ঋত্বিক প্রধান, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর : আর ক'মাস পরেই লোকসভা ভোট (Loksabha Election 2024)। তার আগে ধর্মীয় আবেগেই কি সুড়সুড়ি দিতে চাইছে, রাজ্য়ের শাসক এবং গেরুয়া শিবির ? আগামী এপ্রিলেই সরকারের উদ্য়োগে তৈরি হওয়া, দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন হওয়ার কথা। আর ওই মাসেই, রাজ্য়জুড়ে আরও বড় করে রামনবমী পালনের তোড়জোড় শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদও। তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করেছে বাম-কংগ্রেস।
প্রবাদে আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটের আগে যেন রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে ধর্ম (Religion)। প্রশ্ন উঠছে মন্দির উদ্বোধনের হিড়িকেই কি ২০২৪-এর লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে রাজনৈতিক দলগুলি ? ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছে বিজেপি। অন্যদিকে আবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। যা এপ্রিল মাসেই উদ্বোধন হতে পারে। আর ওই মাসেই রাজ্য়জুড়ে আরও বড় করে রামনবমী পালনের তোড়জোড় শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদও (Viswa Hindu Parishad)।
২০১৮ সালের ডিসেম্বর হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দিঘার জগন্নাথ মন্দিরের। চলতি বছরের এপ্রিল মাসে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দিঘায় ১৭ একর জমির উপর গড়ে উঠছে জগন্নাথ ধাম। সূত্রের খবর, বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা।
এ বিষয়ে দিন কয়েক আগেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, দিঘায় যেটা তৈরি করা হচ্ছে সেটি জগন্নাথ মন্দির নয়, সেখানে সরকারি টাকা দিয়ে কালচারাল সেন্টার তৈরি করা হচ্ছে। সংবিধান অনুযায়ী কোনও সরকার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারেনা। বক্তব্যের স্বপক্ষে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু।
এদিকে, তৃণমূল যখন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের তোড়জোড় করছে, তখন বিশ্ব হিন্দু পরিষদের তরফে আগামী বছর ১৭ এপ্রিল, রামনবমীতে প্রত্যেক বিধানসভা এলাকায় অন্তত ৩ থেকে ৪টি করে মোট ১ হাজার ৭০টি জায়গায় রামনবমী উৎসব আয়োজন করতে বলা হয়েছে। ধর্ম নিয়ে এই রাজনীতি আদতে কাদের ডিভিডেন্ড দেবে ? উত্তর মিলবে ২৪-এর ভোটের ফলাফলের পরই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y