অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : দুর্যোগে বাড়বে দুর্ভোগ। আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলে বাড়বে তীব্রতা। সেইসঙ্গে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। পূর্ব-পশ্চিম অক্ষরেখা এখন উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই তুমুল বৃষ্টি চলবে বঙ্গ জুড়ে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বিহার ঝাড়খণ্ডের গভীর নিম্নচাপ অবস্থান করছে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিমে সরে যাবে । এরপর উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেই এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া - অফিসের সঙ্কেত বলছে, সোমবার তুমুল বৃষ্টির সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে স্থানীয়ভাবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বেশি উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
তবে বৃষ্টি-বিলাসীদের মন খারাপের কারণ নেই। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েে। বুধবারও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই তিন জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, তুমুল বৃষ্টিতে ভিজবে গোটা উত্তরবঙ্গই। তারমধ্যে আবার সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অঝোর ধারায় চলবে বর্ষণ । ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কোচবিহার জেলাতে। মালদা ও দুই দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য।
কলকাতার আবহাওয়া
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দিনভর মেঘলা আকাশ থাকবে। কখনও কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৫ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ঝুঁকি! সোমবার সাবধানে থাকুন এই রাশির জাতকরা