WB News Live Update: তৈরির চার বছরের মাথায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ
West Bengal News Live:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
তৈরির চার বছরের মাথায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ। বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রামের আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে চাঞ্চল্য। উদ্বোধনের আগেই ভেঙে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ। তৈরির সময়েই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছিলেন শিশুদের অভিভাবকরা। এমনকি ওই কেন্দ্রে শিশুদের পাঠাতে অস্বীকারও করেন তাঁরা, ফলে চালু করা যায়নি আইসিডিএস কেন্দ্রটি। স্থানীয়দের আশঙ্কাই সত্যি করে ভেঙে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ। কাটমানি ও দুর্নীতির জেরে এমন ঘটনা, অভিযোগ বিজেপির। গোটা ঘটনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সমিতির।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ নথি। ইডি অভিযানে উদ্ধার প্রায় ৩ হাজার পাতার নথি। আর্থিক লেনদেন সংক্রান্ত নথি উদ্ধার, খবর সূত্রের
মিলেছে কিছু নগদ টাকা ও জমির দলিলও। সব নথি খতিয়ে টিম গঠন ইডির। বাজেয়াপ্ত ১৪টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, একাধিক হার্ডডিস্ক। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মোবাইল ফোন। গতকাল বড়বাজার, মানিকতলা, আলিপুর-সহ ১০ জায়গায় হানা ইডির।
গ্রাম পঞ্চায়েতের জাতিগত শংসাপত্রতেও আমরা-ওরা? তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সই থাকায় ২ গ্রামবাসীকে জাতিগত শংসাপত্র না দেওয়ার অভিযোগ বিজেপি পরিচালিত খেজুরি-২ ব্লকের অন্তর্গত নিজকসবা পঞ্চায়েতের প্রধান বিরুদ্ধে। পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন অনেকেই। বিষয়টি ব্লক প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান।
রেশন দুর্নীতি মামলায় বন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই প্রেক্ষাপটে এবার রেশন ব্যবস্থা সংস্কার দাবিতে আন্দোলনে নামল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশন। খাদ্য়ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা। ডিলারদের একাংশের অভিযোগ, কেন্দ্র কমিশন বৃদ্ধির নির্দেশ দিলেও রাজ্য কমিশন বাড়াচ্ছে না। রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা।
কাল ২ দিনের সফরে রাজ্যে আসছেন মোহন ভাগবত। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। একাধিক বিজেপি নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা, খবর আরএসএস সূত্রে। রবিবার বিকেল পর্যন্ত রাজ্যে থাকবেন আরএসএস প্রধান।
রেশন ডিলারদের বিক্ষোভ খাদ্য ভবনে ১ জানুয়ারি থেকে রেশন বণ্টনে সমস্যা নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা।
পাচারের আগেই বীরপাড়ায় ২৩৮টি মহিষ আটক করল এসএসবি। ৬টি কন্টেনার ট্রাকে মহিষ নিয়ে যাওয়ার সময় আটক, ২০ জন গ্রেফতার। পাঞ্জিপাড়া থেকে অসমের শ্রীরামপুরে যাওয়ার পাচারের পথে আটক, খবর সূত্রের। কন্টেনারে নির্মাণ সামগ্রীর আড়ালে মহিষ পাচারের অভিযোগ শুভেন্দু অধিকারীর। সীমান্ত দিয়ে পাচারের এটাই তোলামূলের নতুন ইকোসিস্টেম, কটাক্ষ শুভেন্দুর।
পাচারের আগেই বীরপাড়ায় ২৩৮টি মহিষ আটক করল এসএসবি। ৬টি কন্টেনার ট্রাকে মহিষ নিয়ে যাওয়ার সময় আটক, ২০ জন গ্রেফতার। পাঞ্জিপাড়া থেকে অসমের শ্রীরামপুরে যাওয়ার পাচারের পথে আটক, খবর সূত্রের। কন্টেনারে নির্মাণ সামগ্রীর আড়ালে মহিষ পাচারের অভিযোগ শুভেন্দু অধিকারীর। সীমান্ত দিয়ে পাচারের এটাই তোলামূলের নতুন ইকোসিস্টেম, কটাক্ষ শুভেন্দুর।
ফের হাতির হানায় মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামের ঢেঁকিপুড়ায়। সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে ৭০বছরের কোকিলা মাহাতকে বাড়ি থেকে টেনে বের করে এনে পিষে মারে একটি হাতি। পুলিশকে সঙ্গে নিয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলে মৃতদেহ উদ্ধারে বাধা দেন স্থানীয়রা। তাঁদের দাবি, বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ঘটনাস্থলে আসুন এবং বনদফতর হাতি তাড়াতে কী ব্যবস্থা নিচ্ছে, তা লিখিত আকারে জানান। বনদফতরের তরফে দাবি, হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।
রামমন্দির উদ্বোধন নিয়ে প্রচারে এবার সরাসরি বঙ্গ বিজেপি। পয়লা থেকে ১৫ জানুয়ারি রামমন্দির সামনে রেখে বিজেপির ঘর ঘর যাত্রা। বিভিন্ন জেলায় রাম মন্দিরের উদ্বোধনের প্রচার করবেন বিজেপি নেতারা।
সরকারি ভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে পুরুলিয়ার ২ নম্বর ব্লকে তুমুল অশান্তি। চাষীদের কাছ থেকে ধান না কিনে, ফড়েদের কাছ থেকে কেনা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল। পাল্টা চাষীদের অভিযোগ, শাসক নেতাদের দাদাগিরির জেরে সরকারি ভ্রাম্যমাণ ক্যাম্প থেকে ধান বিক্রি বাধা পাচ্ছে। বিক্ষোভের জেরে ভাঙচুর, এলাকায় উত্তেজনা। পুলিশের উপস্থিতিতে রাতে ধান কেনার কাজ শুরু হয়।
নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। কলকাতায় আজ সকালের তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই জেরে বাড়ছে পুবালি হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে বৃষ্টি ও পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়।
বিজেপির বিরুদ্ধে একক শক্তিতে লড়তে সক্ষম তৃণমূল। বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্য়েই এমন দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। সিপিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে, ফের রাম-বাম বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। পাল্টা সুর চড়িয়েছে সিপিএম। কংগ্রেসও, সাবিনা ইয়াসমিনের এই বক্তব্যের সমালোচনা করেছে।
এবার বিজেপিকে চোর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি, দেশে কেন্দ্রীয় এজেন্সির গণতন্ত্র চলছে বলেও মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। এই নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা করেছে বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও কার্নিভাল ঘিরে ডামাডোলের পরিস্থিতি তৈরি হল হাওড়ার ডুমুরজলায়। অরূপ বিশ্বাসের সামনেই টেনে হিঁচড়ে হাওড়ার পুর প্রশাসককে সরিয়ে দিলেন মনোজ তিওয়ারি। দু পক্ষের সঙ্গে বৈঠকের পর একসঙ্গে থাকার বার্তা দিলেন অরূপ। উঠল কার্নিভালের পার্কিং ফি।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কর্মিসভা থেকে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে, স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। এর পাশাপাশি, লোকসভা ভোটের আগে দলের রাশ নিজের হাতে রাখারও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
বিজেপির বিরুদ্ধে সারা দেশে লড়বে ইন্ডিয়া জোট। বাংলায় লড়াই করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরে, রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি বাংলায় একলা চলার নীতিতে এগোতে চাইছে শাসক দল? বিষয়টি নিয়ে তৃণমূলের কড়া সমালোচনা করেছে সিপিএম ও কংগ্রেস। জোটের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
পাচারের আগেই বীরপাড়ায় ২৩৮টি মহিষ আটক করল এসএসবি। ৬টি কন্টেনার ট্রাকে মহিষ নিয়ে যাওয়ার সময় আটক, ২০জন গ্রেফতার। পাঞ্জিপাড়া থেকে অসমের শ্রীরামপুরে যাওয়ার পাচারের পথে আটক, খবর সূত্রের। কন্টেনারে নির্মাণ সামগ্রীর আড়ালে মহিষ পাচারের অভিযোগ শুভেন্দু অধিকারীর। সীমান্ত দিয়ে পাচারের এটাই তোলামূলের নতুন ইকোসিস্টেম, কটাক্ষ শুভেন্দুর।
ফের বিতর্কে রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জের কর্মিসভা থেকে বিজেপিকে 'বেঁধে' রাখার হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ঘোষের। 'বিজেপি নেতা কর্মীরা ভোট চাইতে এলে বেঁধে রাখুন, ১০০ দিন ও আবাসের টাকা কেন বাকি, কৈফিয়ত চান। বিজেপিকে জনবিচ্ছিন্ন করে দিন', মন্তব্য রাজ্য তৃণমূলের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের।
কলকাতায় ফের কাড়ি কাড়ি টাকার হদিশ মিলল। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা সংক্রান্ত অভিযোগে কেষ্টপুরের বাসিন্দা এক ব্য়ক্তির ফ্ল্য়াটে তল্লাশি চালায় ED. উদ্ধার হয় প্রায় ২ কোটি টাকা। তবে, ED-র হানার আগেই চম্পট দেয় অভিযুক্ত।
প্রেক্ষাপট
বছর শেষে ফিরল করোনা (Covid Update) আতঙ্ক। ৫ মাস পরে রাজ্যে মৃত্যু। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি। করোনা রিপোর্ট (Covid Report) আসার আগেই সত্তোরোর্ধ্বের মৃত্যু।
কার্নিভাল ঘিরে হাওড়ায় (Howrah) তৃণমূল বনাম তৃণমূলের সংঘাতে তুলকালাম। ক্রীড়ামন্ত্রীর সামনেই প্রতিমন্ত্রী-পুরপ্রশাকের লড়াই। ঘনিষ্ঠদের হাতাহাতি।
মমতার (Mamata Banerjee) কড়া বার্তার পরেও বেনজির সংঘাত। হাতাহাতির পরে অরূপের মধ্যস্থতায় উঠেই গেল পার্কিং ফি। একদিন সময় বাড়িয়ে ফের চালু কার্নিভাল।
দলের রাশ নিজের হাতেই। দেগঙ্গার (North 24 Parganas) কর্মি সম্মেলনে ফের বুঝিয়ে দিলেন মমতা। সাংগঠনিক কমিটি ভেঙে কোর কমিটি, ১০দিন অন্তর রিপোর্ট দেওয়ার নির্দেশ।
নবীন-প্রবীণ দ্বন্দ্বে সিনিয়রদের হয়েই ফের মুখ খুললেন নেত্রী। বললেন, 'সিনিয়র নেতাদের যোগ্য মর্যাদা দিতে হবে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে'
তৃণমূলকর্মী (TMC) খুনে গ্রেফতারি ঘিরে শ্যাম-অর্জুন সংঘাত। কেউ কেউ নিজেকে কেউকেটা ভাবছে বলে দেগঙ্গার সভা থেকে হুঁশিয়ারি মমতার। বললেন, 'কেউ যদি ভাবেন আমি বড় নেতা, সেটা করা যাবে না'
দুর্নীতিতে ধৃত বালুর (Jyotipriya Mallick) পাশেই মমতা। দলকে দুর্বল করতে নেতাদের গ্রেফতারির অভিযোগ। দুর্নীতি মানেই তৃণমূল (TMC), প্রতিহিংসার তত্ত্ব উড়িয়ে পাল্টা বিজেপি।
ফের কলকাতায় (Kolkata) টাকার পাহাড়! কেষ্টপুরে ১ কোটি ৮৫ লক্ষ বাজেয়াপ্ত ! ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার মামলায় পাটনা-ইডির (ED) অভিযান।
নতুন বছরে গাড়ির বকেয়া করের জরিমানায় ছাড়। ১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বকেয়া জরিমানা পুরো মকুব। ৩১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৮০ শতাংশ ছাড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -