কলকাতা : রাত পোহালেই পঞ্চায়েত ভোট। তার আগে হিংসার আঁচে উত্তপ্ত বাংলার জেলা থেকে জেলা। পঞ্চায়েত ভোটের দিন কি সেই উত্তাপের সঙ্গে পাল্লা দেবে উষ্ণতার পারদও ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি কমল কলকাতায়। 


 শনিবার, পঞ্চায়েত ভোটের দিন থেকে বৃষ্টি কমবে আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। 

আরও পড়ুন : 


স্বস্তির বর্ষা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে হাওড়া


ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস । 


উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।  বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে বলে অনুমান আবহবিদদের। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। ভোট গননার দিন দক্ষিনবঙ্গে একই রকম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।


 দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে ? 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আংশিক মেঘলা আকাশই থাকবে জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে । তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 



 উত্তরবঙ্গে আবহাওয়া কেমন ?
  শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপরের দিকের ৫ জেলায়  হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ারে বেশী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ কমবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।


 কলকাতায় তাপমাত্রা কমল
 মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি কমল। মেঘলা আকাশ শুক্রবার সকাল থেকেই । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে।



  • কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি।

  • বৃহস্পতিবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।

  • বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশ।

  • বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।


ভিন রাজ্যে কোথায় কোথায় বাড়বে বৃষ্টি 

বিহার, ওড়িশাতে এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েক দিন উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে। গুজরাত, রাজস্থান, পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানাতে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, হিমাচল প্রদেশে।  দক্ষিণ ভারতের কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে, কঙ্কণ,  মধ্য মহারাষ্ট্রে।