মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : ভোটে অশান্তি, অভিযুক্ত তৃণমূলকর্মীকে (TMC) জেলে পাঠিয়ে বিচারকই নিশানায় ! দুর্গাপুরে নজিরবিহীন কাণ্ড। ৫ দিন ধরে বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কট করা হয়েছে। খুনের চেষ্টার ধারায় অভিযুক্তকে জামিনের দাবি, না মানায় এজলাস বয়কট। দুর্গাপুরে বার অ্যাসোসিয়েশনের (Durgapur Bar Assosiation) বিরুদ্ধে বিচারকের এজলাস বয়কটের অভিযোগ।
আর জামিন না দেওয়ায় এজলাস বয়কটের জেরে বিচারপতির দ্বারস্থ হলেন খোদ বিচারক। হুমকি দেওয়ার অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice abhijit Gangopadhyay) দ্বারস্থ হয়েছেন বিচারক। যে প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, অন্যায্য আবদার মানার দরকার নেই।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) গণনার দিন বিরোধী দলের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। মারধরের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল, অধিকাংশই তৃণমূল কর্মী। ধৃত তৃণমূলকর্মীদের মধ্যে একজন দুর্গাপুর কোর্টের মুহুরি, নাম রতন মণ্ডল। ১২ তারিখ কোর্টে তোলা হলে অভিযুক্ত রতনকে আদালত কর্মী বলে জামিনের আবেদন। অভিযুক্তের জামিনের আবেদন, খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
'আদালত কর্মী' আবেদনে কর্ণপাত করেননি বিচারক, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয়। ১৩ জুলাই থেকে এজলাস বয়কটের অভিযোগ দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। অভিযুক্ত দুর্গাপুর কোর্টের মুহুরি রতন মণ্ডল, গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর স্বামী। এজলাস বয়কট নিয়ে, জেলা আদালতের বিচারককে চিঠি লিখেছেন দুর্গাপুরের ACJM অসীমানন্দ মণ্ডল। সেখানে তিনি বলেছেন যে, ১৩ জুলাই, ২০২৩ তারিখে আমার কাছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের তরফে তাঁদের একটি সিদ্ধান্তের প্রতিলিপি আসে। সেখানে জানানো হয়েছে যে, বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা দুর্গাপুরের ACJM-এর এজলাসে উপস্থিত হবে না।
চিঠিতে দুর্গাপুরের ACJM অসীমানন্দ মণ্ডল আরও বলেছেন যে, বিচারক আরও বলে যে, অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর, আমি যখন অন্য মামলা শুনছিলাম তখন, আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের সদস্যরা কোর্টরুমে এসে জামিনের আবেদন খারিজের নির্দেশ পুনর্বিবেচনার দাবি করেন। কিন্তু আমি তাঁদের চাপের কাছে নতি স্বীকার না করায়, তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং আদালত বয়কট করার হুমকি দেন। এই প্রেক্ষিতেই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত।
আরও পড়ুন- শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial