West Bengal News Live Updates: সম্প্রীতি উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর

সম্প্রীতি উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক আরোহী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Sep 2021 10:44 PM
West Bengal News Live Updates: সম্প্রীতি উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর

দক্ষিণ ২৪ পরগনার বজবজে সম্প্রীতি উড়ালপুল থেকে নীচে পড়ে গেল মোটর বাইক। মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর, আর এক আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

West Bengal News Live Updates: কার্শিয়ঙে ঘাঁটি গেড়ে রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছেন বিমল গুরুং

কার্শিয়ঙে ঘাঁটি গেড়ে রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছেন বিমল গুরুং। একদা সঙ্গী অনীত থাপা ও তাঁর তৈরি দলের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ তুলছেন মোর্চা নেতা।

West Bengal News Live Updates: কেলেঘাই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি পটাশপুরে

বাঁধ টপকে জল ঢুকেছে বহু গ্রামে। জলমগ্ন বাড়ি ঘর, চাষের খেত। কেলেঘাই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। 

West Bengal News Live Updates: বর্ধমানে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত ছোট ছেলে

দীর্ঘদিন ধরেই বনিবনা হচ্ছিল না মে-ছেলের! পুরনো রাগ থেকেই আক্রোশবশত মা-কে খুন! বর্ধমানকাণ্ডে জেরায় দোষ স্বীকার মা-কে খুনে অভিযুক্ত ছোট ছেলের। 

West Bengal News Live Updates: শিলিগুড়িতে শাে কজ তৃণমূলের দলীয় নেতা বিকাশ সরকার

শিলিগুড়ির ভারত নগরে গতকাল ভ্যাক্সিনেশন ক্যাম্প দখল নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত দলীয় নেতা বিকাশ সরকারকে শো কজ করেছে জেলা তৃণমূল।

West Bengal News Live Updates: রায়নায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

প্লাস্টিকের ক্যারি ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। চাঞ্চল্য ছড়ালো রায়না থানার মুগড়া অঞ্চলের দক্ষিণকুল এলাকায়।

West Bengal News Live Updates: হাওড়ার গোলাবাড়িতে বিজেপির অন্তর্দন্দ্ব

হাওড়ার গোলাবাড়িতে বিজেপি সাংগঠনিক বৈঠকে দলের নেতাদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ।

West Bengal News Live Updates: ভবানীপুরে লেডিস পার্কে বার্তা মমতার

‘আমি আপনাদের রক্ষা করব, নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল, ভবানীপুরকেও পাকিস্তান বলছে’। ভবানীপুরের লেডিস পার্কে গিয়ে বললেন মমতা।

West Bengal News Live Updates: পরিবহণ দফতরের নতুন নির্দেশিকা

এখন থেকে পথসাথী ও কর্মতীর্থের সামনে দাঁড়াবে সরকারি বাস। আজ এই নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর।

West Bengal News Live Updates: ভবানীপুরে লক্ষ্মী নারায়ণ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে ভোটের প্রচারে লক্ষ্মী নারায়ণ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 




 


West Bengal News Live Updates: অজানা জ্বরে ৩ শিশুর মৃত্যু মালদায়

জলপাইগুড়ির পর এবার মালদা। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি তিন শিশুর মৃত্যু হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

West Bengal News Live Updates: অনাস্থায় হেরে পঞ্চায়েত হাত ছাড়া বিজেপির

উত্তর ২৪ পরগনার বনগাঁর চৌবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। 

West Bengal News Live Updates: অনাস্থায় হেরে পঞ্চায়েত হাত ছাড়া বিজেপির

উত্তর ২৪ পরগনার বনগাঁর চৌবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। 

WB News Live Updates: পর্ণশ্রীতে জোড়া খুনের ঘটনায় নতুন তথ্য

পর্ণশ্রীতে জোড়া খুনের ঘটনায় উদ্ধার নিহত সুস্মিতা মণ্ডলের মোবাইল ফোন। খুনের দিন, এই ফোনেই অনলাইন ক্লাস করছিল নিহতের ছেলে। 

West Bengal News Live Updates: এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

WB News Live Updates:খাদ্য সামগ্রী বিলি আলিপুরদুয়ারের জেলাশাসকের

দুয়ারে রেশন’ প্রকল্পে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিলি করলেন আলিপুরদুয়ারের জেলাশাসক। খুশি উপভোক্তারা।

West Bengal News Live Updates:পঞ্চায়েত প্রধান বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ ছাতনায়

পঞ্চায়েত প্রধান বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত ছাতনা ১ নম্বর পঞ্চায়েত তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকদের।

WB News Live Updates: নিরাপদতম মেট্রো শহর কলকাতা

দেশের মধ্যে সবচেয়ে নিরাপদতম মেট্রো শহর কলকাতা! ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। 

West Bengal News Live Updates: ভবানীপুর উপনির্বাচনে প্রচারে চমক দিলেন বিজেপি প্রার্থী

ভবানীপুর উপনির্বাচনে প্রচারে চমক দিলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। কখনও তৃণমূল কর্মীদের কাছে চাইলেন ভোট। তাঁকে দেখে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ওয়ার্ড কোঅর্ডিনেটরের বাড়ি গিয়ে করলেন প্রচার। তাঁর সঙ্গে ঘোরা সাদা পোশাকের পুলিশ কর্মীদের নিয়ে তুললেন প্রশ্ন। বিধিভঙ্গের দায়ে কমিশনের কাছে দোষী সাব্যস্ত করতেই সাদা পোশাকে ঘুরছে পুলিশ, দাবি করলেন বিজেপি প্রার্থী। তুললেন নজরদারির অভিযোগ। ভিড়ের কথা বলে নজরকাড়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের।

WB News Live Updates: সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন শেখ সুফিয়ান

বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন তৃণমূল নেতা ও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরোন সুফিয়ান। বিধানসভা ভোটের পর বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে একাধিকবার উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের নাম।

West Bengal News Live Updates: দুর্গাপুরে যুবকের রহস্যমৃত্যু

দুর্গাপুরে যুবকের রহস্যমৃত্যু। খুনের অভিযোগ তুলল পরিবার। মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে তরজা। মৃতের নাম মানস ভদ্র। কোকওভেন থানা এলাকার নডিহার বাসিন্দা। পরিবারের দাবি, সোমবার রাতে বাড়ি ফেরেননি বছর আঠাশের যুবক। মঙ্গলবার সেচ খাল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, সম্প্রতি এক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় যুবকের। অভিযোগ, দিন পনেরো আগে জনাকয়েক যুবক বাড়িতে এসে হুমকি দেয়। আক্রোশবশত খুন বলে দাবি মৃতের পরিবারের। মৃত যুবককে দলীয় কর্মী বলে দাবি করেছে বিজেপি। শাসক দলের পাল্টা দাবি, তৃণমূলেই ছিলেন ওই যুবক। খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: মালদার হরিশ্চন্দ্রপুরে ফুলহার নদীর একটা অংশ ঘিরে লাগিয়ে দেওয়া হল তৃণমূলের পতাকা

মালদার হরিশ্চন্দ্রপুরে ফুলহার নদীর একটা অংশ ঘিরে লাগিয়ে দেওয়া হল তৃণমূলের পতাকা। ঘেরা অংশে স্থানীয় মত্‍স্যজীবীদের মাছ ধরতে বারণ করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় মত্‍স্যজীবীরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর।

West Bengal News Live Updates: প্রবল বৃষ্টির জেরে ধস নামল পানিহাটির গঙ্গা সংলগ্ন এলাকায়

মঙ্গলবার ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে এবার ভাঙন ধরল উত্তর ২৪ পরগনার পানিহাটির গঙ্গা সংলগ্ন এলাকায়। ভেঙেছে গার্ডওয়াল। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে পুরসভার তরফে।

WB News Live Updates: রান্নার গ্যাসের অগ্নিমূল্যের বিরুদ্ধে দুর্গাপুরে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল

ওভেন নয়, রাস্তার ধারে রান্না চলছে উনুনে। গ্যাস সিলিন্ডার নয়, জ্বালানো হল ঘুঁটে, কয়লা। রান্নার গ্যাসের অগ্নিমূল্যের বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল। 

West Bengal News Live Updates: সামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচন। তার আগে সকাল থেকে শুরু হয়েছে রুট মার্চ। নিমতিতা গ্রাম পঞ্চায়েত এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সঙ্গে ছিলেন বিডিও ও পুলিশ আধিকারিকরা। গতকালই সামশেরগঞ্জে পৌঁছয় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

WB News Live Updates: অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির তদন্তে এল এনআইএ

ব্যারাকপুরের বিজেপি সাংসদের বাড়ির সামনে বোমাবাজির তদন্তে এল এনআইএ। এসপি ডি আর সিংয়ের নেতৃত্বে জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিদল এদিন এলাকায় যায়। তার আগে ব্যারাকপুর কমিশনারেটে যান এনআইএ-র আধিকারিকরা। যান অর্জুন সিংয়ের বাড়িতেও। বোমাবাজির ঘটনায় থানায় খুনের চেষ্টার অভিযোগ জানান অর্জুন-পুত্র বিধায়ক পবন সিং। আজ তাঁর ও অর্জুন সিংয়ের বয়ান রেকর্ড করা হতে পারে। এনআইএ-র প্রতিনিধিদের সঙ্গে তদন্তে এসেছে ফরেন্সিক দল। 

West Bengal News Live Updates: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু

জলপাইগুড়ির পর এবার মালদা। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি তিন শিশুর মৃত্যু হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল হাসপাতালে ভর্তি করা হয় তিন শিশুকে। গতকাল ২ জনের মৃত্যু হয়। আরও এক শিশুর মৃত্যু হয় আজ সকালে। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুদের অসুস্থতার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

WB News Live Updates: গড়িয়া শীতলা মন্দিরের কাছে সমবায় ব্যাঙ্কে আগুন

গড়িয়া শীতলা মন্দিরের কাছে সমবায় ব্যাঙ্কে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। এসি থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। 

West Bengal News Live Updates: কয়লাকাণ্ডে রাজ্যের দুই জেলায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

কয়লাকাণ্ডে রাজ্যের দুই জেলায় সিবিআইয়ের তল্লাশি অভিযান। মুর্শিদাবাদে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সিআইএসএফের অফিসে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তল্লাশি চালানো হয় সিআইএসএফ আধিকারিক আনন্দকুমার সিংহের কোয়ার্টারে। পাশাপাশি, এদিন আসানসোলের কল্যাণপুর সুগম পার্কে ইসিএলের জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের বাড়ি ও অফিসেও তল্লাশি চালান সিবিআই অফিসাররা। 

WB News Live Updates: পদত্যাগী প্রধানকে ফেরাতে পথে নামলেন গ্রামবাসীরা

পদত্যাগী প্রধানকে ফেরাতে এবার পথে নামলেন গ্রামবাসীরা। বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার ইস্তফা দেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ। ওই দিনই প্রধানকে ফেরানোর দাবিতে যশোর রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। এই প্রধানের আমলে উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি করে গতকাল জামতলা মোড়ে অবস্থান বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলে আলোচনা করে সিদ্ধান্ত হবে। বিজেপির কটাক্ষ, নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে সমস্যার কারণে ইস্তফা। 

West Bengal News Live Updates: প্রয়াত ত্রিপুরা সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস

প্রয়াত ত্রিপুরা সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা। আজ সকাল ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। সিপিএমের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হন বাম নেতা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, করোনা রিপোর্ট নেগেটিভ আসায় আজই সন্ধের বিমানে দেহ নিয়ে যাওয়া হবে ত্রিপুরায়। 

WB News Live Updates: পুরুলিয়ায় বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা

জলপাইগুড়ি, মালদার পর এবার পুরুলিয়ায় বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। বর্তমানে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২৩৫ জন শিশু। হাসপাতাল সূত্রে খবর, প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। অধিকাংশ শিশুর জ্বর ছাড়াও সর্দিকাশির উপসর্গ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক স্বাস্থ্য দফতর। নিয়মিত চলছে নজরদারি। 

West Bengal News Live Updates: ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে উত্তরবঙ্গ বাড়বে বৃষ্টির পরিমাণ। ফের সমুদ্র উত্তাল হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল অথবা শনিবার উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২-৩ দিনের মধ্যে বাংলা-ওড়িশা উপকূলে পৌঁছবে। এর জেরে রবি ও সোমবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। 

WB News Live Updates: সিন্ডিকেটের দখল নিয়ে জুটমিলের মধ্যেই চলল গুলি, সঙ্গে বোমাবাজি

বজবজে বন্ধ জুটমিলের মধ্যে কয়লা চুরি চক্র। সিন্ডিকেটের দখল নিয়ে জুটমিলের মধ্যেই চলল গুলি, সঙ্গে বোমাবাজি। অভিযোগ, পূজালি তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কয়লা মাঝপথে চুরি হয়। সেই কয়লা চুরির সিন্ডিকেটের দখল কার হাতে থাকবে, তা নিয়ে মঙ্গলবার রাতে কালীপুরে বন্ধ জুটমিলের মধ্যে গুলি চলে, বোমাবাজি হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। এলাকায় বসেছে পুলিশ পিকেট, চলছে রুট মার্চ। 

West Bengal News Live Updates: ভক্ত ও দর্শনার্থীদের বেলুড় মঠ দর্শনের সময়-সূচির পরিবর্তন

ভক্ত ও দর্শনার্থীদের বেলুড় মঠ দর্শনের সময়-সূচির পরিবর্তন। ২২ থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল চারটে থেকে ৫টা ১৫ পর্যন্ত প্রবেশ করা যাবে। ১ অক্টোবর ২০২১ থেকে  
সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যাবে। মঠ-প্রাঙ্গণে প্রবেশের জন্য পূর্বঘোষিত বিধি-নিষেধ একইরকম থাকবে। 

WB News Live Updates: জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি ১০টি শিশুর সোয়াবে মিলল ইনফ্লুয়েঞ্জার ভাইরাস

জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি ১০টি শিশুর সোয়াবে মিলল ইনফ্লুয়েঞ্জার ভাইরাস। এখনও দু’টি রিপোর্ট আসেনি, খবর হাসপাতাল সূত্রে। জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৯৫ জন শিশু। এদের মধ্যে ১০ জনের সোয়াব পাঠানো হয়েছিল কলকাতায়। 

West Bengal News Live Updates: বেলেঘাটা খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ

বেলেঘাটা খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ঘিরে রহস্য। আজ সকালে দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। কীভাবে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: নারায়ণগড়ে বৃষ্টির জমা জলের পাশাপাশি মিনি টর্নেডোর দাপট

বৃষ্টির জমা জলের পাশাপাশি মিনি টর্নেডোর দাপট। ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক। গতকাল কয়েক সেকেন্ডের ঝড়ে ক্ষতি হয়েছে ঘরবাড়ির। মদনমোহন চকে ভেঙে গুঁড়িয়ে যায় বেশ কিছু দোকানপাট। উপড়ে পড়েছে গাছ। জলবন্দিদের উদ্ধার নেমেছে এনডিআরএফ। বাড়িঘর জলে ডুবে যাওয়ায় বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, কারও ঠাঁই হয়েছে জাতীয় সড়কের ওপর।জলমগ্ন চাষের জমি। ফসলের ক্ষতি হওয়ায় মাথায় হাত কৃষকদের। 

West Bengal News Live Updates: দুয়ারে রেশন বিলি করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক

দুয়ারে রেশন বিলি করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। খুশি উপভোক্তারা। যদিও রেশন সামগ্রী কোন সরকারের প্রকল্প, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি-তৃনমূলের। দুয়ারে-রেশনের পালটা কেন্দ্রীয় রেশন সামগ্রী নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপিও। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

WB News Live Updates: সাতসকালে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি

সাতসকালে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি। মৃত্যু হল ৩ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৩ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ৬টা নাগাদ ডানকুনির বামুনারি এলাকায় দিল্লি রোডে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় লরি। চালককে আটক করেছে ডানকুনি থানার পুলিশ।

West Bengal News Live Updates: রান্না পুজোয় ইলিশের হাহাকার

ফি বছর রান্না পুজোর আগে ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। গত বছরেও এর ব্যতিক্রম ছিল না। তবে হাওড়া মাছ বাজারের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করায় পরিস্থিতি অনেকটা সামালে যায়। কিন্তু এ বছর রান্না পুজোর আগে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে। দীঘা, ডায়মন্ডহারবার অথবা বাংলাদেশ থেকে ইলিশের আমদানি না থাকায় কার্যত হাহাকার দেখা দিয়েছে। তাই রান্না পুজোয় ইলিশ না পেয়ে মন খারাপ বাঙালির।

WB News Live Updates: ভবানীপুরে লাগাতার প্রচার তৃণমূলের

ভবানীপুর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এদিনও প্রচার করেন ফিরহাদ হাকিম। ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভিত্তিক ভোটের ফলাফলে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই এদিন তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর দেবলীনা বিশ্বাসকে নিয়ে আলিপুর রোড ও চেতলা হাট রোডে প্রচার করেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান তাঁরা।

West Bengal News Live Updates: আজও ভবানীপুর উপনির্বাচনে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রচারে উত্তেজনা

গতকালের মতো আজও ভবানীপুর উপনির্বাচনে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রচারে উত্তেজনা। সাদা পোশাকে পুলিশ কর্মীরা তাঁর সঙ্গে ঘোরায় প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। বেশি লোক নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার অভিযোগে গতকালই তাঁর ব্যাখ্যা তলব করে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলতেই পুলিশ কর্মীরা সাদা পোশাকে ঘুরছেন। পাশাপাশি, ভবানীপুর থানার কাছে তিনি কোনও নিরাপত্তা চাননি বলেও দাবি করেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, প্রচারে বেরিয়ে কোথায় যাচ্ছেন, কোন ভোটার তাঁর সঙ্গে কথা বলছে, তার ওপর নজরদারি চালাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়, প্রার্থীর নিরাপত্তা দেখা তাঁদের কাজ। এদিন সকালে ভবানীপুরের রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বিজেপি প্রার্থী।

WB News Live Updates: রাজ্যে করোনা নিয়ন্ত্রণে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বহাল

রাজ্যে করোনা নিয়ন্ত্রণে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বহাল, নবান্নের তরফে জারি করা হল নতুন নির্দেশিকা। এ মাসেও গড়াবে না লোকাল ট্রেনের চাকা। রাতের গতিবিধিতে থাকছে আগের মতোই বিধিনিষেধ।

West Bengal News Live Updates: করোনার ভ্যাকসিনেশনে স্বজনপোষণের অভিযোগ

করোনার ভ্যাকসিনেশনে স্বজনপোষণের অভিযোগ। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে তুলকালাম। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক। তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।

WB News Live Updates: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৩০ হাজারের গণ্ডি। স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৭০। 

West Bengal News Live Updates: ভোটের লাইনে বিজেপি সমর্থককে গুলি করে খুন, তদন্তে সিবিআই

ভোটের লাইনে বিজেপি সমর্থককে গুলি করে খুন, তদন্তে সিবিআই। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন লাইনেই বিজেপি সমর্থক আনন্দ বর্মনকে গুলি করে খুন। এই খুনের মামলার তদন্তে সিবিআই। ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

WB News Live Updates: রাতে নাকা তল্লাশি, সকালে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। রাতে নাকা তল্লাশি, সকালে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আজ চক্রবেড়িয়া, যদুবাবুর বাজার, পদ্মপুকুর এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। 

West Bengal News Live Updates: শেখ সুফিয়ানকে সিবিআইয়ের তলব

তৃণমূল নেতা ও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে সিবিআইয়ের তলব। বিজেপি কর্মী খুনের ঘটনায় আজ হলদিয়ায় সিবিআই ক্যাম্পে শেখ সুফিয়ানকে তলব করা হয়েছে। ভোটের পরে বিজেপি কর্মী দেবব্রত মাইতিতে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে একাধিকবার উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের নাম। ৩ মে নন্দীগ্রামে বিজেপি কর্মীর উপর হামলা হয়। ১৩ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়। এব্যাপারে এখনও শেখ সুফিয়ানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live Updates: অর্জুন সিংহের বাড়ির সামনে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, দাবি পুলিশের

বাইরে থেকে কোনও বোমা ছোঁড়া হয়নি। মজুত বোমা থেকেই বিস্ফোরণ। অর্জুন সিংহের বাড়ির সামনে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় দাবি পুলিশের। অন্যদিকে, বোমাবাজির ঘটনার জেরে বাড়ল বিজেপি সাংসদের নিরাপত্তা। ওয়াই প্লাস থেকে জেড ক্যাটিগরির নিরাপত্তা বিজেপি সাংসদকে, জানালেন অর্জুন সিংহ।

West Bengal News Live Updates: জল্পনা বাড়িয়ে হঠাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষের ইস্তফা

জল্পনা বাড়িয়ে হঠাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষের ইস্তফা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর কাছে পদত্যাগপত্র দিলেন অর্পিতা ঘোষ। বাংলায় থেকে দলের হয়ে আরও কাজ করতে চাই, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানালেন অর্পিতা ঘোষ। ২০২০ সালের এপ্রিলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্পিতা ঘোষ। অর্পিতার সাংসদ পদের মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত।

WB News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার নেমেছেন ফিরহাদ হাকিম

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার নেমেছেন ফিরহাদ হাকিম। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল। 

West Bengal News Live Updates: ভবানীপুরের রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার বিজেপি প্রার্থীর

হাতে সময় কম। তাই প্রার্থীপদ ঘোষণার পর থেকেই ভবানীপুরে জোরকদমে প্রচার শুরু করেছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এদিন সকালে ভবানীপুরের রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বিজেপি প্রার্থী। 

WB News Live Updates: এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তালতলা থানা এলাকার ডক্টর লেনে

এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তালতলা থানা এলাকার ডক্টর লেনে। মৃত আশিস ফিলিপ গোমস পেশায় ইন্টিরিয়র ডেকোরেটর। ডক্টর লেনের বাড়িতে একাই থাকতেন বছর একান্নর প্রৌঢ়। গতকাল সন্ধেয় বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে তাঁর পরিবারকে খবর দেন প্রতিবেশীরা। তালতলা থানার পুলিশ এসে দরজা ভেঙে প্রৌঢ়ের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দেহে আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে তদন্তে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। 

West Bengal News Live Updates: খড়গপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে হানা দিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা

খড়গপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে হানা দিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। খড়গপুর টাউন থানার প্রাক্তন আইসি রাজা মুখোপাধ্যায় বর্তমানে কোচবিহারের কর্মরত। পুলিশ সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে গতকাল খড়গপুরের প্রেমবাজারে তাঁর বাড়িতে হানা দেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসাররা। ঘণ্টা ছয়েক ধরে চলে তল্লাশি। ২০১৯-এ খড়গপুর উপনির্বাচনের খড়গপুর টাউন থানার আইসি হন রাজা মুখোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের পর একমাসের মধ্যে তাঁকে বদলি করা হয় কোচবিহারে। পুলিশ অফিসারের বাড়িতে অভিযান নিয়ে মন্তব্য করতে চাননি দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা। পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়াও এখনও মেলেনি। 

WB News Live Updates: রাতের কলকাতার নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ

৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যেই শহরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাই রাতের কলকাতার নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ। গতকালও জওহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিট ক্রসিংয়ে কলকাতা পুলিশের তরফে চলে নাকা চেকিং। নেতৃত্ব দেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। রাত্রিকালীন গতিবিধি নিয়ন্ত্রণ, বেআইনি কার্যকলাপ রোধ ও ভবানীপুর উপনির্বাচনকে মাথায় রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 

West Bengal News Live Updates: ভবানীপুরে এরিয়া ডমিনেশনের কাজ শুরু দিল কেন্দ্রীয় বাহিনী

ভোটের সময় তিন কেন্দ্রের আইনশৃঙ্খলায় রাখতে হবে কড়া নজর। সূত্রের খবর, ৬ জেলার এসপি ও ডিএমদের বৈঠকে এমনই নির্দেশ দেন মুখ্যসচিব। রাজ্যে এসেই ভবানীপুরে এরিয়া ডমিনেশনের কাজ শুরু দিল কেন্দ্রীয় বাহিনী। সামশেরগঞ্জেও রুট মার্চ করে বাহিনী।

WB News Live Updates: উপনির্বাচনের আগে জনসংযোগ করতে ভবানীপুরের গুরুদ্বারে মমতা বন্দ্যোপাধ্যায়

উপনির্বাচনের আগে জনসংযোগ করতে ভবানীপুরের গুরুদ্বারে মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অন্যদিকে, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল-বিজেপি দু’দলই।

West Bengal News Live Updates: ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সামনে স্লোগান ঘিরে উত্তেজনা

ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সামনে স্লোগান ঘিরে উত্তেজনা। ঢাক-ঢোল, অটো নিয়ে প্রচারে বেরোলে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে আটকায় পুলিশ। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভয় পেয়ে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

WB News Live Updates: রানাঘাটের গ্রাম পঞ্চায়েতে পোশাক ফতোয়া

হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না পঞ্চায়েত অফিসে। এমনই পোশাক ফতোয়া জারি করেছে নদিয়ার রানাঘাটের একটি গ্রাম পঞ্চায়েত। তালিবানি সিদ্ধান্ত, সমালোচনায় সরব হয়েছে বিজেপি। মহিলাদের আপত্তিতে সিদ্ধান্ত, পাল্টা দাবি প্রধানের।

West Bengal News Live Updates: নার্সিংহোমে একদিনে দু’বার বেড ভাড়া নেওয়ার অভিযোগ

নার্সিংহোমে একদিনে দু’বার বেড ভাড়া নেওয়ার অভিযোগ। অযথা বাড়ানো হয়েছে ওষুধের বিল। এমনকি বিল চাইলে তা দেওয়া হয়নি। প্রিন্স আনোয়ার শাহ রোডের এক নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ আইসিইউ-তে ভর্তি এক রোগীর পরিবারের। প্রতিবাদ করলে রোগীকে আটকে রাখা হয় বলেও অভিযোগ। পাঁচ দিন প্রায় এক লক্ষ টাকার নার্সিংহোমের বিলে অসঙ্গতি রয়েছে বলে দাবি রোগীর পরিবারের। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশও তাদের কোনও সাহায্য করেনি বলে অভিযোগ রোগীর পরিবারের। এদিকে নার্সিংহোমের কর্মীরা জানান কর্তৃপক্ষ কেউ নেই কথা বলা যাবে না।

WB News Live Updates: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে বুধবারও জেলায় জেলায় গেল সিবিআই

ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে বুধবারও জেলায় জেলায় গেল সিবিআই। ইলামবাজারে বিজেপি কর্মীকে খুনের ঘটনার তদন্তে তৃণমূল পার্টি অফিসে যায় সিবিআই। জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে। পাশাপাশি, সরিষায় বিজেপি কর্মীর খুনের তদন্তে যায় সিবিআই। অন্যদিকে, অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই দফতরে হাজিরা দেন নারকেলডাঙ্গার তৎকালীন ওসি।

প্রেক্ষাপট

আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সরব হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়েও তুললেন প্রশ্ন। তাঁর অভিযোগ, বিধানসভার খুঁটিনাটি বিষয়ে নাক গলাচ্ছেন রাজ্যপাল। এদিনই পুরনো একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন রাজ্যপালও।


নারদকাণ্ডে সিবিআই ও ইডির চার্জশিটে নাম আছে দুই মন্ত্রী ও এক বিধায়কের। কিন্তু, চার্জশিট জমার আগে বিধানসভার অধ্যক্ষের অনুমতি না নেওয়ায় নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি-র বিরুদ্ধে। দুই সংস্থার শীর্ষ অফিসারদের ডেকে পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে বুধবার সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনেও কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।


সূত্রের খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্দেশ্যে তিনি বলেন, ‘লোকসভার কোনও সদস্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করতে হলে আপনার অনুমোদন নেয় কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু বিধানসভার ক্ষেত্রে এর অন্যথা হচ্ছে। এক্ষেত্রে অন্য কারও অনুমোদন নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। এটা বিধানসভার মর্যাদার পরিপন্থী।’


সূত্রের খবর, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘যে সব বিষয়ের নিষ্পত্তি বিধানসভাতেই করা যায় এবং যা বিধানসভার বিচার্য বিষয়, সেই সব নিয়ে কেউ কেউ আদালতে চলে যাচ্ছেন। আদালত তা গ্রহণও করছে।’


এই প্রেক্ষাপটেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ অভিযোগ করে বলেন, ‘অনেকেই রাজ্যপালের কাছে গিয়ে নানা বিষয়ে নালিশ করছেন। রাজ্যপাল তা নিয়ে বিধানসভাকে নানা নির্দেশ দিচ্ছেন। বিধানসভার খুঁটিনাটি বিষয়ে নাক গলাচ্ছেন। এসব কারণে সংসদীয় ব্যবস্থা কার্যত বিপন্ন হওয়ার মুখে। আইনসভার মর্যাদা রক্ষা করতে হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা দরকার।’


বিধানসভার স্পিকার যখন তাঁর ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তখন এদিনই পুরনো একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে পাল্টা বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। চিঠিতে তিনি অভিযোগ করেন, ২০১৯-এর ২৬ নভেম্বর বিধানসভায় তাঁর ভাষণের ক্ষেত্রে প্রোটোকল মানা হয়নি। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেদিন মুখ্যমন্ত্রীও তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। কিন্তু, অধ্যক্ষের কাছে তার প্রতিলিপি চাইলেও, এখনও অবধি তা মেলেনি।


রাজ্যপাল লিখেছেন, ২০১৯-এর ৫ ডিসেম্বর তাঁর বিধানসভায় যাওয়ার কথা আগেই বিধানসভার স্পিকারকে জানানো হয়েছিল। কিন্তু, এটা বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক যে বিধানসভার গেট বন্ধ ছিল। যার জেরে অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়। পরে অন্য গেট দিয়ে বিধানসভায় ঢুকলেও, সকলে যে যার ঘরে বসেছিলেন। কেউ তাঁর সঙ্গে দেখা করেননি।


এরপর রাজ্যপাল লিখেছেন, ২০১৯-এর ১০ ডিসেম্বর, সংবিধানের ১৭৫-এর ২ নম্বর ধারা অনুযায়ী, তিনি বিধানসভার অধ্যক্ষকে একটি বার্তা পাঠান। কিন্তু, বিষয়টি বিবেচনার জন্য বিধানসভায় পেশ করার বদলে, তিনি তা উপেক্ষা করেন। এছাড়াও চিঠিতে বিধানসভায় রাজ্যপালের ভাষণ সম্প্রচার না করার মতো একাধিক ঘটনার উল্লেখ করেছেন জগদীপ ধনকড়। 


যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.