West Bengal News Live Updates: লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 04 Feb 2024 11:30 PM
WB News Live Updates: সিটু-র ধর্নামঞ্চে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

রানিগঞ্জে এক ধর্নামঞ্চে সিপিএম ও বিজেপি। সিটু-র ধর্নামঞ্চে সামিল হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে গত ৩০ জানুয়ারি, রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। প্রতিবাদে শ্রমিকদের নিয়ে ধর্নায় বসে সিপিএমের শ্রমিক সংগঠন। এদিন তাদের ধর্নামঞ্চে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সিটু-র দাবি, রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রমিক-স্বার্থে বিধায়ক হিসেবে ওঁকে স্বাগত। তৃণমূল নেতারা এখানে কাটমানি খেয়ে বসে আছেন। তাই ধর্নামঞ্চে শাসকদল অনুপস্থিত, কটাক্ষ বিজেপি বিধায়কের। সামনে ভোট, তাই শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে সিপিএম-বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের।

WB News Live: লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি

লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রী, দিলীপ ঘোষ, রাহুল সিন্হা। তবে নাম নেই মিঠুন চক্রবর্তীর। সংগঠন নেই, বিজেপিকে খোঁচা তৃণমূলের।

WB News Live Updates: মাধ্যমিক থেকে শিক্ষা, এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর

মাধ্যমিক থেকে শিক্ষা। এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। প্রশ্নপত্রের ডানদিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।  সেখানে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। সেটা যাতে ছাত্র-ছাত্রীরা করেন, তা নিশ্চিত করতে হবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।

WB News Live: অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' হুঁশিয়ারি কুণালের গলায়

এবার কুণালের মুখে 'কেষ্ট-বাণী'! অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' হুঁশিয়ারি কুণালের গলায়। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে, তার জবাব দেওয়া হবে'। 'ভোটে লড়াই করে জেতার ক্ষমতা নেই, সিবিআই-ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে'। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে-আসলে উসুল হবে'। 'তৃণমূলের কর্মীরা তৈরি, নেত্রীকে নাম ধরে কুৎসা করবে, আমরা কী রসগোল্লা খাওয়াব!' রেড রোডের ধর্নামঞ্চ থেকে হুঙ্কার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গলায়।

WB News Live Updates: বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুগলিতে ধুন্ধুমার

বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুগলিতে ধুন্ধুমার । পুলিশের সঙ্গে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের ধস্তাধস্তি । আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ, অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলে তুলকালাম।

WB News Live: প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ, প্রতিবাদে পথে বিজেপি

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ,  প্রতিবাদে পথে বিজেপি। মুরলীধর সেন লেন থেকে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ পর্যন্ত হল প্রতিবাদ মিছিল। 

WB News Live Updates: মালবাজারে তৃণমূলের শ্রমিক নেতার রহস্যমৃত্যু, উদ্ধার রক্তাক্ত দেহ

মালবাজারে তৃণমূলের শ্রমিক নেতার রহস্যমৃত্যু, উদ্ধার রক্তাক্ত দেহ। ২ দিন নিখোঁজ থাকার পর চাবাগানের শ্রমিক সংগঠনের নেতার মৃতদেহ উদ্ধার। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবার ও তৃণমূল কংগ্রেসের। মালবাজার-শিলিগুড়ি রাস্তা অবরোধ করে বিক্ষোভ । ২ জনকে আটক করা হয়েছে, জানাল পুলিশ। খুনের অভিযোগ অস্বীকার বিজেপির।

WB News Live: ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের ২১ লক্ষ বঞ্চিত শ্রমিককে বকেয়া মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর, আক্রমণে শুভেন্দু

২১ ফেব্রুয়ারি ১০০ দিনের ২১ লক্ষ বঞ্চিত শ্রমিককে বকেয়া মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর, আক্রমণে শুভেন্দু। 'তৃণমূলের চোরেরা সমস্ত গ্রাম পঞ্চায়েতে ৮০ শতাংশ ভুয়ো বিল করে রেখেছে'। 'হাইকোর্টের নির্দেশে চার সদস্যের দল তদন্ত করলেই ভুয়ো বিল ধরা পড়বে'। 'এটা শিক্ষা-কয়লা-গরু-রেশনের মতো বড়সড় দুর্নীতি, তদন্ত রিপোর্ট জমা পড়লেই তা স্পষ্ট হবে'। 'এই টাকা আসবে কোথা থেকে?' 'অর্থ দফতরের লোকেরাই বলেছেন, মুখ্যমন্ত্রী ৭ তারিখের আগে অতিরিক্ত লোনের আবেদন করতে বলেছেন'। 'চোর ঠিকাদারদের সেই টাকা দিয়ে লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস'।আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

WB News Live Updates: 'দল থাকলেই রোজগার হবে', তৃণমূল নেতা-কর্মীদের হুঁশিয়ারি লাভলির

'মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না'। 'যে বুথের ফল খারাপ হবে, লিড পাব না, সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য, সবাইকে ইস্তফা দিতে হবে'। 'গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে, এটা চলবে না'। 'দল থাকলেই রোজগার হবে, কে কীভাবে রোজগার করেন সব জানা আছে'। তৃণমূল নেতা-কর্মীদের হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের

WB News Live: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, মমতার দু'দিনের ধর্নায় দেখা গেল না অভিষেককে

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দু'দিনের ধর্নায় দেখা গেল না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। এখনও পর্যন্ত আসেননি যুব তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চেও। এর আগে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে, রাজভবনের সামনে ধর্না দিয়েছিলেন তিনি। সেই ধর্না প্রত্য়াহার প্রসঙ্গে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে কি অভিমানেই তৃণমূলনেত্রীর ধর্নায় গরহাজির থাকলেন তিনি? শুরু হয়েছে জল্পনা।

TMC on CAG Report: বাম আমলের দায় তৃণমূল সরকার নেবে কেন? CAG রিপোর্ট নিয়ে রাজ্য সরকার

'২০০২-০৩ থেকে কেন্দ্রের টাকা খরচের খতিয়ান ক্যাগ রিপোর্টে উল্লেখ। বাম আমলের দায় তৃণমূল সরকার নেবে কেন? ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের নির্দিষ্ট দফতরে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে এসেছে। ক্যাগ যে ভাবে রিপোর্ট পেশ করেছে, তাকে হাতিয়ার করে মিথ্যাচার করছে বিরোধীরা', দাবি রাজ্য সরকারের।

Suvendu Adhikari: ৭ হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর

'৭ তারিখের আগে ৭ হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী। অর্থ দফতরের লোকেরাই নোট পাঠিয়েছেন', 
বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, অর্থ দফতরের বাজেট সেলকে অতিরিক্ত ৭ হাজার কোটি টাকা ঋণের আবেদনের নির্দেশ। লোকসভা ভোটের আগে এই টাকা দিয়ে নির্বাচনী তহবিল গড়বে তৃণমূল। রাজ্যের অর্থনীতিকে শেষ করে গ্রামবাংলার ভোট নিয়ন্ত্রণের ছক কষছে রাজ্যের শাসক দল। 

Lovely Maitra: কে, কোন উপায়ে রোজগার করেন, সব জানা আছে, বললেন লাভলি

লোকসভা নির্বাচনের আগে প্রতাপগড়ে তৃণমূলেরর বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে দলের একাংশের সমালোচনায় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। যেই বুথের ফল খারাপ হবে, সেই বুথ থেকে সভাপতি থেকে সদস্য সবাইকে ইস্তফা দিতে হবে বলে হুঁশিয়ারি বিধায়কের। দল থাকলেই রোজগার হবে, কে কিভাবে রোজকার করেন সব তাঁর জানা বলেও দলের একাংশকে সতর্ক করেন তৃণমূল বিধায়ক। 

Firhad hakim: 'প্রোমোশন পেতে তাঁবেদারি করছেন', মোদিকে কৃষ্ণের সঙ্গে তুলনা করায় রাজ্যপালকে কটাক্ষ ফিরহাদের

কৃষ্ণের সঙ্গে মোদির তুলনা রাজ্যপালের, আক্রমণে তৃণমূল। 'এঁরা পদে থাকতে তাঁবেদারির এমন পর্যায়ে যাচ্ছেন, যে ভগবানকেও ছাড়ছেন না। কখনও রামের সঙ্গে, কখনও কৃষ্ণের সঙ্গে তুলনা করছেন। ধনকড় সাহেবের দেখানো পদে প্রোমোশন পেতে তাঁবেদারি করছেন', রাজ্যপালকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। 

Kolkata News: শনিবার বেলেঘাটায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বাড়ির সামনে দরবার চাকরিপ্রার্থীদের

শনিবার বেলেঘাটায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বাড়ির সামনে দরবার চাকরিপ্রার্থীদের। ঢাকুরিয়ায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বাড়ির সামনে হাজির হন চাকরিপ্রার্থীদের। বেলেঘাটা, ঢাকুরিয়া থেকে সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের কাছেও যান চাকরিপ্রার্থীরা। কারও দেখা না পেলেও, পুলিশের কাছে ডেপুটেশন দেন  চাকরিপ্রার্থীরা। 

Dev Resigns from Govt Post: ঘাটালে সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দেবের, এবার পথে নামল বিজেপি

ঘাটালে সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দেবের, এবার পথে নামল বিজেপি। 'দুর্নীতি আড়াল করতে সরকারি পদ থেকে ইস্তফা', দাবি ঘাটালের বিজেপি বিধায়কের। ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে শীতল কপাটের নেতৃত্বে পোস্টার হাতে মিছিল বিজেপির। 

Aditi Gayen: যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের বোন অদিতির

যোগ্য ব্যক্তিরা স্থান পায় না। অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়।এক্স হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন।

WB News Live Updates: পূর্ব মেদিনীপুর ময়নায় ফের আক্রান্ত পুলিশ

নদিয়ার ভীমপুরের পর এবার পূর্ব মেদিনীপুর ময়নার বাকচা। ফের আক্রান্ত পুলিশ। নাইট পেট্রোলিং চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, ডাবের খোলা ছুড়ে মারার অভিযোগ। বাঁশ দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির কাচ। ঘটনায় আহত ময়না থানার এক ASI-সহ চার পুলিশ কর্মী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা হামলা চালাল, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। 


 

WB News Live: হাইকোর্টের নির্দেশের পরেই দলবদলু পঞ্চায়েত প্রধানের সদস্য পদ খারিজ হল

দল বদলে তৃণমূলে গিয়েও শেষ রক্ষা হল না। হাইকোর্টের নির্দেশের পরেই দলবদলু পঞ্চায়েত প্রধানের সদস্য পদ খারিজ করলেন মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও। দলত্যাগ বিরোধী আইনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া প্রধানের সদস্য পদই খারিজ হয়ে গেল। মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌ দাস সরকার, কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছিলেন। বোর্ড গঠনের আগে দলবদল করে চলে যান তৃণমূলে। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস। এবার দলবদলু প্রধানের সদস্য পদই খারিজ হওয়ায় উৎসবের আবহ কংগ্রেস শিবিরে। মন্তব্য এড়িয়েছেন প্রাক্তন প্রধান। বিশ্বাসঘাতকতার পরাজয় হয়েছে, এবার তারাই বোর্ড গড়বে বলে দাবি করেছে কংগ্রেস। ফের প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের।


 

Sukanta Majumdar: 'দেবের উচিত অসৎ সঙ্গ ছেড়ে আসা', বললেন সুকান্ত

'সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, দেবের উচিত অসৎ সঙ্গ ছেড়ে আসা', খোঁচা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।


 

DA Agitation: ধর্মতলায় শহিদ মিনার থেকে আচমকাই খুলে নেওয়া হচ্ছে DA ধর্নামঞ্চ

ধর্মতলায় শহিদ মিনার থেকে আচমকাই খুলে নেওয়া হচ্ছে DA ধর্নামঞ্চ। মঞ্চ খোলার কাজ করছে ডেকরেটর্স সংস্থা। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, রাজ্য সরকারের চক্রান্ত এবং পুলিশের চাপেই ডেকরেটর মঞ্চ খুলে নিতে বাধ্য হচ্ছেন। বকেয়া DA-র দাবিতে ধর্নার আজ ৩৭৮ দিন। ১৬ দিন ধরে ধর্নামঞ্চে অনশন করছেন DA-আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা।

Raniganj News: রানিগঞ্জে এক ধর্নামঞ্চে সিপিএম ও বিজেপি

রানিগঞ্জে এক ধর্নামঞ্চে সিপিএম ও বিজেপি। সিটুর ধর্নামঞ্চে সামিল হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে গত ৩০ জানুয়ারি, রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। প্রতিবাদে শ্রমিকদের নিয়ে ধর্নায় বসে সিপিএমের শ্রমিক সংগঠন। এদিন তাদের ধর্নামঞ্চে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। 


 

Malda News: হরিশ্চন্দ্রপুরে রেশন পাচারের অভিযোগ উঠল, খোঁজ নেই ডিলারের

দীর্ঘ দু’মাস ধরে মিলছে না রেশন। উল্টে চড়া দামে রেশন সামগ্রী বাইরে পাচার করছেন রেশন ডিলার। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ পেলেও রেশন নিতে গেলে হয়রান করা হচ্ছে। রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই মালদার হরিশ্চন্দ্রপুরে রেশন পাচারের অভিযোগ উঠল। বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগের তির হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিংহর দিকে। বিডিও-র
নির্দেশে রেশন ডিলারের খোঁজে তাঁর বাড়িতে যান খাদ্য দফতরের
নিয়ামক। কিন্তু খোঁজ মেলেনি রেশন ডিলারের। এই নিয়ে খাদ্য দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা তোপ দেগেছে শাসকদল। 


 

Malda News Live Updates: ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্য়ার মুণ্ডহীন দেহ উদ্ধার, নিহতের বাড়িতে সুকান্ত

মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্য়ার মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় এবার নিহতের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার।
নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এর আগে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখায় বিজেপি।


 

Hiranmoy Chatterjee: 'হারবেন জেনেই ভোটে দাঁড়াতে চাইছেন না', দেবকে নিয়ে বললেন হিরণ

জল্পনা বাড়িয়ে হঠাৎ তিনটি সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ। লোকসভা ভোটের মুখে হঠাৎ কেন কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের ইস্তফা? উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ নিয়ে দেবের প্রতিক্রিয়া মেলেনি।
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ও আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বিলম্বে বোধোদয়। উনি ভাল অভিনেতা, কিন্তু রাজনীতি করতে হলে চব্বিশ ঘণ্টা মানুষের কাজ করতে হবে। ১০ বছরে কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওঁর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি।  

Barasat Bar Association: বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কংগ্রেস-বাম জোটের কাছে পরাজিত তৃণমূল

বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কংগ্রেস-বাম জোটের কাছে পরাজিত তৃণমূল। নয়-আট ব্যবধান জয়লাভ করেছে জোট। এবারও বিজেপি দাঁত ফটাতে পারেনি নির্বাচনে। বারাসাত বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ১৭ টি আসনের মধ্যে আটটি আসনে জয়ী  তৃণমূল।

Birbhum News: লোকসভা ভোটের আগে বীরভূমে ফের প্রকাশ্য়ে তৃণমূলের কোন্দল

লোকসভা ভোটের আগে বীরভূমে ফের প্রকাশ্য়ে এল তৃণমূলের কোন্দল! গরু পাচার মামলায় জেলবন্দি কেষ্টর জেলায় দলের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন তৃণমূলেরই আরেক নেতা! শ্য়ামল গায়েন ও মৃণালকান্তি ঘোষকে খয়রাশোল ব্লক কোর কমিটির যুগ্ম আহ্বায়ক করায় পদত্য়াগ করলেন ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী।

CV Ananda Bose: কৃষ্ণের সঙ্গে এবার নরেন্দ্র মোদির তুলনা রাজ্যপালের 

কৃষ্ণের সঙ্গে এবার নরেন্দ্র মোদির তুলনা রাজ্যপালের  সিভি আনন্দ বোসের। বললেন, 'শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইরকমভাবে নরেন্দ্র মোদি আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে।"

Kolkata News Live: আইএসএল খেলুক মহমেডান স্পোর্টিং, চান মমতা বন্দ্যোপাধ্যায়

আইএসএল খেলুক মহমেডান স্পোর্টিং, চান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এদিন মহমেডান ক্লাবকর্তাদের সঙ্গে আলোচনাও হয়েছে তাঁর। এদিনই মহমেডান স্পোর্টিং ক্লাবে যান মুখ্যমন্ত্রী। সেখানেই ক্লাবকর্তা ও ইনভেস্টরের সঙ্গে এ-নিয়ে আলোচনা হয়। ক্লাবকর্তা আমিরুদ্দিন ববি জানিয়েছেন, আইএসএল খেলতে গেলে শুধুমাত্র আইলিগ জিতলেই হবে না, খরচ জোগাতে প্রয়োজন পড়বে আরও ইনভেস্টরেরও। কীভাবে ক্লাবের সঙ্গে আরও ইনভেস্টর যুক্ত করা যায়, তা নিয়েই আলোচনা হয়। 

Mamata Banerjee: 'আমি অল আউট খেলাই খেলব, অল আউট জিতব', ধর্নামঞ্চ থেকে মমতা

বাংলায় বিজেপি-বিরোধী জোট না হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন, আর গতকাল রেড রোডের ধর্না-মঞ্চ থেকে তৃণমূলনেত্রীর মুখে শোনা গেল অল আউট লড়াইয়ের কথা। তিনি বলেন, আমি অল আউট খেলাই খেলব, অল আউট জিতব।

প্রেক্ষাপট

১। জল্পনা বাড়িয়ে আচমকা তিন কমিটি থেকে দেবের (Dev) পদত্যাগ। ঘাটাল হাসপাতাল, রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের, বীরসিংহ উন্নয়ন পর্ষদের পদ থেকে ইস্তফা তৃণমূল (TMC) সাংসদের। (Deepak Adhikari)

২। লোকসভা নির্বাচনের আগে আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানালেন, ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের ২১ লক্ষ শ্রমিককে টাকা দেবে রাজ্য। 'কেন্দ্র তো আগেই টাকা দিয়েছে, এতদিন কেন দেননি'? পাল্টা দিলীপ ঘোষ। (Dilip Ghosh)

৩। বঙ্গে জোটে জল, একলা চলোর পর এবার অল আউট খেলে জেতার হুঙ্কার তৃণমূল নেত্রীর। বিজেপির সঙ্গে সেটিং-তত্ত্বে আক্রমণে কংগ্রেস। বিরোধী ভোট ভাগের কৌশল, খোঁচা শুভেন্দু অধিকারীর।- (Suvendu Adhikari)

৪। কংগ্রেস ৪০ আসন পাবে কি না, সন্দেহ তৃণমূলনেত্রীর। ভুল প্রমাণিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, জোট বার্তা জারি রেখেও চ্যালেঞ্জ জয়রাম রমেশের।

৫। কৃষ্ণের সঙ্গে মোদির তুলনা রাজ্যপালের! সিভি আনন্দ বললেন, "শ্রীকৃষ্ণ ছিলেন বলে অর্জুনের রথের ক্ষতি হয়নি, তেমনই মোদি আছেন বলে ভারতের মতো রথের কোনও ক্ষতি হচ্ছে না।" 

৬। জগদীপ ধনকড়কে অনুসরণ করে মোদির পদলেহন, রাজ্যপালকে নিশানা শান্তনুর। মমতার কাছেই হাতেখড়ি, পাল্টা শমীক। পদ ঠিক রাখতে মমতার পর মোদির প্রশংসা, কটাক্ষ বাম-কংগ্রেসের।

৭। রাজ্যসভার ভোটে এবার বাংলা থেকে প্রার্থী দিচ্ছে বিজেপি। ৫টি আসনের মধ্যে একটিতে লড়াই, জানালেন শুভেন্দু। ৪-৫জনের নামের তালিকা গেল দিল্লিতে।

৮। গোটা নিয়োগ দুর্নীতিতে পার্থর ছবি, আড়ালে থেকেই নাড়তেন কলকাঠি, সামিল না হলেই অফিসারদের বাধ্য করা হত পদত্যাগ করতে, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের।

৯। নিয়োগের জন্য দিনের পর দিন অপেক্ষা। ডায়মন্ড হারবারে ফের মাথায় চুল কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীর। 

১০ । সিএএ কার্যকর হবেই, ডেডলাইন পিছিয়ে ফের হুঙ্কার শান্তনু ঠাকুরের। বললেন, আগামী ৭দিনে প্রসেস কমপ্লিট, কিছুদিন পরেই সিএএ কার্যকর। 'বাংলায় করতে দেব না', পাল্টা মমতা।

১১। ২৯ দিন ধরে বেপাত্তা তৃণমূল নেতা। আগাম জামিন-মামলার শুনানির আগে শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিস পাঠাল ইডি। ৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ।

১২। ভোটে জিততে এজেন্সির অপব্যবহার বিজেপির। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে আক্রমণে মমতা। রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, আতঙ্কে আর্তনাদ, পাল্টা শুভেন্দু।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.