আবহাওয়ার খবর


বৃষ্টির স্বস্তি অতীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি। ফের একবার জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। জুনের শুরুতেই গরমের ছেঁকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল ও বৃহস্পতিবার কলকাতায় পারদ পৌঁছবে ৩৮ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, বজায় থাকবে অস্বস্তি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় আজ ও কাল হালকা বৃষ্টি হতে পারে।


পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু


গরু চোর সন্দেহে গণপিটুনিকে কেন্দ্র করে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র নদিয়ার ধানতলার কুলগাছি এলাকা। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ২ জন পুলিশ কর্মী আক্রান্ত হন। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, এলাকা থেকে বেরোনোর সময়, পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়। আরও ২ গ্রামবাসী আহত হন। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, গরু চোর সন্দেহে গণপিটুনির খবর পেয়ে, উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ির ওপর চড়াও হয় গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। 
একজন এসআই ও কনস্টেবল আহত হন। অন্ধকারে বেরোনোর সময়, গাড়ির ধাক্কায় ২ জন আহত হন। পরে একজনের মৃত্যু হয়। সকালে ঘটনাস্থলে যান রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার। 


ইডি দফতরে কালীঘাটের কাকু


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এর আগে তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। গত এক সপ্তাহ ধরে ওই সমস্ত কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, সেইসব বয়ান সামনে রেখেই আজ সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি-র দাবি, তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। সূত্রের খবর, এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, তা জানতে চাওয়া হবে। 


আজ শুভেন্দু-গড়ে পা রাখতে চলেছেন অভিষেক


নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু-গড়ে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুর ৩টে নাগাদ পটাশপুরে পৌঁছবেন। সেখানে জনসংযোগের পর যাবেন এগরায়। সেখানে রোড শো করবেন অভিষেক। এরপর রামনগরে মন্দিরে পুজো দিয়ে কাঁথিতে পৌঁছবেন। বিরোধী দলনেতার বাড়ির এক কিলোমিটার দূরে আজ রাত্রিবাস করার কথা অভিষেকের। 


রাজ্যের ২ দফতরকে চিঠি ইডি-র


পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম রাজ্যের ২ দফতরকে চিঠি ইডি-র। চিঠি  পুর ও নগরোন্নয়ন দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। গত ৮ বছরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন।