সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ভারী দুর্যোগের সম্ভাবনা আছে কি? কী জান্চ্ছে আবহাওয়া দফতর?
জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে উত্তরবঙ্গের দিকে যাবে। অক্ষরেখা উত্তরের দিকে সরলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে, বলে মনে করছে হাওয়া-অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আবার কবে ভারী বর্ষণ ?
আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। বুধবার এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী থাকবে। এর ফলে আগামী সপ্তাহের শেষে আরও একটি বৃষ্টির স্পেল হতে পারে দক্ষিণবঙ্গে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। উপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা।
কলকাতায় কেমন থাকবে আজ আবহাওয়া
কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা সরে গেলে বৃষ্টি কমবে। মঙ্গলবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৯.৩ মিলিমিটার।
আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে ?
| |||||||||||||||||||||||||||||||||||||||||