সত্যজিৎ বৈদ্য, কলকাতা : কেন্দ্র-রাজ্যের মধ্যে চলতে থাকা তেলের দামের দ্বৈরথের মাঝেই পেট্রোল-ডিজেল (Petrol-Diesel) না কেনার হুমকি পাম্প মালিকদের (Pump Owners)। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ২৪ ঘণ্টার জন্য কোনও তেল কোম্পানির কাছ থেকে পেট্রোল-ডিজেল না কেনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের তরফে। যদিও বিশেষজ্ঞদের মতে, পেট্রোল পাম্পগুলি একদিনের প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে তেল কোম্পানির কাছ থেকে তেল না কিনলেও তার প্রভাব ভুগতে হবে না সাধারণ মানুষকে। আগের থেকে মজুত করা তেলে নিত্যপ্রয়োজনের জ্বালানি (fuel) তেলের সরবরাহে কোনও ব্যাঘাত ঘটবে না বলেই প্রত্যাশা তাদের।


পাম্প মালিকদের কী অভিযোগ


পাম্প মালিকদের অভিযোগ, একধাক্কায় অনেকটা দাম কমিয়ে দেওয়া হয়েছে তেলের। যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। পাম্প মালিকদের দাবি, অনেক বেশি দামে পেট্রোল-ডিজেল কিনে মজুত করে রাখার পর হঠাৎ করে দাম কমে যাওয়ায় সেই দামে তেল বেচতে গিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরকে। আর সেজন্যই ২৪ ঘণ্টার জন্য তেল কোম্পানির কাছে থেকে তেল না কেনার হুঁশিয়ারি দিয়েছে তারা। পাশাপাশি আগামীকাল সন্ধেয় এক ঘণ্টার জন্য পাম্পের আলো নিভিয়ে ও আধ-ঘণ্টার জন্য পাম্প বন্ধ রেখে প্রতিবাদে নামার ভাবনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।


কেন এই পরিস্থিতি


লাগামছাড়া দাম বৃদ্ধির পর অবশেষে জনতাকে স্বস্তি দিয়ে এক ধাক্কায়  পেট্রোলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। যার জেরেই মজুমত করে রাখা তেল কম দামে বেচতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে। তাদের দাবি একলপ্তের বদলে যেভাবে ক্রমে দাম বেড়েছে, সেভাবেই কমানো হলে এভাবে তাদের ওপর আর্থিক চাপ তৈরি হত না। পাশাপাশি তাদের দাবি, দেশজুড়ে পেট্রোল যাতে ৮০ টাকা ও ডিজেল যাতে ৭০ টাকা লিটারে বিক্রি হয় সেই দাবিতেও ক্রমাগত আমাদের দাবি জানাচ্ছি।


আরও পড়ুন- 'জ্বালানিতে কেন্দ্রের ছাড়ের মধ্যে ভাগ রয়েছে রাজ্যেরও', নবান্নে বললেন মমতা