West Bengal News Live Updates: শীতলকুচিতে বিজেপি নেত্রীর বাড়িতে 'বোমাবাজি', আতঙ্কে অসুস্থ ২ মেয়ে

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 10 Jul 2024 10:58 PM
West Bengal News Live Update: ভোট লুঠের অভিযোগ, বাগদার ৫টি বুথে উপনির্বাচনের দাবি বিজেপির

ভোট লুঠের অভিযোগ, বাগদার ৫টি বুথে উপনির্বাচনের দাবি বিজেপির। মানিকতলার কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন চান বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। রানাঘাট দক্ষিণে ফের ভোটের দাবিতে বিক্ষোভ বামেদের। 

WB News Live : শীতলকুচিতে বিজেপি নেত্রীর বাড়িতে 'বোমাবাজি', আতঙ্কে অসুস্থ ২ মেয়ে

শীতলকুচিতে বিজেপি নেত্রীর বাড়িতে 'বোমাবাজি', আতঙ্কে অসুস্থ ২ মেয়ে। তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। বোমার আওয়াজে অসুস্থ ২ মেয়ে, কান্নায় ভাঙলেন বিজেপি নেত্রী। তৃণমূলের বিজয় মিছিল থেকে 'বোমাবাজি', অসুস্থ বিজেপি নেত্রীর ২ মেয়ে। বিজেপি করায় বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলা, বোমাবাজির অভিযোগ অস্বীকার তৃণমূলের।

West Bengal News Live Update: সোমবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানি মামলার শুনানি

সোমবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানি মামলার শুনানি। অন্তর্বর্তী নির্দেশের জন্য সোমবার হাইকোর্টে শুনানি।
মধ্যবর্তী সময়ে মামলা সংক্রান্ত নথি আদান-প্রদানের নির্দেশ । মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাজ্যপালের মামলা। অসম্মানজনক মন্তব্য থেকে বিরত থাকার আবেদন জানিয়ে মামলা ।

WB News Live : ভাঙড়কাণ্ডের ছায়া এবার সিউড়িতে, চোর সন্দেহে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে আটকে রাখা হল

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কাণ্ডের ছায়া এবার বীরভূমের সিউড়িতে। চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে আটকে রাখার ঘটনা।
সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ায় চাঞ্চল্য। দীর্ঘক্ষণ বেঁধে রাখার পাশাপাশি যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সাতদিন আগে একটি দোকান থেকে মোবাইল ফোন চুরি যায়। গতকাল রাতে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করেছে। 

West Bengal News Live Update: এসএসকেএমে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ২জন গ্রেফতার

এসএসকেএমে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ২জন গ্রেফতার। এসএসকেএম চত্বর থেকে ভবানীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার।এসএসকেএমের চিকিৎসকের সহকারী চাকরির নামে 'প্রতারণা'। হাসপাতাল চত্বরেই চাকরির 'ভুয়ো' নিয়োগপত্র দেওয়ার সময় পাকড়াও।২জনকে হাতেনাতে পাকড়াও করে এসএসকেএমের আউটপোস্টের পুলিশ। প্রতারণা চক্রে আর কারা কারা জড়িত? কিং পিনের খোঁজে পুলিশ।

WB News Live : ১২ বছর আগে বাঁকুড়ার প্রতিবাদী খুন, তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড

১২ বছর আগে বাঁকুড়ার প্রতিবাদী খুন, তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড। খুনের মামলায় তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৭জনের যাবজ্জীবন কারাদণ্ড । ২০১২: ইন্দিরা আবাস যোজনার টাকা 'তছরুপ', প্রতিবাদ করায় পিটিয়ে খুন। গণপিটুনিতে প্রতিবাদী গোলাম কুদ্দুস শেখ খুন, ৪১জনের বিরুদ্ধে অভিযোগ। ১৩জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বাঁকুড়ার জয়পুর থানার।

West Bengal News Live Update: ১৬ জুলাই পর্যন্ত জয়ন্তদের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

ক্লাবঘরে চ্যাংদোলা করে তালিবানি অত্যাচার, উইকেট দিয়ে নৃশংস মার। ১৬ জুলাই পর্যন্ত জয়ন্তদের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। 'ভিডিও সূত্রে ৮ জন চিহ্নিত, গ্রেফতার ৬'। 'নাবালককে অত্যাচারের ঘটনা ও অস্ত্র প্রশিক্ষণকাণ্ডে আরও ২ মামলা পুলিশের।' জানালেন ব্যারাকপুরের সিপি অলোক রাজোরিয়া।

WB News Live : ভোটের শেষলগ্নে রায়গঞ্জে তৃণমূলের বিক্ষোভ, বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান

ভোটের শেষলগ্নে রায়গঞ্জে তৃণমূলের বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান।

West Bengal By-Election: উপনির্বাচনে মানিকতলায় তুলকালাম, কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের দফায় দফায় বিক্ষোভ

উপনির্বাচনে মানিকতলায় তুলকালাম। কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের দফায় দফায় বিক্ষোভ। কাঁকুড়গাছিতে ভুয়ো ভোটার ধরতে তাড়া বিজেপি প্রার্থীর। মানিকতলায় বুথের কাছে যেতেই কল্যাণ চৌবেকে ঘিরে উত্তেজনা। কল্যাণ চৌবেকে ঘিরে রেখে স্লোগান তৃণমূল কর্মীদের। গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে লাথি তৃণমূলকর্মীদের। বিক্ষোভ এড়িয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বেরোতেই পিছনে ধাওয়া। হাতে ইট নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ধাওয়া তৃণমূল কর্মীদের।

WB News Live : বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বুথ জ্যামের অভিযোগ

বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বুথ জ্যামের অভিযোগ। খবর পেয়েই মালিপোঁতা ১৯৩ নম্বর বুথে গেলেন বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। তৃণমূলের দাবি, কোনও বুথ জ্যাম হয়নি। ভোটগ্রহণ হচ্ছে সুষ্ঠুভাবে। বিজেপি প্রার্থীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।

West Bengal By-Election: শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনজির কাণ্ড রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডে!

শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনজির কাণ্ড রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডে! আগে বিজেপি করায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার তাই তৃণমূলকে ভোট দিয়ে ভিডিওগ্রাফি করে তৃণমূল নেতাকে দেখিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করলেন রায়গঞ্জের এক ভোটার। যদিও জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, তিনি কাউকে দলের প্রতি আনুগত্য দেখাতে প্রমাণ দিতে বলেননি। যদিও বুথের মধ্যে কীভাবে মোবাইল ফোন নিয়ে ঢুকলেন ওই ভোটার, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

WB News Live : মানিকতলায় বুথের কাছে যেতেই কল্যাণ চৌবেকে ঘিরে উত্তেজনা

মানিকতলায় বুথের কাছে যেতেই কল্যাণ চৌবেকে ঘিরে উত্তেজনা।
কল্যাণ চৌবেকে ঘিরে রেখে স্লোগান তৃণমূল কর্মীদের।
বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান। 
ভুয়ো ভোটার ধরতে যেতে বাধা, অভিযোগ কল্যাণের। 
গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে লাথি তৃণমূলকর্মীদের। 
বিক্ষোভ এড়িয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বেরোতেই পিছনে ধাওয়া। 
হাতে ইট নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ধাওয়া তৃণমূল কর্মীদের। 

West Bengal By-Election: ঢোলাহাট থানায় মারধরে যুবকের মৃত্যুর অভিযোগে হাইকোর্টে পরিবার

ঢোলাহাট থানায় মারধরে যুবকের মৃত্যুর অভিযোগে হাইকোর্টে পরিবার। ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি নিয়ে প্রশ্ন। আদৌ ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি হয়েছে কিনা, তা নিয়ে সংশয়। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার, কাল শুনানির সম্ভাবনা। আজও ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ, সামিল আইএসএফ-ও।

West Bengal News Live Update: রায়গঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে বুথের সামনে জমায়েত, লাঠি উঁচিয়ে ভিড় সরাল কেন্দ্রীয় বাহিনী

রায়গঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে বুথের সামনে জমায়েত। লাঠি উঁচিয়ে ভিড় সরাল কেন্দ্রীয় বাহিনী।

West Bengal By-Election: বাগদায় উত্তেজনা, বহিরাগতদের ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ

বাগদায় উত্তেজনা। বহিরাগতদের ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। এলাকায় পৌঁছলে বিজেপি প্রার্থীর উপর চড়াও, অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার। সংবাদমাধ্যমের উপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।

West Bengal News Live Update: মাঠ বাঁচাতে নিজেই মাঠে নামলেন তৃণমূল কাউন্সিলর

মাঠ বাঁচাতে নিজেই মাঠে নামলেন তৃণমূল কাউন্সিলর। নিজের ওয়ার্ডে জমি হাঙরের দাপটের অভিযোগ তুলে গণ অবস্থানে স্বপন সমাদ্দার। প্যান্ডেল খাটিয়ে, মঞ্চ বেঁধে গণঅবস্থানে বসেছেন কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও মেয়র ইন কাউন্সিল। এন্টালির মতিঝিল এলাকায় সকাল থেকে অবস্থানে বসেছেন তিনি। স্বপন সমাদ্দারের অভিযোগ, তাঁর ওয়ার্ডে একটি মাঠ জমি হাঙরদের নজরে পড়েছে। সেই মাঠ বাঁচাতেই তাঁর এই গণঅবস্থান, দাবি তৃণমূল কাউন্সিলরের। তাঁর বক্তব্য, রাজনীতির লোকেরা জমি হাঙরদের যেন ছত্রছায়ায় না রাখেন। 

WB Live News Update: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট, কোন ঘটনায়?

জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপের অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ। ১৩ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। ২০১৮-তে রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল তৃণমূল সরকার।

West Bengal News Live Update: মানিকতলার ভোট নিয়ে অর্জুন সিংহের নিশানায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী

মানিকতলার ভোট নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। তার অভিযোগ মানিকতলা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ভোট লুঠ করা হচ্ছে। 

WB Live News Update: ঢোলাহাট থানায় মারধরে যুবকের মৃত্যু অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

ঢোলাহাট থানায় মারধরে যুবকের মৃত্যু অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি নিয়ে প্রশ্ন। আদৌ ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি হয়েছে কিনা, তা নিয়ে সংশয়। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার। কাল শুনানির সম্ভাবনা। অন্যদিকে আজও ঢোলাহাট থানার সামনে বিক্ষোভে মৃত যুবকের পরিজনরা। গতকালের পর আজও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। প্রতিবাদে সামিল আইএসএফ-ও।

West Bengal News Live Update: ওএমআর-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই

গতকালের পর আজ ফের এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে সিবিআই। গতকাল সাড়ে ৮ ঘণ্টা তল্লাশির পর আজ ফের হানা কেন্দ্রীয় এজেন্সির। হাইকোর্টের নির্দেশের পর ওএমআর-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় কোম্পানির অফিসে সিবিআই অফিসাররা। সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে CBI-কে 'অল আউট' ঝাঁপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ। ৭ সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত-রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি মান্থা।

WB Live News Update: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কাণ্ডের ছায়া এবার বীরভূমের সিউড়িতে

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কাণ্ডের ছায়া এবার বীরভূমের সিউড়িতে। চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে আটকে রাখার ঘটনা। সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ায় চাঞ্চল্য। দীর্ঘক্ষণ বেঁধে রাখার পাশাপাশি যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সাতদিন আগে একটি দোকান থেকে মোবাইল ফোন চুরি যায়। গতকাল রাতে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করেছে।

West Bengal News Live Update: রানাঘাট দক্ষিণ, বাগদায় অশান্তির ছবি, মানিকতলা উপনির্বাচনে সৌজন্যের নজির

একদিকে রানাঘাট দক্ষিণ বা বাগদায় যখন একের পর এক অশান্তির ছবি, তখন মানিকতলা উপনির্বাচনে সৌজন্যের নজির। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা-কে ভোট দিতে সহযোগিতা করলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য রাউত। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্নব মুখোপাধ্যায়।

Ranaghat By-Election: রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় ফের অশান্তি, বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর

রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় ফের অশান্তি। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

West Bengal News Live Update: শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনজির কাণ্ড রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডে

শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনজির কাণ্ড রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডে! আগে বিজেপি করায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার তাই তৃণমূলকে ভোট দিয়ে ভিডিওগ্রাফি করে তৃণমূল নেতাকে দেখিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করলেন রায়গঞ্জের এক ভোটার। যদিও জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, তিনি কাউকে দলের প্রতি আনুগত্য দেখাতে প্রমাণ দিতে বলেননি। যদিও বুথের মধ্যে কীভাবে মোবাইল ফোন নিয়ে ঢুকলেন ওই ভোটার, তা নিয়ে উঠছে প্রশ্ন।

West Bengal News Live Update: বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বুথ জ্যামের অভিযোগ

বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বুথ জ্যামের অভিযোগ। খবর পেয়েই মালিপোঁতা ১৯৩ নম্বর বুথে গেলেন বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। তৃণমূলের দাবি, কোনও বুথ জ্যাম হয়নি। ভোটগ্রহণ হচ্ছে সুষ্ঠুভাবে। 

Ranaghat By-Election: রানাঘাট দক্ষিণে এবার গুলি চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে

রানাঘাট দক্ষিণে এবার গুলি চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে পূর্ণনগরে বিজেপির বুথ এজেন্টের বাড়িতে হামলা, ভাঙচুর। ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

West Bengal News Live Update: রাণাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গায় হামলা, আহত নাবালিকা, কাঠগড়ায় তৃণমূল

রাণাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের ২ নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মন্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় ৩০-৪০ জন দুষ্কৃতী। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। হামলার ছেড়ে আহত বাড়ির এক নাবালিকা সদস্য। বুধবার সকাল থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ।

Bagda By-Election: বাগদা বিধানসভা উপনির্বাচনে লড়াই এবার চতুর্মুখী

মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনে লড়াই এবার চতুর্মুখী। তৃণমূল এই আসনে প্রার্থী করেছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য়, দলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। মতুয়া প্রজন্মের নতুন মুখ, ২৫ বছর বয়সী সেই মধুপর্ণাকেই ভোট-রাজনীতিতে নামিয়েছে তৃণমূল। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনয়কুমার বিশ্বাস। বাগদা উপনির্বাচনের লড়াই এবার কার্যত ঠাকুর বনাম ঠাকুর। কংগ্রেসের হয়ে লড়াইয়ে অশোককুমার হালদার। ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস। 

West Bengal News: রানাঘাট দক্ষিণে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ

রানাঘাট দক্ষিণের পায়রাডাঙা অঞ্চলে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ

Maniktala By-Election: ভোটের শুরুতে হোঁচট ইভিএমে, মানিকতলায় সামান্য সময়ের জন্য বন্ধ ভোট

মানিকতলা কেন্দ্রের নারকেলডাঙা মেন রোডে ২৭০ নম্বর বুথে ভোটের শুরুতে সামান্য সময়ের জন্য ইভিএম খারাপ। সামান্য সময় ভোট বন্ধ থাকলেও, পরে তা ফের চালু হয়েছে। 

West Bengal News: মঞ্চে সাংসদ, বিধায়ক থানার ওসি, সেখানেই জয়ন্ত সিংকে সম্বর্ধনা মদন মিত্রের ছেলের

মঞ্চে সাংসদ, একাধিক বিধায়ক, থেকে থানার ওসি। সেই মঞ্চেই গলায় মালা পরিয়ে, তৃণমূলকর্মী জয়ন্ত সিংকে সম্বর্ধনা দিচ্ছেন মদন মিত্রর ছেলে শুভরূপ মিত্র। আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের পোস্ট করা এই ভিডিও দেখে বিরোধীরা বলছে, এই জন্য়ই জয়ন্ত ও তার দলবলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

West Bengal By-Election: ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, মোতায়েন ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আজ রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় ভোটগ্রহণ। ৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭০ কোম্পানি। বাগদায় সবথেকে বেশি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জে ১৬ কোম্পানি, রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি। মানিকতলায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৪ কেন্দ্রের ১ হাজার ৯৭টি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রানাঘাট দক্ষিণে।

প্রেক্ষাপট

 


West Bengal News: লোকসভা ভোট মিটতেই রাজ্যে এবার উপনির্বাচন। আজ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় ভোট। ৪ কেন্দ্রের ১০৯৭টি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। 


Kunal Ghosh: মানিকতলা ভোটের আগের দিন অডিও ক্লিপ সামনে এনে বিস্ফোরক কুণাল। বিজেপি প্রার্থী কল্যাণের বিরুদ্ধে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে টোপ দেওয়ার অভিযোগ। 


WB By-Election 2024: উপনির্বাচনের আগেও আরেক অডিও ক্লিপ ঘিরে তোলপাড়। টোপের অভিযোগ খারিজ করে কারচুপির তত্ত্ব কল্যাণের। হোক সিবিআই, পাল্টা কুণাল। 


Kalyan vs Kunal: 'সপ্তাহখানেক আগে বিজেপিতে আসতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন কুণাল', দাবি কল্যাণের। কুণালের দাবি, 'পচা কল্যাণের হাত ধরে যাব কেন, প্রধানমন্ত্রী আমায় চেনেন।'


Jayanta Singh: মা-ছেলেকে গণপিটুনির পরে জয়ন্ত গ্যাংয়ের তালিবানি অত্যাচারের আরেক হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে। ক্লাবের মধ্যেই চ্যাংদোলা করে উইকেট দিয়ে মার! 


TMC on Jayanta: জয়ন্ত-বাহিনীর অত্যাচারের কথা মেনেও ৩ বছর আগের ভিডিওর সাফাই তৃণমূলের। চাপের মুখে স্বতঃপ্রণোদিত এফআইআর পুলিশের। ২জন গ্রেফতার। 


Ariadaha Incident: ক্লাবের কাছেই বন্ধ বাজারে চলত জয়ন্তর অস্ত্র-প্রশিক্ষণ! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার। কিছুই কি জানত না কেউ? এখনও আতঙ্কে আড়িয়াদহ। মঞ্চে সাংসদ, বিধায়ক থেকে থানার ওসি। গলায় মালা পরিয়ে কুখ্যাত দুষ্কৃতীকে মদন পুত্রের সংবর্ধনা! শাসকের লাইসেন্সেই ত্রাসের রাজত্ব, আক্রমণে বিরোধীরা। 


Madan Mitra: আড়িয়াদহ-জুড়ে গ্যাং-জয়ন্তের অত্যাচার। ভয় খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক? 'জয়ন্তর ক্লাবের সবাই তৃণমূল। আমার তো ভয় লাগছে, আমাকেই না গুলি করে দেয়! ভাবছি কামারহাটি থেকে ভবানীপুর চলে যাব', দাবি মদনের।


CBI on OMR Scam:  হাইকোর্টের নির্দেশের পর ওএমআর-দুর্নীতির খোঁজে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে ম্যারাথন তল্লাশি। সার্ভার বাজেয়াপ্ত। 


Mamara Banerjee: বাজারে মূল্যবৃদ্ধির আগুন। টাস্ক ফোর্সকে ডেডলাইন দিয়েও মমতার নিশানায় কেন্দ্র। সক্রিয় ফড়ে রাজ থেকে বেআইনি মজুত, কী করছে সরকার? প্রশ্ন বিরোধীদের। 


Narendra Modi: মোদিকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান দিলেন পুতিন। প্রতিরক্ষা, শক্তি সহ একাধিক বিষয়ে ২ রাষ্ট্রনেতার চুক্তি সাক্ষর। যুদ্ধের বিরুদ্ধেও পুতিনকে বার্তা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.