সৌভিক মজুমদার, কলকাতা: উত্তর ২৪ পরগনায় প্রাথমিক নিয়োগে (Primary Recruitment) সুখবর। ২০০৯-র নিয়োগ প্রক্রিয়ায় ৮০০-র বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ। ২ মাসে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। চলতি বছরের ২৪ এপ্রিল পর্যন্ত হাইকোর্টে মামলাকারী সবাইকে চাকরি দেওয়ার নির্দেশ। মামলাকারীদের নথি যাচাই করে তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের। সেই তালিকা থেকে নিয়োগের নির্দেশ আদালতের।  ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮০০-রও বেশি প্রার্থী। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি।                             


এর মধ্যে কেটে গিয়েছে ১৫ টি বছর। ২০০৯ সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার ভিত্তিতে ২০১০ সালে পরীক্ষা হয়। পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও চারটি জেলায় নিয়োগ হয়নি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও মালদা ছিল তালিকায়। যা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে।


প্রসঙ্গ প্রাথমিক নিয়োগ


বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায়, অবশেষে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এই কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশে, ২০১৬-র SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল হয়েছে।


লোকসভা ভোটের মুখে, এনিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি। টাকা দিয়ে চাকরি কেনাদের পাশাপাশি, যারা খেটে পড়াশোনা করে, চাকরি পেয়েছেন তাঁদেরও রুটি-রুজি  চলে গেছে। হঠাৎ করে চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক আইনি জটিলতায় প্রায় ১৫ বছর ধরে নিয়োগ সম্পূর্ণ করা যায়নি।


২০০৯-এর নিয়োগ প্রক্রিয়ায় ৮০০ বেশি শূন্যপদে ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই বছরের ২৪ এপ্রিল পর্যন্ত যাঁরা হাইকোর্টে মামলা করেছেন, তাঁদের প্রত্যেককে চাকরি দিতে হবে। মামলাকারীদের নথি যাচাইয়ের পর প্রস্তুত করতে হবে তালিকা। সেই তালিকা থেকেই চাকরি দিতে হবে। অর্থাৎ, ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮০০-র বেশি চাকরিপ্রার্থী।


আরও পড়ুন, 'মহিলারা ভালোভাবে নিচ্ছে না', প্রচার গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ!



হাইকোর্টের নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদ কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে