West Bengal News Live Updates: আরজি করে উদ্ধার হেডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 10 Aug 2024 11:35 PM
WB News Live Updates: আরজি করে উদ্ধার হেডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস

 আরজি করে উদ্ধার হেডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি। 

WB News Live Updates: আরজি করে উদ্ধার হেডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস

 আরজি করে উদ্ধার হেডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি। 

West Bengal News Live Updates: দোষীদের কড়া শাস্তির দাবি আরজি কর কাণ্ডে মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মার

দোষীদের কড়া শাস্তি দেওয়ার দাবি জানাল আরজি কর কাণ্ডে মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মা। রবিবার মেয়ের শ্রাদ্ধের কাজ শেষ হলে আরজি কর হাসপাতালের সামনে অবস্থান করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। 

WB News Live Updates: চিকিৎসক খুনের প্রতিবাদে কীভাবে আন্দোলন, বৈঠকে পড়ুয়ারা

RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

West Bengal News Live Updates: রাজ্যের সমস্ত মহিলা হোস্টেলে রেটিনা স্ক্যানার লাগানোর সিদ্ধান্ত নবান্নের

রাজ্যের সমস্ত মহিলা হোস্টেলে রেটিনা স্ক্যানার লাগানোর সিদ্ধান্ত নবান্নের। শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

WB News Live Updates: ধর্ষকদের এনকাউন্টার করে মারার পক্ষে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ধর্ষকদের এনকাউন্টার করে মারার পক্ষে সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

West Bengal News Live Updates: বাম কর্মী-সমর্থক ও পুলিশের ধস্তাধস্তিতে রণক্ষেত্র আরজি কর হাসপাতাল

বাম কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে রণক্ষেত্র আরজি কর হাসপাতাল চত্বর। কড়া হাতে দমন করল পুলিশ।

WB News Live Updates:যত তাড়াতাড়ি সম্ভব দোষীর শাস্তি চাই, আরজি কর কাণ্ডে দাবি অভিষেকের

যত তাড়াতাড়ি সম্ভব দোষীর শাস্তি চাই, আরজি কর কাণ্ডে দাবি অভিষেকের। তিনি আরও বলেন, "এই ধরনের ঘটনায় যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেন্দ্র এই নিয়ে আইন আনলে তৃণমূল ও কংগ্রেসের তাতে সমর্থন জানানো উচিত।"

West Bengal News Live Updates: ১০ বছরে ৫ হাজার কোটি টাকার কাজ হয়েছে ডায়মন্ডহারবারে, দাবি অভিষেকের

১০ বছরে ৫ হাজার কোটি টাকার কাজ হয়েছে ডায়মন্ডহারবারে। তার মধ্যে ৭৫ কোটির টাকার রাস্তা উদ্বোধন হয়েছে বলে জানালেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: আরজি কর হাসপাতালের ঘটনার জেরে রাজ্যজুড়ে আন্দোলন চিকিৎসকদের

আরজি কর হাসপাতালের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। এর জেরে অচলাবস্থা তৈরি হয়েছে স্বাস্থ্য পরিষেবায়।

WB News Live Updates:"এই অপরাধের ক্ষমা নেই, সর্বোচ্চ শাস্তি হোক", জানালেন মুখ্যমন্ত্রী

এই অপরাধের ক্ষমা নেই, সর্বোচ্চ শাস্তি হোক। সিবিআই তদন্তেও আপত্তি নেই। আরজি কর হাসপাতালের ঘটনা প্রসঙ্গে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে জানালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে বিক্ষোভকারী চিকিৎসকদের মারধর পুলিশের

আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়া বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ব্যাপক মারধর করল পুলিশ। চুলের মুঠি ধরে তাঁদের হাসপাতাল চত্বর থেকে বের করে দেওয়া হয়। 

WB News Live Updates: 'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের

'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের। ভাতার থানায় অভিযোগ জানানোর পরেই অভিযুক্ত সুশান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live Updates: রণক্ষেত্র আরজি কর হাসপাতাল, আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে মারধর পুলিশের

বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে আরজি কর হাসপাতাল। প্রতিবাদীদের চুলের মুঠি ধরে মারতে মারতে হাসপাতাল চত্বর থেকে বের করে দিল পুলিশ।

WB News Live Updates: চিকিৎসকদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তুলকালাম আরজি কর হাসপাতালে

চিকিৎসকদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তুলকালাম লেগে গেল আরজি কর হাসপাতালে চত্বরে। হাসপাতালের ভেতরে ঢোকাকে করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রে পরিণত হল ওই এলাকা।

RG Kar Doctor Father Reaction: মেয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হাসপাতাল, অভিযোগে নিহত জুনিয়র চিকিৎসকের বাবার

মেয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হাসপাতাল, অভিযোগে নিহত জুনিয়র চিকিৎসকের বাবার। এপ্রসঙ্গে তিনি বলেন, "এরকম ঘটনা মেনে নিতে পারছি না। গোটা ঘটনার দায় সুপারের। কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব ছিল ওঁকে নিরাপত্তা দেওয়ার। পুলিশের থেকে প্রথমে সহযোগিতা পাইনি। ২-৩ ঘণ্টা ধরে আড়াল করে রাখার চেষ্টা হয়েছে। আমরা যাওয়ার পরেও ৩ ঘণ্টা মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি।" 

RG Kar Hospital Death: আরজি কর হাসপাতালের ঘটনায় কোনও রাজনৈতিক হস্তক্ষেপ চাইছেন না ছাত্ররা

আরজি কর হাসপাতালের ঘটনায় কোনও রাজনৈতিক হস্তক্ষেপ চাইছেন না ছাত্ররা। রাজনৈতিক হস্তক্ষেপ আটকাতে গেট আটকে প্রতিবাদ। 

Nabanna News: মুখ্যমন্ত্রীর নির্দেশে RG কর সংলগ্ন ৩.৫ একর জমিতে নতুন ভবন গড়ে তোলা হবে, ফ্লোরের নামকরণ নিহত মহিলা চিকিৎসকের নামে

মুখ্যমন্ত্রীর নির্দেশে RG কর সংলগ্ন ৩.৫ একর জমিতে নতুন ভবন গড়ে তোলা হবে বলে খবর নবান্ন সূত্রে। আরজি করের জায়গা বাড়াতে এই ভবন গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ফিরহাদ হাকিম ও পুলিশকে নিয়ে বৈঠক। বিকেল ৪টেয় এই বৈঠক হবে নবান্নে, সেখানেই এ নিয়ে হবে সিদ্ধান্ত। 

RG Kar Hospital: আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের বৈঠক

আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের বৈঠক। বৈঠকে উপস্থিত  স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। 
পুলিশের কর্তারাও উপস্থিত আছেন। 

RG Kar Hospital Murder: ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার করে সহকর্মীদের সঙ্গে খেয়েছিলেন নিহত চিকিৎসক, CCTV দেখেই পাকড়াও সঞ্জয়

মধ্যরাতে ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার দিয়েছিলেন নিহত কর্মরত চিকিৎসক। নিহত চিকিৎসক অর্ডার দেওয়া খাবার খেয়েছিলেন সহকর্মীদের সঙ্গে। ডিনারের পর রেস্ট রুমে চলে যান ওই চিকিৎসক। রাত ৩টে পর্যন্ত বিশ্রাম নিয়েছেন চিকিৎসক. প্রমাণ মিলেছে এমনটা। সিসিটিভি-তে জনাচারেকের গতিবিধি দেখা গিয়েছিল একই ফ্লোরে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ, একজনের কথায় অসঙ্গতি মেলে। ঘটনাস্থলে মেলে ব্লু টুথ হেডফোন। সিসিটিভি-তে দেখা যায় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়। ৩০ মিনিটের ব্যবধানে সেমিনার রুম থেকে বেরনোর সময় হেডফোন ছিল না সঞ্জয়ের কাছে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

Bardhaman News: বর্ধমান মেডিক্যালেও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, ব্যাহত চিকিৎসা পরিষেবা

বর্ধমান মেডিক্যালেও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, ব্যাহত চিকিৎসা পরিষেবা। RG কর মেডিক্যাল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান PGT, ইন্টার্ন ও হাউস স্টাফরা। প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

RG Kar Hospital Case: RG কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে ধৃত যুবক সিভিক ভলান্টিয়ার

RG কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশের অধীনে কর্মরত। ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত নাম সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। RG কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ হেডফোনের ছেঁড়া তারের অংশ। তদন্তে নেমে দেখা যায় সেটি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের।  সেই সূত্রেই সঞ্জয় রায়কে পাকড়াও করা হয়, খবর পুলিশ সূত্রে। 

RG Kar Hospital Case: RG করে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের, জানা গেল তদন্তে

RG কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজন গ্রেফতার। ধর্ষণ-খুনের ঘটনায় ধৃতের নাম সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। RG কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ হেডফোনের ছেঁড়া তারের অংশ। তদন্তে নেমে দেখা যায় সেটি সঞ্জয় রায়ের, সেই সূত্রেই তাঁকে পাকড়াও করা হয়, খবর পুলিশ সূত্রে। 
গতকাল টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু। এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান। অপরাধের জায়গা খতিয়ে দেখতে আরজি করে ডিসি নর্থ অভিষেক গুপ্ত।

RG Kar Hospital Death: অপরাধী যাতে শাস্তি পায়, আমরা দেখব, RG কর নিয়ে বললেন কলকাতার পুলিশ কমিশনার

'সকাল ১০.৩০-এ টালা থানায় খবর আসে। চেস্ট ডিপার্টমেন্টে এক মহিলার দেহ পড়ে আছে বলে খবর আসে। ময়নাতদন্তের জন্য ৩ ডাক্তারের বোর্ড গঠন করা হয়েছিল। পুরো ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। ভিডিওগ্রাফি করার সময় পরিবারের সদস্য এবং ছাত্ররা সাক্ষী হিসাবে ছিলেন। সারারাত ধরে তদন্ত এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। এর ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতার করেছি। আমাদের কোনও কিছু লুকনোর নেই, সবই স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। পরিবারের সব দাবি আমরা মেনে নিতে প্রস্তুত। পরিবার অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চাইলেও আমাদের আপত্তি নেই। অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেটা আমরা দেখব। ধর্ষণ এবং খুনের অভিযোগে মামলা শুরু হয়েছে। তদন্ত চলছে, আশা করছি আরও তথ্য সামনে আসবে', জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

RG Kar Hospital Case: আর জি কর  মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় নতুন তথ্য

আর জি কর  মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় নতুন তথ্য। রাত ২.৩০ থেকে ৩টে নাগাদ দোতলা , তিনতলার করিডরের সিসিটিভি-তে দেখা গেছে সঞ্জয় রায়কে। চেস্ট বিভাগের কাছের সিসিটিভিতেও দেখা যায় সঞ্জয়কে। সেখানে আর কারও গতিবিধির ছবি পাওয়া যায়নি। সিসিটিভি-র ছবি হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের দেখানো হয়। তাঁরা সঞ্জয় রায়কে চিনতে পারেন। নার্স ও অন্যান্য কর্মীরা জানায় হাসপাতালে বিভিন্ন সময়ে রোগী ভর্তি করতে আসেন ওই ব্যক্তি। এরপর তার সম্পর্কে তথ্য জোগাড় দক্ষিণ কলকাতা থেকে তাকে আটক করা হয়। ধৃতের দাবি, পরশু রাতে রোগী ভর্তি করতে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সেই সময় রোগী ভর্তির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Mamara Banerjee: RG করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ন্যক্কারজনক, কোনও ক্ষমা নেই: মমতা

RG করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ন্যক্কারজনক। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ যুক্তিসঙ্গত। এই অন্যায়ের কোনও ক্ষমতা নেই। সিবিআই তদন্তে আপত্তি নেই রাজ্যের। দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসির আবেদন জানানো হোক, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RG Kar Hospital Death: RG করের ঘটনায় একাধিক হাসপাতালে কর্মবিরতি পালন জুনিয়র চিকিৎসকদের

RG কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে প্রতিবাদ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া তাঁরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। জরুরি বিভাগের সামনে চলছে বিক্ষোভ অবস্থান। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ডিউটি ছাড়া আউটডোর পরিষেবা বা অস্ত্রোপচারে অংশ নেননি জুনিয়র চিকিৎসকরা। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও চলছে প্রতিবাদ। ‘হোক প্রতিবাদ’ স্লোগান তুলে ইমার্জেন্সি ছাড়া অন্য বিভাগে কাজ করছেন না NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান অর্থাৎ শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও চিকিৎসকদের একাংশ দেশপ্রিয় পার্কে বিক্ষোভ মিছিল করেন। কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালেও চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। 

RG Kar Hospital: RG করের ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করলেন পানিহাটি পুরসভার সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান

RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনা প্রশাসনিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে অভিযোগ তুললেন পানিহাটি পুরসভার সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান চারণ চক্রবর্তী। 
প্রকৃত দোষীকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বামফ্রন্ট এলাকায় প্রতিবাদ সভা ও মিছিল করবে বলে তিনি জানিয়েছেন।


 

Bankura News: RG করের ঘটনা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ

RG কর মেডিক্যাল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান PGT, ইন্টার্ন ও হাউস স্টাফরা। প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

RG Kar Medical College: RG করের ঘটনায় বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে প্রতিবাদ

RG কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে প্রতিবাদ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ইমার্জেন্সি ছাড়া জুনিয়র চিকিৎসকরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ডিউটি ছাড়া আউটডোর পরিষেবা বা অস্ত্রোপচার করছেন না জুনিয়র চিকিৎসকরা। 
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও চলছে প্রতিবাদ। ইমার্জেন্সি ছাড়া অন্য বিভাগে কাজ করছেন না NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান অর্থাৎ শিশুমঙ্গল হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন জুনিয়র চিকিৎসক ও চিকিৎসকদের একাংশ। 

Kolkata News: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, রোগী হয়রানির ছবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে

রোগী হয়রানির ছবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। আউটডোরে লম্বা লাইন। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। কেউ এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে, কেউ বা চুঁচুড়া থেকে। অনেকে ছুটি নিয়ে  চিকিৎসককে দেখাতে এসেছেন। হাসপাতালের তরফে আগাম নোটিস না দেওয়ায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনেরা। 

RG Kar Medical College Hospital: রেস্ট রুম বা চেঞ্জিং রুম নেই, নেই পর্যাপ্ত শৌচাগার, RG করে মঞ্চ বেঁধে অবস্থানের প্রস্তুতি

হাসপাতালে মহিলা চিকিৎসকদের জন্য আলাদা করে কোনও রেস্ট রুম বা চেঞ্জিং রুম নেই। নেই পর্যাপ্ত শৌচাগার। নিরাপত্তার ব্যবস্থাও নেই। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন পড়ুয়া মহিলা চিকিৎসকরা। চিকিৎসকদের বিভিন্ন সংগঠন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি পালন করার পাশাপাশি, চিকিৎসকদের যৌথ সংগঠন আজ বিকেলে RG কর চলোর ডাক দিয়েছে। 

Islampur News: তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতিকে প্রকাশ্যে মারধর ইসলামপুরে

তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতিকে প্রকাশ্যে মারধর ইসলামপুরে। শুক্রবার রাতে ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহম্মদ। দোকানের সামনে কেন গাড়ি বলেই যুব নেতাকে মারধর করা হয়। জানাজানি হতেই বিভিন্ন এলাকা থেকে শুরু করে ইসলামপুর বাস স্ট্যান্ডে  জমায়েত করে তৃণমূল কর্মী-সমর্থকরা। ঘটনাটি ঘটে ঠিক ইসলামপুর বাসস্ট্যান্ড।

RG Kar Hospital Murder Case: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে RG কর হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা

মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে RG কর হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা। শুধুমাত্র জরুরি বিভাগে পরিষেবা দিচ্ছেন তাঁরা। চিকিৎসকের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম। ফলে হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। গতকাল দিনভর দফায় দফায় বিক্ষোভের পর আজও হাসপাতালজুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকদের বিভিন্ন সংগঠন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি পালন করার পাশাপাশি, চিকিৎসকদের যৌথ সংগঠন আজ বিকেলে RG কর চলোর ডাক দিয়েছে। 

RG Kar Death Case: মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সরব বিদ্বজ্জনরা

মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সরব বিদ্বজ্জনরা। বিচার চেয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবি চলচ্চিত্র পরিচালক কমলেশ্বরের। 

RG Kar Hospital Death Case: RG করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাসপাতাল চত্বরে মিছিল PGT চিকিৎসকদের

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতাল চত্বরে মিছিল করছেন PGT চিকিৎসকরা। আজ কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করে ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে বলে বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি। অন্যদিকে, বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে প্রতিবাদ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ইমার্জেন্সি ছাড়া জুনিয়র চিকিৎসকরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ডিউটি ছাড়া আউটডোর পরিষেবা বা অস্ত্রোপচার করছেন না জুনিয়র চিকিৎসকরা। 

RG Kar Murder Case: বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক, সেমিনার হল থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ

বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়।
তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। য়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মহিলা চিকিৎসককে যৌন নির্যাতনের চিহ্ন মিলেছে। তাঁর মৃতদেহ পড়ে ছিল ম্য়াট্রেসের ওপর। ম্য়াট্রেসে রক্তের দাগ মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, মৃত মহিলা চিকিৎসকের দু'চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। গোপনাঙ্গে রক্তের চিহ্ন এবং মুখে নখের দাগ মিলেছে। ঘাড়ে, পেটে এবং ঠোঁটের ওপর আঘাতের চিহ্ন মিলেছে। বাঁ পায়ের গোড়ালি এবং ডান হাতের অনামিকায় ক্ষতচিহ্ন ছিল। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

RG Kar Hospital Death Case: RG কর  হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার ১

RG কর  হাসপাতালে মহিলা চিকিৎসক খুবে গ্রেফতার ১। ধৃতের নাম সঞ্জয় রায়। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ঘটনায় আটক ব্যক্তি বহিরাগত হলেও, হাসপাতালে অবাধ যাতায়াত ছিল বলে জানা গিয়েছে। বয়ানে অসঙ্গতি মেলাতেই রাতে লালবাজারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে চিকিৎসকদের একাংশ আজও কাজে যোগ না দেওয়ায় RG কর হাসপাতালে অচলাবস্থা তৈরি হয়েছে। ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। শুনশান জরুরি বিভাগ। গতকাল দিনভর দফায় দফায় বিক্ষোভের পর আজও হাসপাতালজুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা। গতকাল CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি, ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুম পরিদর্শন করেন তদন্তকারীরা।

Suvendu Adhikari: RG করে মহিলা চিকিৎসকের খুনে মেডিক্যাল পড়ুয়াদের রাজ্যের বিরুদ্ধে সরব হতে আহ্বান শুভেন্দুর

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, রাজ্য সরকার ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আশ্চর্যজনকভাবে এই কমিটিতে কয়েকজন ইন্টার্ন রয়েছেন। আমার ধারণা, রাজ্য সরকার নিজেদের গাফিলতি ঢাকতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অথবা তারা বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। একইসঙ্গে এই ঘটনায় পড়ুয়া ও বিশেষ করে মেডিক্যাল পড়ুয়াদের রাজ্য সরকারের অনিচ্ছুক মনোভাবের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানাচ্ছি। সুবিচার না মেলা তিনি পড়ুয়াদের সবরকম সহযোগিতা করবেন বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

RG Kar Hospital Death Case: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে SIT গঠন করল লালবাজার

আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আটক ১। খুনই করা হয়েছে, মিলেছে যৌন নির্যাতনের প্রমাণ। নাক, মুখে জমাট রক্ত, যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন, চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন, বলছে লালবাজার সূত্র। আরজি করে চিকিৎসকের রহস্যমৃত্যু, খুনের মামলা দায়ের করল পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ হাতে আসতেই খুনের মামলা রুজু। মহিলা চিকিৎসক খুনে SIT গঠন করল লালবাজার।


 

Salt Lake Accident: সল্টলেকে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

সল্টলেকে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু। শুক্রবার রাত ৯.৪৫ নাগাদ  সল্টলেক শান্তিনগরের বাসিন্দা দেবজিৎ রায়  বাড়ি ফিরছিল। সল্টলেক KB KC ব্লকের কাছে আসতেই বাইকের সামনে হঠাৎ করে কুকুর চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় দেবজিৎ। স্থানীয়রা বিধান নগর দক্ষিণ থানায় খবর দিলে পুলিশ এসে দেবজিৎ কে উদ্ধার করে  তড়িঘড়ি বিধান নগর মহকুমা  হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। 

Malda News: মালদার সরকারি হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ বিডিও-র বিরুদ্ধে

মালদার হবিবপুরে সরকারি হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল খোদ বিডিও-র বিরুদ্ধে! এমনকি কর্তব্যরত মেডিক্যাল অফিসারকে বদলি করিয়ে দেওয়া এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। বিডিও-র বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক। মন্তব্যে নারাজ বিডিও। তদন্ত শুরু করেছেন SDO। 

RG Kar Hospital News: আরজি কর হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আটক ১

আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আটক ১। খুনই করা হয়েছে আরজি করে হাসপাতালের মহিলা চিকিৎসককে। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ, বলছে লালবাজার সূত্র।

প্রেক্ষাপট

 আরজি করে উদ্ধার হেডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি। 


দোষীদের কড়া শাস্তি দেওয়ার দাবি জানাল আরজি কর কাণ্ডে মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মা। রবিবার মেয়ের শ্রাদ্ধের কাজ শেষ হলে আরজি কর হাসপাতালের সামনে অবস্থান করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। 


RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।


নেকের টাকা নিয়ে পালিয়ে ছিল আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়। শনিবার একথাই জানালেন তার প্রতিবেশীরা।


রাজ্যের সমস্ত মহিলা হোস্টেলে রেটিনা স্ক্যানার লাগানোর সিদ্ধান্ত নবান্নের। শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


মহিলা পুলিশ কর্মীদেরও ফোন করে বিরক্ত করত আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়। এমনটাই জানা গেছে লালবাজার সূত্রে।


ধর্ষকদের এনকাউন্টার করে মারার পক্ষে সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।


বাম কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে রণক্ষেত্র আরজি কর হাসপাতাল চত্বর। কড়া হাতে দমন করল পুলিশ।


যত তাড়াতাড়ি সম্ভব দোষীর শাস্তি চাই, আরজি কর কাণ্ডে দাবি অভিষেকের। এই ধরনের ঘটনায় যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেন্দ্র এই নিয়ে আইন আনলে তৃণমূল ও কংগ্রেসের তাতে সমর্থন জানানো উচিত।


১০ বছরে ৫ হাজার কোটি টাকার কাজ হয়েছে ডায়মন্ডহারবারে। তার মধ্যে ৭৫ কোটির টাকার রাস্তা উদ্বোধন হয়েছে বলে জানালেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরজি কর হাসপাতালের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। এর জেরে অচলাবস্থা তৈরি হয়েছে স্বাস্থ্য পরিষেবায়।


'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের। ভাতার থানায় অভিযোগ জানানোর পরেই অভিযুক্ত সুশান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ।


বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের আন্দোলেনের জেরে রণক্ষেত্রে সৃষ্টি হয়ে আরজি কর মেডিক্যাল কলেজের সামনে। বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে মারতে মারতে হাসপাতাল চত্বর থেকে সরিয়ে দিল পুলিশ।


চিকিৎসকদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তুলকালাম লেগে গেল আরজি কর হাসপাতালে চত্বরে। 


মেয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হাসপাতাল, অভিযোগে নিহত জুনিয়র চিকিৎসকের বাবার। এপ্রসঙ্গে তিনি বলেন, "এরকম ঘটনা মেনে নিতে পারছি না। গোটা ঘটনার দায় সুপারের। কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব ছিল ওঁকে নিরাপত্তা দেওয়ার। পুলিশের থেকে প্রথমে সহযোগিতা পাইনি। ২-৩ ঘণ্টা ধরে আড়াল করে রাখার চেষ্টা হয়েছে। আমরা যাওয়ার পরেও ৩ ঘণ্টা মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি।" 


১। আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুন! ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে মিলল যৌন নির্যাতনের প্রমাণ! শরীরে ১০ ধরনের আঘাতের চিহ্ন। (RG Kar Hospital))


২। হাসপাতালেরই সেমিনার হলে হাড়হিম করা হত্যাকাণ্ড! বিছানায় রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে চিকিৎসকের মাথার চুল। অত্যাচারে একাধিক যুক্ত, সন্দেহ পুলিশের। (Kolkata News)


৩। গোপনাঙ্গ থেকে নাক, মুখ, চোখ, পেটে রক্ত। পা-গোড়ালিতে ক্ষত। শরীরে নখের আঘাত। মহিলা চিকিৎসক ধর্ষণ করে খুনের অভিযোগে বলছে ময়নাতদন্ত।


৪। প্রথম গলা টিপে খুন, মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ। বলছে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ। তদন্তে গঠিত সিট। ঘটনায় আটক ১।


৫। সরকারি হাসপাতালেই অকথ্য অত্যাচার করে চিকিৎসক খুন, জানতেই পারল না কেউ! মহিলা চিকিৎসকের পরিচিতই আততায়ী, মনে করছে পুলিশ। 


৬। বাম-বিজেপিকে ঠেলে সরিয়ে চিকিৎসকের দেহ নিয়ে সোদপুরের বাড়িতে গেল পুলিশ। জানতে না পারার অভিযোগ বাবা-মা। টালা থানায় বিজেপির বিক্ষোভ।


৭। ধর্ষণ করে খুন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল। চিকিৎসকের রহস্যমৃত্যুতে বিস্ফোরক দাবি বাবার। ১১ সদস্যের তদন্ত কমিটি গড়ল আরজি কর।


৮। আরজি করে চিকিৎসকের রহস্যমৃত্যু। বাবা-মাকে ফোনে মুখ্যমন্ত্রীর। পাশে থাকার বার্তা দিয়ে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস। যেতে পারেন বাড়িতেও।


৯। হাসপাতালে নিরাপদ নন মহিলা চিকিৎসক! কলকাতার ঘটনা মনে করাল ৫২ বছর আগে মুম্বইয়ে অরুণা শানবাগকাণ্ড। ডিউটি ছিল কারা, তালিকা করে জিজ্ঞাসাবাদ। 


১০। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ডোমজুড় কলেজ। পরিচালন সমিতির সভাপতি নির্বাচন ঘিরে পুলিশের সামনেই তাণ্ডব। (TMC News)


১১। অন্তর্বর্তী সরকার শপথ নিলেই নৈরাজ্যপুরী বাংলাদেশ। জামালপুর জেলে সংঘর্ষ, ৬ কয়েদির মৃত্যু, জেলার-সহ আহত ১৯। চট্টগ্রাম জেলে গুলি। 


১২। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও, এখনও স্তব্ধ পুলিশের পরিষেবা। কাজে যোগ দেওয়ার পরেও, কর্মীর অভাবে চালু হয়নি সিংহভাগ থানা, খবর দৈনিক প্রথম আলো সূত্রে। (Bangladesh News)


১৩। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছাড়ার মরিয়া চেষ্টা। কোচবিহার সীমান্তে অসংখ্য মানুষের ভিড়। বিজিবির সাহায্যে ফেরত পাঠানো হয়েছে, জানাল বিএসএফ। 


১৪। অশান্ত বাংলাদেশ। সীমান্তে কড়া নজর কেন্দ্রের। সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে কমিটি গঠন। 


১৫। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর। প্রতিবেশী দেশ ভাল থাকলে, আমরাও ভাল থাকব, বার্তা মমতার।


১৬। চোখের জলে বুদ্ধদেবকে চির বিদায়। কাস্তে-হাতুড়ি-তারার জড়িয়ে প্রিয় নেতার শেষ যাত্রায় মানুষের ঢল। চক্ষুদানের পরে এনআরএসের অ্যানাটমি বিভাগে দেহদান। 


১৭। প্যারিস অলিম্পিক্সে অবশেষে কুস্তিতে এল পদক। পুয়ের্তো রিকোর প্রতিদ্বন্দ্বী কে হারিয়ে ব্রোঞ্জ ভারতের আমন শেরাওয়াতের। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। 


১৮। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফাই। রুপোর পদকের দাবিতে আরবিট্রেশনে বিনেশ। সওয়ালে হরিশ সালভে। অলিম্পিক্স শেষের আগে রায়ের সম্ভাবনা।


১৯। পদক থেকে বঞ্চিত বিনেশ ফোগত। মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, কেন বিনেশ বঞ্চিত, দেশবাসীর জানা উচিত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.