Bengal SIR Row: 'পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের সরকার হয়ে গিয়েছে..' ! বিস্ফোরক গিরিরাজ , SIR নিয়ে মমতা-সহ বিরোধীদের আক্রমণ
Giriraj Singh Attacks TMC Mamata Bengal Govt Around SIR: SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের আক্রমণ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর, কী বললেন গিরিরাজ সিংহ ?

কলকাতা: পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের সরকার হয়ে গিয়েছে, বিস্ফোরক গিরিরাজ সিংহ। SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের আক্রমণ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর। তিনি বলেন, 'মুসলিম ভোটব্যাঙ্কের জন্য কিছু রাজ্য SIR-এর বিরোধিতা করছে। ভারতকে ধর্মশালা বানাতে চাইছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, নাগরিকত্বের প্রমাণ তৈরি হচ্ছে। অনুপ্রবেশকারীদের আধার কার্ড বানানোর ফ্যাক্টরি পশ্চিমবঙ্গ। পরিকল্পনা করে অনুপ্রবেশকারীদের অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। CAA চালু হয়ে গিয়েছে, দেশ জুড়ে NRC-ও দরকার। ভোটের জন্য় দেশের সুরক্ষা বিক্রি করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহের।
এদিন গিরিরাজ সিংহ বলেন,' নির্বাচন কমিশনকে অনেক ধন্যবাদ দেব, কিন্তু কিছু রাজ্য এমন আছে, যারা এটার বিরোধীতা করছে।..বাংলার সরকার, তো মনে হয়, বাংলাদেশের সরকারে পরিণত হয়েছে। কিন্তু দেশে যতটা জরুরি SIR , ততোটাই জরুরি CAA। দেশে NRC-ও ততটাই জরুরি।...এরা বিরোধীতা করে কেন, কেবল মুসলিম ভোট নেওয়ার জন্য। ভারতকে ধর্মশালা বানাতে চায়।'
এসআইআর হলে কত নাম বাদ পড়বে তা নিয়ে, সম্প্রতি বিজেপি নেতাদের মুখে শোনা যায় ভবিষ্য়দ্বাণী! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন,SIR-এ বাদ যাবে কত, ১ কোটি বাদ যাবে, শুরুতেই ২৯ লক্ষ বাদ, আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে ১৩ লক্ষ, ডবল এন্ট্রি ১৬ লক্ষ।' বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন,১ থেকে ১ কোটি ২০ লক্ষের ওপরে ভোট কাটা যাবে SIR হলে।
পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,মিটিং করে ওদের নেতা এসে বলে বাংলায় কয়েক লাখ ভোটারের নাম আমরা বাদ দেব। আপনারা বলুন,এখন প্রাকৃতিক দুর্যোগ, এখন বর্ষায় সময়, উৎসব। এসবের মাঝে ১৫ দিনের মধ্যে SIR হতে পারে? সবার নাম তুলতে হবে। কী মনে করে এরা? বিজেপি পার্টির কমিশন হবে? না গণতান্ত্রিক অধিকারের জন্য কমিশন হবে? এটা পুরো অমিত শাহের খেল।
এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন জানাল, চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া এবং ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। এই প্রক্রিয়াটি চলবে এক মাস। এখানেই প্রশ্ন, ১ মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব ভোটার যাচাই করা কি সম্ভব হবে?তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে তার দায় কে নেবে?






















