West Bengal News Live Updates: ঝালদায় ফের হাতবদল, কংগ্রেসের কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 06 Sep 2023 11:52 PM
WB News Live: সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

হাওড়ার উলুবেড়িয়ায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। লক্ষাধিক টাকার সোনার গয়না ও টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত ব্যবসায়ী। কারা হামলা চালাল? খতিয়ে দেখছে উলুবড়িয়া থানার পুলিশ। 

West Bengal News Live: ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু

সংস্কার করা হবে কালীঘাট ও টালিগঞ্জ দমকল কেন্দ্রের। খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুন ভবনগুলি থেকে শুরু হবে কাজ। আজ পূর্ত দফতর-পুলিশ এবং দমকল আধিকারিকদের নিয়ে এই দুই ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় পুর প্রতিনিধি।

WB News Live: জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট

জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট, এখনও হামলাকারীরা অধরা!শ্যুটআউটের সময় গাড়িতে থাকলে, কোথায় সেই সাদ্দাম? এখনও রহস্য
অভিযুক্ত সাদ্দাম এলাকায় দাগী অপরাধী বলে পরিচিত, খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত। কেন এক অভিযুক্তকে সঙ্গে নিয়ে ফিরছিল তৃণমূল নেতারা? এখনও রহস্য।

West Bengal News Live: গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআই জিজ্ঞাসাবাদ


গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। টিএমসিপি নেতা কৃপাময় ঘোষকে নিজাম প্যালেসে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ।

WB News Live: ঝালদায় ফের হাতবদল

ঝালদায় (Jhalda) ফের হাতবদল, কংগ্রেসের (Congress) কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের (TMC)। নিহত তপন কান্দুর ভাইপো-সহ ৪ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, এক সুর ৫ দলত্যাগীর। নির্দল কাউন্সিলর তথা ঝালদা পুরসভার চেয়ারপার্সনও তৃণমূলে। কংগ্রেস-নির্দলের ৫ কাউন্সিলরের সমর্থনে ঝালদায় তৃণমূল একাই ১০।

West Bengal News Live: ঝালদা কংগ্রেসে ভাঙন, কৌস্তভের নিশানায় অধীর

ঝালদা কংগ্রেসে ভাঙন, কৌস্তভের নিশানায় অধীর ।'পুকুর-নদী বোজাতে গিয়ে বাংলার কংগ্রেস ডোবায়'। নাম না করে ঝালদাকাণ্ডে অধীরকেই আক্রমণে কৌস্তভ।

WB News Live: খেজুরিতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৫ বিজেপি কর্মী

খেজুরিতে বিডিও অফিস চত্বরে বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হল ৫ বিজেপি কর্মীকে। গতকাল পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে তুমুল অশান্তি বাধে। সেখান থেকে ফেরার পথে সাংসদ শিশির অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live: জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট

জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট, এখনও হামলাকারীরা অধরা! শ্যুটআউটের সময় গাড়িতে থাকলে, কোথায় সেই সাদ্দাম? এখনও রহস্য। অভিযুক্ত সাদ্দাম এলাকায় দাগী অপরাধী বলে পরিচিত, খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত। কেন এক অভিযুক্তকে সঙ্গে নিয়ে ফিরছিল তৃণমূল নেতারা? এখনও রহস্য।

WB News Live: সংস্কার করা হবে কালীঘাট ও টালিগঞ্জ দমকল কেন্দ্রের

সংস্কার করা হবে কালীঘাট ও টালিগঞ্জ দমকল কেন্দ্রের। খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুন ভবনগুলি থেকে শুরু হবে কাজ। আজ পূর্ত দফতর-পুলিশ এবং দমকল আধিকারিকদের নিয়ে এই দুই ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় পুর প্রতিনিধি।

West Bengal News Live: বারাসাতের কদম্বগাছিতে রঙের কারখানায় বিধ্বংসী আগুন

বারাসাতের কদম্বগাছিতে রঙের কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। জখম কারখানার ৩ শ্রমিক, ভর্তি হাসপাতালে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

WB News Live লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইলের তথ্য আদালতে জমা দেওয়া হল

লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইলের তথ্য আদালতে জমা দেওয়া হল। কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের তথ্য পেশ করা হল হাইকোর্টে। বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চাইল সিএফএসএল। সিএফএসএলের আবেদন মঞ্জুর করল আদালত, ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। 'ইসিআইআর খারিজের মামলায় এই অভিযোগ জানানোর কী প্রয়োজন ছিল? আলাদা করে মামলা করলেই তো হত,' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'যেহেতু রায়দান স্থগিত রাখার পরে এই ঘটনা, তাই আদালতের দ্বারস্থ হয়েছি', সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর।

West Bengal News Live: এবার বাংলা থেকে গরু পাচার মামলা সরল দিল্লিতে

এবার বাংলা থেকে গরু পাচার মামলা সরল দিল্লিতে। আসানসোলের সিবিআই আদালত থেকে মামলা গেল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। ২০০৫ সালে জারি করা অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে আবেদন ইডি-র। বিজ্ঞপ্তিতে আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতে পারে ইডি বলে উল্লেখ আদালতে ইডির পেশ করা তথ্যের ভিত্তিতে সন্তোষপ্রকাশ বিচারকের। তারপরই গরুপাচার মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পাঠানোর নির্দেশ।

WB News Live: গরু পাচার মামলায় সিবিআই তলবে এখনও গরহাজির অনুব্রত-ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ

গরু পাচার মামলায় সিবিআই তলবে এখনও গরহাজির অনুব্রত-ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ। টিএমসিপি নেতা কৃপাময় ঘোষকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ সিবিআইয়ের। 'আর কোথায় কোথায় গরু পাচার মামলায় জেলবন্দি কেষ্টর বেনামি সম্পত্তি?' কেষ্টর বেনামি সম্পত্তির খোঁজে কৃপাময়ের কাছে জানতে চায় সিবিআই, খবর সূত্রের। গরুপাচার মামলায় অনুব্রতকে কলকাতায় আনার পথে কৃপাময়ের সঙ্গে ব্রেকফাস্ট সারেন অনুব্রত। কৃপাময় ঘোষের নামেও একাধিক সম্পত্তির তথ্য পেয়েছে সিবিআই, খবর সূত্রের।

West Bengal News Live: সাইবার প্রতারণা চক্র মামলা চাঞ্চল্যকর অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েক জন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন প্রায় এক হাজার কোটি টাকার সাইবার প্রতারণায় অভিযুক্ত কুণাল গুপ্তা। হাইকোর্টে জমা দেওয়া সাইবার প্রতারণা চক্রের কিংপিনের রক্ষাকবচ তোলার আবেদনে চাঞ্চল্য়কর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২ জন সহযোগীর বয়ান উল্লেখ করে কুণাল গুপ্তাকে নিজেদের হেফাজতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে সাইবার প্রতারণার কিংপিনকে গ্রেফতার করতে পারে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।সিআইডি হেফাজতে থাকা একজন অভিযুক্ত কীভাবে মোবাইল ফোন পেলেন? তাহলে কি তাঁকে কেউ গোপনে মোবাইল ফোন দিয়েছিলেন? উঠছে প্রশ্ন। সূত্রের খবর, সিআইডি হেফাজতের মেয়াদ শেষ হলে কুণাল গুপ্তাকে গ্রেফতার করতে পারে ইডি।

WB News Live: ৫০ হাজার টাকা তোলা না দেওয়ায় বিজেপি সমর্থক গাড়ি চালককে বেধড়ক মার

৫০ হাজার টাকা তোলা না দেওয়ায় বিজেপি সমর্থক গাড়ি চালককে বেধড়ক মার। আলিপুরদুয়ারে বিজেপি সমর্থক গাড়িচালক ও তাঁর ভাইকে বেধড়ক মার। হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

West Bengal News Live: সংস্কার করা হবে কালীঘাট ও টালিগঞ্জ দমকল কেন্দ্রের, খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা

সংস্কার করা হবে কালীঘাট ও টালিগঞ্জ দমকল কেন্দ্রের। খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুন ভবনগুলি থেকে শুরু হবে কাজ। আজ পূর্ত দফতর-পুলিশ এবং দমকল আধিকারিকদের নিয়ে এই দুই ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় পুর প্রতিনিধি।

WB News Live: জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট, এখনও হামলাকারীরা অধরা!

জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট, এখনও হামলাকারীরা অধরা! শ্যুটআউটের সময় গাড়িতে থাকলে, কোথায় সেই সাদ্দাম? এখনও রহস্য। অভিযুক্ত সাদ্দাম এলাকায় দাগী অপরাধী বলে পরিচিত, খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত। কেন এক অভিযুক্তকে সঙ্গে নিয়ে ফিরছিল তৃণমূল নেতারা? এখনও রহস্য। বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমান আসার সময় রাজ্য সড়কে ভরদুপুরে গুলি! পূর্ব বর্ধমানের আইএনটিটিইউসি নেতা-সহ ৩জন গুলিবিদ্ধ  গাড়িতে হামলা, গলসির তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীও গুলিবিদ্ধ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই শ্যুটআউট, দাবি আক্রান্তের স্ত্রীর।

West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে পঞ্চায়েতের উপসমিতি গঠন ঘিরে গন্ডগোল

পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ ২৪ পরগনা, পঞ্চায়েতের উপসমিতি গঠন নিয়ে উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে পঞ্চায়েতের উপসমিতি গঠন ঘিরে গন্ডগোল। বিজেপি সদস্যরা আসার আগেই উপসমিতি গঠনের অভিযোগ। প্রশ্ন তুললে বিজেপি সদস্যদের ধাক্কা মেরে বের করে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উপসমিতি গঠনের মতো পর্যাপ্ত সংখ্যা নেই বিজেপির, দাবি তৃণমূলের।

WB News Live: বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় 'হামলা', সিআইডি তদন্তের নির্দেশ

বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় 'হামলা', সিআইডি তদন্তের নির্দেশ। পুলিশের বিরুদ্ধেই পক্ষপাতের অভিযোগ, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের। কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধেই মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ। 'কোনও নোটিস ছাড়াই কীভাবে মামলাকারীর পরিবারের সদস্যদের গ্রেফতার? অভিযোগ-পাল্টা অভিযোগ, তাও শুধু মামলাকারীর পরিবারের সদস্যদের গ্রেফতার? দু'পক্ষ মামলা করলে শুধু একপক্ষকে গ্রেফতার কেন?' পুলিশ কী চাইছে? মামলা তুলে নিতে হবে? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের।

West Bengal News Live: আগামী শনিবার জি-২০ বৈঠকের নৈশভোজে যোগ দেবেন মমতা।

আগামী শনিবার জি-২০ বৈঠকের নৈশভোজে যোগ দেবেন মমতা। জি-২০ বৈঠকে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live: 'ইন্ডিয়া বনাম ভারত বিজেপির তৈরি করা একটা বিভ্রান্তি', তোপ অভিষেকের

'ইন্ডিয়া বনাম ভারত বিজেপির তৈরি করা একটা বিভ্রান্তি, চলুন আমরা মূলবৃদ্ধি, বেকারত্ব, সীমান্ত সমস্যা ও সাম্প্রদায়িক অশান্তি বিরুদ্ধে সরব হই', সোশাল সাইটে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live: সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু

সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু। হাবড়ার ছাত্রের দেহ উদ্ধার পূর্ব মেদিনীপুরে। রেল লাইনের পাশ থেকে কলেজ ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বাড়ি থেকে কীভাবে ১১৮ কিমি দূরে দেহ উদ্ধার? ঘনীভূত রহস্য। মধ্যবিত্ত বাড়ির ছেলে হলেও বিলাসবহুল জীবনযাপন করতেন স্বাগত বণিক। বন্ধুদের সঙ্গে পাঁচতারা হোটেলে যাতায়াত ছিল স্বাগত বণিকের, পুলিশ সূত্রে খবর।

WB News Live: উত্তর ২৪ পরগনার সোদপুরে আক্রান্ত মহিলা চিত্রশিল্পী

উত্তর ২৪ পরগনার সোদপুরে আক্রান্ত মহিলা চিত্রশিল্পী। ফ্ল্য়াটের কমপ্লিশন সার্টিফিকেট চাওয়ায় এবং রেজিস্ট্রি না করার প্রতিবাদ করায় শিল্পী ও তাঁর মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা মারধরের অভিযোগ করেছেন প্রোমোটার।

West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টিম মেশিনে বিস্ফোরণ

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টিম মেশিনে বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হাসপাতালের এক অস্থায়ী কর্মী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অস্থায়ী কর্মী তুহিন বাগ। খবর পেয়ে হাসপাতালে আসে কোতোয়ালি থানার পুলিশ। অস্থায়ী কর্মীদের অভিযোগ প্রশিক্ষিত স্টিমম্যান থাকলেও গ্রুপ ডি কর্মীদের দিয়ে এই কাজ করানো হয়

WB News Live: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উড়িয়ে নিজের পথেই রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উড়িয়ে নিজের পথেই রাজ্যপাল। ফের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য সি ভি আনন্দ বোস। অধ্যাপক কাজল দে-কে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে মধ্যরাতে কাজল দের নিয়োগনামায় সই রাজ্যপালের।

Kasba Incident: কসবা স্কুলে কীভাবে মৃত্যু ছাত্রর, ঘটনাস্থলে ময়নাতদন্তকারী চিকিৎসকদল

কসবা স্কুলে কীভাবে মৃত্যু ছাত্রর, ঘটনাস্থলে ময়নাতদন্তকারী চিকিৎসকদল। কসবার স্কুলে এনআরএস-এর ময়নাতদন্তকারী ২ চিকিৎসক। কসবার সিলভার পয়েন্ট স্কুলে ফরেন্সিক বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা। 'ওপর থেকে পড়ার কারণে ছাত্রের একাধিক হাড় ভেঙে গিয়েছিল। চোয়াল, পাঁজর, কোমর ও ডান পায়ের হাড় ভেঙেছে’, পুলিশ সূত্রে খবর। পুলিশি তদন্তে আস্থা মৃত ছাত্রের পরিবারের।

Canning News: নিজেকে সুপারি কিলার বলে দাবি করে ভিজিটিং কার্ড ছাপাল যুবক, অভিযুক্তকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ

নিজেকে সুপারি কিলার বলে দাবি করে ভিজিটিং কার্ড ছাপাল যুবক। কার্ডের ছবি প্রকাশ্যে আসতেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। সূত্রের খবর, আগেও বেআইনি অস্ত্র পাচার ও খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল ধৃত বুলেটকে। 

Kamarhati News: কামারহাটির বটতলা ঘাটে ফের অবৈধ বালির খনন!

এবিপি আনন্দের খবরের জেরে উত্তর ২৪ পরগনার কামারহাটির বটতলা ঘাটে বন্ধ হয়েছিল অবৈধভাবে বালি তোলা। ৮ মাস পর ফের সেখানে শুরু হয়েছে অবৈধ বালি খনন। পুলিশকে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটির পুরপ্রধান। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বিজেপি।  

Cattle Smuggling Case: বাংলা থেকে গরু পাচার মামলা সরল দিল্লিতে

এবার বাংলা থেকে গরু পাচার মামলা সরল দিল্লিতে। আসানসোলের সিবিআই আদালত থেকে মামলা গেল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। 
২০০৫ সালে জারি করা অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে আবেদন ইডি-র। আদালতে ইডির পেশ করা তথ্যের ভিত্তিতে সন্তোষপ্রকাশ বিচারকের। তারপরই গরুপাচার মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পাঠানোর নির্দেশ।

WB News Live Updates:ইন্ডিয়া-কে মুছে দেওয়ার অভিযোগ তুলে চুঁচুড়ায় মিছিল তৃণমূল বিধায়কের

ইন্ডিয়া-কে মুছে দেওয়ার অভিযোগ তুলে চুঁচুড়ায় মিছিল তৃণমূল বিধায়কের। সংবিধান হাতে নিয়ে প্রতিবাদ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের।

Flat Cheating Case: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় আরও এক অভিনেত্রীকে তলব

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় আরও এক অভিনেত্রীকে তলব। নুসরত জাহানের পর অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব ইডির। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে'র ডিরেক্টর পদে ছিলেন রূপলেখা: সূত্র।

Adhir Chowdhury: প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন, তাই দেশের নাম বদল করতে চাইছেন, বললেন অধীর

প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন, সেই কারণেই দেশের নাম বদল করতে চাইছেন, খোঁচা অধীর চৌধুরীর।

Deganga News: দেগঙ্গায় নিম্নমানের সামগ্রী দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন সংস্কারের অভিযোগ, কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

উত্তর ২৪ পরগনার দেঙ্গায় নিম্নমানের সামগ্রী দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন সংস্কারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ কম দামের ইট দিয়ে সহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের সোহাই উপস্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারি ওয়ালের গাঁথুনি চলছে। নিকাশি নালার উপরের ঢালাইয়ের ২৪ ঘণ্টার মধ্য়েই পাথর বেরিয়ে গেছে বলেও অভিযোগ। ঠিকাদার ও উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে ইট ভেঙে বিক্ষোভ দেখান তাঁরা।

Sodepur News: সোদপুরে আক্রান্ত মহিলা চিত্রশিল্পী, চিত্রশিল্পী ও তাঁর মাকে মারধরের অভিযোগ

উত্তর ২৪ পরগনার সোদপুরে আক্রান্ত মহিলা চিত্রশিল্পী। ফ্ল্য়াটের সিসি চাওয়ায় চিত্রশিল্পী ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল প্রোমোটার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ ফ্ল্য়াটের দরজায় তালা দিয়ে দেন অভিযুক্ত প্রোমোটার। ঘটনায় খড়দা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আক্রান্ত চিত্রশিল্পী। ২০০৬ সালে প্রায় ১৪ লক্ষ টাকা দিয়ে ফ্ল্য়াটটি কেনেন তিনি। ২০১২ সাল থেকে থাকতে শুরু করেন। অভিযোগ বার বার অনুরোধ করা সত্ত্বেও প্রোমোটার সিসি দেননি। গত ১ সেপ্টেম্বর সিসি চাইতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। প্রোমোটার রনজয় সাহার পাল্টা দাবি, ফ্ল্য়াটের টাকা এখনও বাকি। অভিযোগ পেলে ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়। 

Partha Chatterjee: জামিন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

জামিন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানালেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী। ৯ অক্টোবর  শুনানি।

Malda Ganga Erosion: মালদার রতুয়ায় ফের শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন

মালদার রতুয়ায় ফের শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। গতকাল বিকেল থেকে স্থানীয় কান্তুটোলা এলাকায় শুরু হওয়া ভাঙনে আজ সকাল পর্যন্ত ৮টি বাড়ি তলিয়ে গেছে। ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে।তলিয়ে যেতে বসেছে জমি, বাগান। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন তাঁরা। বৃষ্টিতে গঙ্গার জলস্তর বে়ড়ে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। এর আগেও এই এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে ঘর-বাড়ি।     

Weather Updates: নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ

নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। কিছুটা পশ্চিম দিকে সরে এটি দক্ষিণ ওড়িশা ও ছত্রিশগড়ের ওপর দিয়ে যাবে আগামী ২৪ ঘণ্টায়।  দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার পরোক্ষ প্রভাব পড়বে। মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।

Howrah News: উলুবেড়িয়ায় দোকানদারকে গুলি করে গয়না ও নগদ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা

হাওড়ার সোনার দোকানদারকে গুলি করে উলুবেড়িয়ায় কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। উলুবেড়িয়ার যদুরবেড়িয়ার বাহিরতফা এলাকার ঘটনা। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে টাকা ও সোনার গয়না নিয়ে বাড়ি ফিরছিলেন সোনা ব্য়বসায়ী সুব্রত মাইতি। সেই সময় ২টি বাইকে ৫ জন দুষ্কৃতী তাঁকে ফলো করে বাড়ির কাছে এসে সোনা ও টাকা ভর্তি ব্য়াগ ছিনতাই করে। বাধা দিতে গেলে সুব্রত মাইতিকে লক্ষ্য় করে গুলি চালায় দুষকৃতীরা। ডান হাতে গুলি লেগেছে তাঁর। উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্য়াল কলেজ হাপাতালে চিকিৎসাধীন তিনি। ছিনতাইয়ের পর ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয় দুষকৃতীরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Dengue Updates: রাজ্য়ে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু, চন্দননগরে মৃত্য়ু যুবকের

রাজ্য়ে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। হুগলির চন্দননগরে মৃত্য়ু হল এক যুবকের। গত সপ্তাহে জ্বরে আক্রান্ত হন পেশায় শ্রমিক বছর ২১-এর অভিষেক হরিজন। ২৮ অগাস্ট তাঁকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গত রবিবার অবস্থার অবনতি হয় ওই যুবকের। গতকাল মৃত্য়ু হয় তাঁর। খবর পেয়ে চন্দননগর হাসপাতালে যান হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া। হাসপাতাল কর্তৃপক্ষকে আলাদা করে কিছু ব্য়বস্থা নিতে বলেছেন বলে জানান তিনি।   

WB Live News Updates: ১ হাজার কোটির প্রতারণা! কুণাল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ ED-র

সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েক জন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেন প্রায় এক হাজার কোটি টাকার সাইবার প্রতারণায় অভিযুক্ত কুণাল গুপ্তা। হাইকোর্টে জমা দেওয়া সাইবার প্রতারণা চক্রের কিংপিনের রক্ষাকবচ তোলার আবেদনে চাঞ্চল্য়কর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুণাল গুপ্তার ২ জন সহযোগীর বয়ান উল্লেখ করে সাইবার প্রতারণায় অভিযুক্তকে নিজেদের হেফাজতে চায় ইডি।   

Primary Jobs: ৮ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের আবেদনের মামলার আজ শুনানি

৮ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের আবেদনের মামলার আজ শুনানি। ২০২০ সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া প্রায় ৮ হাজার জনের চাকরি বাতিলের আবেদনের করে গতকাল মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলাকারীদের দাবি, এরা প্রত্যেকেই BED প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। শর্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষক হওয়ার ৬ মাসের মধ্যে যে ব্রিজ কোর্স করার কথা ছিল, তা তাঁরা আজও করেননি। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজ এই মামলার শুনানি। 


*এরই মধ্যে গত ১১ অগাস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, BED প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। এই প্রেক্ষাপটে প্রায় ৮ হাজার BED প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ এখন আদালতের হাতে। 

Aliah University: নিজস্ব অ্যাম্বুল্যান্সের দাবিতে উত্তাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুল্যান্সের দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাস। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। ছাত্রদের দাবি রাত পর্যন্ত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। রাতে পড়ুয়ারা নিজেদের উদ্যোগেই গাড়ি যোগাড় করে ওই অসুস্থ ছাত্রকে হাসপাতালে নিয়ে যায়। এরপরই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুল্যান্সের দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্ররা। আজও একই 
দাবিতে বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন ছাত্ররা। অসুস্থ ছাত্রকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাতেই ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়েছে।

Nusrat Jahan: ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে ED-র তলব, সহযোগিতা করবেন বলে জানালেন নুসরত

রাজারহাটে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে ED-র তলব। নোটিস পেলে, তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন নুসরত জাহান। এর আগে, দুর্নীতির অভিযোগ উড়িয়ে, নুসরত দাবি করেন, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন।

Purba Medinipur News: খেজুরিতে বোমাবাজি, স্থগিত হয়ে গেল ভোটদান প্রক্রিয়া

পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে দুই ছবি পূর্ব মেদেনীপুরের খেজুরি ও তমলুকে। খেজুরিতে যেখানে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা, স্থগিত হয়ে গেল ভোটদান প্রক্রিয়া। তমলুকে সেখানে প্রত্যাশামতোই স্থায়ী সমিতিতে জয়ী হল বিজেপি। 

Sisir Adhikari: পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারীর গাড়িতে হামলা, ভাঙল গাড়ির কাচ

পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারীর গাড়িতে হামলা। ভাঙল গাড়ির কাচ। হঠাৎ গাড়িতে হামলার পরই অসুস্থ হয়ে পড়েন শিশির অধিকারী। তাঁকে নিয়ে যাওয়া হয় নিজের বাড়িতে। সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর দফতরের থেকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়।

প্রেক্ষাপট

ছাত্রের মৃত্যুতে এবার কসবা থানার সামনে বিক্ষোভ। অভিযুক্তদের গ্রেফতারি চেয়ে মৃতদেহ নিয়ে পথ অবরোধ। প্রায় ২ ঘণ্টা বন্ধ গড়িয়াহাট থেকে বাইপাস পর্যন্ত যান চলাচল। (Kolkata News)


স্থানীয়দের বিক্ষোভে রণক্ষেত্র কসবা। জোর করে রেলিং টপকে থানায় ঢুকলেন এক মহিলা। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ! পরে পুলিশের আশ্বাসে উঠল অবরোধ। 


খেজুরি থেকে কাঁথি ফেরার সময় শিশির অধিকারীর গাড়িতে হামলা। হেঁড়িয়ায় সাংসদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ভাঙল উইন্ডস্ক্রিন। ফোনে খবর নিল পিএমও। 


পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারীর গাড়িতে হামলা। ভাঙল গাড়ির কাচ। হঠাৎ গাড়িতে হামলার পরই অসুস্থ হয়ে পড়েন শিশির অধিকারী। তাঁকে নিয়ে যাওয়া হয় নিজের বাড়িতে। সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর দফতরের থেকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়।(Sisir Adhikari)


খেজুরিতে পঞ্চায়েতে স্থায়ী সমিতির ভোট ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। গাড়িতে হামলার নেপথ্যে তৃণমূল, দাবি বিজেপির। অশান্তির মূলে বিজেপিই, পাল্টা তৃণমূল।


পঞ্চায়েত ভোটের পর এবার স্থায়ী সমিতি গঠনের ভোট ঘিরেও সংঘর্ষ। খেজুরিতে বোমাবাজির জেরে বন্ধই হয়ে গেল ভোটগ্রহণ। অসুস্থ বিডিও, ফিরলেন শিশির। 


১১ সেপ্টেম্বর কি দুর্নীতির বড় পর্দাফাঁস? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান উচ্চতার দুর্নীতি প্রকাশের দাবি সিবিআইয়ের (CBI)। তাহলে ভাঙতে হবে সেই দুর্নীতি, বললেন বিচারপতি। 


আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব। মামলার শুনানির ফাঁকে হঠাৎ বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিপ্লব দীর্ঘজীবী হোক বলে মন্তব্য।


২০২০-তে চাকরি পাওয়া প্রায় ৮ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের দাবি, হাইকোর্টে ৩৩২ জন টেট উত্তীর্ণ। আজ মামলার শুনানি। 


ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার মামলায় নুসরতকে ইডির তলব। ১২ সেপ্টেম্বর সংস্থার আরেক ডিরেক্টরকেও হাজিরার নির্দেশ। 


কেষ্টর বেনামি সম্পত্তির খোঁজে সিবিআইয়ের নজরে ঘনিষ্ঠ টিএমসিপি নেতা কৃপাময়। কানে কানে কী কথা হয়েছিল শক্তিগড়ের প্রাতরাশ টেবিলে? জানতে চান গোয়েন্দারা।


কয়লা পাচারকাণ্ডে ২৪ ঘণ্টার নোটিসে কলকাতায় আইনমন্ত্রীকে করা যাবে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের সুরক্ষা দিতে হবে পুলিশকেই। নির্দেশ দিল্লি হাইকোর্টের। 


পদে থাকুন, দেখি কী করে। রাজ্যপালের সরিয়ে দেওয়া উপাচার্যদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর। বিল-সংঘাতে প্রয়োজনে রাজভবনের সামনে ধর্নার হুঁশিয়ারি। 


উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সপ্তমে সংঘাত। বিশ্ববিদ্যালয়ে বেতন বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 


কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে অশান্তি ছাড়াই ধূপগুড়ি উপনির্বাচন। ভোট পড়ল ৭৬ শতাংশ। পুলিশের ভোটার স্লিপ বিলি ঘিরে বিতর্ক। রিপোর্ট চাইল কমিশন। 


রাষ্ট্রপতি ভবনে জি টোয়েন্টির নৈশভোজের আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ভারত। ইন্ডিয়ার নাম বদল? প্রশ্ন তুলে আক্রমণে কংগ্রেস। কড়া সমালোচনায় মমতাও।


সমস্ত নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ ভোট করাতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড না থাকলে গঠন করার নির্দেশ। 


ছাত্র মৃত্যুর ২৫ দিন পর ২৫ জন প্রাক্তনীকে হস্টেল থেকে বের করার নির্দেশ। ৫ ছাত্রকে ৪টি সিমেস্টার, ১১জনকে ২টি সিমেস্টার থেকে বহিষ্কারের সুপারিশ তদন্ত কমিটির।


যাদবপুরকাণ্ডে ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, সুপারিশ তদন্ত কমিটির। ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কর্তৃপক্ষকে। 


র‍্যাগিং রুখতে এবার যাদবপুরে ইসরো। কীভাবে প্রযুক্তির ব্যবহার? ক্যাম্পাস ঘুরে দেখলেন ২ বিজ্ঞানী, কথা বললেন অধ্যাপকদের সঙ্গে। 


বাঁকুড়ায় ভরদুপুরে শ্যুটআউট, গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! তৃণমূল নেতা-সহ গুলিবিদ্ধ ৩। কোর্ট থেকে জামিনে মুক্ত একজনকে নিয়ে পূর্ব বর্ধমানে ফেরার সময় হামলা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.