WB News Live Updates: পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর, ঝালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কাউন্সিলরের

WB News Live Updates: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ট্যাংরার গুদাম। দমকল দেরিতে আসার অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগ মানতে চাননি কলকাতা পুরসভার মেয়র পারিষদ।

abp ananda Last Updated: 13 Mar 2022 11:01 PM
WB News Live: ট্যুইটে খোঁচা বিজেপি নেতা অমিত মালব্যর

'ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হাজার জন বিজেপি কর্মী, তৃণমূল জমানায় আজ ২ জন কাউন্সিলরকে গুলি করে খুন, এই ধরণের সন্ত্রাস ও আইনশৃঙ্খলার অবনতি যদি চলতে থাকে, বাংলার বিপর্যয়ের ঘটনা তুলে ধরতে লাগবে বেঙ্গল ফাইল’,
ট্যুইট বিজেপি নেতা অমিত মালব্যর।

WB News Live: কীভাবে গুলিবিদ্ধ হলেন সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলর?

কীভাবে গুলিবিদ্ধ হলেন সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলর? প্রত্যক্ষদর্শীদের দাবি, আগরপাড়া নর্থ স্টেশন রোডে একটি দোকান থেকে কুকুরের খাবার কিনে বের হন অনুপম দত্ত। ঠিক তখনই পিছন দিক থেকে দুই দুষ্কতী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। এরপরই মোটরবাইকে চড়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

WB News Live: নেতার মৃত্যুর প্রতিবাদে তেঁতুলতলা মোড়ে বিটি অবরোধ করলেন তৃণমূল কর্মীরা

রবিবার ভর সন্ধেয় জনবহুল রাস্তায় তৃণমূল কাউন্সিলরকে গুলি।গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের। নেতার মৃত্যুর প্রতিবাদে তেঁতুলতলা মোড়ে বিটি অবরোধ করলেন তৃণমূল কর্মীরা।

WB News Live: ঝালদা পুরসভা ত্রিশঙ্কু

এখনও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ঝালদার ১২টি মধ্যে ৫ ওয়ার্ডে জেতে তৃণমূল। কংগ্রেস জেতে ৫টি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেয় ১ নির্দল প্রার্থী।

WB News Live: ঝালদায় গুলি করে খুন কংগ্রেসের জয়ী প্রার্থীকে

ঝালদায় গুলি করে খুন কংগ্রেসের জয়ী প্রার্থীকে। খুনের প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়া জেলা বনধের ডাক কংগ্রেসের।

WB News Live Updates: ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থী খুন

পুরুলিয়ার ঝালদা পুরসভার জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দু খুন। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থী খুন।

WB News Live: পানিহাটিতে গুলি করে হত্যা তৃণমূল কাউন্সিলরকে

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে গুলি করে হত্যা তৃণমূল কাউন্সিলরকে। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত।

WB LIVE: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে শ্যুটআউট

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে শ্যুটআউট। গুলিবিদ্ধ  তৃণমূল কাউন্সিলর।  পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

বিধি না মেনেই চলছিল গুদাম, অভিযোগ দমকলের

বিধি না মেনেই চলছিল গুদাম, বিধি না মেনেই মজুত করা হয়েছিল রেক্সিন, চামড়া, অভিযোগ দমকলের।

West Bengal News Live: ফায়ার সার্ভিসেস অ্যাক্টে মামলা রুজু

ট্যাংরার ভস্মীভূত গুদাম, ট্যাংরা থানায় অভিযোগ দায়ের দমকলের। গুদামের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ফায়ার সার্ভিসেস অ্যাক্টে মামলা রুজু।

WB News Live: মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা

মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা। তবে ঘটনার বেশ কিছুদিন পর কেন লিখিত অভিযোগ দায়ের হল, সেই প্রশ্ন উঠেছে।

WB News LIVE: নরেন্দ্রপুরে এক তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে পরিবার

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে পরিবার। অভিযুক্ত তরুণীর প্রেমিক ও তাঁর বন্ধুরা ঘটনার পর থেকেই বেপাত্তা।

WB News Live: কোর্টরুমে কেঁদে ফেললেন অভিনেত্রী রূপা দত্ত

কোর্টরুমে কেঁদে ফেললেন অভিনেত্রী রূপা দত্ত। ঠান্ডা পানীয় খেয়ে ডাস্টবিনে ফেলেছিলাম, তখন একটা পড়ে থাকা ব্যাগ তুলেছিলাম, তখন পুলিশ গ্রেফতার করে’, আদালতে দাবি ধৃত অভিনেত্রীর। ‘এত বড় বড় জায়গায় অভিনয় করলেন, পড়ে থাকা ব্যাগ কেন তুললেন?’ ধৃত অভিনেত্রীকে প্রশ্ন বিচারকের।

WB News Live: গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত।

WB News Live: ট্যাংরা অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

ট্যাংরা অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মেয়রকে ফায়ার সেফটি অডিট কমিটি গড়ার নির্দেশ। পুলিশ, দমকল, পুরসভাকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়ার নির্দেশ।

WB News Live: ট্যাংরায় ভস্মীভূত গুদামে বেআইনিভাবে প্রচুর দাহ্য পদার্থ মজুতের অভিযোগ

ট্যাংরায় ভস্মীভূত গুদামে বেআইনিভাবে প্রচুর দাহ্য পদার্থ মজুতের অভিযোগ। ইচ্ছেমতো গুদামের মধ্যে নির্মাণে বদল, অভিযোগ স্থানীয়দের।

WB News Updates: ১৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যাংরার আগুন

দমকলের ১৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যাংরার আগুন। গুদামে একাধিক অনিয়মের অভিযোগ স্থানীয়দের।

WB News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন বাবুল সুপ্রিয়

বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাবুল সুপ্রিয়। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে বাংলার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। তবে, আপনাকে ধন্যবাদ বললেও কম বলা হয়। আপনার আশীর্বাদে নতুন উদ্দীপনা এবং আন্তরিকতার সঙ্গে আমি আমার সমস্ত দায়িত্ব পালনে প্রতিশ্রতিবদ্ধ থাকব।’

West Bengal News Live Updates: ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য

রাজ্য সরকার ও পুলিশ সাহায্য করতে না চাওয়ায় এবার ঘরোয়াভাবে হবে বসন্ত উৎসব। বিশ্বভারতীর উপাচার্য ভাইরাল হওয়া বক্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বীরভূমের পুলিশ সুপারের দাবি, তাঁদের সঙ্গে কথাই বলেননি উপাচার্য। অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, মত আশ্রমিকদের একাংশের।

WB News Live Updates: রায়নায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ২০

পূর্ব বর্ধমানের রায়নায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় আহত ২০ জন যাত্রী। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান-আরামবাগ রোড। আহতদের দেখতে হাসপাতালে যান রায়নার বিধায়ক তথা জেলা সভাধিপতি শম্পা ধারা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live Updates: শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের বেসরকারি কারখানায় বিক্ষোভ

শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের বেসরকারি কারখানায় বিক্ষোভ। আজ সকালে লোহার রড তৈরির ওই কারখানায় কাজ চলাকালীন ক্রেন থেকে ভারী যন্ত্রাংশ পড়ে গুরুতর আহত হন তরুণ ঘোষ নামে ওই শ্রমিক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ও পরিবারের একজনের চাকরির দাবিতে তৃণমূলের নেতৃত্বে কারখানায় বিক্ষোভ শুরু হয়। দাবি না মানলে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শাসকদলের। বিজেপির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শ্রমিকদের স্বার্থ না দেখে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আপস করছে তৃণমূলের শ্রমিক সংগঠন। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ অস্বীকার কারখানা কর্তৃপক্ষের।

WB News Live Updates: কেন্দ্রকে আক্রমণ মমতার

ইপিএফের সুদে কোপ। মোদি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশে ভোটে জয়ের পরই এটা বিজেপির তরফে গিফট কার্ড। ইপিএফের আমানতে সুদের হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা চার দশকে সবথেকে কম। অতিমারীতে সবথেকে বেশি অর্থকষ্টে রয়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তার মধ্যেই ফের কেন্দ্রের এই পদক্ষেপ কৃষক-শ্রমিক-মধ্যবিত্তের স্বার্থবিরোধী। সাধারণ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে বড় পুঁজিপতিদের স্বার্থ দেখছে কেন্দ্র। ঐক্যবদ্ধভাবে কেন্দ্রের এই কালো উদ্যোগকে ব্যর্থ করে দিতে হবে।’ 

West Bengal News Live Updates: তৃণমূলকে খোঁচা অমিত মালব্যর

উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়। ট্যুইটে খোঁচা বিজেপি নেতা অমিত মালব্যর। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘অনুমান করা হয়েছিল যে, তৃণমূল কংগ্রেস আসানসোল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দলের যুব সংগঠনের সভাপতি সায়নী ঘোষকে প্রার্থী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর ভাইপোর ডানা ছাঁটতে বাংলার জন্য একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন।’

WB News Live Updates: ইপিএফের সুদে কোপ, মোদি সরকারকে নিশানা মমতার

ইপিএফের সুদে কোপ। মোদি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, উত্তরপ্রদেশে ভোটে জয়ের পরই এটা বিজেপির তরফে গিফট কার্ড। ইপিএফের আমানতে সুদের হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা চার দশকে সবথেকে কম। অতিমারীতে সবথেকে বেশি অর্থকষ্টে রয়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তার মধ্যেই ফের কেন্দ্রের এই পদক্ষেপ কৃষক-শ্রমিক-মধ্যবিত্তের স্বার্থবিরোধী। সাধারণ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে বড় পুঁজিপতিদের স্বার্থ দেখছে কেন্দ্র। ঐক্যবদ্ধভাবে কেন্দ্রের এই কালো উদ্যোগকে ব্যর্থ করে দিতে হবে। ট্যুইটে মোদি সরকাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live Updates: ট্যাংরায় অগ্নিকাণ্ড নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

ট্যাংরায় অগ্নিকাণ্ড নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মেয়রকে ফায়ার সেফটি অডিট কমিটি গড়ার নির্দেশ। পুলিশ, দমকল, পুরসভাকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়ার নির্দেশ। 

WB News Live Updates: বালিগঞ্জে বাবুল, আসানসোলে শত্রুঘ্ন

বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলে লোকসভা উপনির্বাচনে প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, ট্যুইট করে দুই প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১২ এপ্রিল আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন, ১৬ এপ্রিল গণনা।

West Bengal News Live Updates: ১৫ দিন ধরে বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব। হাসপাতাল কর্তৃপক্ষ নোটিস দিয়ে ক্যাথ ল্যাব বন্ধের কথা জানিয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন বহু রোগী। মেশিন রক্ষাণাবেক্ষণের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণেই এই পরিস্থিতি।

WB News Live Updates: এসএসকেএমে এক বছরের শিশুর সফল অস্ত্রোপচার

শ্বাসনালিতে আটকে কুলের বীজ। এসএসকেএমে এক বছরের শিশুর সফল অস্ত্রোপচার। পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল শিলিগুড়ির বাসিন্দা ১ বছর ১ মাসের অঙ্কিতা বর্মন। সেখানে সিটি স্ক্যানে দেখা যায়, শিশুর ডানদিকের শ্বাসনালিতে কিছু আটকে রয়েছে। গতকাল এসএসকেএমের জরুরি বিভাগে এনে ব্রঙ্কোস্কোপি করে দেখা যায়, শ্বাসনালিতে আটকে রয়েছে কুলের বীজ। শিশুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

West Bengal News Live Updates: রাজ্যে কি হিংসা ছাড়া কোনও ভোটই সম্ভব নয়?

লোকসভা থেকে বিধানসভা, পুরসভা থেকে পঞ্চায়েত। এমনকী, সমবায় সমিতি, কলেজ কিংবা লাইব্রেরির ভোট পর্যন্ত। গত কয়েক বছরে এ রাজ্যের সমস্ত নির্বাচনেই দেখা গেছে অশান্তির ছবি। এবার ফুটবল ক্লাবে ভোটের মনোনয়ন ঘিরেও বাধল ধুন্ধুমার পরিস্থিতি। যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, এ রাজ্যে কি হিংসা ছাড়া কোনও ভোটই সম্ভব নয়? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন

১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানার আগুন। কারখানার ভিতরে ঢুকলেন দমকল কর্মীরা।ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দোতলা সমান উঁচু কারখানার দেওয়ালে ইতিমধ্যেউ বড়সড় ফাটল ধরেছে। যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। গ্যাস কাটারের সাহায্যে বিপজ্জনক অংশ কেটে ফেলার কাজ চলছে।

West Bengal News Live Updates: কেপমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী

কেপমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, গতকাল বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে খবর, রূপা দত্ত নামে ওই মহিলা নিজেকে বলিউড অভিনেত্রী বলে দাবি করেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৭৫ হাজার টাকা। পুলিশের দাবি, অভিনেত্রী স্বীকার করেছেন, জনবহুল এলাকা ও হাইপ্রোফাইল অনুষ্ঠানে গিয়ে তিনি হাতসাফাই করতেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকার হিসেব লেখা ডায়েরি।

WB News Live Updates: দেউচা পাঁচামিতে যাবে বিজেপির একটি প্রতিনিধি দল

বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেউচা পাঁচামিতে যাবে বিজেপির একটি প্রতিনিধি দল। গেরুয়া শিবিরের দাবি, কয়লা খনি প্রকল্প নিয়ে প্রকৃত তথ্য লুকোচ্ছে রাজ্য সরকার। যদিও বিজেপির তোলা এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: আগরপাড়ার বধূর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বধূর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। ভিনরাজ্যে মধুচন্দ্রিমায় গিয়ে পাহাড়ের খাদ থেকে উদ্ধার মৃতদেহ। মৃতার স্বামীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। বিয়ের একমাসের মধ্যেই খুন, নাকি দুর্ঘটনা? ধন্দে তদন্তকারীরা।

WB News Live Updates: মালদার রতুয়ায় আম আদমি পার্টির সদস্য সংগ্রহ অভিযান

পোস্টার দেওয়ার পরে এবার সদস্য সংগ্রহ অভিযান। মালদার রতুয়ায় সদস্য সংগ্রহে নামে আম আদমি পার্টি। দলের তরফে জানানো হয়েছে, ধারাবাহিকভাবে তাদের এই কর্মসূচি চলবে। যদিও এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live Updates: গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ। গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়। এলাকা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। এ নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ দাবি করেছেন, তৃণমূলই বোমা মজুত করেছিল। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে শাসক দল।

WB News Live Updates: বিজেপির অফিস ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল দমদমে

বিজেপির অফিস ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল দমদমে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তা অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, তৃণমূলই ভাঙচুর চালিয়েছে। তবে শাসক দল পাল্টা দাবি করেছে, বিজেপির অন্তর্দ্বন্দ্বেই ভাঙচুর হয়েছে।

West Bengal News Live Updates: রাজ্যে আম আদমি পার্টির পদার্পণ যাত্রার আগে জেলায় জেলায় পোস্টার

রাজ্যে আম আদমি পার্টির পদার্পণ যাত্রার আগে জেলায় জেলায় পোস্টার। মালদার রতুয়ার পর এবার উত্তর ২৪ পরগনার বারাসাতের নবপল্লি এলাকায় আপের পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে আপ নেতৃত্ব জানিয়েছে। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। এ রাজ্যে আপ কিছুই করতে পারবে না বলে আত্মবিশ্বাসী শাসক দল। বাংলায় তারাই বিরোধী দল, দাবি বিজেপির।

WB News Live Updates: হাতের নাগালে আদালত!

হাতের নাগালে আদালত! সেই ছবি ধরা পড়ল কলকাতার দুই প্রাণকেন্দ্র মহাকরণ ও ধর্মতলা চত্বরে। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে রাজ্যে এই প্রথম চালু হল ভ্রাম্যমান লোক আদালত পরিষেবা। ব্যাঙ্কশাল আদালত সূত্রে খবর, লোক আদালতে এক লক্ষের বেশি মামলায় প্রায় ৭১ কোটি টাকা জরিমানা আদায় হয়েছে।

West Bengal News Live Updates: সাইবার অপরাধ থেকে সাবধান!

মন দিয়ে কোনও কাজ করছেন আপনি। আর তখনই মোবাইলে ঢুকতে শুরু করল একের পর এক মেসেজ! একসঙ্গে অনেকগুলো মেসেজ! কৌতূহলের বশে তার কোনও একটাতে ক্লিক করে বসলেন। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামান্য ভুলে ঘটতে পারে বড় বিপদ!

WB News Live Updates: ১৪ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের গুদাম

১৪ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের গুদাম। এখনও কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন ও ৭টি ওয়াটার জেট। দোতলা সমান উঁচু গুদামের দেওয়ালে ফাটল ধরেছে। যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা।

West Bengal News Live Updates: চুক্তিভিত্তিক কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত রায়গঞ্জ পুরসভা

চুক্তিভিত্তিক কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত রায়গঞ্জ পুরসভা। অভিযুক্ত তৃণমূল পুর পারিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামলেন সহকর্মীরা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তাঁকেই হেনস্থার চেষ্টা করা হয়।

WB News Live Updates: জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি

জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন ওই ওয়ার্ডের পরাজিত কংগ্রেস প্রার্থী। পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পা, বুথ জ্যাম ও রিগিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। শাসক শিবিরের দাবি, সবটাই রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত। 

West Bengal News Live Updates: সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার

এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন নিহত ছাত্রনেতার বাবা। আনিস হত্যাকাণ্ডে সঠিক তদন্তের দাবিতে দিল্লির যন্তরমন্তরে কংগ্রেস ধরনায় বসবে বলে জানালেন অধীর চৌধুরী। আনিসের বাবাকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন তাঁরা।

WB News Live Updates: ১২ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানা

১২ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানা। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন দমকল কর্মীরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

West Bengal News Live Updates: ট্যাংরার মেহের আলি লেনে বিধ্বংসী আগুন

ট্যাংরার মেহের আলি লেনে বিধ্বংসী আগুন। পুড়ে খাক হয়ে গেল চামড়াজাত দ্রব্য ও রেক্সিনের গুদাম। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে হিমশিম অবস্থা দমকলকর্মীদের। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতেও। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিন দমকল কর্মী।

প্রেক্ষাপট

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বিধ্বংসী আগুনে (Fire) সব ছারখার। ট্যাংরায় (Tangra) পুড়ে খাক গুদাম। গুদামের দেওয়ালে ফাটল। গুদামের (Warehouse) দাহ্য পদার্থ মজুত ছিল, জানাল দমকল (Fire Department)। ‘গুদামে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়েই আগুন’, প্রাথমিক অনুমান দমকলের। আগুন নেভাতে গিয়ে ‘আক্রান্ত’ তিন দমকল কর্মী। একজন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন।


শনিবার সন্ধ্যায় চোখের সামনে এভাবে ছাই হয়ে গেল ট্যাংরার মেহের আলি লেনের বিশাল গুদাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত চলছিল কাজ। তারপরই গুদামে আগুন লাগে। অভিযোগ, পুলিশকে বারবার বলার পরেও, দমকল অনেক দেরিতে আসে। এতটাই ঘিঞ্জি যে এলাকায় ঢুকতে হিমশিম খান দমকলকর্মীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন ঘিঞ্জি এলাকায় কীভাবে দিনের পর দিন চলছিল গুদাম? কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? রাতেই দমকলের তরফে দাবি করা হয়, গুদামের পার্শ্ববর্তী এলাকায় কোনও বাসিন্দা আটকে নেই। ফাঁকা করে দেওয়া হয় অ্যাপ্রোচ রোড। 


সর্বগ্রাসী আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিন দমকল কর্মী। দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান এলাকার বাসিন্দারা। কারখানার পাঁচিল ভেঙে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রাণপণ চেষ্টা করেন দমকলকর্মীরা। খালি করা হয় গুদাম সংলগ্ন বাড়িগুলির বাসিন্দাদের। বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।


১২ ঘণ্টা পরেও ট্যাংরার মেহের আলি লেনে জ্বলছে ওয়াটারপ্রুফ কাপড়ের কারখানা। দমকল সূত্রে খবর, দোতলা সমান উঁচু কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তার মধ্যেই চলছিল ওয়েল্ডিংয়ের কাজ। তার থেকেই আগুনের ফুলকি ছিটকে বিপত্তি বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন দমকল কর্মীরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে কারখানার বিপজ্জনক দেওয়াল ভেঙে ফেলা হবে। তবে এই কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেটা এখনও জানা যায়নি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.