West Bengal News Live Updates: রাজ্যে ফের ইডির হানা, বাংলা-সহ ৩ রাজ্যে অভিযান; মাইনিং সংস্থার অফিসে তল্লাশি
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
রাজ্যে ফের ইডির হানা। বাংলা-সহ ৩ রাজ্যে অভিযান। মাইনিং সংস্থার অফিসে তল্লাশি। কলকাতা, ওড়িশা, দিল্লির ১০ জায়গায় তল্লাশি। সাদার্ন অ্যাভিনিউ এবং বালিগঞ্জ সহ কলকাতার ৪ জায়গায় হানা। কয়লা খনি কেলেঙ্কারি ও ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি ইডির।
বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নরেন্দ্রপুর সেটশন সংলগ্ন কাদারহাট এলাকায় এই অভিযোগ তুললেন এক ব্য়বসায়ী। ব্য়বসায়ী সুব্রত সরকারের অভিযোগ, গতকাল দোকানে ঢুকে তাঁর ছেলেকে রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল মারধর করেন। লুঠ করা হয় প্রায় দেড় লক্ষ টাকা। এমনকী দোকানে তাণ্ডব চালিয়ে, বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন ব্য়বসায়ী। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ, তারপরও তাঁকে হুমকি দেওয়া হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।
CBI তদন্তে আর ভরসা নেই। মেয়ের খুনের নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁদের আশঙ্কা, তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যেতে পারে। অনুমতি দিয়ে CBI-কে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার আদালতে বিষয়টি উল্লেখ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২। বৈঠকখানা বাজারের পর এবার এ জে সি বোস রোডের হোটেল। গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে হানা কলকাতা পুলিশের STF-এর। উদ্ধার ২টি 9mm পিস্তল ও ১৮ রাউন্ড কার্তুজ। ধৃত রাহিশ কুমার ও মিরাজ মালিক গয়ার বাসিন্দা। সঙ্গে ছিল আরও এক দুষ্কৃতী, তার খোঁজে কলকাতা পুলিশের STF।
রাজ্যে ভুয়ো পাসপোর্টকাণ্ডের কিংপিন কে ? হরিদেবপুরের ট্রাভেল এজেন্সির আড়ালেই চলত পাসপোর্ট জালিয়াতি ? বেহালা থেকে ধৃত দীপঙ্কর দাসের দোসর কে?
কতজন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে ভুয়ো পাসপোর্ট? শুধুমাত্র বেহালার দীপঙ্কর দাসের থেকেই মিলেছে বিপুল পরিমাণ জাল নথি। জাল পাসপোর্ট ও ভুয়ো নথি মিলিয়ে মোট ৩ হাজার ডক্যুমেন্ট উদ্ধার । পাওয়া গেছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জাল সিল। হরিদেবপুরের একটি ট্রাভেল এজেন্সির অফিসে কাজ করতেন দীপঙ্কর। খোঁজ নেই ট্রাভেল এজেন্সির মালিকেরও। এর আগে পাসপোর্ট জালিয়াতির মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করেই মেলে বেহালার দীপঙ্কর দাসের নাম।
'শুধু কলকাতা থেকেই এত জাল নথি মিললে, গোটা রাজ্যের কী অবস্থা!' আদালতে আশঙ্কাপ্রকাশ সরকারি আইনজীবীর।
জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ড্রেনের ওপর থাকা ভাঙা স্লাবের অংশে পা ঢুকে গিয়ে ধরল চিড়। আপাতত অসিত মজুমদারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ভাঙা ড্রেনে পড়ে বিধায়কের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নাজেহাল হচ্ছেন, বলে খোঁচা দিল বিজেপি।
ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন আব্দুর রহিম বক্সী। এবার হাত ভেঙে, মাথা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল বিজেপি। তৃণমূল জেলা সভাপতির হুমকি-হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বাম-কংগ্রেস।
অবৈধ চাকরি বাঁচাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি ? প্রশ্ন সুপ্রিম কোর্টের। ডাল মে কুছ কালা, ইয়া সব কুছ কালা? মন্তব্য প্রধান বিচারপতির। কাউকে নিয়োগ করা হয়নি, সওয়াল রাজ্যের।
প্রেক্ষাপট
কলকাতা : বীরভূমের মল্লারপুরে ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত অন্তত ১৪জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খড়গপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল পর্যটক বোঝাই বাসটি। রামপুরহাট থেকে সিউড়িগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহতদের ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যালে
ব্যস্ত সময়ে ইএম বাইপাসে গাড়িতে আগুন। মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় অগ্নিকাণ্ড। যান্ত্রিক গোলোযোগের আঁচ পেয়েই রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে দেন চালক। তারপরই আগুন ধরে যায় গাড়িটিতে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থান বিক্ষোভ ও অবস্থানের অনুমতি দিল আদালত। ধর্মতলায় বিক্ষোভ-অবস্থানের অনুমতি আদালতের। চৌরঙ্গি রোডের ওপর বিক্ষোভ-অবস্থানের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । সর্বাধিক ২০০ জনকে নিয়ে বিক্ষোভ-অবস্থানের অনুমতি। শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ কাল।
মা-মেয়ের ঝুলন্ত ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ! 'বাংলাদেশে ফের হিন্দু পরিবারে রহস্যমৃত্যু (Bangladesh News )। বাংলাদেশের দিনাজপুরে বাড়ি থেকেই উদ্ধার শিশুকন্যা সহ মায়ের ঝুলন্ত দেহ। নিহত শিশুকন্যার বয়স ৬ বছর, মায়ের বয়স ২৩ বছর', খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো-র।বাংলাদেশের দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ছবি ভাইরাল সোশালে । ভয়ঙ্কর সেই ছবি দেখে উদ্বেগপ্রকাশ করেছেন কলকাতা ইসকনের সহ সভাপতি। 'বাংলাদেশে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর খবর কি সত্য?' , ছবি রিপোস্ট করে জানতে চেয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -