কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় কাল রাত থেকেই শুরু প্রবল দুর্যোগ। ভারী বৃষ্টি থামার নাম নেই। অবিরাম বর্ষণে ভিজছে শহর থেকে শহরতলি।  সারারাত ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া ও হুগলিতে।



জেলায় জেলায় ভারী বৃষ্টি রাতভর 
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে।  তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাইয়ে রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষিক্ষেত্রে যে অশনি সঙ্কেত তৈরি হয়েছিল, এই কদিনের বৃষ্টিতে চাষবাসে  অনেকটাই সুবিধা হবে। 


দিঘায় শুরু প্রবল বৃষ্টি
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই সৈকত শহর দিঘায় শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গতকাল থেকেই উপকূরবর্তী জায়গায় ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কতামূলক প্রচার হয়। মাঝ সমুদ্র থেকে তীরে ফিরতে গিয়ে ঘটে যায় ভয়াবহ ট্রলার দুর্ঘটনা। 

আবহাওয়ার উন্নতির সম্ভাবনা 
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে,  অতি গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে শনিবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । 






আরও পড়ুন :


অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ, ফুলে ফেঁপে উঠছে সাগর-নদী