West Bengal News Live Update: বকেয়া চার পুরভোটের আগে রাজ্যে আসছেন নাড্ডা
WB News Live Updates: নতুন কমিটি নিয়ে অব্যাহত অসন্তোষ। বিজেপির অস্বস্তি বাড়িয়ে এবার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৪ বিধায়ক।
ওসিকে হুমকি, ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর। হুমায়ুন কবীরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর ভরতপুরের ওসির। সরকারি কর্মীর কাজে বাধা, অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ। এখনও পর্যন্ত এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হুমায়ুন কবীরের। হুমকি-বিতর্কে হুমায়ুনের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। সরকারি কাজে বাধা, গণ্ডগোলে উস্কানির ধারা। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়কের।
চারটি কর্পোরেশনের ভোটের আগে রাজ্যে আসছেন জে পি নাড্ডা। ৯ এবং ১০ জানুয়ারি বাংলায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে আসবেন অমিত শাহ। সোমবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে, সংগঠনকে ঢেলে সাজাতে তারুণ্যে জোর দিতে হবে। সম্প্রতি সাংগঠনিক স্তরে রদবদলের পর, বিজেপির অন্দরের ক্ষোভ বাইরে চলে এসেছে। একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন বিজেপির পাঁচ মতুয়া বিধায়ক। অন্যদিকে, কিছুদিন আগে রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন বিজেপি নেত্রী এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে সোমবারের বৈঠকে সাংসদ, বিধায়কদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, সংগঠনে যাঁরা আছেন, তাঁদের প্রয়োজনীয় সম্মান দিতে হবে।
ওমিক্রন মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক হল স্বাস্থ্য দফতরের।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের বলঞ্চায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ব্যবসায়ীর স্ত্রী। আক্রান্ত হলেন বিধায়কের ছেলেও। লুঠের উদ্দেশ্যেই হামলা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আটক করা হয়েছে ৬ জনকে।
মালদায় কার্নিভাল ঘিরে কাজিয়া তৃণমূলের অন্দরে। তাঁর হাত ধরেই অনুষ্ঠানের সূচনা। অথচ তাঁকেই নাকি আমন্ত্রণ জানানো হয়নি! এই অভিযোগ তুলে ইংরেজবাজার পুরসভার প্রশাসকমণ্ডলীর বিরুদ্ধে সরব হলেন ওই পুরসভারই প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কুলতলির শেখপাড়ার জঙ্গলেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। গর্জন শুনে বা পায়ের ছাপ দেখে এ’বিষয়ে নিশ্চিত বন দফতরের কর্তারা। যদিও, এখনও বাঘকে কাবু করা যায়নি। ক্ষুধার্ত বাঘটিকে ধরতে, ড্রোনে নজরদারি করা হচ্ছে। লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরাও।
ফি-বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ।
শিলিগুড়ি পুরসভায় এসে প্রশাসক গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন, সদ্য তৃণমূলে যোগদানকারী বিনয় তামাং।
খুনের উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরতে গিয়ে ভাঙড়ে মিলল অস্ত্রের হদিশ। ৪ জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। প্রচুর অস্ত্র, গুলি উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভাঙড়ের রাধানগর এলাকায় হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে চার দুষ্কৃতীকে। ধৃতরা উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপগান, প্রচুর আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি।
‘২৫ ডিসেম্বর মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির ওপর নোংরা আক্রমণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখন বিষয়টিকে ঘুরিয়ে দিয়ে ধামাচাপা দিতে চাইছে। ভারতে এখন শক্তিশালী বিরোধী রয়েছে। তারা ভালর জন্য লড়াই করবে।আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিপীড়িতদের পাশে দাঁড়ান’, ট্যুইট তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের।
হাইকোর্টে ৫ পুরসভার ভোট করানোর প্রস্তাব দিয়ে কেন ৪ পুরসভায় ভোট? রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতিকে ইমেল। ইমেল নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার আইনজীবী সব্যসাচী ভট্টাচার্যের। আজ রাতেই শুনানির আবেদন করে ইমেল।
‘মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ফ্রিজ করেনি স্বরাষ্ট্র মন্ত্রক। মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ‘ফ্রিজ’-বিতর্কে দাবি কেন্দ্রের। ‘এসবিআই-কে অ্যাকাউন্ট ফ্রিজের জন্য চিঠি পাঠায় এমওসি। জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।‘বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে এমওসি-র পুনর্নবীকরণ বাতিল। পুনর্নবীকরণের আবেদনে অসঙ্গতি ছিল মিশনারিজ অফ চ্যারিটির।পুনর্নবীকরণ বাতিলের পর নতুন করে আবেদন জানানো হয়নি’ বিবৃতি দিয়ে দাবি করা হল কেন্দ্রীয় সরকারের তরফে।
‘স্তম্ভিত হওয়ার মত বিষয়। মাদার টেরিজার (Mother Teresa) নোবেল পুরষ্কার জয়ে আনন্দ করেছিল দেশ। তাঁর প্রতিষ্ঠান দরিদ্র ও নিঃস্বদের সাহায্য করছে। ঠিক তখনই তাদের তহবিল বন্ধ করল কেন্দ্র। মাদার টেরিজাকে অসম্মান করা হল', ট্যুইট কংগ্রেস সাংসদ শশী তারুরের (Shashi Tharoor)।
পুরভোট নিয়ে শেষমুহূর্তে কমিশনের বৈঠক বয়কট বিজেপির। কমিশনের সর্বদলীয় বৈঠক থেকে বাম-কংগ্রেসের ওয়াকআউট। ৫টি বলেও কেন ৪টি পুরসভার নির্বাচন? হাইকোর্টে এজি জানানোর পরেও কেন হাওড়ায় ভোট নয়? কেন জানুয়ারিতে নতুন ভোটাররা ভোটদানে বঞ্চিত? কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে বৈঠক থেকে ওয়াকআউট। এতদিন ভোটের কথা বলেও, এখন ভোট চাইছে না? বিরোধীদের ওয়াকআউট-বয়কটকে কটাক্ষ তৃণমূলের।
বিশ্বের সেরা মেলার মধ্যে অন্যতম গঙ্গাসাগর মেলা। অনলাইনেও মিলবে প্রসাদ এবং গঙ্গাজল। ২ হাজার ১০০ স্বেচ্ছাসেবকর। ভিড় সামলাতে ৫১ কিলোমিটার ব্যারিকেড। থাকছে আরটিপিসিআর কেন্দ্র, যাতে করোনা পরীক্ষা করা যায়। পুণঅযার্থীদের জন্য বিশেষ বিমা। তৈরি হচ্ছে কোভিড হাসপাতাল, কোয়রান্টিন সেন্টার। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা বাধ্যতামূলক। থাকছে গ্রিন করিডরের ব্যবস্থা।হাওড়া-শিয়ালদহ-নামখানা থেকে বিশেষ ট্রেন চালু করতে অনুরোধ।
চার পুরসভায় ২২ জানুয়ারি নির্বাচন। মঙ্গলবার থেকে শুরু মনোনয়ন নেওয়া। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোলে পুরসভা নির্বাচন। ২৫ জানুয়ারি চার পুরসভার ভোটগণনা। সোমবার থেকেই কার্যকর আদর্শ আচরণবিধি।
সর্বদলীয় বৈঠক থেকে ওয়াকআউট করল বামেরা।সর্বদল বৈঠক বয়কট করল বিজেপি।
আজ কলকাতা পুরসভায় কাউন্সিলর পদে ১৮ জনের শপথগ্রহণ। এঁদের মধ্যে বাম ও বিজেপির ৫ জনও রয়েছেন। শপথ অনুষ্ঠানের আগে পুরসভায় এসে এদিন ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআইয়ের জয়ী প্রার্থী মধুচ্ছন্দা দেবের সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ। বহুদিনের পুরনো বাম পুর প্রতিনিধি মধুচ্ছন্দা দেব। সৌজন্য বিনিময়ের পাশাপাশি, তাই তাঁর কাছে পুর প্রশাসনের কাজ শিখতে চাই। সেই কারণে সাক্ষাৎ, দাবি সজল ঘোষের। শেখাতে আপত্তি নেই, প্রতিক্রিয়া মধুচ্ছন্দা দেবের। মঙ্গলবার মেয়র হিসেবে শপথ ফিরহাদ হাকিমের।
রোগী নিয়ে ভাগীরথীর জলে তলিয়ে গেল গাড়ি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের শক্তিপুর ঘাটে। শক্তিপুর ঘাট পেরিয়ে রামপাড়া ঘাটের দিকে যাচ্ছিল গাড়িটি।নৌকায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায় গাড়িটি।দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসে শক্তিপুর থানার পুলিশ। আসেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। উদ্ধার কাজে নামে দুটি নৌকা। নদী থেকে গাড়িটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর এবার বাঁকুড়ার ৪ বিধায়কের পরিষদীয় সভা বয়কটের সিদ্ধান্ত। দরজা খুললে সব বিজেপি বিধায়ক চলে আসত তৃণমূলে, কটাক্ষ সৌগতর।
হাওড়া পুরসভা সংশোধনী বিল ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। নতুন জল্পনা উসকে ট্যুইট রাজ্যপালের। ফের লিখলেন, হাওড়া পুরসভা থেকে বালিকে বিচ্ছিন্ন করতে অনুমোদনের জন্য তাঁর কাছে বিলই পাঠানো হয়নি। পাশাপাশি, রাজ্যপালের প্রস্তাব, ২০১৫-র মতো হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট হতে পারে।
খুনের উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরতে গিয়ে ভাঙড়ে মিলল অস্ত্রের হদিশ। ৪ জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। প্রচুর অস্ত্র, গুলি উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভাঙড়ের রাধানগর এলাকায় হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে চার দুষ্কৃতীকে। ধৃতরা উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপগান, প্রচুর আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, খুনের উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল। কাকে খুনের উদ্দেশ্যে ছিল, অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ।
মাদার টেরিজার স্মৃতিধন্য মিশনারিজ অব চ্যারিটিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ
সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ কেন্দ্রীয় সরকারের, খবর সূত্রের
ক্রিসমাসের আবহে সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধের নির্দেশ
বিষয়টি জানি, এখনই কিছু বলব না, প্রতিক্রিয়া মিশনারিজ অব চ্যারিটিজের
ফলে মিশনারিজ অব চ্যারিটিজের ২২ হাজার রোগীর সমস্যা বাড়বে
সমস্যা বাড়বে চ্যারিটিজের অধীনে যাঁরা কাজ করেন তাঁদেরও
চ্যারিটিজের বিনামূল্যে ওষুধ ও খাবার সরবরাহে বিঘ্ন হতে পারে বলে শঙ্কা
তিনদিনের সফরে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আজ নবান্নে প্রশাসনিক বৈঠক । আগামীকাল গঙ্গাসাগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কপিলমুনির আশ্রম পরিদর্শন করবেন তিনি
তবে সবথেকে আতঙ্কের, পাঁচদিন ধরে অভুক্ত রয়্যাল বেঙ্গল। রাতে জঙ্গলে লাগানো জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে বাঘ। কাদামাটিতে আঁচড়ানোর দাগও মিলেছে বলে বন দফতরের কর্মীরা জানান। রাতে গোটা গ্রাম অন্ধকার করে রাখা হয়। বাঘের নড়াচড়া টের পাওয়া গেছে বলে গ্রামবাসীদের দাবি। আশেপাশের এলাকায় নতুন করে মিলেছে বাঘের পায়ের ছাপ। আতঙ্কে ঘুম উড়েছে ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা।
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামের শেখপাড়ার জঙ্গলে কোথায় লুকিয়ে আছে রয়্যাল বেঙ্গল? তা চিহ্নিত করে জঙ্গলে জাল দিয়ে ঘেরা এলাকার পরিধি ছোট করা হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। ট্র্যাঙ্কুলাইজার নিয়ে প্রস্তুত বন দফতরের দুটি দল। বাঘ দেখলেই ঘুমপাড়ানি গুলি ছোড়া হবে। জঙ্গলের মধ্যেই তৈরি হচ্ছে এনক্লোজার।
বৈদ্যবাটি পুরসভার প্রশাসক ও চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন সেখানে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রশাসকের দাবি, টেন্ডার ডাকা হয়েছে। অর্থ মঞ্জুর হলেই শুরু হবে কাজ। বিক্ষোভের নেপথ্যে বিরোধীদের উস্কানি রয়েছে বলে দাবি পুর প্রশাসকের। বিরোধীদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
চারমাস পেরিয়ে গেলেও, এখনও নামেনি বর্ষার জল। প্রতিবাদে হুগলির বৈদ্যবাটি পুরসভার প্রশাসককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। জিটি রোড অবরোধ।
আনন্দপুরে জাল পাসপোর্ট, আধার কার্ড তৈরির মূল পাণ্ডাকে নদিয়ার নবদ্বীপ থেকে গ্রেফতার করল পুলিশ। জাল নথি তৈরির ঘটনায় এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। পুলিশ সূত্রে খবর, নবদ্বীপে ধৃতের বাড়িতেই তৈরি হত জাল আধার ও প্যান কার্ড। সেই সমস্ত জাল নথি চড়া দামে অনুপ্রবেশকারীদের বিক্রি করা হত।
আসানসোলে বিরোধী শিবিরে ভাঙ্গন। তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের সর্বভারতীয় স্তরের মহিলা নেত্রী ও বাম আমলের প্রাক্তন ডেপুটি মেয়র। উন্নয়নে সামিল হতেই যোগদান, দাবি করেছেন আইনমন্ত্রী। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব।
ললিপপ দেখিয়ে ভোট নিয়েছে বিজেপি। এবার পাহাড়ের মানুষ তাদের জবাব দেবে। হুঙ্কার ছুড়লেন বিনয় তামাং। সেইসঙ্গে তৃণমূলে যোগ দেওয়া নেতা, বিমল গুরুঙের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন। আর এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড।
হাওড়া পুরসভা সংশোধনী বিল ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। নতুন জল্পনা উসকে ট্যুইট রাজ্যপালের। ফের লিখলেন, হাওড়া পুরসভা থেকে বালিকে বিচ্ছিন্ন করতে অনুমোদনের জন্য তাঁর কাছে বিলই পাঠানো হয়নি। পাশাপাশি, রাজ্যপালের প্রস্তাব, ২০১৫-র মতো ৬৬টি ওয়ার্ডে ভোট হতে পারে।
কাদামাটিতে আঁচড়ানোর দাগও মিলেছে বলে বন দফতরের কর্মীরা জানান। গতকাল গোটা গ্রাম অন্ধকার করে রাখা হয়। বাঘের নড়াচড়া টের পাওয়া গেছে বলে গ্রামবাসীদের দাবি। আশেপাশের এলাকায় নতুন করে মিলেছে বাঘের পায়ের ছাপ।ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘকে কাবু করার জন্য জঙ্গল ঘিরে রেখেছেন বন কর্মীরা। কিন্তু বাঘের দেখা মেলেনি। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা।
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে জোড়া খাঁচা পেতে, মাচায় রাতভর পাহারা দেওয়াই সার। পাঁচদিন কেটে গেলেও ধরা পড়েনি রয়্যাল বেঙ্গল। রাতে শেখপাড়ার জঙ্গলে লাগানো জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে বাঘ।
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার ১২৫তম বার্ষিকীর উদযাপনের সূচনা হবে আগামী বছর ১ মে। সেই উপলক্ষে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। মঠ সূত্রে খবর, নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে। পরবর্তী এক বছর ধরে চলবে উদযাপন।
বড়দিন কাটতেই ফের হাওয়া বদল। বাড়ল কলকাতার তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে মঙ্গল ও ২৯ বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তুষারপাতের জেরে নাথুলায় আটকে পড়া হাজারের বেশি পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা।
রাজ্য বিজেপিতে এখনও শূন্যপদ আছে। অনেককে জায়গা দেওয়া হবে। ৫ বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ায়, ড্যামেজ কন্ট্রোলে নামলেন রাজ্য সভাপতি। অন্যদিকে ৫ বিধায়ককে তৃণমূলে আহ্বান জানালেন মমতাবালা ঠাকুর। মতুয়াদের সঙ্গে আত্মীক সম্পর্ক অটুট থাকবে। দাবি করলেন সুকান্ত মজুমদার।
প্রেক্ষাপট
কলকাতা : দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৫ বিজেপি বিধায়ক (BJP MLAs)। এই রেশ কাটতে না কাটতেই এবার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ত্যাগ করলেন বাঁকুড়ার (Bankura) ৪ বিজেপি বিধায়কও। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে দল। বিজেপির রাজ্য সভাপতি পদে বসার তিন মাস পর, রাজ্যজুড়ে সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
অন্যান্য জায়গার সঙ্গে শনিবার বাঁকুড়া জেলা নেতৃত্বেও বদল আনা হয়। বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিবেকানন্দ পাত্রকে সরিয়ে তাঁর জায়গায় নতুন সভাপতি করা হয় সুনীল রুদ্র মণ্ডলকে। অন্যদিকে, সুজিত অগস্তির জায়গায় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হন বিল্লেশ্বর সিংহ।
আর তার একদিন পর রবিবার সন্ধেয়, আচমকাই একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। ইন্দাসের নির্মল ধাড়া। এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি।
গ্রুপ-ত্যাগের কারণ হিসেবে ইন্দাসের বিধায়ক জানিয়েছেন, যাঁকে সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে, তাঁকে উপযুক্ত মনে করেন না বলেই, প্রতিবাদে দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন। এবিষয়ে আপত্তি জানিয়ে জেপি নাড্ডাকে চিঠি দেবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, একাধিক নেতার গ্রুপ-ত্যাগ নিয়ে অস্বস্তির মধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। স্থানীয় বিজেপি বিধায়কের উপস্থিতিতে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। নিগৃহীত হয়েছেন বনগাঁ পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য ও তাঁর স্ত্রী, কালুপুর পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
এক নজরে আজকের গুরুত্বপূর্ণ খবর -
- বস্ত্রশিল্পে জিএসটি বৃদ্ধি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা অমিত মিত্রের। ফের বড় ভুল করতে চলেছেন বলে আক্রমণ। কোনও ক্ষতি হবে না, পাল্টা বিজেপি।
- আফস্পা প্রত্যাহার নিয়ে কমিটি গঠন করছে কেন্দ্র। ৪৫ দিনে রিপোর্ট। শাহের সঙ্গে নাগাল্যান্ড-অসমের মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই বিজ্ঞপ্তি নাগাল্যান্ড সরকারের।
- ৪ সপ্তাহের ব্যবধানে ১৫ ঊর্ধ্বদের জন্যেও ২টি করে ডোজ, জানাল টাস্ক ফোর্স। ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজে লাগবে কোমর্বিডিটি সার্টিফিকেট।
- দেশে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪৫০। কলকাতায় ব্রিটেন ফেরত ৪জন করোনা আক্রান্ত। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাই শীর্ষে। করোনা-মুক্ত করিনা।
- ৪দিন পার, বাঘের গর্জনে কাঁপছে কুলতলি। বাঘের খোঁজে সুন্দরবনের জঙ্গলে হুলস্তূল। এলাকা অন্ধকার করে তল্লাশি। ছাগলের টোপ দিয়ে পাতা হল খাঁচা। বনদফতরের সঙ্গে পাহারায় গ্রামবাসীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -