এক দফায় পঞ্চায়েত ভোট:
৮ জুলাই রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট। ঘোষণা করলেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। তবে সর্বদলীয় বৈঠক না ডেকে ভোটের দিন ঘোষণা করায়, ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা।
মনোনয়নে অল্প সময়, অভিযোগ বিরোধীদের:
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রবিবার বাদ দিয়ে, আজ থেকে ১৫ই জুন পর্যন্ত রোজ মনোনয়ন জমা করা যাবে। সকাল ১১ থেকে দুপুর ৩টে পর্যন্ত জমা করা যাবে মনোনয়নপত্র। এত অল্প সময়ে কী করে মনোনয়ন জমা সম্ভব? এই প্রশ্ন তুলছে বিরোধীরা।
পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী:
২০১৮-র মতো এবারও, এক দফাতেই রাজ্য়ে পঞ্চায়েত ভোট। কিন্তু, এবারও কি পঞ্চায়েত ভোট হবে পুলিশ দিয়েই? সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিলেও, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশে আস্থা রাখার কথা শোনা গেছে নতুন কমিশনারের মুখে। যদিও, পুলিশ দিয়ে কি শান্তিপূর্ণ ভোট সম্ভব কিনা, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। অনলাইনে মনোনয়ন নিয়েও বৃহস্পতিবার কিছু বলেননি রাজীব সিন্হা।
অনলাইনে নমিনেশন নিয়ে ধোঁয়াশা:
অনলাইনে নমিনেশন ফাইল করা যাবে কি না তা নিয়েও খোলসা করে কিছু বলেননি রাজ্য় নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। তিনি বলেন, 'আমরা এখনও এই ধরনের কোনও সিদ্ধান্ত নিইনি। কারণ হচ্ছে যে, আপনাকে বললাম, আজকে শুধু আমরা প্রেস অ্য়ানাউন্সমেন্ট করছি। সমস্তরকম যে প্রস্তাব এসেছে বিভিন্ন মহল থেকে, সেটা আমরা আলোচনা করব। রাজ্য় সরকারের সঙ্গে আলোচনা করব। তারপর সঠিক সিদ্ধান্ত সময়মতো আমরা নেব।'
সরাসরি মুখ্যমন্ত্রী:
রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। আর গ্রাম বাংলার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগের মুহূর্তে রাজ্য সরকারের তরফে নয়া কর্মসূচির ঘোষণা করা হয়। 'দিদিকে বলো'-র নম্বরেই এবার 'সরাসরি মুখ্যমন্ত্রী'। সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। ‘দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরেই চালু হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। হেল্পলাইন নম্বরটি হল ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা অবধি চালু থাকবে পরিষেবা ।
পুর-নিয়োগ দুর্নীতি কার হাতে?
পুরসভায় নিয়োগ 'দুর্নীতি' মামলার তদন্ত কে করবে? CBI? নাকি পুলিশ? সোমবার, তা জানা যেতে পারে। কলকাতা থেকে জেলা, বিভিন্ন পুরসভা থেকে সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস। নিয়োগ দুর্নীতির অভিযোগের মূলে পৌঁছতে বুধবার দেড়-ডজনের বেশি জায়গায়, ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ নথি। স্কুলে এবং পুরসভায় নিয়োগ দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? বৃহস্পতিবার পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। সোমবার, ফের এই মামলার শুনানি হবে।
ফের বেআইনি বালি কারবার?
সোনারপুরের পর এবার বাঁকুড়া সিমলাপাল। ফের বেআইনি বালি কারবারের অভিযোগ উঠল। বালির ট্রাক্টর আটকে দিলেন গ্রামবাসীরাই। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে বেআইনি কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। যানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
চলছে খোঁজ:
করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের কারণ খুঁজছে সিবিআই। দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেছেন তাঁরা। খতিয়ে দেখা হয়েছে রিলে রুম। করমণ্ডল কীভাবে লুপ লাইনে ঢুকে গেল, সেই ব্যাপারে রেলের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের অফিসারদের সঙ্গেও গোয়েন্দারা কথা বলেন।
কালিয়াগঞ্জ তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট:
ফের হাইকোর্টের কড়া সমালোচনার মুখে রাজ্য সরকার। এবার কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তে রাজ্যের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এবার, কি CBI তদন্তের নির্দেশ দিলে খুশি হবেন? বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি। সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দেহ ঘিরে বিক্ষোভ হলে পুলিশের বিরুদ্ধে নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তারপরেই কার্যত আগুন জ্বলে ওঠে কালিয়াগঞ্জে। পুলিশকর্মীরা সাধারণ বাসিন্দাদের ক্ষোভের শিকার হয়। তাণ্ডব চলে এলাকা। এই ঘটনায় সিট গঠন করে রাজ্যের উপরেই তদন্তভার দিয়ে আস্থা রেখেছিল হাইকোর্ট। যদিও সেই তদন্তের হাল এবং সিটকে সহযোগিতা করার প্রশ্নে দেখে রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কালিয়াগঞ্জের ঘটনায়, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্টও তলব করেছেন বিচারপতি মান্থা।
আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান