West Bengal News Live: গার্ডেনরিচকাণ্ডে প্রোমোটারের পর এবার গ্রেফতার জমির মালিক

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 19 Mar 2024 09:27 PM
West Bengal Live News: গার্ডেনরিচকাণ্ডে প্রোমোটারের পর এবার গ্রেফতার জমির মালিক

গার্ডেনরিচকাণ্ডে আরও একজন গ্রেফতার । প্রোমোটারের পর এবার গ্রেফতার জমির মালিক। গার্ডেনরিচ থেকেই গ্রেফতার মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পু।

WB Live News: গার্ডেনরিচ থানায় আরও একটি অভিযোগ দায়ের কলকাতা পুরসভার

গার্ডেনরিচে মৃত্যুমিছিল, আরও একটি অভিযোগ দায়ের। গার্ডেনরিচ থানায় আরও একটি অভিযোগ দায়ের কলকাতা পুরসভার। ধৃত প্রোমোটার ও ২ সহযোগীর নামে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রোমোটার মহম্মদ ওয়াসিম ও ২ সহযোগী রাজা, মহম্মদ নাসিমের নামে অভিযোগ। ধংসস্তূপে এখনও একজন আটকে, জানাল পুলিশ। এখনও ২ জনের খোঁজ নেই, পুলিশের কাছে দাবি স্থানীয়দের

West Bengal Live News: বৈদ্যবাটিতে পুরনো বাড়ি ভাঙার সময় দুর্ঘটনা, ২ শ্রমিক আহত

গার্ডেনরিচকাণ্ডের মধ্যেই হুগলিতে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি ! বৈদ্যবাটিতে পুরনো বাড়ি ভাঙার সময় দুর্ঘটনা, ২ শ্রমিক আহত। ঠিকাদার-সহ ৩জনকে আটক করল শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।

WB Live News: গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে তৃণমূলের কর্মসূচিতেও দেখা গেছে ! ভাইরাল ভিডিও

শুধু তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের সঙ্গেই নয়, গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে তৃণমূলের কর্মসূচিতেও দেখা গেছে! ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

West Bengal Live News: গার্ডেনরিচকাণ্ডে মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি অধীর চৌধুরীর

গার্ডেনরিচকাণ্ডে মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি অধীর চৌধুরীর

WB Live News: গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ৯ জনের মৃত্যুর পর স্বীকারোক্তি ফিরহাদের  

'বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি, দূর করতে পারছি না। কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতে পারছি না', গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ৯ জনের মৃত্যুর পর স্বীকারোক্তি মেয়র ফিরহাদ হাকিমের
 

West Bengal Live News: রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়

রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায়ের নামেই চূড়ান্ত সিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন। 

WB Live News: বেআইনি বাড়ি ভাঙায় স্থগিতাদেশের আবেদন পত্রপাঠ খারিজ

বেআইনি বাড়ি ভাঙায় স্থগিতাদেশের আবেদন পত্রপাঠ খারিজ। 'বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশে কোনও স্থগিতাদেশ নয়। স্থগিতাদেশের কোনও আবেদনই শুনব না,যে আদালতই নির্দেশ দিক, সেটাই বহাল থাকবে', মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার। 

West Bengal Live News: গার্ডেনরিচকাণ্ডের পর প্রোমোটার থেকে পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের

গার্ডেনরিচে মরণফাঁদ, হেলে রয়েছে একের পর এক বহুতল। প্রোমোটার থেকে পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের

WB Live News: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে ঘটনাস্থলে ভাঙড়ের বিধায়ক নৌশাদ

আজ গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল সরেজমিনে দেখতে যান আইএসএফ নেতা এবং ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালেও যান আইএসএফ নেতা। তাঁর দাবি এলাকায় বেআইনি নির্মাণ যদি নিযন্ত্রণ করতে না পারেন তাহলে মেয়র এবং কাউন্সিলরের পদত্যাগ করা উচিত।

West Bengal Live News: গার্ডেনরিচে ধ্বংসস্তূপের মধ্যে এখনও চলছে প্রাণের খোঁজ

গার্ডেনরিচে মৃত্যুমিছিল, বহুতল ভেঙে ৯ জনের মৃত্যু। ধ্বংসস্তূপের মধ্যে এখনও চলছে প্রাণের খোঁজ। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। স্নিফার ডগ এনে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ। 

TMC Attacks EC: রাজীব কুমারকে অপসারণের পর নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের


ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের। এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন চাইল তৃণমূল
'নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংসের কৌশল নিয়েছে বিজেপি। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? সেই কারণেই কি নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে বিরোধীদের নিশানা করছে? নির্বাচিত সরকারের আধিকারিককে বদলি করা হচ্ছে! অবাধ, শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই', সোশাল মিডিয়ায় পোস্ট ডেরেক ও'ব্রায়েনের। 

West Bengal Live News: ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের


ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের। এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন চাইল তৃণমূল

WB Live News: পুকুর বুজিয়ে বহুতল, ৪ ফুট রাস্তায় ৫ তলা বাড়ি তৈরির অভিযোগ

পুকুর বুজিয়ে বহুতল, ৪ ফুট রাস্তায় ৫ তলা বাড়ি তৈরির অভিযোগ। বেআইনি নির্মাণ, মানলেন মুখ্যমন্ত্রী-মেয়র, কিন্তু এত মৃত্যুর দায় কার? ২০২২-এর ডিসেম্বর থেকে কাজ শুরু, সব ফ্ল্যাট বিক্রি, তাও কিছু জানত না পুরসভা! অ্যাসিস্ট্যান্ট ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করেই দায় সারবে পুরসভা? গ্রেফতার প্রোমোটার, কিন্তু নেপথ্যে কে? উঠছে একের পর এক প্রশ্ন। 

West Bengal Live News:  গার্ডেনরিচে আজ সকাল থেকে ফের শুরু উদ্ধারকাজ

ধ্বংসস্তূপের মধ্যে এখনও চলছে প্রাণের খোঁজ। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। স্নিফার ডগ এনে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ। 

WB Live News: গার্ডেনরিচে মৃত্যুমিছিল, বহুতল ভেঙে ৯ জনের মৃত্যু

গার্ডেনরিচে মৃত্যুমিছিল, বহুতল ভেঙে ৯ জনের মৃত্যু। ধ্বংসস্তূপের মধ্যে এখনও চলছে প্রাণের খোঁজ। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। স্নিফার ডগ এনে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ। 

West Bengal Live News: গার্ডেনরিচকাণ্ডে ইডি-সিবিআই চান বিজেপির রাকেশ সিংহ

 গার্ডেনরিচকাণ্ডে ইডি-সিবিআই চান বিজেপির রাকেশ সিংহ। এলাকার সব বাড়িই অবৈধ বলে দাবি। ২ বছরে আটশো বেআইনি নির্মাণ ভেঙেছে পুরসভা,  পাল্টা তৃণমূল। 
 

WB Live News: বিজেপির রাজ্য সভাপতিকে তীব্র নিশানা করলেন অভিষেক

বালুরঘাটের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতিকে তীব্র নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। 

EC On Rajiv Kumar:  অ্যাকশনে নির্বাচন কমিশন, সরানো হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে


 অ্যাকশনে নির্বাচন কমিশন। সরানো হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। যুক্ত থাকতে পারবেন না ভোটের কোনও কাজে।  

West Bengal Live News: গার্ডেনরিচকাণ্ডে ইডি-সিবিআই চান বিজেপির রাকেশ সিংহ

 গার্ডেনরিচকাণ্ডে ইডি-সিবিআই চান বিজেপির রাকেশ সিংহ। এলাকার সব বাড়িই অবৈধ বলে দাবি। ২ বছরে আটশো বেআইনি নির্মাণ ভেঙেছে পুরসভা,  পাল্টা তৃণমূল। 
 

WB Live News: মেয়রের বিধানসভা এলাকাতেই বহুতল-বিপর্যয়

 মেয়রের বিধানসভা এলাকাতেই বহুতল-বিপর্যয়। ক্ষমতায় আসার ১৩ বছর পরেও বাম আমলকে দায়ী করলেন ফিরহাদ।  

প্রেক্ষাপট


  •  গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach building collapse) দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। কাউন্সিলরকে আড়াল করে দায় এড়ানোর চেষ্টায় মেয়র। গ্রেফতারির দাবি বিরোধীদের। 

  • গার্ডেনরিচে ২২-এর ডিসেম্বর থেকে তৈরি হচ্ছিল বহুতল। ১৬০০ টাকা স্কোয়ার ফিট। প্রতিটি ফ্ল্যাট ৫০০ বর্গফুটের। নির্মাণ শুরুর দেড় বছরেই ধূলিসাৎ!

  • চোখের সামনে বেআইনি নির্মাণ, তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের গ্রেফতারি দাবি শুভেন্দুর। আগে অভিযোগ প্রমাণ করুন, পাল্টা কাউন্সিলর। 

  • গার্ডেনরিচকাণ্ডে ইডি-সিবিআই চান বিজেপির রাকেশ সিংহ। এলাকার সব বাড়িই অবৈধ বলে দাবি। ২ বছরে আটশো বেআইনি নির্মাণ ভেঙেছে পুরসভা,  পাল্টা তৃণমূল। 

  •  গার্ডেনরিচে মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা সাহায্য ঘোষণা পুরমন্ত্রীর। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গে অভিযোগে কমিশনে নালিশ বিজেপির। 

  • লোকসভা নির্বাচনের আগে কী ভাবছেন হুগলির আম-জনতা? কী বলছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা? ঘুরে দেখলেন লগ্নজিতা চক্রবর্তী।  

  •  'মুখ খুললেই গুলি করে খুনের হুমকি', অভিযোগ স্থানীয়দের। ইঞ্জিনিয়রদের শোকজ, তৃণমূল কাউন্সিলরকে আড়ালের চেষ্টা?   
     

     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.