সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : একসপ্তাহে প্রায় দ্বিগুণ! রাজ্যজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা (Coronavirus) । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৮ জনের মধ্যে, ১০৮ জনই কলকাতার। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮। এই পরিস্থিতিতে শহরবাসীর বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার অনীহা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা।
রোগ প্রকোপের ভয়াবহতা কাটিয়ে সবে যখন দেশ ধাতস্থ হচ্ছে, তখন করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ! ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে। চিকিৎসকরা
চিকিত্সকদের মতে, করোনার নতুন নতুন প্রজাতি নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। কী কী উপসর্গ নিয়ে সতর্ক থাকতে হবে।
- জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।
- প্রয়োজন মনে হলে, করোনা টেস্ট করাতে হবে।
- যাঁরা ভ্যাকসিন নেওয়ার যোগ্য, তাঁদের অবশ্যই সমস্ত ডোজ, নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিতে হবে।
- মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এই পরিস্থিতিতে শহরবাসীর বুস্টার ডোজ নেওয়ার অনীহা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ অতীন ঘোষ জানান, বুস্টার ডোজ নিতে শহরবাসীদের অনেকেই অনীহা প্রকাশ করছেন। বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।