সঞ্চয়ন মিত্র, কলকাতা : আর ক’দিন পরেই শারদ-শরৎ। ৫০ দিনেরও কম সময় হাতে। আসছেন মা। ব্যস্ত কুমোরটুলিতে বইছে খুশির দমকা বাতাস। তারই মধ্যে নিম্নচাপের ভ্রুকুটি। দুই বছরের করোনা কাঁটা পার করে এবার আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। আর পুজোর কেনাকাটা মানেই তো উইকএন্ড। সপ্তাহের শেষ দিনগুলোর দিকেই তাকিয়ে থাকেন পোশাক ব্যবসায়ীরা। তারই মধ্যে এমন অঝোর ধারা। নিম্নচাপের চোখরাঙানি কি কাটবে ? শনি-রবিবার কি চুটিয়ে শপিং হবে ?  

আশার কথা

শুক্রবার সারারাত দুর্যোগ গিয়েছে। তবে আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। সম্ভাবনা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে।


জেলাগুলিতে ভারী বৃষ্টি
এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।


২০২০ পর ২০২১- এও মনে ভয় নিয়ে উৎসবে মেতেছে বাঙালি। তারপর সময় গড়িয়েছে, ধীরে ধীরে দাপট কমেছে করোনার। আর তাতেই দ্বিগুণ উৎসাহে শুরু হয়ে গিয়েছে উৎসবের সলতে পাকানোর কাজ।  বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজ ইউনেস্কোর হাত ধরে বিশ্বের দরবারে স্বীকৃত। কিন্তু তার মূল শিকড়টি রয়েছে বাংলার কুমোরের ঘরে। কুমোরটুলি যেন তারই দর্পণ। সেখানে বইছে খুশিা দমকা বাতাস। সেই সঙ্গে কয়েক বছর পর ভাল লাভের মুখ দেখার আশায় পোশাক ও শাড়ি ব্যবসায়ীরাও। তাই আবহাওয়ার দিকে সবসময় নজর তাঁদের। কারণ বৃষ্টি মাথায় করে মানুষ বের হতে চাইবেন না। 


জেলায় জেলায় ভারী বৃষ্টি রাতভর 
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে।  তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাইয়ে রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষিক্ষেত্রে যে অশনি সঙ্কেত তৈরি হয়েছিল, এই কদিনের বৃষ্টিতে চাষবাসে  অনেকটাই সুবিধা হবে।