RG Kar Case Live Updates: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বললেন বিচারক

RG Kar Case News All Updates: হাসপাতালেই চিকিৎসককে ধর্ষণ-খুন। ১৬৪দিনের মাথায় সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। আর জি করকাণ্ডে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী।

ABP Ananda Last Updated: 20 Jan 2025 11:31 PM
Sharon Raj Murder Case: কেরলে শ্যারন রাজ খুনের মামলায় প্রেমিকার ফাঁসির নির্দেশ, অভিযুক্ত প্রেমিকা গ্রিসমাকে ফাঁসির সাজা

কেরলে শ্যারন রাজ খুনের মামলায় প্রেমিকার ফাঁসির নির্দেশ। অভিযুক্ত প্রেমিকা গ্রিসমাকে ফাঁসির সাজা তিরুঅনন্তপুরমের অতিরিক্ত জেলা সেশনস কোর্টের। বয়ফ্রেন্ডকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রেমিকা গ্রিসমার বিরুদ্ধে। শ্যারণ রাজ হত্যা মামলায় তৃতীয় অভিযুক্ত গ্রিসমার কাকাকে ৩ বছর কারাদণ্ডের নির্দেশ। এই ঘটনা বিরল থেকে বিরলতম, এই রায় অভূতপূর্ব, প্রতিক্রিয়া নিহত শ্যারন রাজের পরিবারের আইনজীবীর। নিঁখুত তদন্তের জন্য পুলিশের টিমকে ধন্যবাদ জানাল আদালত। 

RG Kar Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে এবার হাইকোর্টে যাওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আর জি কর-কাণ্ড সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, হাইকোর্টে যাচ্ছে রাজ্য। চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি। বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, কোর্টের এই রায়ে আমি ধাক্কা খেয়েছি। আমি বিশ্বাস করি এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ, এর শাস্তি ফাঁসি। কীভাবে আদালত এই সিদ্ধান্তে এল যে এটা বিরলের মধ্যে বিরলতম নয়? সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে এবার হাইকোর্টে যাওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live: পুলিশকে গুলি করে এনকাউন্টারে নিহত সাজ্জাক, অবশেষে জালে শাগরেদ

পুলিশকে গুলি করে এনকাউন্টারে নিহত সাজ্জাক, অবশেষে জালে শাগরেদ। সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেওয়া আব্দুর হোসেন গ্রেফতার। করণদিঘি সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় গ্রেফতার। পুলিশকে গুলি করে উধাও সাজ্জাক, পরে গোয়ালপোখরেই এনকাউন্টার। আব্দুরের বিরুদ্ধে ইসলামপুর কোর্টে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগ। 

WB News Live: রেশন দুর্নীতিতে জেলমুক্তির পরে বিধানসভায় গেলেন জ্যোতিপ্রিয়

রেশন দুর্নীতিতে জেলমুক্তির পরে বিধানসভায় গেলেন জ্যোতিপ্রিয়। কিছুক্ষণ থাকলেন মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে। বিধানসভায় গিয়ে সারলেন প্রয়োজনীয় কাজ। 

WB News Live: প্রেসিডেন্সি জেলে 'শ্বাসকষ্ট', পার্থ চট্টোপাধ্যায়কে আনা হল এসএসকেএমে

ফের অসুস্থ পার্থ। প্রেসিডেন্সি জেলে 'শ্বাসকষ্ট', পার্থকে আনা হল এসএসকেএমে। নিয়োগ দুর্নীতি মামলায় ২০০দিন ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুকে 'ব্যথার' পরে এবার 'শ্বাসকষ্ট', অবজার্ভেশন ওয়ার্ডে পার্থ। 

RG Kar Verdict: আর জি কর মামলার রায় শুনে সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, কী বলছেন তিনি?

আর জি কর মামলার রায় শুনে সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তিনি বলছেন, বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটা কেন নয় তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়াও একটা বড় প্রশ্ন সঞ্জয় রায় ছাড়া আর কারা? কেন বারবার সঞ্জয় রায়কেই একা দোষী বলা হচ্ছে? আর কারা যুক্ত রয়েছে এই ঘটনায়? তাদের সামনে আনতে এত দেরি হচ্ছে কেন? সিএসএফএল- এর ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট ভাবে বলা হয়েছে মাল্টিপল ডিএনএ রয়েছে। তাহলে বাকি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কীভাবে? একাধিক ব্যক্তি যে জড়িত থাকার কথা বারবার বলা হচ্ছে, তাদের গ্রেফতার কথা বলেছেন অনিকেত। কেন তথ্যপ্রমাণ লোপাট হল, কাকে বাঁচানোর জন্য হল, এটাও সামনে আসা উচিৎ। 

RG Kar Verdict: আর জি কর মামলার রায় শুনে বিস্ফোরক জুনিয়র চিকিৎসক আশফাকুল্লা নাইয়া, কী বললেন তিনি?

'মানুষ হিসেবে মন থেকে এই বিচার মানতে পারছি না। ধর্ষণ, খুনের পর কাউকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া, এটা আমাদের কাছে লজ্জার। আর কত অভয়া দেখলে আমরা বিচার পাব? বিচারকের সমালোচনা হয়তো আমরা করতে পারি না। তবে বিচারের সমালোচনা করতে পারি।' আর জি কর মামলার রায় শুনে বিস্ফোরক জুনিয়র চিকিৎসক আশফাকুল্লা নাইয়া।  

RG Kar Case Verdict: নিহত চিকিৎসকের পরিবার যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ কি ১৭ লক্ষ টাকা দিয়ে সম্ভব? আর জি কর কাণ্ডের রায় শুনে আর কী বলেছেন সিনিয়র চিকিৎসক পুণ্যব্রত গুঁই

'আজকে যদি সঞ্জয় রায়কে ফাঁসিও দেওয়া হতো, তাহলেও আমরা খুশি হতাম না। সঞ্জয় রায়কে একা চিহ্নিত করে যে শাস্তি দেওয়া হল, এটা হচ্ছে, আর যারা ষড়যন্ত্রকারী আছে, তাদের আড়াল করার জন্য ঘটনার দিন থেকে যেভাবে পুলিশ প্রশাসন, কলেজ প্রশাসন উদ্যোগ নিয়েছিল তার মধ্যে আজকে আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং লোয়ার কোর্টকে অংশ নিতে দেখলাম। নিহত চিকিৎসকের পরিবার যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ কি ১৭ লক্ষ টাকা দিয়ে সম্ভব? আর জি কর কাণ্ডের রায় শুনে বলেছেন সিনিয়র চিকিৎসক পুণ্যব্রত গুঁই। 

RG Kar Verdict: আর জি কর-কাণ্ডের নেপথ্য়ে আরও অনেকে আছে বলেই কি বারবার আদালতে বলার সুযোগ পেয়েও আর কারও নাম নিল না সঞ্জয় রায়?

আর জি কর-কাণ্ডের নেপথ্য়ে আরও অনেকে আছে বলেই কি বারবার আদালতে বলার সুযোগ পেয়েও আর কারও নাম নিল না সঞ্জয় রায়? বিচারক তাঁকে বারবার বক্তব্য় রাখতে দিলেন, কিন্তু খোলসা করল না সঞ্জয়! শুধু ওপর ওপর দিয়ে ছুঁয়ে চলে গেল! 

WB News Live: বাসন্তীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে 'ধর্ষণ' করে খুন

বাসন্তীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে 'ধর্ষণ' করে খুন। ১২দিন ধরে নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার এলাকাতেই। মাঠের মধ্যে দেহ পুঁতে রাখা ছিল, দাবি স্থানীয়দের। 'পরিচিত এক যুবক ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ'। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। দেহ উদ্ধারে পুলিশ গেলে স্থানীয়দের বিক্ষোভ।

RG Kar Verdict: এটা বিরলতম অপরাধ না হলে, কোনটা? প্রশ্ন নিহত চিকিৎসকের পরিবারের

এটা বিরলতম অপরাধ না হলে, কোনটা? প্রশ্ন নিহত চিকিৎসকের পরিবারের। মেলেনি বিচার, রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন চিকিৎসকের মা-বাবা। বিচারের নামে প্রহসন, রায় নিয়ে তীব্র ক্ষোভ চিকিৎসকদের। 

West Bengal News Live: মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুলাল সরকার খুনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যে যত বড়ই হোক না কেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই খুনের ঘটনা নিয়ে কতগুলো কথা আমার কানে এসেছে, সেগুলো তদন্ত-সাপেক্ষ ব্যাপার। আমার যা বলার ডিজি-কে বলেছি, এসপি কেও বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ তার স্ত্রী চৈতালি করবে। মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। এখানে এমএলএ, এমপি আমরা পাই না। কিন্তু পুরসভা ভোটে আমরা জিতে যাই। এর মধ্যে কী রহস্য আছে, অনেকরকম খেলা চলে। কিন্তু এই খেলা চললে সেটা মানুষের জন্য খারাপ হবে। আমায় এটার রহস্যভেদ করতে হবে। মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করার পর বললেন মুখ্যমন্ত্রী। 

RG Kar Verdict: আর জি করে কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, আদালতের রায়ে খুশি নন আন্দোলনকারী চিকিৎসকরা

আর জি করে কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। আদালতের রায়ে খুশি নন আন্দোলনকারী চিকিৎসকরা। মৌলালিতে প্রতীকী প্রতিবাদ। মানববন্ধনেও শামিল চিকিৎসকরা। বাকি যারা এই ঘটনার যুক্ত তাদের সকলের শাস্তির দাবিতে সরব সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহল। 

RG Kar Verdict: সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, খুশি নয় নিহত চিকিৎসকের পরিবার

আর জি কর কাণ্ডে আদালয়ে রায়ে খুশি নন নিহত চিকিৎসকের পরিবার। সন্তানের মেধা থাকলেই হবে না, বাবা-মাকে প্রভাবশালী হতে হবে, মন্তব্য মৃত চিকিৎসকের মায়ের। সুবিচার পাননি, জানিয়েছেন মৃতার বাবা। 

WB News Live: পার্ক সার্কাস স্টেশনের কাছে বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন

পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন অঞ্চলে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে তিলজলার কারখানা। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। বন্ধ রয়েছে ট্রেন চলাচলের। আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা দমকলবাহিনীর। কাজ করছে ১৪টি ইঞ্জিন। ক্রমাগত দেওয়া হচ্ছে জল। 

RG Kar Case Verdict: কর্মস্থলে চিকিৎসকের ধর্ষণ-খুন বিরলতম ঘটনা নয়? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের

কর্মস্থলে চিকিৎসকের ধর্ষণ-খুন বিরলতম ঘটনা নয়? এটা বিরলতম ঘটনা না হলে আর কোনটা বিরলতম ঘটনা? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়া জানিয়েছেন, বিচারের দাবিতে তাঁরা উচ্চ আদালতে যাবেন। বিচারের নামে প্রহসন হয়েছে বলে মত চিকিৎসকদের একাংশের। 

RG Kar Case Verdict: আর জি কর-কাণ্ডে ৩টি ধারায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়

আর জি কর-কাণ্ডে ৩টি ধারায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। BNS 64 ধারা (ধর্ষণ): দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। BNS 66 ধারা (ধর্ষণের সময় এমন আঘাত করা, যার জেরে মৃত্য়ু হতে পারে)। BNS 103 (1) (খুন): দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়ের। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বলেছেন বিচারক। নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ। 

প্রেক্ষাপট

আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, বললেন বিচারক। 


কর্মস্থলে চিকিৎসককে ধর্ষণ-খুন. সরকারকে ১৭ লক্ষ আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ আদালতের। ক্ষতিপূরণ নয়, বিচার চাই, বিচারককে বলল অভয়ার পরিবার। 


হাসপাতালেই চিকিৎসককে ধর্ষণ-খুন। ১৬৪দিনের মাথায় সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। 


আর জি করকাণ্ডে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। 


সঞ্জয়কে ফাঁসি দেওয়াতে ব্যর্থ সিবিআই। আর জি করকাণ্ডে রায়ের পরেও আক্রমণে দেবাংশু। একা সঞ্জয় নয়, সন্দেহ হয়তো আছে কোর্টেরও, পাল্টা শমীক। 


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.