West Bengal News Live Updates: ভাটপাড়ার উপ-পুরপ্রধানের স্ত্রীকে CBI-র নামে হুমকি ফোন, নিশানায় অর্জুন

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 16 Apr 2024 11:18 PM
WB Live News:রামনবমীর মিছিল ঘিরে অশান্তি এড়াতে হাওড়ায় কড়াকড়ি

রামনবমীর মিছিল ঘিরে অশান্তি এড়াতে হাওড়ায় কড়াকড়ি। 'যেখান গিয়ে রামনবমীর মিছিল, বহুতল থেকে নজরদারি'। ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত হাওড়া পুলিশের । 

West Bengal Live News: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ১২টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা।দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা। দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ এপ্রিল ভোটের প্রথম দফা, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। 

WB Live News: ভোটের মুখে এবার ভাটপাড়ায় 'সিবিআইয়ের নামে হুমকি ফোন'

ভোটের মুখে এবার ভাটপাড়ায় 'সিবিআইয়ের নামে হুমকি ফোন'! সিবিআইয়ের নামে হুমকি ফোনের অভিযোগ, পার্থ-সোমনাথের নিশানায় অর্জুন। 

West Bengal Live News: ভোটের মুখে রামনবমী, গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও

ভোটের মুখে রামনবমী, গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও। হাওড়ায় কাল বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল। হাওড়ার মহাবীরচকে কাল রামনবমী উপলক্ষে তৃণমূলের মিছিল। হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত তৃণমূলের শোভাযাত্রা। কাল যাদবপুর ক্যাম্পাসেও রামনবমী পালন করবে পড়ুয়াদের একাংশ। 

WB Live News:পিএম আবাস যোজনায় ৩ কোটি মানুষ ঘর পাবে : মোদি

এদিন মোদি বলেন, 'বিজেপির সংকল্প পত্র বিজেপির গ্যারান্টি কার্ড। আগামী ৫ বছরের জন্য মোদির গ্যারান্টি। পিএম আবাস যোজনায় ৩ কোটি মানুষ ঘর পাবে। বাংলার বিকাশের জন্য বন্দে ভারত ও অমৃত ভারতের মতো আরও ট্রেন।'

West Bengal Live News: ঝাড়গ্রামে BJP প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ, কাঠগড়ায় TMC

লোকসভা ভোটের মুখে অভিযোগের সংখ্যা বেড়েই চলেছে। কোথাও বিধি ভঙ্গের অভিযোগ, তো কোথাও বেধড়ক মারধরের অভিযোগ। পরের মাসেই ঝাড়গ্রামে লোকসভা ভোট (Jhargram Lok Sabha Constituency)। আর তার আগেই এল গুরুতর অভিযোগ। ঝাড়গ্রামের সাঁকরাইলে  বিজেপি প্রার্থীর প্রচারে উঠল এবার হামলা অভিযোগ (Attacked On BJP Candidate Vote Campaign)। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অনুমতি ছাড়াই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি পুলিশের। গোটা ঘটনার পর ট্য়ুইটে সরব বিজেপি।

WB Live News: ভোটের মুখে এবার ভাটপাড়ায় 'সিবিআইয়ের নামে হুমকি ফোন'

ভোটের মুখে এবার ভাটপাড়ায় 'সিবিআইয়ের নামে হুমকি ফোন'! সিবিআইয়ের নামে হুমকি ফোনের অভিযোগ, পার্থ-সোমনাথের নিশানায় অর্জুন। 

West Bengal Live News: ভোটের মুখে রামনবমী নিয়ে ফের আক্রমণ-পাল্টা আক্রমণে মোদি-মমতা

ভোটের মুখে রামনবমী নিয়ে ফের আক্রমণ-পাল্টা আক্রমণে মোদি-মমতা। 'রামনবমী উদ্ যাপন ভেস্তে দিতে অনেক ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্র সত্ত্বেও সত্যেরই জয় হয়েছে, কোর্টও অনুমতি দিয়েছে', বালুরঘাটে সুকান্তর সমর্থনে সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর । বিজেপির বিরুদ্ধে পাল্টা হিংসা ছড়ানোর চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর । 'হিংসা ছড়িয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে বিজেপি। সোশাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি', ময়নাগুড়ির সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB Live News: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ১২টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা। দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ এপ্রিল ভোটের প্রথম দফা,। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ নদিয়া-মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক মুখ্যসচিবের। নবান্নে কন্ট্রোল রুম, অফিসারদের সজাগ থাকার নির্দেশ।  যে কোনও পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ। শিশু ও প্রবীণ নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ। যেখানে পানীয় জলের অভাব, সেই সব জায়গায় তার ব্যবস্থা করার নির্দেশ।   

West Bengal Live News: রামনবমীর মিছিল ঘিরে হাওড়ায় ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত হাওড়া পুলিশের

রামনবমীর মিছিল ঘিরে অশান্তি এড়াতে হাওড়ায় কড়াকড়ি। 'যেখান গিয়ে রামনবমীর মিছিল, বহুতল থেকে নজরদারি'। ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত হাওড়া পুলিশের । 

WB Live News: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ১২টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা। দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯ এপ্রিল ভোটের প্রথম দফা,। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ নদিয়া-মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক মুখ্যসচিবের। নবান্নে কন্ট্রোল রুম, অফিসারদের সজাগ থাকার নির্দেশ।  যে কোনও পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ। শিশু ও প্রবীণ নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ। যেখানে পানীয় জলের অভাব, সেই সব জায়গায় তার ব্যবস্থা করার নির্দেশ।   

West Bengal Live News: এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে চেকিং

 


অভিষেকের কপ্টার চেকিং-বিতর্কের মধ্যেই এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে চেকিং। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর গাড়িতে পুলিশের তল্লাশি। ভেটাগুড়ি থেকে কোচবিহারের পথে দিনহাটায় নিশীথের কনভয়ে চেকিং। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিশীথ প্রামাণিকের কনভয়ে পুলিশের তল্লাশি। রুটিন তল্লাশির সময় নিশীথের কনভয় আসায় চেকিং, দাবি পুলিশ সূত্রে।  

WB Live News: ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ঝাড়গ্রামের সাঁকরাইলে হামলার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা তৃণমূলকে পতাকা টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ। অনুমতি ছাড়াই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি পুলিশের। 

Mamata Banerjee: গোপাল লামার সমর্থনে শিলিগুড়ি শহরে রোড শো  মুখ্যমন্ত্রীর

দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়ি শহরে রোড শো  মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে শেষ হবে ভেনাস মোড়ে। 

Narendra Modi in Balurghat: অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় বাংলার সরকার: মোদি

'সন্দেশখালিতে অপরাধীদের বাঁচাতে চেষ্টা চালিয়ে গিয়েছিল তৃণমূল। অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেয় বাংলার সরকার। আর নাগরিকত্ব দেওয়ার আইনের বিরোধিতা করে। তৃণমূলের কথায় বিভ্রান্ত হবেন না। নিজেদের স্বার্থে মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল: মোদি। 

Narendra Modi Live Updates: বাম ও তৃণমূল বাংলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছে: মোদি

বাম ও তৃণমূল বাংলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছে। আপনাদের স্বপ্নই আমার সংকল্প: মোদি।

Narendra Modi: তৃণমূল আদিবাসী-দলিত মহিলাদের বন্ধক করে রাখতে চায়: মোদি

তৃণমূল আদিবাসী-দলিত মহিলাদের বন্ধক করে রাখতে চায়। এঁরা কেউ তৃণমূলের দাস নন। বিজেপি-তে যাওয়ায় নাকখত দিইয়েছিল: মোদি।

Upper Primary Recruitment: দ্রুত নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

দ্রুত নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার পরেও দীর্ঘ ১০ বছর ধরে ইন্টারভিউ হচ্ছে না বলে অভিযোগ। যত দ্রুত সম্ভব ইন্টারভিয়ের দাবিতে এই তীব্র গরমেও পথে নেমেছেন বলে দাবি। বিড়লা তারামণ্ডল থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে।

Mamata Banerjee News Live Updates: শিলিগুড়ি শহরে রোড শো  মুখ্যমন্ত্রীর

দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়ি শহরে রোড শো  মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে শেষ হবে ভেনাস মোড়ে। 

Primary Recruitment Case: ২০১৬-২০২২ পর্যন্ত ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার সংগ্রহ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে, দাবি CBI-এর

প্রাথমিক দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টের সঙ্গে চার্জশিটের কপিও পেশ করা হল। 'অবৈধভাবে চাকরি পাইয়ে দিতে তৈরি হয়েছিল একটি চক্র। কুন্তল, তাপস-সহ কয়েকজনের মধ্যে অশুভ আঁতাঁত গড়ে উঠেছিল ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত এজেন্টের মাধ্যমে ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার সংগ্রহ। ৮ এজেন্ট দিয়ে ১৪১জনের কাছ থেকে ৪ কোটিরও বেশি তুলেছিল তাপস মণ্ডল', জানাল CBI.

Mamata Banerjee News Live Updates: আমার গাড়ি দেখে বলছে চোর, সুযোগ থাকলে জিভটা কেটে নিতাম: মমতা

'আমার গাড়ি দেখে বলছে চোর, এত বড় সাহস। সুযোগ থাকলে জিভটা কেটে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। বিজেপি বলছে লটকে দেঙ্গে, জনগণ ওদের ঝটকা দেবে। এবার বিজেপি ২০০ পেরোবে না', ময়নাগুড়িতে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Sandeshkhali Case News Live Updates: সন্দেশখালির ঘটনার তদন্তে বসিরহাটে গেল সিবিআই-এর টিম

সন্দেশখালির ঘটনার তদন্তে বসিরহাটে গেল সিবিআই-এর টিম। বসিরহাটের এসপি অফিসে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী টিমের সদস্যরা। সন্দেশখালির ঘটনায় বেশ কিছু তথ্য-প্রমাণ বাজেয়াপ্ত করেছে ন্যাজাট থানা। পুলিশের কাছ থেকে সেইসব নথি-পত্র চেয়ে নোটিস দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। আদালতের নির্দেশে সন্দেশখালির ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।

Mithun Chakraborty: নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে মিঠুন

১৯ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই ৩ জেলায়। জলপাইগুড়ি দিয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট-প্রচার শুরু করলেন মিঠুন চক্রবর্তী। নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে তাঁর জোড়া কর্মসূচি । সকালে পুণ্ডিবাড়িতে রোড শো-র পর  দুপুর ২টো নাগাদ মাথাভাঙায় জনসভা।

Mamata Banerjee: মোদি সরকার থাকলে আগামীদিনে ভারতে আর কোনও নির্বাচন হবে না: মমতা

মোদি সরকার থাকলে আগামীদিনে ভারতে আর কোনও নির্বাচন হবে না। আগামীদিনে ভারতে আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে না। এক দল এক রাষ্ট্রে পরিণত হবে আমাদের দেশ: মমতা।

Mamata Banerjee News Live Updates: যাদের বাড়ি ভেঙেছে তাঁরা বাংলার বাড়ির টাকা পাবেন: মমতা

যাদের বাড়ি ভেঙেছে তাঁরা বাংলার বাড়ির টাকা পাবেন। ডিসেম্বরের আগে ১১ লক্ষ টাকা বাড়ির টাকা দেব, আপনারা আগে পাবেন। 
আমাদের রাজ্যে বিজেপি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলার নেতারা দিল্লিতে গিয়ে টাকা বন্ধ করে দিতে বলছে: মমতা। 

Kolkata Metro Live Updates: অফিস টাইমে মেট্রো বিভ্রাট, দ্রুত ত্রুটি মেরামতের চেষ্টা চলছে

অফিস টাইমে মেট্রো বিভ্রাট। সকাল সাড়ে ১১টার পর থেকে শোভাজার থেকে গড়িয়াগামী মেট্রো বন্ধ। শোভাবাজার মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটি।
দ্রুত ত্রুটি মেরামতের চেষ্টা চলছে মেট্রোর তরফে। 

Kolkata Metro Live Updates: অফিস টাইমে মেট্রো বিভ্রাট, দ্রুত ত্রুটি মেরামতের চেষ্টা চলছে

অফিস টাইমে মেট্রো বিভ্রাট। সকাল সাড়ে ১১টার পর থেকে শোভাজার থেকে গড়িয়াগামী মেট্রো বন্ধ। শোভাবাজার মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটি।
দ্রুত ত্রুটি মেরামতের চেষ্টা চলছে মেট্রোর তরফে। 

Nadia News: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে নদিয়ার তেহট্টে পথ অবরোধ বিজেপি-র

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে নদিয়ার তেহট্টের বেতাইয়ে পথ অবরোধ করে বিজেপি। করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। পরিবারের অভিযোগ, রবিবার রাতে বর্ষবরণের মেলায় যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল বছর ১৬-র ওই কিশোরী। পরে বাড়ি ফিরে দেখা যায়, ঘরেই সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে ওই নাবালিকা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, সেই সময় এক নাবালক-সহ ৩ জনকে  দেখে তাদের আটকে রেখে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। অভিযোগ, অভিযুক্তদের আত্মীয়রা নির্যাতিতার পরিবারের লোকজনকে মারধর করে ৩ জনকে ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গণধর্ষণের অভিযোগ নাবালক-সহ ৩ জনকে গ্রেফতার করে তেহট্ট থানার পুলিশ। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। 


 

WB News Live Updates: সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত অব্যাহত

লোকসভা ভোটের মুখে, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত অব্যাহত।
সাংসদের সঙ্গে কথা বলেও সুরাহা মেলেনি বলে দাবি করেছেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ফলে গতকাল বিকেল থেকে ফের সুবোধ মল্লিক স্কোয়ারে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে ধর্নায় বসেছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কাউন্সিলরের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেও তাঁর ওয়ার্ডে পুরসভার কাজে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন তৃণমূল কর্মী দেবাশিস বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল কর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও, এবার তাঁর প্রতিক্রিয়া মেলেনি। 


 

Mithun Chakraborty News Live Updates: নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে জোড়া কর্মসূচি মিঠুনের

১৯ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই ৩ জেলায়। জলপাইগুড়ি দিয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট-প্রচার শুরু করেছেন মিঠুন চক্রবর্তী।
আজ নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে সকাল ১১টা নাগাদ পুণ্ডিবাড়িতে রোড শো করবেন মিঠুন। এরপর দুপুর ২টো নাগাদ মাথাভাঙায় জনসভা রয়েছে।


 

BJP Diamond Harbour Candidate: অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি

অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি।
এই নিয়ে বাংলায় ৪২ তম প্রার্থী ঘোষণা বিজেপির।

Tapas Roy News Live Updates: সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে সিবিআই-ইডিকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি দিলেন তাপস রায়

রোজভ্যালি কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে সিবিআই-ইডিকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি দিলেন তাপস রায়। পাল্টা তাপস রায়কে নিশানা করলেন শ্রেয়া পাণ্ডে। যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে, প্রতিক্রিয়া দেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

Odisha Bus Accident: ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৫ জনের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৫ জনের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামের বর্ণালি বেরা দাস, ভূপতিনগরের উত্তম মাইতি। পরিবারের দাবি, স্বামী চন্দন দাসের সঙ্গে চিকিৎসা করাতে ভুবনেশ্বরের এইমসে গিয়েছিলেন সর্বাণী বেরা দাস। আজ ভোরে বাড়ি ফেরার কথা ছিল।তার আগেই এই দুর্ঘটনা। হলদিয়া-পুরী রুটের এই বাস নন্দকুমার থেকে ছাড়ে। পয়লা বৈশাখের আগের দিন, শনিবার প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে বাসটি রওনা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভুবনেশ্বর এইমস বা কটকের হাসপাতালে চিকিৎসা করাতে যান। 


 

Odisha Bus Accident: ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৫ জনের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৫ জনের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামের বর্ণালি বেরা দাস, ভূপতিনগরের উত্তম মাইতি। পরিবারের দাবি, স্বামী চন্দন দাসের সঙ্গে চিকিৎসা করাতে ভুবনেশ্বরের এইমসে গিয়েছিলেন সর্বাণী বেরা দাস। আজ ভোরে বাড়ি ফেরার কথা ছিল।তার আগেই এই দুর্ঘটনা। হলদিয়া-পুরী রুটের এই বাস নন্দকুমার থেকে ছাড়ে। পয়লা বৈশাখের আগের দিন, শনিবার প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে বাসটি রওনা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভুবনেশ্বর এইমস বা কটকের হাসপাতালে চিকিৎসা করাতে যান। 


 

Bhupatinagar Blast Case: চার্জশিটে সময়ের হেরফের ঘটানো হয়েছে, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে দাবি NIA-র

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে বিস্ফোরক দাবি করল NIA। রাজ্য পুলিশের দেওয়া চার্জশিটে সময়ের হেরফের ঘটানো হয়েছে বলে দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। NIA সূত্রে দাবি, পুলিশের চার্জশিটে বিস্ফোরণের সময় দেড়ঘণ্টা এগিয়ে দেখানো হয়েছে রাত সাড়ে ৮টা। অথচ ভূপতিনগরে বিস্ফোরণ ঘটে রাত ১০টা নাগাদ। NIA সূত্রে দাবি, বিস্ফোরণের আগে নিহত ২ জনের মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে। তদন্তকারীদের প্রশ্ন, রাত সাড়ে ৮টা বিস্ফোরণ হলে, মৃত দুই ব্যক্তি কীভাবে ১০টার কিছু আগে ফোনে কথা বললেন? NIA-র তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের ঘটনায় কাউকে আড়াল করার চেষ্টা করছে ধৃতরা। দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে টানা জেরা করে বিস্ফোরণে আর কারা যুক্ত, তার হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের চার্জশিটে সময়ের গরমিলের কথা এবং ধৃতদের তথ্য গোপনের চেষ্টার বিষয়টি আদালতেও জানানো হয়েছে বলে NIA সূত্রে খবর। 


 

Lok Sabha Elections Live Updates: আজ জলপাইগুড়িতে সভা মমতার, কোচবিহারে অভিষেকের

১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। আগামীকাল শেষ প্রচার। তার আগে আজ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ির শালবাড়িতে বেলা ১২টা নাগাদ সভা করার কথা। এরপর দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়ি শহরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে শেষ হবে ভেনাস মোড়ে। অন্যদিকে, কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার সমর্থনে দুপুরে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে আলিপুরদুয়ার শহরে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


 

Minakhan News Live Updates: সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়

সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল রাতে মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। মিনাখাঁর চাঁপালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী, তৃণমূল কর্মী আহাদ আলি-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত চড়কমেলায় অশান্তির ঘটনাকে কেন্দ্র করে। এই নিয়ে গতকাল সালিশি সভা ডাকা হয়। সভায় বিজেপি কর্মীরা হাজির না হওয়ায়, তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, এক মহিলার হাত ভেঙে দেওয়া হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


 

Dinhata News Live Updates: দিনহাটার দুটি জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে দিনহাটার দুটি জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটার শালমারা এলাকায় বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, গতকাল দিনহাটার ওকড়াবাড়িতে পথসভা চলাকালীন আলো বন্ধ করে বিজেপি কর্মীদের পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাতে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। দুটি ঘটনাতেই তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Hiran Chatterjee News Live Updates: 'আমি দলকে জানিয়েই গিয়েছিলাম, উনিই ডেকেছিলেন', অভিষেকের দাবিতে পাল্টা হিরণ

আমি দলকে জানিয়েই গিয়েছিলাম। উনি বলছেন, উনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন! কিন্তু উনিই বার বার ফোন করে ডেকেছিলেন। গিয়েছি, মিটিং করেছি, কথা বলেছি, শুনেছি। কিন্তু কেন গিয়েছি? বার বার আমাকে ফোন করে ডেকেছেন উনি। যেদিন সিসিটিভি ফুটেজ দেবেন উনি, আমিও সমস্ত প্রমাণ দেব যে কতবার উনি ডেকেছেন, কতবার ফোন করেছেন, কী কী বলেছেন: হিরণ।

Garden Reach Hospital Fire: গার্ডেনরিচে রেল হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

গার্ডেনরিচে রেল হাসপাতালে আগুন। বিএনআর হাসপাতালের এক্স রে রুমে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।

WB Weather Updates: উত্তরে বৃষ্টি আর রোদে পুড়বে দক্ষিণবঙ্গ, ৭ জেলায় পারদ ৪০ ডিগ্রির ওপরে

উত্তরে বৃষ্টি আর রোদে পুড়বে দক্ষিণবঙ্গ। পশ্চিম বর্ধমানের পানাগড়ে ৪২ ডিগ্রি পেরোল পারদ। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া, দুই জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রির ওপরে। ৭ জেলায় পারদ ৪০ ডিগ্রির ওপরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৮.৭, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্র ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে পারে লু। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের ৮-১০টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গরমের হাত থেকে বাঁচতে বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হালকা পোশাক এবং ছাতা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল ORS বা লেবুজল খাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


 

Daribhit Case Live Updates: দাড়িভিট মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন রাজ্য়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডি

হাইকোর্টের নির্দেশে অবশেষে দাড়িভিট মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন রাজ্য়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডি। আমরা জানি আপনাদের ওপর চাপ থাকে। তবে চেয়ারের সম্মান রাখতে হবে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির উদ্দেশে মন্তব্য় বিচারপতি রাজাশেখর মান্থার। এনআইএকে অনেক তথ্য হস্তন্তর করা হয়েছে, হাইকোর্টে জানাল রাজ্য় সরকার। 

Modi-Mamata News Live Updates: উত্তরবঙ্গে আজ মোদি বনাম মমতা, দুই দিনাজপুরে জোড়া সভা মোদির,

উত্তরবঙ্গে আজ মোদি বনাম মমতা। দুই দিনাজপুরে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দুপুর আড়াইটেয় প্রথম সভাটি হবে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে। এরপর বিকেল সওয়া ৪টে নাগাদ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে রায়গঞ্জের গোয়ালপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। 


 

Jalpaiguri Compensaxtion: ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অনুমতি আগেই দিয়েছে কমিশন, মানুষকে বোকা বানাচ্ছে তৃণমূল, দাবি শুভেন্দুর

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অনুমতি আগেই দিয়েছে নির্বাচন কমিশন। মানুষকে বোকা বানাচ্ছে তৃণমূল। সিইও-কে পাঠানো চিঠি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে দাবি করলেন শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্য় নয়, নতুন কন্সট্রাকশন করতে দিচ্ছে না কমিশন, পাল্টা দাবি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের।  

Narendra Modi: নির্বাচনী বন্ড বিতর্কে মুখ খুললেন নরেন্দ্র মোদি

ইলেক্টোরাল বন্ড বিতর্কে মুখ খুললেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ইলেক্টোরাল বন্ড না থাকলে, কোন ব্যবস্থায়, টাকা কোথা থেকে এসেছে, আর কোথায় গেছে তা খুঁজে বের করবে কে। এনিয়ে পাল্টা, মোদিকে কটাক্ষ করেছে বিরোধীরা।

প্রেক্ষাপট

নির্বাচনী বন্ড বিতর্ক মুখ খুললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, "ভাল হয়েছে, বন্ডের মাধ্যমে অন্তত কারা টাকা দিয়েছে সেটা জানা যাচ্ছে।" (Electoral Bond)


 ১৬টি কোম্পানির দেওয়া মাত্র ৩৭ শতাংশ টাকা বিজেপি পেয়েছে, বাকি ৬৩ শতাংশ টাকা পেয়েছে বিরোধীরা, দাবি মোদির।
 


নির্বাচনী বন্ড নিয়ে মোদিকে পাল্টা জবাব রাহুল গাঁধীর। তাঁর কথায়, "সিবিআই সমন পেয়ে নির্বাচনী বন্ডে টাকা বিজেপি-কে। নির্বাচনী বন্ড সব চেয়ে বড় দুর্নীতি।" (Rahul Gandhi)


ইডি যত মামলার তদন্ত করছে, তার মাত্র ৩ শতাংশ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, এজেন্সির অপব্যবহারের অভিযোগ খারিজ মোদির। পাল্টা আক্রমণ বিরোধীদের।


কতজন বিরোধী নেতা জেলে? যে পাপ করে সেই ভয় পায়, এজেন্সির রাজ নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব মোদির। 


 দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। ২০১৪-র আগে বাজেয়াপ্ত মাত্র ৩৪ লক্ষ টাকা। গত ১০ বছরে বাজেয়াপ্ত ২২০০ কোটি। ইডি সঠিক কাজ করছে, এটাই তার প্রমাণ, দাবি প্রধানমন্ত্রীর।


'এখনও পর্যন্ত যা হয়েছে, সেটা ট্রেলার', ভোটের মুখে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। 'কাউকে ভয় দেখানোর রাজনীতি করি না', দাবি নরেন্দ্র মোদির। 


৩ বছর ধরে টাকা না দিয়ে দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। পারলে শ্বেতপত্র প্রকাশ করুন। কোচবিহার থেকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। (Mamata Banerjee)


'তল্লাশিতে আপত্তি নেই, ট্রায়াল রানে কেন বাধা? আইনি পদক্ষেপ করব', কপ্টারে তল্লাশি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। রিপোর্ট তলব কমিশনের। (Election Commission)


'হেলিকপ্টারে নাকি টাকা-সোনা আছে। আমরা ওসব করি না, বিজেপি করে', অভিষেকের কপ্টারে তল্লাশির অভিযোগে আক্রমণে মমতা। 'আইন সবার জন্য সমান', পাল্টা শুভেন্দু।


কপ্টার বিতর্কের পর হলদিয়া উড়ে গেলেন অভিষেক। পরিস্থিতি খতিয়ে দেখতে বেহালা ফ্লাইং ক্লাবে নির্বাচন কমিশনের টিম। 


শুধু অভিষেক নয়, রাহুল গাঁধীর কপ্টারেও নজর নির্বাচন কমিশনের। তামিলনাড়ুর নীলগিরিতে নামার পরই ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর হেলিকপ্টারে তল্লাশি। 'মোদির কপ্টারও দেখুক', প্রতিক্রিয়া অধীরের।


ভোটের মুখে অপসারিত আরেক আইপিএস। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে সরাল কমিশন। ৩ জনের নাম পাঠাল রাজ্য। বিজেপির কথায় বদল,অভিযোগ মমতার। পাল্টা নিশানা বিজেপির। 


কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের। হারের ভয়ে অজুহাত। আগে অবসরের পর নির্বাচন কমিশনারকে মন্ত্রীও করা হয়েছে। পাল্টা জবাব মোদির।


টহিংসা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট বানচালের চেষ্টা করবে বিজেপিট, ভোটের চারদিন আগে কোচবিহারে আশঙ্কা মমতার। রামনবমীর দিন প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ।


হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। ২০০ জনের বেশি জমায়েত নয়। অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা। প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। রুট বেঁধে নির্দেশ বিচারপতির।


দেড় মাসে ৭ বার। ভোটের মুখে ফের বঙ্গে প্রচারে নরেন্দ্র মোদি। দলীয় প্রার্থীর সমর্থনে আজ বালুরঘাট ও রায়গঞ্জে সভা প্রধানমন্ত্রীর। 


পুরী থেকে হলদিয়া ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। জাজপুরে ব্রিজ থেকে নীচে পড়ল বাস। মৃত ৫, আহত ৩৫। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা সাহায্য় ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর।  


ইতিহাস গড়ল মোহনবাগান। মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলার যোগ্যতা অর্জন মোহনবাগানের। শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.