West Bengal News LIVE Updates: 'চাকরি হারাদের এই অবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী', তোপ সুকান্ত মজুমদারের

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 22 Apr 2024 11:53 PM
WB Weather Update: মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলা ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। সোমবার এই পূর্বাভাসই দেওয়া হল আবহাওয়া দফতরের তরফে। তবে বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে তারা.

SSC Recruitment News: "আদালত অবমাননার মামলা করবে, আমি তৈরি," হাইকোর্টকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায়দানের পরেই চাকুলিয়ার সভা থেকে হাইকোর্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করার সঙ্গে সঙ্গে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "বিজেপির লোকেদের বসিয়েছে, জেলে পাঠাবেন? কী করবে আদালত অবমাননার মামলা করবে? আমি তৈরি।"

West Bengal LIVE News Updates: বিমান বসুর দুয়ারে বিজেপি প্রার্থী তাপস রায়

সোমবার বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে গিয়ে বিমান বসুর সঙ্গে প্রায় ১৩ মিনিট কথা বলেন তিনি। গত ৬ মার্চ বিজেপির দফতরে গিয়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছিলেন তাপস রায়। লোকসভা ভোটে তাঁকে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থীও করেছে বিজেপি। সোমবার সেই তাপস রায়ই আবার পৌঁছে গেলেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দফতরে। না, কোনও দলবদল নয়। এবার ভোট চাইতে প্রতিপক্ষের দুয়ারে গেলেন বিজেপি প্রার্থী।

SSC Recruitment News: অতিরিক্ত পদ তৈরি করে চাকরি চুরি হয়েছে, পর্যবেক্ষণ হাইকোর্টের

অতিরিক্ত পদ তৈরি করে চাকরি চুরি করা হয়েছে। সোমবার শিক্ষক দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে একথাই জানায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অযোগ্যদের আড়াল করতে মরিয়া চেষ্টা করেছিল মন্ত্রিসভা। প্রয়োজনে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

SSC Recruitment News: হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি

কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি। কারও চাকরি যাবে না বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফেও। এদিকে যাঁরা দুর্নীতি করেছেন তাঁরা সীমাহীন অপরাধ করেছে বলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে পুরো দোষ চাপাতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। 

SSC Recruitment News: "রাজ্য সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে," দাবি কুণাল ঘোষের

সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। তারপরই এই ঘটনার দায় সম্পূর্ণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এপ্রসঙ্গে তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে রায় নিয়ে কোনও আপত্তি নেই।
রাজ্য সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁরা ক্ষমাহীন অপরাধ করেছেন।"

WB News LIVE Updates: বীরভূমে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ৩০০ পরিবারের

লোকসভা ভোটের আগে বীরভূমজুড়ে দলবদল চলছেই। এবার মহম্মদবাজার ব্লকের মাঠেরবাঁধ গ্রাম থেকে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম থেকে ৩০০টি পরিবার বিজেপিতে যোগ দিল। সোমবার ওই পরিবারগুলির মধ্যে ৪০ জন সিউড়ি বিজেপি পার্টি অফিসে আসেন। সেখান তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর এবং বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।

SSC Recruitment News: অবৈধ চাকরিপ্রাপকদের বাঁচাতে আসরে খোদ মন্ত্রিসভা!

অবৈধ চাকরিপ্রাপকদের বাঁচাতে আসরে নামল খোদ মন্ত্রিসভা। কোর্টের রায়ের পরেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে দায় ঠেললেন কুণাল ঘোষ। বললেন, "পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে যা শাস্তি হোক, কিছু বলব না।" এরপরই প্রশ্ন উঠছে দোষ কি শুধু পার্থ চট্টোপাধ্যায়ের?

SSC Recruitment News: বৃত্তটা সম্পূর্ণ হল, হাইকোর্টের রায়ে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'বৃত্তটা সম্পূর্ণ হল।' এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়কে স্বাগত জানিয়ে একথাই বললেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালেই ২০১৬ সালে প্যানেলভুক্ত প্রায় ২৬ শিক্ষকের নিয়োগ অবৈধ বলে জানায় হাইকোর্ট।

SSC Recruitment News: যার বিরুদ্ধে ইচ্ছা ব্যবস্থা নিতে পারবে, সিবিআইকে ছাড় হাইকোর্টের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে পুরোপুরি ছাড় দিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এই তদন্তের ক্ষেত্রে তারা চাইলে যার বিরুদ্ধে ইচ্ছা ব্যবস্থা নিতে পারবে বলেও জানায় হাইকোর্ট।

SSC Recruitment News: বিজেপি ক্ষমতায় এলে প্রতিবছর এসএসসি হবে, দাবি শুভেন্দুর

বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে প্রতিবছর এসএসসি পরীক্ষা হবে বলে সোমবার একটি নির্বাচনী জনসভায় গিয়ে দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২২ সালের ৫ মে এসএসসির নিয়োগ সংক্রান্ত বৈঠকে যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

SSC Recruitment News: বিশেষ বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি

সোমবার ২০২৬ সালে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল এসএসসি কর্তৃপক্ষ।

WB Weather Update: বুধবার থেকে ফের তাপপ্রবাহে জ্বলবে দক্ষিণবঙ্গ

বুধবার থেকে ফের তাপপ্রবাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। সোমবার এই সতর্কবার্তাই দেওয়া হল আবহাওয়া দফতরের তরফে। তাদের পক্ষ থেকে জানানো হয়, আজ ও আগামীকাল উত্তরবঙ্গের নিচের তিন জেলাতে তাপপ্রবাহ চলছে। এই দুদিন আংশিক মেঘলা আকাশে তাপপ্রবাহ কিছুটা কমলেও সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি। ফলে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে।

SSC Recruitment News: হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের

সোমবার ২০১৬ সালে এসএসসির নিয়োগ করা সমস্ত শিক্ষকের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করতে শুরু করে বিরোধীরা। বিজেপি, সিপিএম ও কংগ্রেসের তরফে একযোগে দুর্নীতি ও তৃণমূল একসূত্রে বাঁধা বলে মন্তব্য করা হয়।

SSC Recruitment News: হাইকোর্টের রায় ভোটে প্রভাব ফেলবে না, দাবি ব্রাত্য বসুর

এসএসসির রায় ভোট কোনও প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এপ্রসঙ্গে তিনি বলেন, "যারা অযোগ্য তাদের বের করে দিয়ে নতুনদের নিয়োগের বিষয়ে আমরাই তো বলেছিলাম। সেটাই আজ হাইকোর্ট মান্যতা দিল।"

West Bengal LIVE News Updates: ভোটের জের, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে নেপাল-দার্জিলিং সীমান্ত

দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। এই কারণে ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার অর্থাৎ ২৬ তারিখ সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হবে নেপাল-দার্জিলিং সীমান্ত। সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে জেলাশাসকের তরফে।

West Bengal LIVE News Updates: ভোটের জের, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে নেপাল-দার্জিলিং সীমান্ত

দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। এই কারণে ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার অর্থাৎ ২৬ তারিখ সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হবে নেপাল-দার্জিলিং সীমান্ত। সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে জেলাশাসকের তরফে।

WB News LIVE Updates: অভিষেকের বাড়ির কাছে রেকি ২৬/১১ হামলার ষড়ষন্ত্রকারীর

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে রেকি করে গেছে ২৬/১১ মুম্বই হামলার ষড়যন্ত্রকারী। গোয়েন্দারা এই বিষয়ে জানতে পারার পরেই বেড়েছে শাসকদলের সেকেন্ড ইন কমান্ডের বাড়ি শান্তিনিকেতনের সামনের নিরাপত্তা।

SSC Recruitment News: হাইকোর্টের রায়ে খুশি ধর্মতলায় ধর্ণায় বসা চাকরি প্রার্থীরা

সোমবার হাইকোর্টের রায় বেরোনোর পরে প্রবল এই গরমেও খুশির হাওয়া দেখা গেল ধর্মতলায় শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে। ইন্টারভিউ উত্তীর্ণ SSC-র গ্রুপ C ও গ্রুপ D চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে ৫৯৯ দিন ধরে বসে আছেন রাস্তায়। হাইকোর্টের রায়কে এদিন স্বাগত জানিয়েছেন তাঁরা। যারা অযোগ্য তাদের চাকরি যাক, নিয়োগ করা হোক যোগ্য প্রার্থীদের। এটাই দাবি ধর্মতলায় অবস্থানরত SSC-র গ্রুপ C, গ্রুপ D  চাকরিপ্রার্থীদের। অবৈধ চাকরিপ্রাপকদের বেতন ফেরতের নির্দেশকেও স্বাগত জানিয়েছেন তাঁরা। 

West Bengal LIVE News Updates: ডাউন পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, বন্ধ বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল

ডাউন পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।বন্ধ বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল। ডাউন পান্ডুয়া লোকাল পান্ডুয়া স্টেশন ছেড়ে বেরোনোর পর ১.৩৩ মিনিটে জয়পুর রেল গেটে প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে যায়। ক্রসিং এ ট্রেন দাঁড়িয়ে পরায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।শুধু আপ লাইনে ট্রেন বর্ধমানের দিকে চলছে।প্রায় দেড় ঘন্টা হয়ে গেলেও এখনও বন্ধ ডাউন লাইন। প্রচন্ড গরমে ট্রেন থেকে নেমে পরেন যাত্রীরা। রেল গেট বন্ধ থাকায় গাড়ির সমস্যা হয় গাড়ি চলাচলেও। ট্রেনের গার্ড জানিয়েছেন কাজ চলছে প্যান্টো সারানোর।

SSC Recruitment News: ১৭ পন্থায় একের পর এক চাকরি চুরি, ছত্রে ছত্রে বিস্ফোরক হাইকোর্ট

কীভাবে চাকরি চুরি? ছত্রে ছত্রে বিস্ফোরক হাইকোর্ট। ১৭ পন্থায় একের পর এক চাকরি চুরি, জানাল হাইকোর্ট। 'অবৈধ চাকরিপ্রাপকদের বাঁচাতে আসরে নেমেছিল খোদ মন্ত্রিসভা। প্যানেলে নাম নেই, খালি ওএমআর শিট, তাকেও চাকরির নিয়োগপত্র।মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে হয়েছে কাউন্সেলিং', জানাল হাইকোর্ট। 

Mamata Banerjee LIVE Updates: জেলে পাঠাবেন? আমি তৈরি, হুঙ্কার মমতার

বিজেপির বিচারালয় বলে হাইকোর্টকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। নিয়োগ দুর্নীতি নিয়ে রায়ের পরেই তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। 'বিজেপির লোকেদের বসিয়েছে, জেলে পাঠাবেন? কী করবে আদালত অবমাননার মামলা করবে? আমি তৈরি', চাকুলিয়ার সভা থেকে হাইকোর্টকেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর 

SSC Recruitment News: 'আমি শীর্ষ আদালতে যাব', রায়গঞ্জের সভা থেকে জানিয়ে দিলেন মমতা

বিজেপির বিচারালয়, বিজেপি ওখানে লোক বসিয়েছে। নিয়োগ দুর্নীতির রায় বেআইনি, আমি শীর্ষ আদালতে যাব, রায়গঞ্জের সভা থেকে জানিয়ে দিলেন মমতা

SSC Job News: রায়ে খুশি নন এসএসসি চেয়ারম্যান, সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC

ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের, ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট। রায়ে খুশি নন এসএসসি চেয়ারম্যান, সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC

SSC Recruitment News: 'অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে',এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়ে প্রতিক্রিয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে',এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়ে প্রতিক্রিয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly On  SSC Scam Verdict)। একসময়ে এই মামলায় তাঁর একের পর এক পর্যবেক্ষণ তুমুল আলোচনা-আলোড়ন তৈরি করেছিল। এখন তিনি বিচারপ্রক্রিয়া থেকে অনেক দূরে, রাজনীতির ময়দানে। বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। তার মধ্যে সাংবাদিক বৈঠকে বললেন, 'রায় শুনে স্বস্তি পেয়েছি এমন নয়। আমার ব্যক্তিগত কোনও বিষয় ছিল না যে এই রায়ে স্বস্তি পাব। তবে খুব উপযুক্ত রায় হয়েছে।' সঙ্গে আরও সংযোজন, 'জোচ্চরদের ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে।' 

SSC Job News: ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল

ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্যের। ২০১৬-র প্যানেল ও নিয়োগ অবৈধ। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট। টেন্ডার ডেকে শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ হাইকোর্টের।

SSC Recruitment News:সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ হাইকোর্টের

সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ হাইকোর্টের। ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়নের নির্দেশ। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই, জানিয়ে দিল হাইকোর্ট।

SSC Job News: ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওমএমআর শিট পুনর্মূল্যায়নের নির্দেশ

২৩ লক্ষ পরীক্ষার্থীর ওমএমআর শিট পুনর্মূল্যায়নের নির্দেশ। টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের

SSC Recruitment News: ১২ শতাংশ সুদ-সহ মেয়াদ উত্তীর্ণদের বেতন ফেরতের নির্দেশ

টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের, ১২ শতাংশ সুদ-সহ মেয়াদ উত্তীর্ণদের বেতন ফেরতের নির্দেশ 

SSC Job News: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রায় প্রতিটি রায়ই বহাল রাখল হাইকোর্ট

৬ মাসের মধ্য়ে বিচারপর্ব শেষ করতে হবে, নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলায় রায় আজ জানিয়ে দিল হাইকোর্ট। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রায় প্রতিটি রায়ই বহাল রাখল হাইকোর্ট। ২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ, জানিয়ে দিল হাইকোর্ট

SSC Recruitment News: সোমা দাসের চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চের

সোমা দাসের চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চের। নিয়োগ দুর্নীতি মামলায় জানিয়ে দিল হাইকোর্ট

SSC Job News: 'যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই', রায়ে জানাল আদালত

সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ

SSC Recruitment News: ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের

ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ প্যানেল বাতিল। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই: হাইকোর্ট। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ

SSC Job News: নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই

২২ হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট। গ্রুপ সি, গ্রুপ ডি,  সমস্ত নিয়োগ বাতিল করল হাইকোর্ট । ৬ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরত দিতে হবে

SSC Recruitment News: 'মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে'

আদালতে রায়দানের প্রক্রিয়া শুরু। 'মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে', নির্দেশে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

SSC Job News: ২৩ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল করল হাইকোর্ট

'মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়', ২৩ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল করল হাইকোর্ট। আজ নিয়োগ দুর্নীতি মামলার রায়ে বড় ঘোষণা

WB News LIVE Updates: আজ নিয়োগ দুর্নীতি মামলার রায়, আদালতে রায়দানের প্রক্রিয়া শুরু

'মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়', আজ নিয়োগ দুর্নীতি মামলার রায়। আদালতে রায়দানের প্রক্রিয়া শুরু। ২৮১ পাতার নির্দেশে রয়েছে ৩৭০টি অনুচ্ছেদ। রায়দান হবে ৯টি ইস্যুতে

West Bengal LIVE News Updates: আজ SSC-তে নিয়োগ দুর্নীতি মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট

আজ SSC-তে নিয়োগ দুর্নীতি মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। SSC-র মাধ্যমে, গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরিপ্রাপকদের কী পরিণতি হবে? 

WB News LIVE Updates: ভোটের মুখে ফের ট্রেন্ড দলবদল

ভোটের মুখে ফের ট্রেন্ড দলবদল। বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি, তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না। পাল্টা স্বার্থসিদ্ধির জন্য় দল বদল বলে কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal LIVE News Updates: দলীয় কার্যালয়ের ভেতরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম বিজেপি নেতা

দলীয় কার্যালয়ের ভেতরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম বিজেপি নেতা। নাক ফেটে আহত তুফানগঞ্জ বিধানসভার বিজেপি আহ্বায়ক বিমল পালের। সংঘর্ষে আহত হয়েছেন বিজেপির ২ গোষ্ঠীর ৪ জন। স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে হামলা-মারধরের অভিযোগ করেছেন বিজেপি নেতা। অভিযুক্ত বিজেপি কর্মীর স্ত্রী-র অভিযোগ, পার্টি অফিসে ডেকে তাঁকেই মারধর করা হয়েছে

WB News LIVE Updates: প্রথম পর্বের ভোটের পর উত্তপ্ত কোচবিহার

প্রথম পর্বের ভোটের পর উত্তপ্ত কোচবিহার।  দিনহাটায় ১ মহিলা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে ওই মহিলা কর্মীকে, অভিযোগ বিজেপির। আহত কর্মীকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল

West Bengal LIVE News Updates: বিজেপিকে ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে, বালুরঘাটে ভোট প্রচারে গিয়ে দাবি করলেন মমতা

বিজেপিকে ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে, বালুরঘাটে ভোট প্রচারে গিয়ে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করতে এলে রুখে দাঁড়াবেন। ভোট প্রচারে গিয়ে এই বার্তাও দিলেন তিনি। পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা।

WB News LIVE Updates: আজ SSC-তে নিয়োগ দুর্নীতি মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট

আজ SSC-তে নিয়োগ দুর্নীতি মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। SSC-র মাধ্যমে, গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরিপ্রাপকদের কী পরিণতি হবে? গত ১৩ই মার্চ, শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দু’টি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক। প্রথমত, দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ। অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ।  গত ১৩ মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়। পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কী করা উচিত? পদ ভরাতে হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে? অযোগ্য ব্যক্তিরা কী শেখাবেন? যদি সবটা অবৈধ হয়, তাহলে যা পরিণতি, তাই হবে। পাশাপাশি ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়,কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত। 

West Bengal LIVE News Updates: সপ্তাহভর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি

সপ্তাহভর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় সিভিয়র হিটওয়েভের সতর্কতা। উত্তর ২৪ পরগনা ছাড়াও, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া, দক্ষিণবঙ্গের ৬টি জেলায় আজ চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সঙ্গে বইবে লু। কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা ছাড়া সঙ্গে লু বওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ছুঁতে পারে। শুক্রবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। আজ ও কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে চাঁদিফাটা গরমের হাত থেকে পরিত্রাণ মিলবে না। অন্যদিকে, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও, তাতে তাপমাত্রার হেরফের হবে না।

WB News LIVE Updates: ভোট প্রচারের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর মুখে ফের শোনা গেল ডিসেম্বরের সময়সীমার কথা

ভোট প্রচারের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর মুখে ফের শোনা গেল ডিসেম্বরের সময়সীমার কথা। ডিসেম্বর মাসে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে, মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বর অবধি থাকবেনই না পিসি-ভাইপো, এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা। পাল্টা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal LIVE News Updates: আজ বহু প্রতীক্ষিত SSC মামলার রায় দান

আজ বহু প্রতীক্ষিত SSC মামলার রায় দান। রায় দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। SSC-তে, গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। যে মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। 

WB News LIVE Updates: জমি-বাড়ি-গাড়ি কিছুই নেই সিপিএম প্রার্থীর

হাতে নগদ মাত্র আড়াই হাজার। ব্যাঙ্কে আছে হাজার বত্রিশেক। জমি-বাড়ি-গাড়ি কিছুই নেই সিপিএম প্রার্থীর। কিন্তু সব কিছুই আছে চিকিৎসক স্ত্রীর। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ কোটি পার। আজকের আয়-ব্যয়ে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সম্পত্তির খতিয়ান।

West Bengal LIVE News Updates: ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন

২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন। পুরনো বিবাদকে কেন্দ্র করে আকাঙ্খা মোড়ের কাছে সংঘর্ষ। ঘটনায় আহত ৩। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১। ১ জনকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ নিউটাউনে ২ গোষ্ঠীর সংঘর্ষ

প্রেক্ষাপট

কলকাতা: "চাকরি হারাদের এই অবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।" সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.