WB News Live Update: দুর্গাপুরকাণ্ডে জেল হেফাজতে ৪ অভিযুক্ত, আজই হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন
LIVE

Background
কলকাতা : বুধ ও বৃহস্পতিবার দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ। বিভিন্ন রাজ্যের SIR সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
উৎসবের আবহেই রাজনৈতিক আক্রমণ চলছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ইস্য়ুতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সাংসদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকার খুনের কয়েক মাস পেরোতে না পেরোতেই এবার, সেই মালদাতেই, নিরাপত্তার অভাব বোধ করছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার। এলাকায়, দুলাল সরকারের অনুগামী হিসেবেই পরিচিতি রয়েছে তাঁর। যা ঘিরে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণাকে ঘিরে রাজ্যের দিকে দিকে তৃণমূল শিবিরে কোন্দল। এবার উত্তর ২৪ পরগনার বারাসতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে, মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসলেন একাধিক প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও দ্বন্দ্বের প্রশ্ন সটান উড়িয়ে দিয়েছে রাজ্য নেতৃত্ব।
দীপাবলি উপলক্ষে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। চিঠিতে উল্লেখ করলেন অপারেশন সিঁদুর থেকে মাওবাদী দমনের প্রসঙ্গ। খোলা চিঠিতে GST-র হার কমানোরও উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।
আলোর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, শীতের শুরুর আগেই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় ওপরে নাম রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। অন্যদিকে, কলকাতা পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম।
WB News Live: উলুবেড়িয়া হাসপাতালে গেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স
উলুবেড়িয়া হাসপাতালে গেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। হাসপাতালে গিয়ে নিগৃহীতা জুনিয়র চিকিৎসকের সঙ্গে কথা সংগঠনের প্রতিনিধিদের। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।
West Bengal News Live Update: দুর্গাপুরকাণ্ডে জেল হেফাজতে ৪ অভিযুক্ত, আজই হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা
দুর্গাপুরকাণ্ডে জেল হেফাজতে ৪ অভিযুক্ত, আজই হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা। ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত নির্যাতিতার সহপাঠী-সহ ৪ ধৃতের । ২৪ অক্টোবর ধৃতদের টিআই প্যারেড করানোর নির্দেশ আদালতের । আজই নির্যাতিতা ও তাঁর সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা হবে। দু'পক্ষের আইনজীবীর সামনে আদালতে দেখা হবে হোয়াটসঅ্যাপ চ্যাট।






















