West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা অনশনরত জুনিয়র ডাক্তারদের
West Bengal News Updates LIVE: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
অনশনের ১৩ দিন পার। সোমবার পর্যন্ত ডেডলাইন মুখ্যমন্ত্রীকে, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের কথা। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি জানালেন জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার।
১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন, আন্দোলনের পরবর্তী রূপরেখা কী? কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের বৈঠক
পরবর্তী কী পদক্ষেপ? কোন পথে মিলবে সমাধান?
কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা। এদিন ক্ষোভে ফেঁটে পড়েন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের তরফে তিনি বলেন, '১৩ টা দিন হয়ে গিয়েছে। আমরা কোনও মানবিক উত্তর পাচ্ছি না। আমরা কোনও মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না।'
আইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
শিয়ালদা ডিভিশনে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন । চালক, গার্ড থেকে স্টেশন মাস্টারদের চিঠি ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজারের। শিয়ালদা ডিভিশনে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না লোকাল ট্রেন । সময় মেনে ট্রেন চলাচলের কথা মাথায় রেখে এই উদ্য়োগ, দাবি শিয়ালদা ডিভিশনের।
প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু। বয়স হয়েছিল ৯১ বছর। আজ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
দেবকুমার বসু ভারতীয় চলচ্চিত্রের পথপ্রদর্শক দেবকী কুমার বসুর পুত্র। বাংলা ছাড়া অসমিয়া, মণিপুরী, ওড়িয়া ভাষাতেও তিনি ছবি তৈরি করেন
মাতামগি মণিপুর ছবির জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। জনপ্রিয় বাংলা ধারাবাহিক বিবাহ অভিযানের তিনি ছিলেন পরিচালক। তাঁর পরিচালিত জনপ্রিয় ছবিগুলি হল শেষ বিচার, সংগ্রাম, অপূর্ণ, অনুভব প্রভৃতি। প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী
বিচার-সহ ১০ দফা দাবিতে ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। 'মুখ্যমন্ত্রী একবারের জন্যেও আসতে পারলেন না! উনি কেন এত নিষ্ঠুর? ১০ দফা দাবি মেনে নিতে কেন এত কষ্ট? আমরা জানি, আমাদের লড়াই ন্যায্য। প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে। আর কতদিন অনশন করতে হবে, আপনি বলে দিন', মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা অনশনরত জুনিয়র ডাক্তারদের।
সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের আবেদনে সাড়া দিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও
কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 'মণ্ডপের ভিতরেই অগ্নিদগ্ধ হন তরুণী, ঘটনাস্থল মণ্ডপের ভিতরেই। মণ্ডপের পাশেই দুর্গাপুজোর ভোগ রান্নার ব্যবস্থা ছিল, সেখান থেকে কেরোসিন ও দেশলাই বাক্স পেয়ে থাকতে পারে', পুলিশ সূত্রে খবর। মণ্ডপের ভিতরে যেখানে তরুণীর দেহ পড়ে ছিল, সেখানে ছিল কেরোসিনের গন্ধ, সুনিশ্চিত করেছে ফরেন্সিক। ঘটনার রাতে তরুণীর ফোনের টাওয়ার লোকেশন রাত ৮টার পর থেকে ওই এলাকাতেই পাওয়া গেছে', পুলিশ সূত্রে খবর।
'
আজ ভোরে শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ওয়ার্ডের বেশিরভাগ অংশ। ৪৮ জন রোগীকে মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন মানিকতলা ESI-এর ডেপুটি সুপার। এই রোগীদের মধ্যে আছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। ৩ মাস আগে পা ভেঙে যায় তাঁর। ক্রাচে ভর দিয়ে কোনও রকমে আজ ভোরে অগ্নিকাণ্ডের সময়ে দোতলা থেকে একতলায় নামেন দীপঙ্কর মণ্ডল। অর্থোপেডিক ওয়ার্ডেরই আরেক রোগী গড়িয়ার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। কোমর ভেঙে হাসপাতালে ভর্তি । তাঁকে পাঁজোকোলা করে নামিয়ে আনেন হাসপাতালের এক কর্মী। প্রবল আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না দুই রোগীর।
মৃত্যুর ১১ দিন আগে নিরাপত্তা চেয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছিলেন পূর্ণিমা কান্দু। স্বরাষ্ট্রসচিব, ডিজি, পুরুলিয়ার পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন মৃত ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। 'নিরাপত্তাহীনতায় ভুগছি', চিঠিতে উল্লেখ করেছিলেন মৃত ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। সিআইডি তদন্ত দাবি পূর্ণিমা কান্দুর আত্মীয় ও ঝালদার তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দুর।
সাতসকালে শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু, দাবি পরিবারের। আগুনের কারণে মৃত্যু নয়, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
ডেডলাইন পার, তপোব্রতকে আটকের নিন্দা করেনি কলকাতা পুরসভা। পুলিশের দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি। প্রতিবাদে প্রতীকী অনশনে যোগ দেওয়ার ঘোষণা পুরসভার ডাক্তারদের।
কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর আগে ফোনে সম্পর্ক ছিন্ন করার কথা বলে রাহুল। অপর এক তরুণীর সঙ্গে সিনেমা দেখতে যায় রানাঘাটে। খবর সূত্রের।
অনশনের ১৪ দিন, কোন পথে কাটবে জট? সংঘাতের আবহেই আচমকা কুণাল ঘোষের কাছে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। অচলাবস্থা কাটানোই লক্ষ্য। কুণালের সঙ্গে বৈঠকের পর দাবি চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
প্রেক্ষাপট
কলকাতা: আজ সিনিয়রদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। অনশনের ১৪ দিন, কোন পথে কাটবে জট? সংঘাতের আবহেই আচমকা কুণাল ঘোষের কাছে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা ও প্রতিবাদী ডাক্তারের একান্ত বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। মিলবে সন্দীপ ও টালা থানার প্রাক্তন OC-র নার্কো টেস্টের অনুমতি? অভিযুক্তদের পেশ করে শিয়ালদা কোর্টে কী বলবে CBI? ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর বিষক্রিয়ায় মৃত্যু? পাকস্থলিতে মিলেছে বিষাক্ত পদার্থ, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -