West Bengal News LIVE Updates:লোকসভা ভোটে প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 02 Mar 2024 11:23 PM
WB News LIVE Updates: সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী

সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী। 'কানা হোক, খোঁড়া হোক, তৃণমূলের প্রতীক থাকলে তাঁকেই ভোট দিন। যাঁর কাছে তৃণমূলের প্রতীক, তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। কারও মধ্যে কোনও ভেদাভেদ থাকলে উপেক্ষা করুন। দল বাঁচলে সবাই বাঁচবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবীন-প্রবীণের সমন্বয় রাখার চেষ্টা করেছেন', দলে দ্বন্দ্বের মধ্যেই ডেবরায় বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। 

WB News LIVE Updates:ফের তৃণমূলকে আক্রমণে দুর্নীতিকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী

ফের তৃণমূলকে আক্রমণে দুর্নীতিকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। বললেন, তৃণমূলের অর্থই এখন বদলে গেছে। তৃণমূল মানে তু ম্যায় অউর করাপশন হি করাপশন। তৃণমূল যখন ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে, এদিন তখন ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড তৈরিরও বিস্ফোরক অভিযোগ করেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দিয়েছে রাজ্য়ের শাসকদলও। 

West Bengal News LIVE Updates: নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার

নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার। ১ মাস ৫ দিন পর অভিযুক্ত সৈয়দ ইমতিয়াজ আহমেদ গ্রেফতার। কামালগাজি থেকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। 

WB News LIVE Updates: সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী

সুদীপকে কুণাল-তাপসের আক্রমণের মধ্যেই মুখ খুললেন সুব্রত বক্সী। 'কানা হোক, খোঁড়া হোক, তৃণমূলের প্রতীক থাকলে তাঁকেই ভোট দিন। যাঁর কাছে তৃণমূলের প্রতীক, তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। কারও মধ্যে কোনও ভেদাভেদ থাকলে উপেক্ষা করুন। দল বাঁচলে সবাই বাঁচবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবীন-প্রবীণের সমন্বয় রাখার চেষ্টা করেছেন', দলে দ্বন্দ্বের মধ্যেই ডেবরায় বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। 

West Bengal News LIVE Updates: মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল: সূত্র

মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল: সূত্র। রাজ্য সাধারণ সম্পাদক পদে কুণালের ইস্তফা এখনও গৃহীত হয়নি: সূত্র। 'রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাপত্র গ্রহণ করা হোক'। দলীয় পদে থাকতে না চেয়ে আর্জি কুণাল ঘোষের। শুধু কর্মী হিসেবেই থাকতে চাই, সোশাল মিডিয়ায় পোস্ট কুণালের। 

Lok Sabha Elections 2024: বাংলার ২০টি আসনে প্রার্থী কারা ?

আলিপুরদুয়ার: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বালুরঘাট: বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
কোচবিহার: বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
মালদা দক্ষিণ: বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী
মালদা উত্তর: বিজেপি প্রার্থী খগেন মুর্মু
মুর্শিদাবাদ: বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ
বহরমপুর: বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা
বাঁকুড়া: বিজেপি প্রার্থী সুভাষ সরকার
বিষ্ণুপুর: বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বোলপুর: বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
কাঁথি: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
রানাঘাট: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
হুগলি: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
পুরুলিয়া: বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো
যাদবপুর: বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগর: বিজেপি প্রার্থী অশোক কান্ডারি  
বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
ঘাটাল: বিজেপি প্রার্থী হিরণ
আসানসোল: বিজেপি প্রার্থী পবন সিংহ
হাওড়া: বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী

Lok Sabha Polls 2024: লোকসভা ভোটে প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ

বারাণসী থেকে তৃতীয়বার বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফায় ১৯৫ প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির। প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ। কেরলের ১২টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করা হচ্ছে। প্রথম দফায় উত্তরপ্রদেশে ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা হবে। প্রথম দফার প্রার্থীতালিকায় ২৮ জন মহিলা। 

West Bengal News LIVE Updates: লোকসভা ভোটে আজই প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি

সন্ধে ৬: দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক। লোকসভা ভোটে আজই প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি: সূত্র । প্রথম দফায় শতাধিক বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা

WB News LIVE Updates: লোকসভা ভোটের মুখে উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর

লোকসভা ভোটের মুখে উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন নিয়ে কংগ্রেস-সিপিএমের সঙ্গে তৃণমূলের বচসা, হাতাহাতি। আর এর মাঝে পড়ে জখম হরিশ্চন্দ্রপুরের ১ নং ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। রাস্তার শিলান্যাস না করেই ফিরতে হল জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের। 

West Bengal News LIVE Updates:কুণালের পর ফের তাপস, নিশানায় সুদীপ

কুণালের পর ফের তাপস, নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। শাহজাহান বলে আক্রমণের পরে আরও চড়া সুর কুণালের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালির দালাল বলে আক্রমণ। দলেরই লোকসভার দলনেতাকে ফের গ্রেফতারের দাবি কুণালের! বাড়িতে ইডির তল্লাশি, সুদীপের চক্রান্তের অভিযোগ তাপসের। দলেরই সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক। তৃণমূলে থেকেই বিজেপির সঙ্গে আঁতাঁতের বিস্ফোরক অভিযোগ। ভোটে জিতলে গোহারা হারবেন সুদীপ, আক্রমণে তাপস রায়। 

WB News LIVE Updates: বসিরহাটে এসপি অফিস অভিযানে ডিওয়াইএফআই

সন্দেশখালি ইস্যুতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বসিরহাটে এসপি অফিস অভিযানে ডিওয়াইএফআই। নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায়।

West Bengal News LIVE Updates: দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধে ৬টায় বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার
চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার কলকাতায় এসে পৌঁছবেন কাল রাতে। ফুল বেঞ্চে থাকছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ মোট ১৩ জনের টিম। সোমবার সকাল  সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। 

WB News LIVE Updates: পদ ছাড়লেও উত্তর কলকাতায় তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি মিছিলে কুণাল ঘোষ

পদ ছাড়লেও উত্তর কলকাতায় তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি মিছিলে কুণাল ঘোষ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই মিছিল করল তৃণমূল। সোশাল মিডিয়ায় আক্রমণ করলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্যামেরার সামনে মুখ খুললেন না কুণাল।

West Bengal News LIVE Updates: রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন অভিষেক

রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন অভিষেক। ১৪ মার্চ থেকে 'জন গর্জন সভা' শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১৪ মার্চ জলপাইগুড়িতে সভা করবেন অভিষেক।

WB News LIVE Updates: 'তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে', আক্রমণে মোদি

কৃষ্ণনগরের সভায় কটাক্ষ নরেন্দ্র মোদির। তিনি বলেন, 'তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে। কিন্তু বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে। কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে। এখন তৃণমূলের অর্থ হল তু, ম্যায় অউর করাপশন'। 

West Bengal News LIVE Updates: কৃষ্ণনগরের সভার পর সুকান্ত-শুভেন্দুর সঙ্গে আলাদা বৈঠক প্রধানমন্ত্রীর

কৃষ্ণনগরের সভার পর সুকান্ত-শুভেন্দুর সঙ্গে আলাদা বৈঠক প্রধানমন্ত্রীর। বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা মোদির। সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে প্রায় ১০ মিনিট বৈঠক করলেন প্রধানমন্ত্রী

WB News LIVE Updates: সরিয়ে দেওয়া হল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ  স্থায়ী সমিতি থেকে সরিয়ে দেওয়া হল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে। জেলা পরিষদের ঘর থেকে খুলে নেওয়া হলো  নেমপ্লেট।

West Bengal News LIVE Updates: বাংলা খুব দ্রুতই বিকশিত রাজ্যে পরিণত হবে, বাংলাতে এসে জানিয়ে দিলেন মোদি

বাংলা খুব দ্রুতই বিকশিত রাজ্যে পরিণত হবে। আজ ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হল এই রাজ্যে, কৃষ্ণনগরে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর দাবি প্রধানমন্ত্রীর

WB News LIVE Updates: নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতা-নেত্রী এবং তারকা-প্রচারকদের মন্তব্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে নির্দেশিকা জারি

এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতা-নেত্রী এবং তারকা-প্রচারকদের মন্তব্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। প্রেস বিবৃতিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রচারে শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

West Bengal News LIVE Updates: সন্দেশখালি এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান, CID এর জেরায় দাবি শাহজাহানের

গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালি এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। CID-র জেরায় এমনই দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা, খবর সূত্রের। 

WB News LIVE Updates: প্রধানমন্ত্রীর সভা উপলক্ষ্যে কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে রীতিমতো উৎসবের মেজাজ

প্রধানমন্ত্রীর সভা উপলক্ষ্যে কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে রীতিমতো উৎসবের মেজাজ। ঢোল বাজিয়ে নাচ-গান করছেন বিজেপি কর্মী, সমর্থকরা। বিজেপির পতাকা নিয়ে দলে দলে পৌঁছচ্ছেন সভাস্থলে। মাঠে মূল মঞ্চের একপাশে তৈরি করা হয়েছে হ্যাঙ্গার। সেখান থেকেই একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস করবেন প্রধানমন্ত্রী। 

West Bengal News LIVE Updates: টিটাগড়ের আলী হায়দার রোডে শুট আউট

টিটাগড়ের আলী হায়দার রোডে শুট আউট। সাত সকালে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি। তার ডানহাতে গুলি লেগেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতাল।

WB News LIVE Updates: বাঘের হামলায় গুরুতর জখম, চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের এক বাসিন্দা

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের এক বাসিন্দা ৷ দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন তিনি ৷ খুশি পরিবার ও প্রতিবেশীরা ৷ 

West Bengal News LIVE Updates: সাতসকালে টিটাগড়ে শ্যুটআউট, এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা

সাতসকালে টিটাগড়ে শ্যুটআউট। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। টিটাগড়ের আলি হায়দার রোডের ঘটনা। ওই ব্যক্তির ডান হাতে গুলি লেগেছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। কী কারণে গুলি, তা এখনও স্পষ্ট নয়। 

WB News LIVE Updates: লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী।৬ মার্চ বারাসতের সভা থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। 

West Bengal News LIVE Updates: আরামবাগের পর আজ কৃ্ষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আরামবাগের পর আজ কৃ্ষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে চড়ে কৃষ্ণনগরে আসবেন নরেন্দ্র মোদি। সকাল ১০টা ২৫-এ সরকারি মঞ্চে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর সোয়া ১১টা নাগাদ পৌঁছবেন জনসভায়। সেখানে সভা সেরে পানাগড়ে এসে প্রধানমন্ত্রী রওনা দেবেন গয়ার উদ্দেশে। 

WB News LIVE Updates: পঞ্চায়েত অফিসে সালিশি সভায় ডেকে সপাটে চড়, দাদাগিরির অভিযোগ

পঞ্চায়েত অফিসে সালিশি সভায় ডেকে সপাটে চড়, দাদাগিরির অভিযোগ উঠল রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলে হয়রানিরও অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, থানার সামনে দলবল নিয়ে তাঁকে ঘিরে হুমকি দেন তৃণমূল উপপ্রধান টুটুন গাজি। অভিযোগকারীর দাবি, জমি-বিবাদের মীমাংসার জন্য গতকাল তাঁদের দুই ভাইকে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত অফিসে সালিশি সভায় ডাকা হয়। অভিযোগ, বিষয়টি আদালতে বিচারাধীন জানানোয় ক্ষিপ্ত হয়ে তাঁকে চড় মারেন তৃণমূল উপপ্রধান টুটুন গাজি। এই নিয়ে নালিশ জানাতে গেলে রাজারহাট থানা ও টেকনোসিটি থানার মধ্যে টানাপোড়েন চলে। এর মধ্যেই থানার সামনে চড়াও হয়ে তৃণমূল উপপ্রধানের দলবল হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। তৃণমূল উপপ্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News LIVE Updates: সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল আরও এক আইএসএফ নেত্রীকে

সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল আরও এক আইএসএফ নেত্রীকে। নিউটাউনের একটি আবাসন থেকে আইএসএফের রাজ্য় কমিটির সদস্য় জুবি সাহাকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। পরে দুই হাজার টাকার বন্ডে আইএসএফ নেত্রীকে জামিন দেয় বসিরহাট মহকুমা আদালত। 

WB News LIVE Updates: জেরায় অসহযোগিতা করছেন শেখ শাহজাহান

জেরায় অসহযোগিতা করছেন শেখ শাহজাহান। বারবার প্রশ্ন করা হলেও উত্তর দিচ্ছেন না! বলছেন ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছেন। একই কথা বারবার বলতে পারবেন না। এমনই দাবি সিআইডি সূত্রে। আর এসব দেখেশুনেই এখনও আতঙ্ক কাটছে না সন্দেশখালির বাসিন্দাদের। এরইমধ্যে বয়ান রেকর্ডের জন্য ED-র ডেপুটি ডিরেক্টরকে ৩ মার্চ ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। 

West Bengal News LIVE Updates: কুণালের নিশানায় সুদীপ

বৃহস্পতিবার থেকেই, একের পর এক সোশাল মিডিয়া পোস্টে, নাম না করে দলের একাংশকে নিশানা করছিলেন। শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে, সরাসরি সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে তুললেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্য়কর অভিযোগও। প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় ফোন ধরেননি। হোয়াটসঅ্য়াপেরও জবাব দেননি।

প্রেক্ষাপট

কলকাতা: দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধে ৬টায় বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার কলকাতায় এসে পৌঁছবেন কাল রাতে। ফুল বেঞ্চে থাকছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ মোট ১৩ জনের টিম। সোমবার সকাল  সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। 


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখতে থাকুন-


কৃষ্ণনগরের (Krishnanagar) সভার পর সুকান্ত (Sukanta Majumdar)-শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে আলাদা বৈঠক প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা মোদির। সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে প্রায় ১০ মিনিট বৈঠক করলেন প্রধানমন্ত্রী।  


জেরায় অসহযোগিতা করছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। বারবার প্রশ্ন করা হলেও উত্তর দিচ্ছেন না! বলছেন ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছেন। একই কথা বারবার বলতে পারবেন না। এমনই দাবি সিআইডি (CID) সূত্রে। আর এসব দেখেশুনেই এখনও আতঙ্ক কাটছে না সন্দেশখালির (Sandeshkhali) বাসিন্দাদের। এরইমধ্যে বয়ান রেকর্ডের জন্য ED-র ডেপুটি ডিরেক্টরকে ৩ মার্চ ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। 


মেট্রো যাত্রীদের জন্য সুখবর। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী।৬ মার্চ বারাসতের সভা থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। অবশেষে গঙ্গা নীচ গিয়ে গন্তব্যে পৌঁছনোর শখ পূরণ হতে পারে তিলোত্তমাবাসীর। সঙ্গে থাকতে পারে তারাতলা থেকে মাঝের হাট ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুটের উপহার


বৃহস্পতিবার থেকেই, একের পর এক সোশাল মিডিয়া পোস্টে, নাম না করে দলের একাংশকে নিশানা করছিলেন। শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে, সরাসরি সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে তুললেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্য়কর অভিযোগও। প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় ফোন ধরেননি। হোয়াটসঅ্য়াপেরও জবাব দেননি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.