সঞ্চয়ন মিত্র, কলকাতা : বইছে বসন্তের বাতাস। ফুরফুরে হাওয়ায় ঘুম ভেঙেছে বঙ্গের। রোদ ঝলমলে কলকাতার আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল থেকে সন্ধ্যা মনোরম আবহাওয়া বজায় থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। মৃদু শীতল হাওয়ায় খুব সামান্য হলেও পারদ নামবে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
সামান্য বাড়বে তাপমাত্রা
শুক্রবারের পর ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে বেশ কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সপ্তাহের শেষে ২২ ডিগ্রির উপরে উঠে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আপাতত বৃষ্টি নেই। শুষ্ক আবহাওয়া। শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও সামান্য বাড়বে তাপমাত্রাবাকি জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমবে। শুক্রবারের পর আবার বাড়তে পারে পারদ।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ দিনভর পরিষ্কার আকাশ। আগামী দু'দিন তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। শুক্রবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
এক নজরে আগামী ৭ দিনের আবহাওয়া, কী জানাল মৌসম ভবন
|
আরও পড়ুন :
কলকাতা উত্তরে BJP প্রার্থী তাপস রায়?লোকসভা ভোটে সুদীপ-তাপসের দ্বৈরথ দেখতে চলেছে বাংলা?
এবছর অন্যান্য বছরের তুলনায় গরম পড়বে বেশি, ইঙ্গিত আবহাওয়া দফতরের পূর্বাভাসে। সারা দেশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকালীন পূর্বাভাসে এমনটাই জানিয়েছে মৌসম ভবন।