জয়ন্ত পাল, উত্তর ২৪ পরগনা: উত্তরাখণ্ডে (Uttarakhand) ট্রেকিংয়ে (Trekking) মৃত্যু হল বাঙালি ট্রেকারের। প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়ে তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে তাঁর। গতকাল উত্তরাখণ্ড থেকে ফোনে পরিবারকে সে কথা জানানো হয় (Mountaineering)।


পাহাড়ে গিয়ে ফিরলেন না নিমতার ট্রেকার


নেশা ছিল পাহাড়। সেই পাহাড়ে গিয়েই আর ফিরলেন না নিমতার (Nimta News) নির্মল বিশ্বাস। ১১ অক্টোবর একটি ট্রেকিং সংস্থার সঙ্গে উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে ট্রেকিংয়ের জন্য রওনা দেন, বছর ৪৩ এর  ট্রাভেল এজেন্ট নির্মল। 


পরিবারের বক্তব্য, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়েন নির্মল। ১৯ অক্টোবর প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হয় তাঁর। শুক্রবার উত্তরাখণ্ড থেকে ফোনে মৃত্যুর খবর জানানো হয়। মৃত ট্রেকার নির্মল বিশ্বাসের বোন চম্পা বিশ্বাস বলেন, "কাল খবর পাই। ময়নাতদন্ত রিপোর্ট অপেক্ষায় রয়েছি।"  


আরও পড়ুন: Dengue Situation: আবহাওয়ার খামখেয়ালিপনার দোসর অপরিকল্পিত নগরায়ন, ডেঙ্গির উপসর্গ দেখলেই সতর্ক হোন, পরামর্শ চিকিৎসকদের


এর আগেও বেশ কয়েকটি ট্রেক করেছেন নির্মল। এবার পাড়ি দিয়েছিলেন অন্যতম দুর্গম পাসে। কিন্তু ট্রেক সম্পূর্ণ করার আগেই পাহাড়ের বুকেই প্রাণ হারালেন নিমতার বাসিন্দা।


পরিবার সূত্রে জানা গিয়েছে, ভ্রমণের প্রতি ভালবাসা থেকে সেই পেশাতেই ছিলেন নির্মল। পাহাড়ের প্রতি অমোঘ আক্রর্ষণ ছিল তাঁর। সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়তেন। আগেও একাধিক বার এমন ট্রেকিংয়ে গিয়েছেন। এ বারও লক্ষ্মীপুজো মিটতেই রওনা দেন।


তীব্র ঠান্ডাতেই কি মৃত্যু নির্মলের! ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার


যে দিন মারা যান নির্মল, সে দিন প্রচুর তুষারপাত হয় বলে জানা গিয়েছে। তীব্র ঠান্ডায় আটকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই।


অক্টোবর এখনও শেষ হয়নি। তার আগে শুক্রবারও তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডে। বরফে ঢেকে গিয়েছে হেমকুণ্ড। দুপুরের পর দুই ঘণ্টা তুষারপাত চলে। তৃতীয় কেদার তুঙ্গনাথেও তুষারপাত হয়। তাতে তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। তাতে আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ হাজার ৫০০ মিটারের উঁচু জায়গায় তুষারপাত চলবে।


কুমায়ুনে দুই সপ্তাহ আগে থেকেই ঠান্ডা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, অন্য বছরের তুলনায় এ বছর ঠান্ডার তীব্রতা বেশি থাকবে। এ বছর শীতে লা নীনার দাপটও থাকবে বলে মনে করা হচ্ছে।