WB News Live Updates: পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর, ঝালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কাউন্সিলরের

WB News Live Updates: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ট্যাংরার গুদাম। দমকল দেরিতে আসার অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগ মানতে চাননি কলকাতা পুরসভার মেয়র পারিষদ।

abp ananda Last Updated: 13 Mar 2022 11:01 PM

প্রেক্ষাপট

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বিধ্বংসী আগুনে (Fire) সব ছারখার। ট্যাংরায় (Tangra) পুড়ে খাক গুদাম। গুদামের দেওয়ালে ফাটল। গুদামের (Warehouse) দাহ্য পদার্থ মজুত ছিল, জানাল দমকল (Fire Department)। ‘গুদামে ওয়েল্ডিংয়ের কাজ করতে...More

WB News Live: ট্যুইটে খোঁচা বিজেপি নেতা অমিত মালব্যর

'ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হাজার জন বিজেপি কর্মী, তৃণমূল জমানায় আজ ২ জন কাউন্সিলরকে গুলি করে খুন, এই ধরণের সন্ত্রাস ও আইনশৃঙ্খলার অবনতি যদি চলতে থাকে, বাংলার বিপর্যয়ের ঘটনা তুলে ধরতে লাগবে বেঙ্গল ফাইল’,
ট্যুইট বিজেপি নেতা অমিত মালব্যর।