West Bengal News Live Updates: আর জি কর কাণ্ডের ক্রাইম সিন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও রাজ্যের ধাক্কা। ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল। কর্মসূচি নিয়ে বিচারপতি হরিশ টন্ডন-বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চের সম্মতি। আবেদন অনুযায়ী ১০০জন চিকিৎসককে অবস্থানস্থলে থাকার অনুমতি। ২৫ ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা, কোর্টে জানাবে চিকিৎসক সংগঠন। আর জি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয়, ভয়ঙ্কর, বললেন বিচারপতি হরিশ টন্ডন।
আলিপুরদুয়ারে এটিএম জালিয়াতি। গ্রেফতার ৩। ধৃতেরা উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বাসিন্দা। উদ্ধার বিভিন্ন ব্যাঙ্কের ১১৩টি এটিএম কার্ড। বাজেয়াপ্ত একটি বিলাসবহুল গাড়ি ও ৫টি মোবাইল। কামাক্ষাগুড়ি বাজার এলাকার সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএমে প্রতারণার অভিযোগ।
আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্ট ঘিরে তোলপাড়, বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। ধর্মতলায় ধর্নার মধ্যেই এবার নিরন্তর জ্বলবে দ্রোহের মশাল। ধর্মতলায় কাল রাত ৮টায় বিচারের দাবিতে জ্বলবে মোমবাতি। বিচার না মেলা পর্যন্ত মশাল জ্বালিয়ে রাখার অঙ্গীকার চিকিৎসকদের।
ক্রাইম সিন নয় সেমিনার রুম, অন্য কোথাও খুন অভয়া? আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ! চিকিৎসককে ধর্ষণ-খুন, সেমিনার রুমে 'উধাও' ধস্তাধস্তির চিহ্ন! 'ধর্ষণ, খুন, তাও সেমিনার রুমে মেলেনি নেই প্রতিরোধের কোনও চিহ্ন'। 'সেমিনার রুমে আততায়ীর সঙ্গে নির্যাতিতার ধস্তাধস্তিরও প্রমাণ নেই'। আর জি কর-কাণ্ডে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে বিস্ফোরক তথ্য: সূত্র। 'বিছানা কিংবা সেমিনার রুমের কোথাও কোনও ধস্তাধস্তির চিহ্নও মেলেনি'। '২৪ ঘণ্টা চিকিৎসক-নার্স, তাও একজন এল, অপরাধ করে চলে গেল? সেমিনার রুমেই চিকিৎসককে ধর্ষণ-খুনের তত্ত্বে সন্দেহ খোদ CFSL-র: সূত্র। তাহলে কি অন্য কোথাও অপরাধ করে দেহ আনা হয়েছিল সেমিনার রুমে? তাহলে কি অন্য কোথাও খুন তিলোত্তমা? CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ।
উঃ ২৪ পরগনার সামশেরনগর থেকে বিএসএফের জালে ৩ সন্দেহভাজন। বিএসএফের জালে ৩ সন্দেহভাজন, একজন ইরানের নাগরিক। হেমনগর কোস্টাল থানা পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় যাতায়াতের অভিযোগ। ব্যবসায়িক কাজে নিয়মিত আসা-যাওয়া, ধরা পড়ার পর দাবি ধৃতদের। সবাই দিল্লিতে কাপড়ের ব্যবসায় যুক্ত, জেরায় এমনই দাবি ধৃতদের, খবর পুলিশ সূত্রে।
ওড়িশার সিমলিাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। চারদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনা রীতিমতো নাস্তানাবুদ করছে বন দফতরের কর্মীদের। টোপ ফেললেও সেই ফাঁদে পা দেয়নি যমুনা। সকালে তার অবস্থান পুরুলিয়ার বান্দোয়ানে কুইলাপাল বিটে কেশরার জঙ্গলে। গতকাল বান্দোয়ানের কায়রো পাহাড়ে ছিল পলাতক বাঘিনী। আজ যমুনা হাঁটা দিয়েছে চিরুডির জঙ্গলের দিকে। বন দফতর সূত্রে খবর, গতকাল ঘাটশিলার দিকে রওনা দিয়েও ফের বান্দোয়ানে ফিরে আসে যমুনা।
এবিপি আনন্দ-র খবরের জের, অবশেষে বালি-মাটি পাচার রুখতে তৎপর প্রশাসন। ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার। এবিপি আনন্দে খবর সম্প্রচারের ৩দিন পরে তৎপর প্রশাসন। বালি-মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে পুলিশ-ভূমি রাজস্ব দফতর। পুলিশ আসতেই উধাও বালি-মাটি পাচারকারীরা।
কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, যুব বিজেপি নেতা গ্রেফতার। কেরল পুলিশের অভিযানে যুব বিজেপি নেতা লিঙ্কন বিশ্বাস গ্রেফতার। অনলাইনে ৪ কোটিরও বেশি 'প্রতারণা'র অভিযোগ রয়েছে এই যুব বিজেপি নেতার বিরুদ্ধে। কৃষ্ণগঞ্জ থানার সঙ্গে কেরল পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃত যুব বিজেপি নেতাকে ট্রানজিট রিমান্ডে কেরল নিয়ে যাচ্ছে পুলিশ।
৯দিন পার, তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কোথায়? অধরা কাউন্সিলর, আড়াল করছেন না তো খোদ পুর-চেয়ারম্যান? পুলিশের কাজেই বাধা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত প্রোমোটারের। 'টাকা দিয়ে মার খেলাম, কেউ তো এমনি এমনি কাউন্সিলরকে টাকা দেয় না। হয়তো টাকার ভাগ গেলেও যেতে পারে।' সব্যসাচীর বিরুদ্ধেই অভিযুক্ত কাউন্সিলরকে আড়াল করার অভিযোগ আক্রান্ত প্রোমোটারের।
ডিভিশন বেঞ্চে হারের পরও ধর্মতলায় চিকিৎসকদের ধর্না মঞ্চ নিয়ে 'অতিসক্রিয়' পুলিশ। ধর্না মঞ্চের পাশে চেয়ার রাখা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বচসা। চেয়ার সরিয়ে নিতে বললে চিকিৎসকদের সঙ্গে বচসা পুলিশের। হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্নায় চিকিৎসকরা।
কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে, বেঙ্গল STF সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড। মিলেছে ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। ৫৮ বছরের এই জঙ্গি তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি, একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল জাভেদ। হাতে লেখা নোটে কী ছিল? নাশকতামূলক কাজের নির্দেশ? নাকি কীভাবে গোটা পরিকল্পনা সাজানো হবে, তার ছক? বাজেয়াপ্ত করা হাতে লেখা নোট ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বেঙ্গল STF।
মুর্শিদাবাদের পর ক্যানিং, রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার। দিল্লি থেকে বিমানে ক্যানিং এসে পাকড়াও কাশ্মীরি জঙ্গি জাভেদ। বেঙ্গল STF-এর সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার। নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল কাশ্মীরি জঙ্গি, সন্দেহ গোয়েন্দাদের।
জাল পাসপোর্ট চক্রে রাশি রাশি ভুয়ো আধার কার্ড। অভিযুক্ত সমরেশ বিশ্বাসকে জেরা করে কলকাতা পুলিশের অভিযান। কলকাতা পুলিশের অভিযানে প্রচুর ভুয়ো আধার কার্ডের হদিশ। রাশি রাশি ভুয়ো আধার কার্ডের সঙ্গে প্রচুর ভোটার কার্ডেরও হদিশ। একাধিক নাম-ঠিকানার তালিকা, তা দিয়েই হাজার হাজার ভুয়ো কার্ড? কাদের হাতে পৌঁছে গিয়েছে ভুয়ো পরিচয়পত্রে তৈরি 'আসল' পাসপোর্ট? কলকাতা, উত্তর ২৪ পরগনা ছাড়াও আর কোথায় ছড়িয়ে চক্রের জাল? জাল পাসপোর্ট চক্রের কিংপিন সমরেশের বারাসাতের বাড়িতে তল্লাশি।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। চিকিৎসকদের আবেদন অনুযায়ী ১০০ জন চিকিৎসক অবস্থান স্থলে থাকতে পারবেন। ২৫ তারিখ অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা আদালতে জানাবে চিকিৎসক সংগঠন। আর জি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর, মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের।
হুগলিতে মা-বাবা-বোনকে নৃশংসভাবে খুন, ছেলের মৃত্যুদণ্ড। পরিবারে সবাইকে হাতের শিরা, গলার নলি কেটে খুন। পেশায় গৃহশিক্ষক প্রমথেশ ঘোষালের ফাঁসির সাজা। ৮ নভেম্বর, ২০২১ সালে ধনেখালিতে মা-বাবা-বোনকে খুন করেন ওই ব্যক্তি। খুনের মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর দোষীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।
বাবাকে খুন করে শোকেসে, দাদাকে মেরে সেপটিক ট্যাঙ্কে। কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড। বাড়ির বারান্দায় রক্ত দেখে সন্দেহ প্রতিবেশীদের। পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করে। শোকেসে কম্বলে মোড়ানো অবস্থায় ছিল বৃদ্ধের দেহ। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার বৃদ্ধের ভাগ্নের দেহ। ঘটনার পর পলাতক বৃদ্ধের ছেলে প্রণবকুমার বৈশ্য।
এপার বাংলা থেকে ওপারে নদীপথে পালানোর ছক ছিল জাভেদের, খবর STF সূত্রে। জলপথে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ বা সন্দেশখালি হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জঙ্গির। ধামাখালি ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়। তবে এই পথে BSF-এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপারে সমস্যা। আরেকটি পথ হল, সন্দেশখালি হয়ে খুলনা ঘাটে পৌঁছনো। সেখান থেকে ভাণ্ডারখালিতে গেলেই তিনদিকে নদী পথ। একটি ভাণ্ডারখালি, আরেকটি দুলদুলি, তৃতীয় জলপথ লেবুখালি। গোয়েন্দাদের অনুমান, এই নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি।
নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাস করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। পরীক্ষায় পাস-ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত: কেন্দ্রীয় শিক্ষা সচিব।
প্রেক্ষাপট
মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার IED বানাতে সিদ্ধহস্ত কাশ্মীরি জঙ্গি জাভেদ। জঙ্গির কাছ থেকে বাজেয়াপ্ত হাতে লেখা বেশ কিছু নোট। নোটের সঙ্কেত ডিকোড করার চেষ্টায় গোয়েন্দারা।
এ রাজ্য থেকে বাংলাদেশ পৌঁছতে একাধিক নদীপথ বেছেছিল ধৃত জঙ্গি, খবর সূত্রের। সন্দেশখালি ও ঝড়খালি, দু'দিক থেকে বাংলাদেশের করিডরে পৌঁছনোর ছক ছিল জাভেদের, অনুমান গোয়েন্দাদের।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রাজ্যের আপত্তি খারিজ। আর জি কর কাণ্ড নজিরবিহীন অকল্পনীয়, ভয়ঙ্কর, মন্তব্য আদালতের।
ফের পিছিয়ে গেল ইডি-র শিক্ষা দুর্নীতি মামলায় চার্জগঠন। আগামীকাল এই মামলায় চার্জগঠন হওয়ার সম্ভাবনা। শুধু পার্থর বিরুদ্ধেই চার্জগঠন হোক, সওয়াল মার্লিন কর্ণধারের আইনজীবীর।
শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির দাপট। শহরাঞ্চলে আক্রান্ত পৌনে ২ হাজার। বিধাননগর পুরসভায় আক্রান্ত ৩৭০ জন। দ্বিতীয় স্থানে নৈহাটি, তিন নম্বরে ভাটপাড়া।
ওড়িশার সিমলিাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। সকালে বান্দোয়ানের কেশরার জঙ্গল থেকে যমুনা যাচ্ছে চিরুডির দিকে। নাস্তানাবুদ বন দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -