West Bengal News Live Updates: আর জি কর কাণ্ডের ক্রাইম সিন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 23 Dec 2024 11:43 PM

প্রেক্ষাপট

মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার IED বানাতে সিদ্ধহস্ত কাশ্মীরি জঙ্গি জাভেদ। জঙ্গির কাছ থেকে বাজেয়াপ্ত হাতে লেখা বেশ কিছু নোট। নোটের সঙ্কেত ডিকোড করার চেষ্টায় গোয়েন্দারা। এ রাজ্য থেকে বাংলাদেশ পৌঁছতে একাধিক...More

West Bengal News Live: ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল

সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও রাজ্যের ধাক্কা। ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল। কর্মসূচি নিয়ে বিচারপতি হরিশ টন্ডন-বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চের সম্মতি। আবেদন অনুযায়ী ১০০জন চিকিৎসককে অবস্থানস্থলে থাকার অনুমতি। ২৫ ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা, কোর্টে জানাবে চিকিৎসক সংগঠন। আর জি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয়, ভয়ঙ্কর, বললেন বিচারপতি হরিশ টন্ডন।