West Bengal News Live Updates: প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চা, মন্তব্য সীতারাম ইয়েচুরির
প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চা, মন্তব্য সীতারাম ইয়েচুরির
কয়লাকাণ্ডে ইডির সমন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তার আগে সমন খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।
বিধানসভা নির্বাচন শেষ, প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চাও। বিশেষ কারণেই তৈরি হয়েছিল ফ্রন্ট। মন্তব্য সীতারাম ইয়েচুরির।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে আইএসএফ কর্মীর খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে গেল সিবিআই। হাওড়ার ডোমজুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগের তদন্তে নেমে অভিযুক্তদের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়ে আসেন তদন্তকারীরা।
মোদির মুখ ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বিজেপি। ওদের দেউলিয়াপনা এবার প্রকাশ্যে। মোদির জন্মদিন পালন নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের।
ইডির সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে আগেও অভিষেক-রুজিরাকে সমন পাঠায় ইডি। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন করেন তাঁরা।
স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৯ জন। গতকালের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭০৭।
ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ সকালে প্রচার করলেন সুব্রত মুখোপাধ্যায়। থিয়েটার রোড, রাসেল স্ট্রিট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। প্রাতঃভ্রমণকারীর সঙ্গে বসে যান চায়ের আড্ডায়। চা-শিঙাড়া খেতে খেতে প্রচার সারেন তিনি।
আউশগ্রামে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ভিনরাজ্যের ২ অস্ত্র ব্যবসায়ী। ঝাড়খণ্ডের জামতাড়া থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ২ জনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা
খুনে ব্যবহৃত অস্ত্র ধৃতরা বিক্রি করেছিল, দাবি পুলিশের। তৃণমূল নেতা চঞ্চল বক্সী খুনের পরই গা ঢাকা দেয় ২ অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র কারবারিরা গ্রেফতার হলেও এখনও অধরা সুপারি কিলাররা। আগে এই ঘটনায় ২ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ ৪ জন গ্রেফতার।
উত্তরবঙ্গে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ১১৯ জন। নতুন করে ভর্তি হয়েছে ৩১ শিশু। উত্তরবঙ্গ মেডিক্যালে নতুন করে ৩ শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম।
বিশ্বকর্মা পুজোতেও রাজ্যে শিল্প নিয়ে তরজায় বিজেপি-তৃণমূল। হলদিয়ায় পুজোর উদ্বোধনে গিয়ে শিল্প নিয়ে খোঁচা শুভেন্দুর। ভুল বকছে। কেন্দ্রের তথ্য দেখুন, পাল্টা কুণাল।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ‘প্রতারণা’। মহিষাদলে ৬ মহিলার অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ৫০০০ টাকা। বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁদের বাড়িতে যান। নথি সংগ্রহের পাশাপাশি ফর্মে আঙুলের ছাপ নিয়ে নেন ওই ব্যক্তি। এরপরই ৬ মহিলার অ্যাকাউন্ট থেকে ৫০০০ টাকা করে কেটে নেওয়া হয়
অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক মহিষাদল বিডিও অফিসের কর্মী নন, জানিয়েছেন বিডিও।
রাজ্যজুড়ে শিশু চিকিত্সার পরিকাঠামো বাড়াতে স্বাস্থ্য দফতরের নির্দেশ। রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে আরও ৮৩৫টি শিশুদের আইসিইউ। তৈরি করা হবে আরও ৯০টি সদ্যোজাতদের আইসিইউ-ও। রাজ্যে শিশুদের কোভিড চিকিত্সায় আরও ২টি হাসপাতালকে নির্দিষ্ট করা হল। বাঁকুড়া মেডিক্যাল কলেজে হবে শিশুদের কোভিড-চিকিত্সা
চিকিত্সা হবে মালদা মেডিক্যাল কলেজেও। আগে রাজ্যের মাত্র ৩টি হাসপাতালেই হত শিশুদের কোভিড চিকিত্সা।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ২ শিশুর মৃত্যু হল। গতকাল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল ওই ২ শিশু। তাদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। এই নিয়ে ৩ দিনে ৫ জন শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, খুবই আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে আনা হয়েছিল। সবরকম চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। এখন ১৬৪ জন শিশু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। শিশুদের চিকিত্সার জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল টিম।
রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার দু’দিন পর দলের সাংগঠনিক পদ পেলেন অর্পিতা ঘোষ। তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই করা চিঠি পৌঁছে গেছে অর্পিতার কাছে। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার বৈঠকের পর তাঁর এই পদপ্রাপ্তি
আদালতে আপাতত স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। ৪ অক্টোবর পর্যন্ত ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই সময়ের মধ্যে ১৯ জন মামলাকারীকে প্রাপ্য নম্বর দেওয়ার নির্দেশ। যাঁরা চাকরি পাওয়ার যোগ্য, তাঁদের চাকরি দেওয়ার নির্দেশ। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার দু’দিন পর দলের সাংগঠনিক পদ পেলেন অর্পিতা ঘোষ। তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই করা চিঠি পৌঁছে গেছে অর্পিতার কাছে। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার বৈঠকের পর তাঁর এই পদপ্রাপ্তি।
রাজ্যজুড়ে শিশু চিকিৎসার পরিকাঠামো বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের। রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে আরও ৮৩৫টি শিশুদের আইসিইউ। তৈরি করা হবে আরও ৯০টি সদ্যোজাতদের আইসিইউ-ও। রাজ্যে শিশুদের কোভিড চিকিৎসায় আরও দু’টি হাসপাতালকে নির্দিষ্ট করা হল। বাঁকুড়া মেডিক্যাল কলেজে হবে শিশুদের কোভিড-চিকিৎসা। চিকিৎসা হবে মালদা মেডিক্যাল কলেজেও। আগে রাজ্যের মাত্র তিনটি হাসপাতালেই হত শিশুদের কোভিড চিকিৎসা।
জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে জলপাইগুড়িতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ। আহত হয়েছেন বেশ কয়েকজন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি চারজন
৯ বিজেপি কর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। দলের কেউ ওই ঘটনায় জড়িত নয়, দাবি বিজেপির।
‘মোদি ভাতা’ হিসেবে মিলবে ২ হাজার টাকা। ‘দিদি ভাতা’ মিলবে ১ হাজার টাকা। বাস্তবে এই নামে কোনও সরকারি প্রকল্প নেই। কিন্তু এইরকম ভুয়ো প্রকল্পের নামেই হাজার হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হাতেনাতে পাকড়াও অভিযুক্ত।
উত্তর দিনাজপুরে জমির দখল ঘিরে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ। সংঘর্ষে মৃত এক ব্যক্তি, আহত পাঁচজন। আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র নিয়ে এসে হামলার অভিযোগ। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সংঘর্ষের পরেই মূল অভিযুক্তরা আত্মগোপন করেছে বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা, চলছে পুলিশি টহল।
জমি বিবাদকে কেন্দ্র করে হাওড়ার বেলুড়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে মারামারি। গরম ভাতের ফ্যান ছোড়ার অভিযোগ এক পক্ষের বিরুদ্ধে। ঝলসে গুরুতর আহত দুই মহিলা সহ তিনজন। পাল্টা মারধরের অভিযোগ অন্য পরিবারের। গণ্ডগোলের জেরে বাড়ি, গাড়ি ভাঙচুরের অভিযোগ। সংঘর্ষের জেরে আহত দু’পক্ষের মোট ৬ জন।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, কিসমত এলাকায় আজ সকালে একটি ধান খেতে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ডেবরা থানায় খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তবে কার মৃতদেহ, কীভাবে মৃত্যু, তা এখনও জানা যায়নি।
পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের কাছে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দেড়টা নাগাদ বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। এর জেরে পটাশপুর ১ ও ২ নম্বর ব্লকের বহু জায়গা প্লাবিত হয়েছে। জল থইথই পটাশপুর বাজার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রায় ২০০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিরাপদ জায়গায় সরানো হয়েছে প্রায় ৮০ হাজার মানুষকে। আজ হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই তুলোধনা করেছেন। তাঁর অভিযোগ, এই সরকার তিনদিন ধরে কিছুই করেনি। আগে থেকে ব্যবস্থা নিলে এই দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষকে পড়তে হত না। প্রয়োজনে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
দেশের নিরাপদতম মেট্রো শহর কলকাতা। এমনই তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB’র রিপোর্টে। মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের সংখ্যাতেও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর থেকে নিরাপদ কলকাতা।
বিশ্বভারতীর সাসপেন্ড হওয়া এক অধ্যাপককে ফের শোকজ করল কর্তৃপক্ষ। বিদ্যাভবনের ওই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে এর আগে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি পড়ুয়াদের আন্দোলনে তিনি সামিল হন। বিশ্বভারতী সূত্রে খবর, এবার তাঁকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, কেন তিনি পড়ুয়াদের আন্দোলনে সামিল হয়েছেন? কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই শোকজ নোটিসে।
রাহুল গাঁধী এখনও নরেন্দ্র মোদির বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি। দেশে বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিকল্প হিসেবে তৃণমূলনেত্রীর মুখ সামনে রেখেই গোটা দেশে প্রচার করবে তৃণমূল। উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভা থেকে এই ঘোষণা করা হয়েছে বলে দাবি তৃণমূলের মুখপত্রে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ওই কর্মিসভা হয়। তবে সেখানে এটাও বলা হয়েছে যে, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী বিকল্পের কথা বলছে না তৃণমূল।
রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে ব্যবস্থা। সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক ঋণ না দিলে ব্যবস্থা নেবে সরকার। মুখ্যসচিব ইতিমধ্যেই সব জেলাশাসককে এই মর্মে নোটিস পাঠিয়েছেন। ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ এসেছে, খবর নবান্ন সূত্রে।
সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে তদন্তের যে দাবি জানিয়েছিলেন কুণাল ঘোষ, তাতে ইতিবাচক সাড়া মিলল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই চিঠির ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। সুদীপ্ত সেন জেলে বসে সারদাকাণ্ডে শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ বেশ কয়েকজন নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি লিখেছিলেন। সুদীপ্ত সেনের সেই চিঠির ভিত্তিতে তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আস্থাভোটে পরাজিত হয়ে অপসারিত হলেন বিজেপি পরিচালিত পুরুলিয়ার নতুনডি পঞ্চায়েতের প্রধান। তাঁর বিরুদ্ধে ভোট দিলেন গেরুয়া শিবিরের সব সদস্যই। আর এ নিয়েই প্রতিপক্ষকে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
হাওড়ার গোলাবাড়িতে বিজেপি সাংগঠনিক বৈঠকে দলের নেতাদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আহত ৪ বিজেপি কর্মী। ঘটনায় দলীয় নেতাদের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতরা। হারের অবসাদেই নিজেদের মধ্যে গন্ডগোল, কটাক্ষ করেছে তৃণমূল।
ওড়িশা-বাংলা সীমানায় বাঁধ মেরামতি নিয়ে সংঘাত। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাজ বন্ধ করে দিল ওড়িশা প্রশাসন। ডিএসডিএ জানিয়েছে, ইয়াসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ মেরামতির কাজ চলছিল। উদয়পুরের কাছে বাকি ছিল ৩০ মিটার বাঁধের কাজ। মঙ্গলবার আচমকা ওড়িশা প্রশাসনের তরফে কাজ বন্ধ করে দেওয়া হয়। পাঁচ বছর আগে সীমানা নিয়ে দুই রাজ্যের মধ্যে বিবাদ হয়। প্রশাসন সূত্রে খবর, এরপর বাংলা ও ওড়িশার মধ্যে চুক্তি হয় যে, বিতর্কিত জমির উপর কোনও সরকার নির্মাণ করতে পারবে না। এই কারণ দেখিয়ে কাজ বন্ধ করা হয় বলে দাবি ডিএসডিএ-র।
বছরভর গঙ্গার ভাঙনে জেরবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মানুষ। স্থায়ী সমাধান করে ভাঙন প্রতিরোধ করুক প্রশাসন, দাবি তুলেছেন ভুক্তভোগীরা। সামনেই সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে গঙ্গা-ভাঙন নিয়ে ফের তুঙ্গে রাজনীতির পারদ।
৩০ তারিখ ভবানীপুরে উপ নির্বাচন। তার আগে আজ ফের ওই কেন্দ্রের উড়িয়াপাড়া এলাকায় ৭০, ৭১ নম্বর ওয়ার্ডে রুট মার্চ করল সিআরপিএফের মহিলা বাহিনী। রুট মার্চের সময় বাহিনীর পথ নির্দেশিকার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ সকালে চেতলা রোডে প্রচার করেন ফিরহাদ হাকিম। অলিতে-গলিতে ঘুরে প্রচার করেন তিনি। তাঁর দাবি, এবারের উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ৮টি ওয়ার্ডের ৮টিতেই এগিয়ে থাকবেন তৃণমূল প্রার্থী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের প্রচার উত্তর ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরে। দেগঙ্গা ও চোপড়ায় চলছে দেওয়াল লেখা। কোথায় ভোট আর কোথায় প্রচার, এই নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ সকালে প্রচার করলেন সুব্রত মুখোপাধ্যায়। থিয়েটার রোড, রাসেল স্ট্রিট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। প্রাতর্ভ্রমণকারীর সঙ্গে বসে যান চায়ের আড্ডায়।
পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের কাছে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দেড়টা নাগাদ বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। এর জেরে পটাশপুর ১ ও ২ নম্বর ব্লকের বহু জায়গা প্লাবিত হয়েছে। জল থইথই পটাশপুর বাজার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রায় ২০০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিরাপদ জায়গায় সরানো হয়েছে প্রায় ৮০ হাজার মানুষকে।
পাতিপুকুরে আন্ডারপাসের কাছে হাইট বার ভেঙে পড়ায় বিপত্তি। স্থানীয় সূত্রে দাবি, গতকাল রাতে কোনও লরির ধাক্কায় সম্ভবত হাইট বারটি ভেঙে পড়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় ভেঙেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। বেলগাছিয়া থেকে পাতিপুকুর আসার পথের ওপর ভেঙে পড়ে রয়েছে হাইট বার। পুলিশ জায়গাটি গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছে। তবে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, হাইট বার দ্রুত সরানো না হলে বেলা বাড়লে ওই রাস্তায় যানজট হতে পারে।
পাতিপুকুরে আন্ডারপাসের কাছে হাইট বার ভেঙে পড়ায় বিপত্তি। স্থানীয় সূত্রে দাবি, গতকাল রাতে কোনও লরির ধাক্কায় সম্ভবত হাইট বারটি ভেঙে পড়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় ভেঙেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। বেলগাছিয়া থেকে পাতিপুকুর আসার পথের ওপর ভেঙে পড়ে রয়েছে হাইট বার। পুলিশ জায়গাটি গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছে। তবে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, হাইট বার দ্রুত সরানো না হলে বেলা বাড়লে ওই রাস্তায় যানজট হতে পারে।
মালদা মেডিক্যাল কলেজে আরও দুই শিশুর মৃত্যু। এই নিয়ে তিন দিনে পাঁচ শিশুর মৃত্যু। গতকাল জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল। মৃত এক শিশুর বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। ‘আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় মেলেনি চিকিৎসার সুযোগ,’ দাবি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। জ্বরেই মৃত্যু হয়েছে দুই শিশুর, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মাকে বাথটাবে চুবিয়ে শ্বাসরোধ করে খুন! ফলের ব্যাগে লুকিয়ে আনা ছুরি দিয়ে ভাইকে এলোপাথাড়ি কোপ। মা-ভাইকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করল মেজ ছেলে। যুবকের এমন কাণ্ডে চমকে উঠেছে পশ্চিম বর্ধমানের হীরাপুর।
কলকাতা, পুরুলিয়া থেকে জলপাইগুড়ি, মালদা। হাসপাতালগুলিতে ক্রমেই বাড়ছে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা। আজ উত্তরবঙ্গে যাচ্ছে স্বাস্থ্য দফতরের ৬ সদস্যের বিশেষজ্ঞ দল।
নন্দীগ্রামের মতোই এখন ওরা বলছে ভবানীপুর পাকিস্তান হয়ে যাবে। হিন্দুস্তান কখনও পাকিস্তান হবে না। ভবানীপুরের ভোট প্রচারে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কটাক্ষ বিজেপিরও। সদলবলে গুরুদ্বারে গিয়ে কোভিড বিধিভঙ্গ তৃণমূল প্রার্থীর। এই অভিযোগে কমিশনে নালিশ জানিয়েছে তারা।
মুম্বইয়ে নির্মীয়মান উড়ালপুলের একটি অংশ ভেঙে পড়ে আহত হলেন ১৩ জন। বান্দ্রা কুরলা কমপ্লেক্স মেন রোডের সঙ্গে সান্তাক্রুজ চেম্বুর লিঙ্ক রোডের সংযোগকারী নির্মীয়মান উড়ালপুলের একটি অংশ আজ ভোর সাড়ে চারটে নাগাদ ভেঙে পড়ে। এক পুলিশ আধিকারিকের দাবি, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে নেই। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
বিভিন্ন জেলায় শিশুদের জ্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। তিনি জানান, সংক্রমণের শুরু থেকে নজর দেওয়া উচিত ছিল। তাঁর আশা, দ্রুত স্বাস্থ্য পরিকাঠামো ঠিক হবে।
আশ্বিনের আকাশে শারদ উত্সবের আগমনী। পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। করোনা বিধি মেনে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। কারিগরদের ব্যস্ততার সীমান নেই। পুজোর সেই প্রস্তুতিরই এক ঝলক।
টাকা বরাদ্দ ছিল মা ক্যান্টিনের জন্য। কিন্তু চেক জাল করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেওয়া হয়েছে প্রায় এক লক্ষ টাকা। চাঞ্চল্যকর অভিযোগ তোলা হল কালনা পুরসভার তরফে। অভিযোগ পেতেই আরও একটি চেক আটকে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
উপসর্গ একেবারে কোভিডের মতো, কিন্তু রিপোর্টে থাকছে না কোভিডের অস্তিত্ব! শিশুদের জ্বর নিয়ে তাই পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। জ্বরে অসুস্থ শিশুদের চিকিৎসায় হাসপাতালগুলিতে আলাদা ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুধু জ্বর নয়, অন্য অসুখেও শিশুমৃত্যু। এসএসকেএমে বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। ইনফ্লুয়েঞ্জা বি, আরএস ভাইরাসের প্রকোপ, জানালেন স্বাস্থ্যসচিব। পাল্টা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দল পাঠানোর আর্জি জানালেন শুভেন্দু অধিকারী।
কলকাতা, পুরুলিয়া থেকে জলপাইগুড়ি, মালদা। হাসপাতালগুলিতে ক্রমেই বাড়ছে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা। আজ উত্তরবঙ্গে যাচ্ছে স্বাস্থ্য দফতরের ৬ সদস্যের বিশেষজ্ঞ দল।
শিলিগুড়িতে ভ্যাকসিনেশন ক্যাম্পে বিশৃঙ্খলার ঘটনায় দলীয় নেতাকে শোকজ করল তৃণমূল। শোকজ ঘিরে তৃণমূলে তৈরি হয়েছে মতবিরোধ। গৌতম দেবের দাবি, বিজেপির প্ররোচনার জেরে এই ঘটনা। তৃণমূল জেলা নেতৃত্বের বক্তব্য, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
ভোট-পরবর্তী সন্ত্রাসে একটি খুনের মামলায় গতকাল নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এটা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত বলে অভিযোগ করেছেন সুফিয়ান। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।
দিনের পর দিন গাড়িতে করে যেত কার্টন ভর্তি কোটি কোটি টাকা। বিপুল পরিমাণ টাকা গেছিল বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রর কাছে। টাকা পাঠানো হয়েছিল রুজিরা নারুলার তাইল্যান্ড ও লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। দিল্লি হাইকোর্টে পেশ করা হলফনামায় কয়লাকাণ্ড নিয়ে এমন নানা দাবি করেছে ইডি। যদিও, এসব দাবি মানতে নারাজ তৃণমূল।
প্রেক্ষাপট
প্রকাশ সিন্হা, কৌশিক গাঁতাইত ও দীপক ঘোষ, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে এবার সিবিআইয়ের নজরে সিআইএসএফ-এর এক আধিকারিক। গতকাল মুর্শিদাবাদের ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সিআইএসএফ আধিকারিকের অফিস ও কোয়ার্টারে তল্লাশি চালায় সিবিআই। ইসিএল-এর এক জেনারেল ম্যানেজারের আসানসোলের বাড়ি এবং জামুড়িয়ার অফিসেও হানা দেয় সিবিআই।
এনআইএ আর সিবিআই, একই দিনে রাজ্যে দু’টি পৃথক ঘটনার তদন্তে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির ঘটনার এনআইএ তদন্ত শুরুর দিনই কয়লাকাণ্ডে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের মোট পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নজরে কয়লামন্ত্রকের অধীনস্থ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল-এর এক আধিকারিক। পাশাপাশি এই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সিআইএসএফ-এর এক আধিকারিকের ভূমিকাও খতিয়ে দেখছেন সিবিআই-এর গোয়েন্দারা।
কয়লাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় সিবিআইয়ের একটি দল পৌঁছয় আসানসোলের কল্যাণপুরের সুগম পার্কে। ইসিএল-এর সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের বাড়িতে প্রায় ৬ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর ইসিএল-এর আধিকারিককে নিয়ে যাওয়া হয় সাতগ্রাম এরিয়া অফিসে। সেখানেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় সিবিআই।
একই সময়ে মুর্শিদাবাদের ফরাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সিআইএসএফ-এর অফিসে ও কোয়ার্টারে যান সিবিআই-এর আধিকারিকরা। সেখানকার সিআইএসএফ আধিকারিক আনন্দকুমার সিংহের অফিস ও কোয়ার্টারে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।
সূত্রের খবর, সিআইএসএফ আধিকারিক আনন্দকুমার সিংহ আগে আসানসোলে কর্মরত ছিলেন। কয়লাকাণ্ডে তাঁর ভূমিকাও আতসকাচের তলায়।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে বিভিন্ন ব্যক্তির লেনদেনের তথ্যপ্রমাণ পাওয়ার পরই শুরু হয়েছে লাগাতার অভিযান।
সমানতালে চলছে রাজনৈতিক বাগযুদ্ধও। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘সিবিআই আর ইডির অফিসারেরা যথেষ্ট দক্ষ, কিন্তু রাজনৈতিক নির্দেশ এলে তাঁরা মানতে বাধ্য হন। কয়লা দফতর তো রাজ্যের অধীন নয়, এটা কেন্দ্রের। এটা পাহারা দেয় সিআইএসএফ। কোনও এলাকায় যদি কিছু করে থাকেন, এটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। স্রেফ রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে কালি ছেটানো ঠিক নয়।’
পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূল নেতারা লুঠ করছে, রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। কয়লা-বালি পাচারে সিবিআই তদন্ত করছে, তৃণমূল নেতারা ধরা পড়লে সঙ্গে সঙ্গে প্রতিহিংসার রাজনীতি বলা হয়।’
কয়লাকাণ্ডে এর আগেও ইসিএল-এর একাধিক প্রাক্তন ও বর্তমান আধিকারিকের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এদিন দিল্লির দ্বারকায় ইসিএলের অবসরপ্রাপ্ত ডিরেক্টর সুনীলকুমার ঝা-র বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -