। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দিচ্ছে না। চাপ নিতে না পেরে ডিন অফ স্টুডেন্টস হাসপাতালে ভর্তি', এবিপি আনন্দে বললেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ।

WB Weather Updates: সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি

 দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত  মৌসুমী অক্ষরেখা। তার জেরেই দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ।
বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। তবে রবিবার থেকে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Ghatal News: ঘাটালের কোনও তৃণমূল কর্মীকে মারলে, হাত ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি অজিতের

'ঘাটালের কোনও তৃণমূল কর্মীকে মারলে, হাত ভেঙে দেওয়া হবে। ইট ছুড়লে পাটকেল খেতে হয়', দলীয় সভা থেকে নাম না করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অজিত মাইতি। 


 


 

Baguiati News: বাগুইআটির অভিজাত আবাসনে বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়া গ্রেফতার

বাগুইআটির অভিজাত আবাসনে ৭০ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়া গ্রেফতার। ফ্ল্যাটে লাগানো সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিল অভিযুক্ত মহিলাকে। ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় কলা মিশ্রর। বাগুইআটি থানায় খুনের অভিযোগ দায়ের হয়। পরিবার সূত্রে খবর, গত ৭ বছর ধরে বিছানা থেকে উঠতে পারতেন না বৃদ্ধা।  দেখভালের জন্য ২ জন আয়াকে রাখা হয়েছিল। পুলিশের দাবি, রাতের ঘুমে ব্যাঘাত ঘটানোয় বৃদ্ধাকে মারধর করেছিলেন, কবুল আয়ার।

Ajay River: নিম্নচাপের বৃষ্টিতে অজয়ের জল বেড়ে যাওয়ায় ভাঙল মাটির তৈরি অস্থায়ী সেতু

নিম্নচাপের বৃষ্টিতে অজয়ের জল বেড়ে যাওয়ায়, পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে ভাঙল মাটির তৈরি অস্থায়ী সেতু। মাঝ নদীতে আটকে যায় পাথর বোঝাই ডাম্পার। কোনওমতে প্রাণে বাঁচলেন চালক ও খালাসি। আজ সকালে জলের তোড়ে বীরভূমের ইলামবাজারের জয়দেব ও পশ্চিম বর্ধমানের কাঁকসার মধ্যে সংযোগকারী সেতুটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন দু’ পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এখানে স্থায়ী সেতু তৈরির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেই সেতু নির্মাণের পাশাপাশি, বর্ষার মধ্য়েই অস্থায়ী সেতু মেরামতের কাজ চলছিল। তার মধ্যেই এই দুর্ঘটনা।  
এর ফলে দুই জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার পশ্চিম বর্ধমান ও বীরভূমের বাসিন্দারা।


 

Dengue Situation: চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি বলে অভিযোগ

ডেঙ্গি নিয়ে এই উদ্বেগের মধ্যেই নতুন বিতর্ক। চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে। তথ্য বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত কতজন ডেঙ্গি আক্রান্ত এবং ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। এর আগে ২০২০, ’২১ এবং ’২২ সালে রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠালেও, ২০১৮ এবং ’১৯ সালেও কোনও তথ্য দেয়নি বলে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে উল্লেখ। 


 

Nagerbazar News: নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার মৃতের গাড়ি চালক

নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার মৃতের গাড়ি চালক সৌরভ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, গত শনিবার পাঁচিল টপকে কল্যাণ ভট্টাচার্যর বাড়িতে ঢোকেন বসিরহাটের বাসিন্দা ওই যুবক। বারাসাতের কয়েকজন বন্ধুকে নিয়ে দিঘায়
বেড়াতে যাবেন বলে মালিকের BMW গাড়িটি চান। বৃদ্ধ রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি। ৭২ বছরের ওই বৃদ্ধকে ধাক্কা মারায় তাঁর মাথায় আঘাত লাগে, এরপর শ্বাসরোধ করে খুন করে, ঘর থেকে গ্যারাজ ও গাড়ির চাবি হাতিয়ে, গাড়ি নিয়ে পালান ওই যুবক। দিঘা থেকে ফেরার পথে, যুবকের মোবাইল ফোনের টাওয়ার লোকশন দেখে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। ধৃতকে জেরা করে বৃদ্ধের বাড়ির একটি ঘর তাঁর পোষ্যটিকে উদ্ধার করা হয়। 


 

Dengue Situation: পুজো পেরিয়েও দাপট দেখাতে পারে ডেঙ্গি, নভেম্বর পর্যন্ত থাকতে পারে

পুজো পেরিয়েও দাপট দেখাতে পারে ডেঙ্গি। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গির দাপট। শহরের থেকে বেশি শহরতলিতে ছড়াতে পারে ডেঙ্গি, এমনই আশঙ্কা করছেন পতঙ্গবিদরা। ব্লিচিং বা গ্যামাক্সিন ছড়িয়ে লাভ হবে না, দরকার জমা জলের ওপর স্প্রে, মত পতঙ্গবিদদের। 

Madan Mitra: এবার সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব মদন

এবার সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির অভিযোগ তৃণমূল বিধাযকের। খবর পেয়ে পরিস্থিতি দেখতে হাসপাতালে ছুটে আসেন মদন মিত্র। আইসিসিইউ-র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দর: মদন মিত্র। প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ, তৃণমূল বিধায়কের। 

Raj Chakraborty: সিপিএম নেতা তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী

সিপিএমের প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূলের বিধায়ক। গতকাল একসময়ের দাপুটে সিপিএম নেতা তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বেশ কয়েকবারের সিপিএম সাংসদ ছিলেন তড়িৎবরণ তোপদার। তাঁর বাড়িতে তৃণমূল বিধায়কের যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজ চক্রবর্তী। প্রাক্তন সিপিএম সাংসদ এ নিয়ে মুখ না খুললেও, তাঁর ছেলে নীলাদ্রি তোপদারের দাবি, ব্যারাকপুর নিয়ে সিনেমা করতে চান চিত্র পরিচালক রাজ। সেই কারণেই তাঁর তড়িৎবরণের বাড়িতে আসা।  


 

WB Weather News: নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, ডুবল গন্ধেশ্বরী নদীর সেতু

নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাঁকুড়ার ২ নম্বর ব্লকের মানকানালি গ্রামে ডুবল গন্ধেশ্বরী নদীর সেতু। গঙ্গাজলঘাটি, ছাতনা ও বাঁকুড়া
২ নম্বর, এই তিনটি ব্লকের অন্তত ৩০-৩৫টি গ্রামের বাসিন্দারা। এই সেতু দিয়ে যাতায়াত করেন। বাঁকুড়া থেকে রানিগঞ্জ যাওয়ার। 
অন্যতম রাস্তা গন্ধেশ্বরীর ওপরের এই সেতু। আজ সকাল থেকে পেটের টানে জীবনের ঝুঁকি নিয়ে ডুবে যাওয়া সেতু দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ। জেলা পরিষদ লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর দুয়েক আগে সংস্কার করলেও, প্রতিবার বর্ষায় জলে ডুবে যায় এই সেতু। দ্রুত সমাধান বাসিন্দারা। এর পাশাপাশি, বাঁকুড়া শহর লাগোয়া ১ নম্বর ব্লকের মীনাপুরের কজওয়ের ওপর দিয়ে বইছে দ্বারকেশ্বরের জল। ৪-৫টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। 


 

Narendrapur News: নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় ১ মাস ১০ দিনের মাথায়, প্রথম গ্রেফতারি

নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় ১ মাস ১০ দিনের মাথায়, প্রথম গ্রেফতার। গতকাল রাতে কুলতলি থেকে একজন পাকড়াও ।
পাকড়াও করেছে বারুইপুর পুলিশ জেলার এসওজি ও নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। 

Dengue Deaths: কয়েক ঘণ্টার ব্যবধানে ডেঙ্গিতে মৃত্যু চার জনের

রাজ্যে পরপর ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতা পুরসভা এলাকাই হোক বা জেলার বিভিন্ন পুর এলাকা, মৃত্যু রোখা যাচ্ছে না কিছুতেই। কয়েক ঘণ্টার ব্যবধানে দক্ষিণ কলকাতার বাঘাযতীন, কলকাতার উপকণ্ঠে সল্টলেক, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ,ও ঘাটালে ৪ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু হল। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই, অর্থাৎ এক দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে সরকারি মতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর সংখ্যা ৩ পেরোচ্ছে না গত কয়েকদিন ধরেই। যদিও বেসরকারি সূত্রে দাবি, মৃতের সংখ্য়া ইতিমধ্যেই ৪১-এ পৌঁছে গেছে। রাজ্যজুড়ে ডেঙ্গিতে মৃত্যুর পাশাপাশি, কলকাতা পুর এলাকায় রেকর্ড বাড়বাড়ন্ত ডেঙ্গির। ১ সপ্তাহের মধ্যে একলাফে ডেঙ্গি আক্রান্ত বাড়ল ১১০২ জন। আর এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, ডেঙ্গি মোকাবিলায় এতদিন ধরে কী করছিল পুরসভা, কী করছিল সরকার, কী করছিল প্রশাসন? 

Justice Abhijit Ganguly: চোলাই খেয়ে মৃত্যুতে আর্থিক সাহায্য়, কোভিডে কি টাকা দেওয়া হয়? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, চোলাই মদ খেয়ে মৃত্য়ু হলে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য় দেওয়া হয়। কোভিডে মৃত্য়ু হলে সেই পরিমাণটা কত? আদৌ কি টাকা দেওয়া হয়? 

Primary Recruitment: OMR শিট মূল্যায়নকারী সংস্থার অংশীদারকে জিজ্ঞাসাবাদ করল CBI

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির অংশীদার কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করল CBI. প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে কী কী চুক্তি হয়েছিল? প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল? সূত্রের খবর, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।

Justice Abhijit Ganguly: কলকাতা হাইকোর্টের বিচারপতির মুখেও এবার 'ভাইপো'

কলকাতা হাইকোর্টের বিচারপতির মুখেও এবার উঠে এল ভাইপো! গত কয়েকবছর ধরে বঙ্গ রাজনীতির বাগযুদ্ধে বারবার শোনা গেছে এই ভাইপো শব্দবন্ধ। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে, ভাইপো অস্ত্রে শান দিয়েছে বিরোধীরা। পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এবার রাজনীতির গণ্ডি পেরিয়ে, আদালতে শোনা গেল সেই বহুচর্চিত শব্দবন্ধ।

প্রেক্ষাপট

নিয়োগ-দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেয়েও অস্বস্তি রইল অভিষেকের (Abhishek Banerjee)। ২০০২-এর পিএমএলএ অ্যাক্টের ১৯ নম্বর ধারা মেনে পদক্ষেপের পথ খোলা রাখল হাইকোর্ট (Calcutta High Court)।


রক্ষাকবচ পেলেও অভিষেকের ইসিআইআর খারিজের আবেদনে সাড়া দিল না আদালত। প্রতিহিংসার রাজনীতি বিজেপির, আক্রমণে কুণাল। তথ্য প্রমাণ অনেক আছে, পাল্টা সুকান্ত।


চোলাই খেয়ে মারা গেলে ২ লক্ষ, কোভিডে কত? কে এক ভাইপো আছে, তাঁর কোটি টাকার বাড়ি। কোথা থেকে আসে এত টাকা? করোনায় শিক্ষকের মৃত্যু মামলায় প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit ganguly)। 


নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর তৈরি ও মূল্য়ায়নকারী কালীঘাটের সংস্থার কর্তাকে ৬ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ। কীভাবে বরাত? নেপথ্যে প্রভাবশালী-যোগ? জানতে চায় এজেন্সি। (SSC Case)  


তিহাড়ে কেষ্ট, গরুপাচার মামলায় হিসেবরক্ষক মণীশের জামিন। খবর এএনআইয়ের। পেশার সীমারেখা ছাড়িয়ে বেআইনি সেরকম কিছু করেননি, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। 


শুধু ১২ লক্ষের গাড়ি নয়, বান্ধবীকে ২১ লক্ষ টাকাও দিয়েছিলেন কোটিপতি কনস্টেবল! কীভাবে এত সম্পত্তির মালিক? বান্ধবীর খোঁজে এসিবি। 


মাত্র ৪ বছরের মধ্যেই বান্ধবীকে দামি গাড়ি, অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! ৭৫ লক্ষ টাকার এফডি, ১০ লক্ষ টাকার জীবন বিমা! উৎস কী? এখনও রহস্য।


টিকিট দেওয়ার নামে ব্লক সভাপতি টাকা নিয়েছে। ১৫, ২০, ৩০, ৩৫, ৪০... বিস্ফোরক তৃণমূলের ইদ্রিশ। ভিত্তিহীন, জানাব নেতৃত্বকে, পাল্টা ভগবানগোলা ২-এর সভাপতি।


উদ্বেগ বাড়িয়ে ডেঙ্গিতে একদিন সল্টলেক, বাঘাযতীনে ২জনের মৃত্যু। ২জনের প্রাণ গেল পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেই ২ সপ্তাহে আক্রান্ত হাজার পার! 


কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটে জমা জলে ডেঙ্গির উদ্বেগ! আগের জমানার পাপের ফল, কটাক্ষ মেয়রের। অপদার্থতা স্বীকার করুন, না পারলে পদত্যাগ করুন পাল্টা বিকাশ।


ডেঙ্গি মোকাবিলা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিধাননগর পুরসভারই চেয়ারম্য়ান! সব্যসাচী- পুরসভা কাজ করলে, এত মানুষের মৃত্য়ু কেন? মনোভাবটা হল, আসি যাই মাইনে পাই।


পাঞ্জিপাড়ার তৃণমূল প্রধান খুনে গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। শাসক-দ্বন্দ্ব আড়াল করতে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কংগ্রেস। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত। 


বহরমপুরে এবার অধীরকে চ্যালেঞ্জ কান্দির তৃণমূল বিধায়কের। (আর কেউ জেতাতে পারবে না অধীর চৌধুরীকে। ৭জন বিধায়কই হাতছাড়া, পঞ্চায়েত ভোটেও জোট বেসামাল।


শিল্পের খোঁজে এবার স্পেন থেকে দুবাইয়ে মুখ্যমন্ত্রী। লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের সঙ্গে বৈঠক। বাংলায় বাণিজ্য সম্মেলনে আসার আহ্বান। প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা। 


নজরে চব্বিশের ভোট, ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট রাজ্যের। বকেয়া কেন্দ্রের টাকা। রাজ্যের টাকাতেই ১০০ দিনের জব হোল্ডারদের কাজ। খবর নবান্ন সূত্রে। 


অধ্যাপক পিছু ১০০টাকার পরে এবার মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা! মানোন্নয়নের নামে শুধুই প্রচারে আসার চেষ্টা, দাবি শিক্ষক সংগঠনের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.