West Bengal News LIVE Updates: আরজি করের ঘটনায় FIR দায়ের করল সিবিআই, বুধবার রাজ্যে আসছে তদন্তকারী দল
West Bengal News LIVE: সব খবরের লাইভ আপডেট দেখতে চোখ রাখুন...
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় FIR দায়ের করল সিবিআই। বুধবার রাজ্যে আসছে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী দল।
আদালতের পর্যবেক্ষণে সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের।
আরজি করে সেমিনার হল ভাঙার চেষ্টা চলছে। প্রমাণ লোপাটের অভিযোগেই এই কাণ্ড বলে দাবি এসএফআইয়ের। এই অভিযোগ জানিয়ে আরজি কর হাসপাতালে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআইয়ের সদস্যরা
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আরজি কর মামলার তদন্তের কাগজপত্র সংগ্রহ করতে টালা থানায় পৌঁছল সিবিআই-এর টিম।
আরজি করে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এলেন অপর্ণা সেন সহ অন্য বুদ্ধিজীবীরা।
রামপুরহাট আদালতে বগটুই গণহত্যাকাণ্ডে অভিযুক্তদের চিনতেই পারলেন না স্বজনহারা মিহিলাল সহ মূল সাক্ষীরা।
রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদার ৪০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ, আদালতে দাবি ইডি-র। ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করে চলছে তদন্ত।
কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলা গেল CBI-এর হাতে। প্রথমেই কেন খুনের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর মামলা? পুলিশ-হাসপাতালের ভূমিকায় প্রশ্ন কলকাতা হাইকোর্টের। পরবর্তী শুনানির দিন তদন্তের বিষয়ে রাজ্যকে মামলার অগ্রগতির বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের।
আরজি কর কাণ্ডের পরই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল করা হয়েছিল আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তা নিয়ে উত্তাল হয় এনএমসির পড়ুয়ারা, স্লোগান-বিক্ষোভ চলে। এরপরই স্বাস্থ্য ভবন থেকে জানান হল যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল পূর্বতন অধ্যক্ষ অজয় রায়ের হাতেই।
আরজি কর কাণ্ড নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। 'স্বাধীনতা দিবসে পতকা তুলে পদত্যাগ করুন মমতা, এই আন্দোলন থামবে না', হুঁশিয়ারি শুভেন্দুর
বগটুই গণহত্যার মূল সাক্ষীরা চিনতে পারলেন না অভিযুক্তদের। মিহিলাল শেখ, ফটিক শেখ এবং নেকলাল শেখে যারা আগুন লাগিয়েছে তাদের চিনতে পারেননি। সিবিআই আইনজীবী জানান এটা দূর্ভাগ্যজনক।
আর জি কর মামলায় কেস ডায়েরি পেশ করল পুলিশ, খতিয়ে দেখছেন প্রধান বিচারপতি। সময় নির্দেশ করে গোটা ঘটনাক্রম কেস ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
'আর জি কর মেডিক্যালে যা হয়েছে, তার কঠোর নিন্দা করে সরকার। ১২ ঘণ্টার মধ্যে এই ঘটনায় অপরাধী গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রী নিহত চিকিৎসকের বাড়ি গিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। এরপরেও দেখা যাচ্ছে রাজ্যজুড়ে রেসিডেন্ট চিকিৎসকদের আন্দোলনে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। চিকিৎসকদের মর্যাদা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয় সরকার। রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', কর্মবিরতি প্রত্যাহারের আবেদন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের
আর জি কর কাণ্ডের মধ্যেই নতুন আতঙ্ক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের লেডিজ হস্টেলের পাঁচিল টপকে ঢুকল এক ব্যক্তি। কালো কাপড় ও মুখঢাকা দুষ্কৃতীকে ঘিরে হস্টেলে আতঙ্ক। অভিযোগ, এক মহিলা জুনিয়র চিকিৎসকের দিকে তেড়ে যায় ওই ব্যক্তি। হস্টেলের মহিলারা ও সিকিওরিটি গার্ড ঘটনাস্থলে এলে পাঁচিল টপকে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনার পর রীতিমত আতঙ্কিত বাঁকুড়া হাসপাতালের মহিলা চিকিৎসকরা
আপনার আচরণ তো অভিভাবকের মত হওয়া উচিত ছিল। আপনার উচিত এখনই বাড়ি ফিরে যাওয়া, আর.জি করের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির
'এই মামলাও কামদুনির পথে এগোবে এবং সমস্ত অপরাধী ছাড়া পেয়ে যাবে। এই পুলিশ আধিকারিক বিনীত গোয়েল কামদুনি মামলাতেও ছিলেন। তাঁকে এই মুহূর্তে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক', তিনি কামদুনি মামলায় কী করেছেন আমরা জানি, সওয়াল মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজির
সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেননি কেন ? তিনি তো ওই প্রতিষ্ঠানের প্রধান। কেন তাকে রক্ষা করার চেষ্টা করছেন ? কিছু একটা নিখোঁজ আছে। - মন্তব্য প্রধান বিচারপতির.
আর জি কর মামলায় কেস ডায়রি তলব প্রধান বিচারপতির। দুপুর ১ টার মধ্যে কেস ডায়রি তলব প্রধান বিচারপতির
আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি সুকান্তর? 'প্রমাণ বেশিদিন থাকে না', সিবিআই তদন্ত দিতে চাইলে দেরি করা উচিত নয়, দাবি সুকান্ত মজুমদারের
আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা পরিবারের। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগে আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। আবেদন দাখিল করার অনুমতি আদালতের।
RG করকাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে, এবং চিকিৎসক-চিকিৎসা কর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য়ের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে চলছে বিক্ষোভ, কর্মবিরতি। এরইমধ্য়ে পরিষেবা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীদের।
মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। আজও প্রভাব পড়েছে পরিষেবায়। জরুরি বিভাগ খোলা থাকলেও, চিকিৎসক নেই, তাই ফিরে যেতে হল অন্তঃসত্ত্বাকে।
আরজি কর হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। হাসপাতালের একাধিক ব্যক্তির সঙ্গে বলবেন কথা
ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু ঠিকা শ্রমিকের, শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিক ভাবেই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরের চারশোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল ED. গতকাল ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে তথ্য প্রমাণ পেশ করা হয়। ED সূত্রে দাবি, ভুয়ো কৃষকদের নামে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। এই সমস্ত অ্যাকাউন্টে ধান কেনার সরকারি টাকা জমা পড়ত। এরপর সেই টাকা চলে যেত তৃণমূলের দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরের অ্যাকাউন্টে। প্রত্যেকটি অ্যাকাউন্টের
ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করে খতিয়ে দেখছেন ED-র তদন্তকারীরা। এই চারশোটি অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে মনে করছে ED.
যেমন তেমন বাড়ি নয়। আরজি কর মেডিক্যালে খুন ও ধর্ষণে ধৃত সঞ্জয় রায় শম্ভুনাথ পণ্ডিতের হেরিটেজ বাড়ির ভাড়াটে। এই বাড়িতে এখনও থাকেন শম্ভুনাথ পণ্ডিতের পরিবারের সদস্যরা। ঘৃণ্য অপরাধে অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে শম্ভুনাথ পণ্ডিতের ঠিকানা জড়িয়ে যাওয়ায়, আক্ষেপ ঝড়ে পড়ছে তাঁদের গলায়।
আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও আজ মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও।
RG করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে সঞ্জয় রায় কি একাই জড়িত? নাকি তাকে কেউ পাঠিয়েছিল? নারকীয় ধর্ষণ-খুনের নেপথ্যে কি আর কারও হাত রয়েছে? তারা কি হাসপাতালের ‘ভিতরের লোক’? জানতে RG করের জুনিয়র চিকিৎসক, PGT ট্রেনি-সহ ৭ জনকে গতকাল মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যে চার জুনিয়র চিকিৎসক নির্যাতিতার সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, আজ ফের তাঁদের লালবাজারে তলব করা হয়েছে। এ ছাড়াও, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপার, নার্সিং স্টাফ, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মীকে আজ তলব করেছে পুলিশ। ওইদিন সেমিনার হলের মধ্যে কি কেউ লুকিয়ে ছিল? নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চান তদন্তকারীরা। অন্যদিকে, বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এমন ১৫ জনকে চিহ্নিত করে এর মধ্যে কয়েকজনকে
আজ লালবাজারে তলব করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর ডেডলাইনের পর এবার আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের ডেডলাইন। 'সিটের তদন্তে আমরা খুশি নই', বিচারবিভাগীয় তদন্তের দাবিতে অনড় আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। ১৪ অগষ্টের মধ্যে তদন্ত শেষ করার দাবি। জেরারেল বডি মিটিং করে ৬ দফা দাবি রাজ্যের ২১ মেডিক্যাল কলেজের পড়ুয়াদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের সমন্ত মেডিক্যাল কলেজের পড়য়াদের
শরীরজুড়ে অসংখ্য় ক্ষত!! একা সঞ্জয় রায়ের পক্ষে এই নারকীয় অত্য়াচার কার্যত অসম্ভব। আরজি কর হাসপাতালে, নিহত চিকিৎসকের শরীরে অত্য়াচারের ভয়াবহতা দেখে, এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এমনকী, রবিবার কুণাল ঘোষ যে ভাইরাল অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানেও শোনা যাচ্ছে, এটা দু থেকে তিনজনের কাজ হতে পারে!
প্রেক্ষাপট
কলকাতা: আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় FIR দায়ের করল সিবিআই। বুধবার রাজ্যে আসছে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী দল।
আদালতের পর্যবেক্ষণে সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের।
"আরজি করে সেমিনার হল ভাঙার চেষ্টা", প্রমাণ লোপাটের অভিযোগে এসএফআইয়ের বিক্ষোভ।
হাইকোর্টের নির্দেশের পরেই টালায় থানা পৌঁছল সিবিআই-এর টিম।
আরজি কর হাসপাতালে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এলেন অপর্ণা সেন।
রামপুরহাট আদালতে বগটুই গণহত্যাকাণ্ডে অভিযুক্তদের চিনতেই পারলেন না স্বজনহারা মিহিলাল সহ মূল সাক্ষীরা।
রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদার ৪০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ, আদালতে দাবি ইডি-র। ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করে চলছে তদন্ত।
কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলা গেল CBI-এর হাতে। প্রথমেই কেন খুনের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর মামলা? পুলিশ-হাসপাতালের ভূমিকায় প্রশ্ন কলকাতা হাইকোর্টের। পরবর্তী শুনানির দিন তদন্তের বিষয়ে রাজ্যকে মামলার অগ্রগতির বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের।
আর জি কর মামলায় কেস ডায়রি তলব প্রধান বিচারপতির। দুপুর ১ টার মধ্যে কেস ডায়রি তলব প্রধান বিচারপতির। সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্র তলব প্রধান বিচারপতির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -