West Bengal News LIVE Updates: দত্তপুকুরে মাঠের মধ্যে ক্ষতবিক্ষত দেহ, 'মাথার' খোঁজে পুলিশ

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা, সব খবরের লাইভ আপডেটস দেখুন...

ABP Ananda Last Updated: 04 Feb 2025 09:37 PM
WB News Live Update: দত্তপুকুরে মাঠের মধ্যে ক্ষতবিক্ষত দেহ, 'মাথার' খোঁজে পুলিশ

দত্তপুকুরে মাঠের মধ্যে ক্ষতবিক্ষত দেহ, 'মাথার' খোঁজে পুলিশ। মাঠে মৃতদেহ, মাথা কোথায়? ডুবুরি নামিয়ে ম্যারাথন তল্লাশি। কাটা মুণ্ডুর খোঁজে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি পুলিশের।
হাতে R লেখা ট্যাটুর সূত্র ধরে পরিচয় জানার চেষ্টায় পুলিশ।

West Bengal News Live Update: কাল থেকে ২দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আসছেন মুকেশ অম্বানি থেকে সজ্জন জিন্দল; জানালেন মুখ্যমন্ত্রী

কাল থেকে ২দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আসছেন মুকেশ অম্বানি থেকে সজ্জন জিন্দল। জানালেন মুখ্যমন্ত্রী।

WB News Live Update: বারুইপুরে মাদক কারবারির বাড়িতে টাকার পাহাড়, গ্রেফতার ২ !

বারুইপুরে মাদক কারবারির বাড়িতে টাকার পাহাড় । এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার ! বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান।বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ ! শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার। 

R G Kar Case Live Update: আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলা, কালই চার্জগঠনের নির্দেশ

আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলা, কালই চার্জগঠনের নির্দেশ। কালই চার্জগঠনের নির্দেশ আলিপুরের CBI বিশেষ আদালতের। CBI-এর নথি নিয়ে একাধিক আপত্তি অভিযুক্তদের আইনজীবীর।
অভিযুক্তদের আইনজীবীর আপত্তি খারিজ করে কালই চার্জগঠনের নির্দেশ।

WB News Live Update: যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরানো হল দেবাশিস কুমারকে

শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো ঘিরে গণ্ডগোলের জের ? যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরানো হল দেবাশিস কুমারকে। দায়িত্ব পেলেন অরূপ বিশ্বাস।

West Bengal News Live Update: টালিগঞ্জে আবার ডামাডোল, পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ

টালিগঞ্জে আবার ডামাডোল। পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ। বেশ কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ, খবর সূত্রের। টেকনিসিয়ানদের দাবি না মানলে বুধবার থেকে সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ হওয়ার আশঙ্কা। টেকনিসিয়ান ও ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় সেটের কাজ বন্ধের অভিযোগ।

WB News Live Update: ২ গোষ্ঠীর মধ্যে ফের অশান্তির আশঙ্কা, সরস্বতী পুজো মিটলেও যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গেটের সামনে কড়া পাহারা

২ গোষ্ঠীর মধ্যে ফের অশান্তির আশঙ্কা, সরস্বতী পুজো মিটলেও রইল পুলিশ। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গেটের সামনে কড়া পাহারা। হরিণঘাটার সকুলে পুলিশি নিরাপত্তায় বিসর্জন। 

প্রেক্ষাপট

নৈহাটিতে তৃণমূলকর্মী খুন, ফের শ্যাম বনাম অর্জুনের লড়াই। তৃণমূলকর্মী খুন, মূল অভিযুক্তের সঙ্গে অর্জুনের ছবি দিয়ে পড়ল পোস্টার। নৈহাটিতে তৃণমূলকর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনও ফেরার। অভিযুক্তের সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতার দাবি করে সোশাল মিডিয়ায় পোস্ট। মজদুর ভবনে অর্জুনের সঙ্গে রাজেশের ছবি পোস্ট তৃণমূল বিধায়কের 


শহরে ফের দুর্ঘটনায় মৃত্যু। চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ২১১ রুটের একটি বাস এসে ধাক্কা মারে এক বাইক আরোহীকে, খবর পুলিশসূত্রে। ঘটনাস্থলে পড়ে যান বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 


ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতা করে পথে নামল তৃণমূল। RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই দিলেন চুুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিস ঝোলানো হয়। এরপরই এলাকায় গিয়ে RPF-কে লাঠি-ঝাঁটা-জুতো আক্রমণের পরামর্শ দেন তৃণমূল বিধায়ক। প্রয়োজনে জমি নিলেও পুনর্বাসনের ব্যবস্থা করবে রেল, তৃণমূল রাজনীতি করছে, প্রতিক্রিয়া কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের।


পাওনা টাকা না মেটানোয় ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ। দেড় লক্ষ টাকা চেয়ে ব্যবসায়ীকে ফোন। অপহরণের ভিডিও তুলে পাঠানো হয় ভিডিও রেকর্ডিং। ফিল্মি কায়দায় উদ্ধার ব্যবসায়ীর ১৯ বছরের ছেলে।।গ্রেফতার ৪ অপহরণকারী, উদ্ধার অপহরণে ব্যবহৃত গাড়ি। তদন্তে নেমে অপহৃতকে উদ্ধার করল প্রগতি ময়দান থানার পুলিশ। মুক্তিপণের টাকা দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও অপহরণকারীরা


'বিয়ে' বিতর্কে ইস্তফা ম্যাকাউটের অধ্যাপিকার। আগেই ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ, এবার পদত্যাগ। হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে 'বিয়ের' ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। বিতর্কের জেরে পদত্যাগ অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের। আগে ম্যাকাউটের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার 'নাটক' তত্ত্ব খারিজ


বাইক নিয়ে চেজ করে টোটো থামিয়ে খুন। নৈহাটি হত্যাকাণ্ডে প্রকাশ্যে আরও এক CCTV ফুটেজ। CCTV ফুটেজে দেখা যাচ্ছে পালানোর সময়, বাইকে রাজেশের পিছনেই বসে রবি তাঁতি। সন্তোষ যাদব খুনের ঘটনায় অন্য়তম অভিযুক্ত রবি তাঁতি। ৩১ জানুয়ারি: তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে পাথর দিয়ে থেঁতলে খুন। FIR-এ নাম থাকা ৮ জনের মধ্য়ে ১ জন গ্রেফতার। এখনও অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ


তৃণমূল বনাম তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ে ফের উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর মা-ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল রাসমণি বাজার এলাকায়। তৃণমূল কর্মীর ভাইয়ের অভিযোগ, গতকাল দুপুরে সৌরভ দাস নামে একজন তাঁর দাদার খোঁজে বাড়িতে এসে হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারার পাশাপাশি আক্রমণ করে তৃণমূল কর্মীর মাকেও। এখনও অধরা হামলাকারী। গত মাসেই তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বেলেঘাটার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এবার সেই ৩৪ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.